PDA

View Full Version : যুক্তরাস্ট্রের অর্থনীতিতে মে মাসে ২লক্ষ



HELPINGHAND
2015-06-09, 03:12 PM
মে মাসে যুক্তরাস্ট্রের অর্থনীতিতে ২লক্ষ ৮০ হাজার নতুন চাকুরীর সংস্থান হয়েছে। আর এর মধ্য দিয়ে বেকারত্বের হার ৫.৫ শতাংশে নেমেছে।

ওয়াশিংটনে মানুষ সক্রিয়ভাবে কাজ না খোঁজা পর্যন্ত তাকে বেকার বলে ধরা হয় না। শুক্রবার শ্রম বিভাগ থেকে বলা হয় বানিজ্য ক্ষেত্র, রেস্টুরেন্ট খাত ও স্বাস্থ্য খাতে বেশী চাকুরীর সংস্থান ঘটেছে। তবে তেল শিল্পে চাকুর হারাচ্ছেন কর্মীরা।

তথ্য উপাত্তে দেখা যায় এখনো ৮৭ লক্ষ আমেরিকান এখনো বেকার আর ৬৭ লক্ষ খন্ডকালীন কাজে রয়েছেন যাদের পূর্নকালীন চাকুরী প্রয়োজন।

yasir arafat
2016-04-06, 12:25 PM
যুক্তরাষ্ট্র এমন একটি দেশ,যাদের অর্থনীতির উপর অনেক দেশের অর্থনীতি নির্ভর করে।সুতরা এদের সামান্যতম অর্থনৈতিক ক্ষতি হলেও তারা তা কাটিয়ে উঠতে সক্ষম হয়।আর সব দেশেরতো এ ধরণের অবস্থা বিদ্যমাণ থাকবে ।এটাইতো স্বাভাবিক।

Realifat
2016-07-29, 04:50 PM
পৃথিবীর সবচেয়েবড় অর্থনীতির দেশ গুলোর মধ্যে অনতম একটি দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতির চাকা যুক্তরাষ্ট্র অর্থনীতির সাথে তাল রেখে চলে। তবে যে যেভাবেই চলুক না কেন যুক্তরাষ্ট্রেরর অর্থনীতি অনেক শক্তিশালি হওয়ার কারনে তারা ছোটোখাট সমস্যা অনায়াসে পূরন করে ভালোভাবে ফিরে আসতে পারে। তাই নিয়মিত যুক্তরাষ্ট্র অর্থনীতির সম্পর্কে জেনে থাকতে হবে।

MoinFX
2016-10-05, 02:18 PM
সারা বিশ্বে যুক্তরাস্ট্রের অর্থনীতি অনেক শক্ত অবস্হানে আছে কারন তাদের হাতে বিশ্বের সব ব্যাংক এবং অত্বিক প্রতিস্ঠান গুলো তাদের হাতে। সারা বিশ্বে অস্ত্র ব্যাবসা তারা নিয়ন্ত্রন করে এই ভাবে তাদের অর্থনীতি কে আরও শক্ত অবস্হানে নিয়ে গেছে।

RUBEL MIAH
2017-04-28, 03:03 PM
রেস্টুরেন্ট খাত ও স্বাস্থ্য খাতে বেশী চাকুরীর সংস্থান ঘটেছে । তবে তেল শিল্পে চাকুর হারাচ্ছেন কর্মীরা । সারা বিশ্বে অস্ত্র ব্যাবসা তারা নিয়ন্ত্রন করে এই ভাবে তাদের অর্থনীতি কে আরও শক্ত অবস্হানে নিয়ে গেছে । পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতির চাকা যুক্তরাষ্ট্র অর্থনীতির সাথে তাল রেখে চলে ।