PDA

View Full Version : অধিকাংশ মার্কিনি আয় ও সম্পদের অসম বণ্টন নù



HELPINGHAND
2015-06-10, 07:40 AM
যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ তাদের আয় ও সম্পদের অসম বণ্টন নিয়ে অসন্তুষ্ট। সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা এবং অসাম্য দূর করার বিষয়টি জরুরিভাবে নজরে আনা উচিত বলে তারা মনে করে। ধনী ও গরিবের মধ্যে ব্যবধান কমানোর জন্য সরকারের আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে দেশটির অধিকাংশ জনগণ।

নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ পরিচালিত এক জরিপে এসব তথ্য পাওয়া গেছে। গত মাসের শেষ সপ্তাহে তারা জাতীয়ভাবে জরিপটি পরিচালনা করে।

সম্পদের সুষম বণ্টন ও ধনী-গরিবের পার্থক্য নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাবটি রাজনৈতিকভাবে বিভক্ত। রিপাবলিকান দলের সমর্থক মাত্র এক-তৃতীয়াংশ নাগরিক অসাম্য দূর করার জন্য সরকারের অধিকতর পদক্ষেপ নেওয়ার পক্ষে। আর ডেমোক্র্যাট দলের সমর্থক ৮০ শতাংশই মনে করে, অসাম্য দূর করার জন্য সরকারকে অধিকতর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২০০৮ সালের মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন প্রতিটি সুচকেই ভালো করছে। তার পরও আয় বৃদ্ধি ও সম্পদের বণ্টন নিয়ে রাজনৈতিক ভাবধারায় বিভক্ত মার্কিন জনগোষ্ঠী। সম্পদের ভারসাম্যের বিষয়টি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে বলে জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করে।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জনগণ কর্মজীবীদের ব্যাপক সুবিধা বৃদ্ধির পক্ষে। পারিবারিক ছুটি, অসুস্থতার জন্য মজুরিসহ ছুটি এবং ন্যূনতম মজুরি বাড়ানোর পক্ষে অধিকাংশের মত। কেন্দ্রীয় সরকার কর্তৃক ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০ ডলার করার পক্ষেও অধিকাংশ জনগণ।

জরিপে অংশগ্রহণকারী স্টেপেনি অলটেন্ডার (২৮) বলেছেন, আমেরিকার ছোট একটি জনগোষ্ঠী অধিকাংশ সম্পদের মালিক ও নিয়ন্ত্রক। ডেমোক্র্যাট দলের সমর্থক এই স্কুলশিক্ষক বলেন, যাদের সম্পদ রয়েছে তাদের আরও সম্পদশালী হওয়ার অনেকগুলো পদ্ধতি চালু রয়েছে দেশে।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দেশের সব জনগোষ্ঠীর সম্পদশালী হওয়ার জন্য সমান সুযোগ রয়েছেএমন মনোভাবেরও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে জরিপে। ৬০ শতাংশ মার্কিনি মনে করে, শীর্ষে থাকা অল্প কিছু মানুষের জন্য আরও উন্নতির সুযোগ-সুবিধা অবারিত।

Ekram
2015-08-18, 11:06 AM
যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ তাদের আয় ও সম্পদের অসম বণ্টন নিয়ে অসন্তুষ্ট। সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা এবং অসাম্য দূর করার বিষয়টি জরুরিভাবে নজরে আনা উচিত বলে তারা মনে করে। ধনী ও গরিবের মধ্যে ব্যবধান কমানোর জন্য সরকারের আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে দেশটির অধিকাংশ জনগণ।

নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ পরিচালিত এক জরিপে এসব তথ্য পাওয়া গেছে। গত মাসের শেষ সপ্তাহে তারা জাতীয়ভাবে জরিপটি পরিচালনা করে।

সম্পদের সুষম বণ্টন ও ধনী-গরিবের পার্থক্য নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাবটি রাজনৈতিকভাবে বিভক্ত। রিপাবলিকান দলের সমর্থক মাত্র এক-তৃতীয়াংশ নাগরিক অসাম্য দূর করার জন্য সরকারের অধিকতর পদক্ষেপ নেওয়ার পক্ষে। আর ডেমোক্র্যাট দলের সমর্থক ৮০ শতাংশই মনে করে, অসাম্য দূর করার জন্য সরকারকে অধিকতর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২০০৮ সালের মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন প্রতিটি সুচকেই ভালো করছে। তার পরও আয় বৃদ্ধি ও সম্পদের বণ্টন নিয়ে রাজনৈতিক ভাবধারায় বিভক্ত মার্কিন জনগোষ্ঠী। সম্পদের ভারসাম্যের বিষয়টি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে বলে জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করে।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জনগণ কর্মজীবীদের ব্যাপক সুবিধা বৃদ্ধির পক্ষে। পারিবারিক ছুটি, অসুস্থতার জন্য মজুরিসহ ছুটি এবং ন্যূনতম মজুরি বাড়ানোর পক্ষে অধিকাংশের মত। কেন্দ্রীয় সরকার কর্তৃক ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০ ডলার করার পক্ষেও অধিকাংশ জনগণ।

জরিপে অংশগ্রহণকারী স্টেপেনি অলটেন্ডার (২৮) বলেছেন, আমেরিকার ছোট একটি জনগোষ্ঠী অধিকাংশ সম্পদের মালিক ও নিয়ন্ত্রক। ডেমোক্র্যাট দলের সমর্থক এই স্কুলশিক্ষক বলেন, যাদের সম্পদ রয়েছে তাদের আরও সম্পদশালী হওয়ার অনেকগুলো পদ্ধতি চালু রয়েছে দেশে।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দেশের সব জনগোষ্ঠীর সম্পদশালী হওয়ার জন্য সমান সুযোগ রয়েছে—এমন মনোভাবেরও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে জরিপে। ৬০ শতাংশ মার্কিনি মনে করে, শীর্ষে থাকা অল্প কিছু মানুষের জন্য আরও উন্নতির সুযোগ-সুবিধা অবারিত।
সত্যিকার অর্থে বৈষম্য পৃথিবীর সব জায়গায় তেই আছে। কথাও কম কোথাও বেশি। আমরা অনেকেই জানিনা যে স্বয়ং আমেরিকা তে বেকার আছে প্রচুর । অনেকে ই চাকরি খুজে পাচ্ছেনা । ফলে হতাশা গ্রস্থ হয়ে পরছে । ড্রাগ এ আসক্ত হয়ে পরছে । এবং জীবন বিপন্ন হয়ে পরছে।

Md Akter Hossain
2016-01-27, 06:44 PM
একটা দেশের অর্থনীতি কতকগুলো বিষয়ের উপর নির্ভর করে । যেমন সে দেশের ব্যাংকিং খাত কতটা শক্তিশালি, বিনিয়োগের পরিমাণ কত, মুদ্রাফীতি কতটুকু, বেকারত্বে হার কতটা ইত্যাদি বিষয়ের উপর । তবে আমি মনে করি অধিকাংশ মার্কিনি আয় ও সম্পদের অসম-বণ্টন নিয়ে সন্তুষ্ঠ নয় তারপরও তারা যথেষ্ট ভালো অবস্থানে আছে ।

Biplob72
2016-03-29, 01:12 PM
আমি বলব একটা দেশের অর্থনীতি নির্ভর করে সেই দেশের সামগ্রিক অর্থনৈতিক বিষয়ের উপর।যেমন সে দেশের ব্যাংকিং খাত কতটা শক্তিশালি, বিনিয়োগের পরিমাণ কত, মুদ্রাফীতি কতটুকু, বেকারত্বে হার কতটা ইত্যাদি বিষয়ের উপর ।

basaki
2016-03-29, 03:41 PM
এক্টাই দেশের আয় যদি ভাল হয় তবে সে দেশের সরকার তাদের সম্পধের সম বন্টন করতে পারবে বলে আমি মনে করি কিন্তু আপনি যদি মমে করি যে অর্থনিতি অবস্তা যদি খারাপ হয় তাহলে আমি মনে করি দেশের সম্পদের সম্পরি মান বন্টন হতে বা করটা অনেক বিপদের সমুক্ষিন হবে।

yasir arafat
2016-04-06, 12:22 PM
একটা দেশের অর্থনীতি অনেক সময় তাদের দেশের জনগণের উপর নির্ভর করে।কারণ তারা উন্নতি করতে পারছে কিনা বা তারা তাদের জীবণকে কিভাবে গড়ে তুলছে।কারণ তারা যদি তাদের নিজেদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বি করতে পারে তাহলে দেশের অর্থনীতিতেও তার প্রভাব থাকে।

Realifat
2016-07-29, 04:40 PM
সম্পদের অষম বন্টম যেকোন দেশেই অরাজকতা বা সমসার সৃষ্টি করতে পারে। আমেরিকার মত একটা উন্নত গনতান্ত্রিক দেশেও সম্পদের সুষম বন্টন হয়ত হচ্ছেনা বিধায় জনগন এ বিষয়ে জোড়ালো দাবি জানাতে পারে।তাই শুধু আমেরিকা নয় সারাবিশ্বেই কমবেশি সম্পদের সুষম বন্টন না থাকায় বিশ্বের সকল দেশেই কমবেশি বেকারত্ব সমস্যা রয়েই গেছে।

Realifat
2016-07-29, 04:40 PM
সম্পদের অষম বন্টম যেকোন দেশেই অরাজকতা বা সমসার সৃষ্টি করতে পারে। আমেরিকার মত একটা উন্নত গনতান্ত্রিক দেশেও সম্পদের সুষম বন্টন হয়ত হচ্ছেনা বিধায় জনগন এ বিষয়ে জোড়ালো দাবি জানাতে পারে।তাই শুধু আমেরিকা নয় সারাবিশ্বেই কমবেশি সম্পদের সুষম বন্টন না থাকায় বিশ্বের সকল দেশেই কমবেশি বেকারত্ব সমস্যা রয়েই গেছে।

milonkhanfx1993
2016-09-21, 04:42 PM
অরথনীতি বলেন আর যায় বলেন ভাই বিভেদ থাকবেই বলে আমি মনে করি তবে বিভিন্ন সময়ে দেশের ইকনমি পরিবর্তন হতেই থাকবে তবে এই পরিবর্তন যদি আমরা আগে থেকে কিছুটা হলেউ অনুমান করতে পারি তাইলে অনেক উপকৃত হতাম।

mithunsarkar
2016-10-05, 11:11 PM
ফরেক্স মার্কেট এর মধ্যে সচারাচর লং টাইম ফ্রেম এ ট্রেড করা ভাল যদি অনেক দক্ষ ট্রেডার শট টাইম ফ্রেম ব্যবহার করে।কেননা লং টাইম ফ্রেম ব্যবহার করে যা আয় করা যায় শট টাইম ফ্রেম ব্যবহার করেও তাই আয় করা যায়,সুতরাং লং টাইম ফ্রেম ব্যবহার করা হচ্ছে একজন দক্ষ ট্রেডারের টেকনিক।তারপরও মাঝে মাঝে শট টাইম ফ্রেম ব্যবহার হয়ে থাকে যা টিক না।

Amit4040
2016-11-09, 01:46 PM
আমি নতুন বাংলাদেশ ফরেক্স ফোরাম এ। আমি আসা করি ফোরাম বোনাস দিয়ে ট্রাড করে আমি ভাল কিছু করতে পারব, এতা করে অনেক লাভ হচ্ছি। এক ফোরাম পোস্টিং থাকে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হচ্ছে।

nisho5533
2016-11-16, 08:18 PM
Biplob72 ভাই আমি আপনার সাথে একমত আপনি বলেছেন, আমি বলব একটা দেশের অর্থনীতি নির্ভর করে সেই দেশের সামগ্রিক অর্থনৈতিক বিষয়ের উপর।যেমন সে দেশের ব্যাংকিং খাত কতটা শক্তিশালি, বিনিয়োগের পরিমাণ কত, মুদ্রাফীতি কতটুকু, বেকারত্বে হার কতটা ইত্যাদি বিষয়ের উপর । আপনাকে ধন্যবাদ|

RUBEL MIAH
2017-04-28, 06:11 PM
সম্পদের ভারসাম্যের বিষয়টি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে বলে জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করে । লং টাইম ফ্রেম ব্যবহার করা হচ্ছে একজন দক্ষ ট্রেডারের টেকনিক।তারপরও মাঝে মাঝে শট টাইম ফ্রেম ব্যবহার হয়ে থাকে যা টিক না । গনতান্ত্রিক দেশেও সম্পদের সুষম বন্টন হয়ত হচ্ছেনা বিধায় জনগন এ বিষয়ে জোড়ালো দাবি জানাতে পারে ।

Md Masud
2017-05-24, 03:40 PM
সম্পদের ভারসাম্যের বিষয়টি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে বলে জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করে । লং টাইম ফ্রেম ব্যবহার করে যা আয় করা যায় শট টাইম ফ্রেম ব্যবহার করেও তাই আয় করা যায় । বিভিন্ন সময়ে দেশের ইকনমি পরিবর্তন হতেই থাকবে তবে এই পরিবর্তন যদি আমরা আগে থেকে কিছুটা হলেউ অনুমান করতে পারি ।