PDA

View Full Version : গ্রিস প্রত্যাখ্যান করবে ইইউর সংস্কার প্র



HELPINGHAND
2015-06-10, 07:44 AM
গুরুতর অর্থনৈতিক সংকটে পড়া গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস বলেছেন, ঋণ চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাব তাঁরা প্রত্যাখ্যান করতে বদ্ধপরিকর। সংস্কারের প্রস্তাবকে তিনি ‘অপমানজনক’ আখ্যায়িত করেছেন। খবর এএফপি ও ওয়াল স্ট্রিট জার্নালের।
ইইউর তুলনামূলক দরিদ্র সদস্য গ্রিসের অর্থনৈতিক সংস্কার নিয়ে এ সপ্তাহেই বহুপক্ষীয় আলোচনা হবে। তার ঠিক আগে দেশটির অর্থমন্ত্রী বললেন, ‘গ্রিসকে ভয় দেখানোর জন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই সরকারকে ভয় দেখানো যাবে না।’
বিক্রয় করের হার বাড়ানো, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন কাটছাঁটের মতো বেশ কিছু শর্ত দিয়ে গত সপ্তাহে পাঁচ পৃষ্ঠার সংস্কার প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন (ইসি)।
গত শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপেরাস ইসির প্রস্তাবকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, দেশটির বিপুল ঋণের পুনর্গঠনের বিষয়টি যুক্ত না করলে তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন না। সিপেরাস বলেন, দাতাদের বেঁধে দেওয়া শর্ত অনুসারে তিনি বাজেট ছোট করতে পারেন। তবে পেনশনে কাটছাঁট বা বিক্রয়মূল্যের ওপর কর আরোপের বিষয়টি মেনে নেবেন না।
গ্রিসের প্রধানমন্ত্রীর এই কথার পর গতকাল রোববার জার্মানিতে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লদ ইউনকার বলেন, ‘সিপেরাস একটি বিকল্প প্রস্তাব দিতে চেয়েছিলেন। তবে তিনি সেটি দেননি।’
ইউনকার দাবি করেন, গ্রিস দাতাদের প্রস্তাবের ভুল ব্যাখ্যা দিয়েছে।
গ্রিক অর্থমন্ত্রী ভারোফাকিসও বলেন, ‘আমাদের সংস্কার, ঋণ পুনর্গঠন এবং বিনিয়োগ—এই তিনই একসঙ্গে দরকার। এই তিনটি বিষয় না থাকলে আমরা কোনো চুক্তিতে স্বাক্ষর করব না।’
গ্রিস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৩০ কোটি ইউরো ঋণ ফেরত দেওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে। এর ফলে ঋণ ফেরত দেওয়া নিয়ে উত্তেজনা আরও বাড়ল।
আগামী বুধবার থেকে ব্রাসেলসে অনুষ্ঠেয় ইউরোপীয় শীর্ষ সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী সিপেরাস জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে বৈঠক করবেন। গত শনিবার টেলিফোনে এই তিন নেতা ওই বৈঠকের বিষয়টি ঠিক করেন।
গ্রিস বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুত ২৪ হাজার ৫০০ কোটি ইউরোর জরুরি সহায়তা কর্মসূচির মধ্যে ৭২০ কোটি ইউরোর জন্য অপেক্ষা করছে। আগামী কয়েক মাসের মধ্যে চরম ঋণগ্রস্ত দেশটিকে বিপুল পরিমাণ ঋণ শোধ করতে হবে। অর্থনৈতিক অচলাবস্থার ফলে শেষ পর্যন্ত দেশটি ইইউ থেকে বাদও পড়তে পারে।

yasir arafat
2016-04-06, 12:28 PM
গ্রিস এর আগেও এ ধরণের পদক্ষেপ গ্রহণ করেছিল।কিন্তু জানিনা ফলাফল কেমন হয়েছিল। এবারের ক্ষেত্রে একই অবস্থা দেখা যাচ্ছে।আসলে ফরেক্স মার্কেটে তেমনতো কোন বড় ধরণের পরিবর্তন দেখলাম না।

Realifat
2016-07-29, 05:01 PM
ফরেক্স মার্কেটে এমন নিউজ বা সংবাদ অনেকসময় প্রভাব ফেলে আবার অনেকসময় ফেলেনা।যেমন আলোচ্য সংবাদের পর অনেকেই প্রত্যাশা করেছিল মার্কেটে ভালো প্রভাব দেখতে পারে।কিন্তু না আলোচ্য প্রত্যাখান সংবাদে ফরেক্সের মার্কেটে তেমন কোনো উল্লেখ্যযোগ্য নড়াচড়া চোখে পড়েনি। তবে বরারবরের মতো গ্রিস এবারও ইইউর সংস্কার প্রস্তাব প্রত্যাখান করলো।

milonkhanfx1993
2016-09-21, 04:07 PM
এরকম নিউজ গুলো নিয়মিত আমাদের দরকার আমরা যদি সেটা এখানে পেয়ে থাকি তবে সেটা খুব ই ভালো হয় যা শুধু ফরেক্স নয় আমাদের জানার পরিধিটাউ বাড়াবে। তাই রেগুলার আপনার পোস্ট আশা করছি ভাই।

mithunsarkar
2016-10-05, 11:46 PM
বাংলা আমার মাতৃ ভাষা , এ ভাষাতে আমারা বাঙ্গালীরা মনের কথ বলি , এ ভাষা আমাদের কাছে বোধ গাম্য হয় । আর ফরেক্স মার্কেটে সবাই ইংলিশ যানে না । এবং তারা বলতে ও লিখতে পারে না তাদের জন্য অনেক সমস্যা হয় । তাই আমি তাদের কাছে অনুরোধ করতাছি যারা ইংলিশ এ ফরম পোষ্টিং করেন তারা যেন মাতৃ ভাষাই ফরম পোষ্টিং করে । এবং তারা যেন মাতৃভাষাকে প্রাধান্য দেয় এবং বাঙালীদের সাহায্য করেন ।

RUBEL MIAH
2017-04-28, 06:01 PM
কয়েক মাসের মধ্যে চরম ঋণগ্রস্ত দেশটিকে বিপুল পরিমাণ ঋণ শোধ করতে হবে । অর্থনৈতিক অচলাবস্থার ফলে শেষ পর্যন্ত দেশটি ইইউ থেকে বাদও পড়তে পারে । ফরম পোষ্টিং করেন তারা যেন মাতৃ ভাষাই ফরম পোষ্টিং করে । এবং তারা যেন মাতৃভাষাকে প্রাধান্য দেয় এবং বাঙালীদের সাহায্য করেন ।

Md Masud
2017-05-25, 09:37 PM
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন কাটছাঁটের মতো বেশ কিছু শর্ত দিয়ে গত সপ্তাহে পাঁচ পৃষ্ঠার সংস্কার প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন (ইসি) । গত শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপেরাস ইসির প্রস্তাবকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দেন । অর্থনৈতিক অচলাবস্থার ফলে শেষ পর্যন্ত দেশটি ইইউ থেকে বাদও পড়তে পারে ।