PDA

View Full Version : লং টাইম ট্রেডারেরা বাঁশ খায় অথবা বাঁশ খাবú



RichMahfuz
2015-06-12, 12:25 AM
অনেকেই মনে করে লং টাইম ফ্রেম এ ট্রেড করা অনেক ভাল। খুব simple & Easy। খুব ভাল success rate।

যারা মনে করেন daily chart এর support resistance এ sure profit তাদেরকে শুধু একটা কথা বলতে চাই।

এত simple & easy হলে বড় বড় hedge fund manager রা end of the year এত লস খাইতনা।

আমি বলব আপনারা Still now zero-sum game or negative-sum game খেলতেসেন। ফরেক্স এ success

depend করে পুরোপুরি Skill এর উপর like Skilled Footballer, Skilled Cricketer।

maziz6989
2015-07-11, 09:12 PM
আপনার সাথে একমত হতে পারলাম না কেননা লংটার্ম ট্রেডাররা সব সময় খুবই অল্প পরিমান ট্রেড করে এবং বেশ ভাল প্রফিট নিয়ে তার পরে একটা পজিশান ক্লোজ করে। আর হেজ ফান্ড ম্যানেজারের কথা আর কি বলব। আমার টাকা দিয়ে যদি আপনি ট্রেড করেন তবে তাই হবে যেমন আমরা ডেমোতে করি। আপনার টাকা আপনার লাভ অথবা আপনার লস তাই বুঝে শুনে তার পরে বিনিয়োগ করেন।

Talha
2015-07-17, 01:45 AM
আমার জানা মতে অধিকাংশ ভাল ট্রেডাররা লং টাইম ফ্রেমে ট্রেড করে তারা তাতে সফল সর্ট টাইম ফ্রেমে ট্রেড করলে মার্কেট খুব ভাল একটা বোযা যায় না কারন ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে একটু সময়ের প্রোয়জন আছে আরও বিভিন্ন ইন্ডিকেটর আছে সবগুলো মিলিয়ে মার্কেটে এন্ট্রি নেওয়া আমি মনে করি নিজের জন্য মঙ্গল যারা মনে করে এগুলোর প্রোয়জন নেই মার্কেট চলতেছে চলবে এখানে অতকিছুর কি প্রোয়জন তাদের ব্যপার সো ডিফারেন্ট।

fxover
2015-09-21, 12:28 PM
আপনার সাথে একমত হতে পারলাম না কেননা লংটার্ম ট্রেডাররা সব সময় খুবই অল্প পরিমান ট্রেড করে এবং বেশ ভাল প্রফিট নিয়ে তার পরে একটা পজিশান ক্লোজ করে। আর হেজ ফান্ড ম্যানেজারের কথা আর কি বলব। আমার টাকা দিয়ে যদি আপনি ট্রেড করেন তবে তাই হবে যেমন আমরা ডেমোতে করি। আপনার টাকা আপনার লাভ অথবা আপনার লস তাই বুঝে শুনে তার পরে বিনিয়োগ করেন।

ভাই আমি আপনার সাথে একমত । লং টার্ম মানেই যে বাঁশ খাওয়া তা কিন্তু নয় । আমি নিজেও অনেক সময় লং টার্ম ট্রেড করি কিন্তু লস করি নি ভালোই প্রফিট করেছি। লস করার কারন সেটি নয় । লস করার কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট এর অভাব । আমি ৯০% ট্রেড এ লাভ করি কিন্তু দেখা যায় যে মানি ম্যানেজমেন্ট না করার কারনে খুব বেশি লটে ট্রেড করে কোন একটিতে ধরা খাই ফলে একটিতেই আমার সব লাভ এর ধন নিয়ে যায় । লং টার্ম ট্রেড করার জন্য কখনও লস করিনি।

Marufa
2015-09-21, 01:00 PM
ভাই সত্যি কথা বলছেন । আমি মনে করি মার্কেটকে ১০ পিপস্ এর বেশি বিশ্বাস করা যায় না । এখানে যেকোন সময় যেকোন কিছু ঘটতে পারে । তবে সাধারনত মার্কেট ভলাটাইল থাকলে ৪ - ৫ ঘন্টার ট্রেডে ভাল লাভ করা যায় ।

shakawath
2015-09-23, 12:01 PM
লং টার্ম ট্রেড করলে ট্রেডার তার বেশির ভাগ ট্রেডে লাভ করবে এমনটা ভাবা ভুল। তবে এর ফলে বার বার ট্রেড সেট আপ দেয়ার ঝামেলা থাকেনা। আবার এর দারা অনেক ছোট রিভার্স ট্রেন্ড প্রফিট এর প্রতি সুযোগ নেয়া যায় না। তবে এর ফলে আপনার মার্কেট সম্বন্ধে অনেক ভাল ধারনা জন্মায়। এই ট্রেডিং সবচে সিকিউর। তবে প্রপার মানি বা রিস্ক ম্যানেজমেন্ট না থাক্লে কোন উপকারেই আসবে না।

basaki
2015-12-28, 07:25 PM
আমার মতে লং টাইম ট্রেড করার ছেয়ে সর্ট টাইম ট্রেড করা অনেক ভাল। কারন লং টাইম ট্রেড করতে হলে অনেক ব্যালেন্সের প্রয়োজন হয় কিন্তু আপনি যদি অল্প অল্প করে সর্ট টাইম ট্রেড করে প্রফিট নেন তাহলে দেখবেন যারা লং ট্রেফার তাদের চেয়ে আপনি অনেক ভাল করবেন।

HKProduction
2015-12-30, 02:43 PM
লং ট্রেডে ঝুঁকি কম থাকে। কেননা ট্রেডাররা এতে ছোট লট ব্যবহার করেন। আমি একজন সুয়িং ট্রেডার। আমি লং ট্রেড না করলেও এর কাছাকাছি আসার চেষ্টা করছি। লং ট্রেড করতে এসে মার্কেট না বূঝলে সবাই লং ট্রেডকে বাজে ট্রেড বলবে। আমাদেরকে এসব ভুল থেকে শুধরে নিতে হবে।

MotinFX
2016-01-03, 06:13 PM
আসলে এটা নির্ভর করে ট্রেডারের উপর কারন সেই যদি মনে করে লং টার্ম ট্রেড করে প্রপিট পাই তাহলে তার কাছে লং টার্ম ট্রেড করাই ভাল। আমাদের এখনো লং টার্ম ট্রেড করার মত টাকা লাগে সেই টাকা আমাদের নেই আমার ইচ্ছা আছে লং টার্ম ট্রেড করা।

HKProduction
2016-01-04, 01:17 PM
ফরেক্স মার্কেটে যে যেভাবে বুঝে উঠে ঠিক সে সেভাবেই আয় করে। কেউ লং ট্রেডে কেউবা শর্ট ট্রেডে কেউবা সুইং ট্রেড করে আয় করেন। যে যেই দিক নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন। এতে একজন যখন না জেনে আর একজনের সিস্টেমে যান তখন একটু আধটু বাঁশ খেলে ক্ষতি কি ?

Audhidul
2016-01-07, 03:35 PM
লং ট্রেডে ঝুঁকি কম থাকে। কেননা ট্রেডাররা এতে ছোট লট ব্যবহার করেন।আমাদের লং টার্ম ট্রেড করতে হলে অনেক টাকা লাগে ।এত টাকা আমাদের নেই ইচ্ছা আছে লং টার্ম ট্রেড করার। এই ট্রেডিং পদতি সবচেয়ে নিরাপদ।

MotinFX
2016-01-13, 10:00 AM
আপনার সাথে আমি একমত না কারন লং টাইম ট্রেড করতে পারলে ফরেক্স মার্কেট সফলতা পাওয় অনেক সহজ হয় লং টার্ম ট্রেডাররা সাপোর্ট রেজিসটেন্স এবং মার্কেটের ভোলাটিলিটি তারপরও একটা ট্রেড অপেন করে সেটা একটা পর্যায়ে যাওয়ার পর সে ট্রেড ক্লোজ করে। সেই আমাদের কেপিটাল একটু বেশি লাগবে না হয় একাউন্ট হুমকির মুখে পড়বে।

Furkan
2016-01-18, 02:25 AM
আপনারা যারা লং ট্রেড করে লচ খাইচেন তাদের কে বলতেছি। আপনারা না যেনে লং ট্রেড করবেন না। আগে কার কাছ থেকে শিখে নিবেন তার পর লং ট্রেড করতে আসবেন। ফরেক্র মরকেটে যারা ভল ট্রেডার তারা সট ট্রেড করে অধিক লাভভান হয়েছে। মনে রখবেন যারা লং ট্রেড করবেন তারা লচ খাবার সম্ভবনা বেশী। যে যেখানে ট্রেড করেন না কেন যেনে শুনে ট্রেড করবেন।

Md Akter Hossain
2016-01-18, 12:31 PM
অনেকেই মনে করে লং টাইম ফ্রেম এ ট্রেড করা অনেক ভাল। খুব simple & Easy। খুব ভাল success rate।

যারা মনে করেন daily chart এর support resistance এ sure profit তাদেরকে শুধু একটা কথা বলতে চাই।

এত simple & easy হলে বড় বড় hedge fund manager রা end of the year এত লস খাইতনা।

আমি বলব আপনারা Still now zero-sum game or negative-sum game খেলতেসেন। ফরেক্স এ success

depend করে পুরোপুরি Skill এর উপর like Skilled Footballer, Skilled Cricketer।
আপনি যদি পাইজ একশান বুঝতে পারেন তাহলে আপনি কখনোই লং টাইম ট্রেড করে লস করবেন না । আমি আজ পর্যন্ত যত গুলো ট্রেড লং টাইমে এন্ট্রি নিয়েছি তার প্রত্যেকটা টিপি হিট করেছে । আর আপনি জানলে অবাক হবেন যে আমার টিপি গুলো ১০০০ পিপসসের বেশি দেয়া ছিলো ।

sharifulbaf
2016-01-25, 03:31 PM
আমি মনেকরি লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করে ভাল ট্রেডার হওয়ার লক্ষন,তাই যদি কোন নতুন ফরেক্স ট্রেডার লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেড করে তাহলে ভাল ফরেক্স ট্রেডার হতে পারে,তাই ফরেক্স মার্কেট এ ট্রেডিং।করতে হলে আমাদের ভাল করে ট্রেডিং।শিখিতে হবে,তাহলে অনেক ভাল করতে পারে।

yasir arafat
2016-04-07, 01:29 AM
আসলে এটা নির্ভর করে যে যে ধরণের স্ট্রাটেজি ব্যবহার করে তার উপর।যেমন আমি ডে ট্রেডার ।সেজন্য লং টাইমফ্রেম আমি ব্যবহার করে থাকি।আপনি যদি আপনার স্ট্রাটেজির উপর ভাল দক্ষতা রাখতে পারেন,তাহলে সেখান থেকে আপনি ভাল কিছু একটা প্রফিট করতে পারবেন বলে আশা রাখা যায়।

dwipFX
2016-05-11, 12:01 PM
আমার কাছে মনে হয় লং টার্ম ট্রেডার ফরেক্স মার্কেটে সফল ট্রেডার কারন তারা মার্কেটে বুঝে ট্রেড করে এরপর মার্কেট বুঝে বের হওয়ার সুযোগ পাই।আবার লং ট্রেডে আমাদের কে সব সময় ট্রেন্ড ধরে ট্রেড করতে হবে তাহলে তার ফরেক্স মার্কেটে ট্রেড সফল হবে।

basaki
2016-07-23, 11:22 PM
আমি মনে করি লং টাইম ট্রেড করলে লস হবার সম্ববনা থাকে খুব কম কয়ারন এটে করে আপনার ট্রেড ক্লজ হবে না আর ক্লজ না হলে আপনার কোন্নপ্রকার লস হবে না। তাই আপনার ব্যলেন্স যদি বেশি হয় তবে আপনি স্টপ লস ব্যবহার চাড়াই ট্রেড করতে পারেন বলে মনে করি।

Sahed
2016-07-24, 04:48 PM
ফরেক্স মার্কেটে লং টার্ম ট্রেডিং মানেই যে সফলতা এমনটি কিন্ত নয । আমি মনে করি লং টাইম বলেন আর সর্ট টাইম বলেন মার্কেটে *আপনি এ্যানালাইস না করলে লস করবেনই । তাই আম*ার মতে মার্কেট আপনি ভালভাবে এ্যনালাইস করে ঠিক করুন যে লং টাইমে ট্রেড করবে না সর্ট *টাইমে ট্রেড করবেন ।

Rahat015
2016-08-09, 08:29 AM
অনেকেই মনে করে লং টাইম ফ্রেম এ ট্রেড করা অনেক ভাল। খুব simple & Easy। খুব ভাল success rate।

যারা মনে করেন daily chart এর support resistance এ sure profit তাদেরকে শুধু একটা কথা বলতে চাই।

এত simple & easy হলে বড় বড় hedge fund manager রা end of the year এত লস খাইতনা।

আমি বলব আপনারা Still now zero-sum game or negative-sum game খেলতেসেন। ফরেক্স এ success

depend করে পুরোপুরি Skill এর উপর like Skilled Footballer, Skilled Cricketer।

আমি আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। যদিও তা আপনার একান্ত ব্যক্তিগত অভিমত। আমি মনেকরি দিনের শেষে যারা লং টাইম ট্রেডার তারাই জয়লাভ করে। আর যারা লং টাইম ট্রেডার তারাই মূলত রিয়াল ফরেক্স ট্রেডার। লং টাইম এ এনালাইসিস করতে অনেক সোজা আর লাভ ও ভাল।

MoinFX
2016-08-11, 07:25 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে যারা লং টাইমে ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে সফল হয় কারন তারা েককটা ট্রেড দেওয়ার সময় যেমন ভেবে চিন্তে দেয়। তাই তারা মার্কেটে দীর্ঘ দিন ধরে জেগে থাকে এবং তারাই ফরেক্স মার্কেটে লাহবান হয়।

Rahat015
2016-08-13, 10:45 AM
আমি আপনার কথা মেনে নিতে পারলাম না। কারন পার্সোনাল ট্রেডার আর ফান্ড ম্যানেজার এর মধ্যে অনেক পার্থক্য আছে। লং টার্ম ট্রেড করলে ট্রেডার তার বেশির ভাগ ট্রেডে লাভ করবে এমনটা ভাবা ভুল। তবে এর ফলে বার বার ট্রেড দেয়ার ঝামেলা থাকেনা। আবার এর দ্বারা অনেক ছোট রিভার্স ট্রেন্ড প্রফিট এর প্রতি সুযোগ নেয়া যায় না। তবে এর ফলে আপনার মার্কেট সম্বন্ধে অনেক ভাল ধারনা জন্মায়। এই ট্রেডিং সবচে সিকিউর।

fardin222333
2016-08-16, 11:40 AM
লং টাইম ট্রেড করলেই যে আমরা বাশ খাব তা কিন্তু নয়। অনেকেই লংটইম ট্রেড করে ভাল লাব করছে। আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, *সঠিক মানিম্যানেজমেন্ট তৈরী করতে পারেন তাহলে আপনি ভাল মুনাফা আয় করতে পারবেন। লং টাইম ট্রেড দেয়াই রাশ খাওয়া নয়।

nisho5533
2016-08-21, 04:00 PM
ভাই লং টাইম ট্রেডারা আমি মনে করি লস করা না ফরেক্স এমন একটি মাকেট যেখানে আপনাকে অনেক সময় ধরে মাকেটে থাকতে হই আর আপনার মাকেট কোখোণ ভাল হবে আপনি নিজেও জানেন না এমন কিছহু সময় আছে যে আপনি অনেক সময় ধরে ট্রেড ডীয়ে থুলে আপনার লাভ এর পরিমান অনেক বেশি হতে পারে|

milonkhanfx1993
2016-09-28, 01:09 PM
স্কিল এর উপর অবশ্যই আপনার লাভ লস নিরভর করে তবে সেটার জন্য কিছুটা লস করা জরুরি ভাই।হা তবে সাপোরট আর রেসিস্টান্স থেকে অনেক প্রথম এক দুই বা তিন বার মারকেট পুল ব্যাক করতে পারে সেক্ষেত্রে সবাই লস করে না ।

RUBEL MIAH
2016-12-14, 08:15 AM
লং টাইম ট্রেডাররা যদি লিভারেজ কমিয়ে তারপর ট্রেড করে এবং মার্কেট এ্যানালাইসিস করে তাহলেই তারা আর কোন সমস্যায় পড়ে না । আসল কথা হল মার্কেটের মুভমেন্ট মাসের বা সপ্তাহের ক্যান্ডেল দেখে বুঝে তারপর লং ট্রেড করতে হয় তাহলেই আর বেশী সমস্যায় পড়ে না । অতএব আমরা সব সময় ফরেক্স মার্কেটের চর্চা করতে থাকব ।

riponinsta
2016-12-24, 01:24 PM
লং টাইম ট্রেডারেরা আমার মতে ভাল করে কারন লং টাইম ট্রেডারেরা ভাল করে লং টাইম এ ভুল সিঙ্গানল কম আসে তাই লং টাইম টাইম এ টেড করা ভাল করে । ফরেক্স মার্কেট এর বড় বড় টেড আর কে দেখবেন তারা লং টাইম এ টেড করে ভাল টাকা আই করছে ফরক্স মার্কেট এ তাই আপনি ও চেচতা করুন লং টাইম এ টেড করার জন্য তাই লং টাইম এ টেড করা ভাল ।

Mamun13
2017-11-20, 09:04 PM
প্রফিটেবল ট্রেড করার জন্য অবশ্যই অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন হবে৷আর অভিজ্ঞতা ও দক্ষতার সাথে যদি সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড করা হয় তাহলে লংটাইম ট্রেডারগণ লস করার প্রশ্নই আসেনা৷লংটাইম ট্রেডারগণ কম করে ট্রেড ওপেন করেন এবং সেগুলো দীর্ঘদিন পরে প্রচুর প্রফিট নিয়ে ক্লোজ করে থাকেন,বাঁশ খাওয়ার প্রশ্নই আসেনা৷আর যারা লং ট্রেডার হয়েও লস করে প্রকৃতপক্ষে তাদের ট্রেডিং অভিজ্ঞতার অভাব আছে৷

morshed naim
2017-12-05, 03:15 AM
আমার মতে লং টাইম ট্রেড করার ছেয়ে সর্ট টাইম ট্রেড করা অনেক ভাল। কারন লং টাইম ট্রেড করতে হলে অনেক ব্যালেন্সের প্রয়োজন হয় আসলে এটা নির্ভর করে যে যে ধরণের স্ট্রাটেজি ব্যবহার করে তার উপর।যেমন আমি ডে ট্রেডার ।সেজন্য লং টাইমফ্রেম আমি ব্যবহার করে থাকি।আপনি যদি আপনার স্ট্রাটেজির উপর ভাল দক্ষতা রাখতে পারেন

expkhaled
2017-12-10, 06:18 PM
ফরেক্স এ আমি যতটুকু জানি যারা অভিজ্ঞ ট্রেডার তারা লং টাইমে ট্রেড করেন বেশী ট্রেড করেন না অল্প ২/১টি ট্রেড নিয়ে ট্রেড করেন। তারা কম ট্রেড নিয়েও বেশী লাভ করেন। তবে সব চেয়ে বড় কথা হলো মার্কেট এনালাইসিস করার যোগ্যতা যার যত বেশী তিনি তত বেশী ট্রেড এ লাভ করতে পারেন। তবে লং টাইম নিয়ে ট্রেড করাটা নিরাপদ এটা করার জন্য ধৈর্য্যর প্রয়োজন ধৈর্য্য না থাকলে লং টাইম ট্রেড করা যায় না।

expkhaled
2017-12-20, 11:18 AM
ফরেক্স এ লং টাইম ট্রেড করাটাই আমি মনে করি প্রকৃত ট্রেডিং। তাতে ধীরে ধীরে আপনি মার্কেট এনালাইসিস করে অনেক সময় নিয়ে ট্রেড করা হয়। আর একজন ট্রেডারের এত বেশী চাপ ও থাকে না কারন সব সময় মার্কেট নিয়ে তো আর মাথা ঘামান না। সুতরাং লং টাইম ট্রেড করাটাই ভাল। অনেকে স্ক্যালপিং করেন অল্প সময়ে বেশী আয় করার জন্য কিন্তু দেখা যায় অল্প সময়ে যা আয় করেন তার চাইতে বেশী লস করেন। লং টাইম ট্রেডে লাভ হওয়ার সম্ভাবনা বেশী। সবচেয়ে বড় কথা হলো মানিম্যানেজমেন্ট করা সঠিক ভাবে ব্যবহার যা কিনা লং টাইম ট্রেডার গন করে থাকেন।

Grimm
2018-01-16, 12:09 AM
আপনি বলতে চান দীর্ঘমেয়াদী ট্রেডাররা বেশি ক্ষতি করে? আমার মনে হয় আপনার তেমন কোন ধারনাই নেই। আপনি অনুসন্ধান করে দেখতে পারেন বড় বড় ট্রেডাররা দীর্ঘমেয়াদী ট্রেড করে। আর আপনি কিভাবে বুঝলেন সবাই দৈনিক চার্টে সাপোর্ট আর রেসিস্টেন্ট ব্যবহার করে? আমি তো করি না আর আমিও তো দীর্ঘমেয়াদী ট্রেড করি। আমি মনে করি দীর্ঘমেয়াদী ট্রেড করা অনেক নিরাপদ। তবে হ্যা এক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করতে হবে।

amreta
2020-01-25, 04:27 PM
প্রিয় বন্ধু যদি আমরা একটি দীর্ঘমেয়াদী এবং সফল ট্রেডিং ক্যারিয়ার চান তবে আমাদের লোকসানগুলি গ্রহণ করতে শিখতে হবে the বেশিরভাগ সময় ব্যবসায়ীরা কেবলমাত্র লাভ করতে চান এবং তাই তারা স্টপ লস ব্যবহার এড়াতে পারে, তাই যখন তারা ভাসমান লোকসানের অবস্থাতে আটকে যায় তখন তারা বাজারটি তাদের দিকে এগিয়ে আসার জন্য অপেক্ষা করে যা কখনই ঘটে না I ভুল এবং ভবিষ্যতে তাদের পুনরাবৃত্তি না করার চেষ্টা করুন।

Fxhuman
2020-01-31, 01:49 AM
আমার মতে লং ট্রেডে ঝুঁকি কম থাকে। কেননা ট্রেডাররা এতে ছোট লট ব্যবহার করেন। আমি একজন সুয়িং ট্রেডার। আমি লং ট্রেড না করলেও এর কাছাকাছি আসার চেষ্টা করছি। লং ট্রেড করতে এসে মার্কেট না বূঝলে সবাই লং ট্রেডকে বাজে ট্রেড বলবে। আমাদেরকে এসব ভুল থেকে শুধরে নিতে হবে।

Fxxx
2020-02-06, 03:45 PM
আমার কাছে লং টাইম ট্রেড সেফ বলেই মনে হয় কারন যথেষ্ট ব্যাক আপ থাকলে খুব সহজেই লং টাইম থেকে প্রফিট নেয়া যায়। আবার লসে পড়লেও খুব একটা সমস্যা হবার কথা নয় কারন মার্কেট পুনরাবৃত্তি ঘটতে থাকে। তাই সঠিকভাবে ধের্য্য ধরলে এবং ভালো মানি মানিম্যানেজমেন্ট করতে পারলে প্রফিট করা কোনো ব্যাপার নয়।

SR12
2020-03-25, 11:10 AM
আসলে আপনি যা বলেছেন তা হয়তো অনেকটাই ঠিক তবে সব লং টাইম ট্রেডাররাি যে লস খায় তা নয়। মুলত লং টাইম ট্রেডাররাই সফল ট্রেডার বলে আমার কাছে মনে হয়। কারন তারা অনেক ধৈর্য্য সহকারে ট্রেন্ড অনুসারে এবং সাপোর্ট রেজিস্টান্স এবং মার্কেটের অন্যান্য বিষয়গুলোর উপর এনালাইসিস করেই ট্রেডে এন্ট্রি নিয়ে থাকে বলেই আমার ধারনা।

Sarder
2020-03-30, 05:28 AM
দুটি শব্দ - অবস্থানগত ট্রেডিং। এই পদ্ধতির পিছনে চিন্তাভাবনা হ'ল কম আদান-প্রদান করা যা বড় পৃথক সংযোজন উত্পাদন করে। নিয়ম হিসাবে এই পদ্ধতিতে স্যাডলিং করা ব্যবসায়ীদের অর্থ যে কোনও ইভেন্টে প্রতিটি ব্যবসায়ের জন্য 200 পিপ তৈরি করা, তাদের সম্ভাবনাগুলি নির্বিঘ্নে প্রগতিশীলভাবে সীমাবদ্ধ। তদনুসারে, এই পদ্ধতিটি ব্যবহার করে এমন ব্যবসায়ীরা এটি ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন এবং উদার তথ্য প্রয়োজন past বিগত অঞ্চলটি ফরেক্স লম্বা দুরত্বের ব্যবসায়ের উপর কিছু বিস্তৃত তথ্য দিয়েছে। বর্তমানে আমাদের আরও লক্ষণীয় বিশদে একটি দীর্ঘ পথচলা কৌশলটি গ্রহণ করা উচিত: আসুন আমরা বলি যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ফরেক্স ব্যবসায়ী, এবং কিছু রাজনৈতিক ঘটনা ঘটেছে যা সম্ভবত মার্কিন ডলারকে প্রভাবিত করবে। আপনার কাছে যে ডেটা উপলব্ধ রয়েছে তা কাজে লাগিয়ে, ইউএসডি কোথায় যাবে তা আপনাকে বিচ্ছিন্ন করা উচিত।

আপনি যদি মনে করেন যে শুল্কটি আপনার গেজ অনুসারে নগদ স্থানান্তরিত হয় তবে আপনি আপনার পূর্বাভাসকে মিরর করে এমন একটি ডলারের জুটির অবস্থান খুলে আপনার দীর্ঘ পথ চলা ফরেক্স ট্রেডিং কৌশল শুরু করতে পারেন। যাইহোক, এ জাতীয় কাজ করার আগে, আপনার পরবর্তী অর্থটি সম্ভবত কোথায় চলেছে তা বিবেচনা করা উচিত। আপনার মধ্যপন্থী হওয়ার দরকারের অবকাশে, এমন একটি বিবৃতি বেছে নিন যেখানে আপনার অনুমানের অর্থটি স্থিরতার সবচেয়ে উন্নত পরিমাপ করবে

উদাহরণস্বরূপ, যদি আপনার অর্থের জোড়কে প্রভাবিত করে অগ্রগতিগুলি মধ্য প্রাচ্যের সাথে সংযুক্ত থাকে তবে আপনার তদন্তে উদঘাটন হতে পারে যে জাপানের জেলার বিভিন্ন জাতির সাথে কঠোর বাণিজ্য সম্মতি প্রয়োজন এবং জাপানি ইয়েন (জেপিওয়াই) যথাযথভাবে স্বচ্ছলতায় আনন্দিত হয়েছে। এই ডেটা আপনাকে বিশ্বাস করতে পারে যে এই বাণিজ্যের জন্য আদর্শ জুটি হবে মার্কিন ডলার / জেপিওয়াই নগদ যুগল। আপনি যখন এটি অনুধাবন করেন, আপনার নিজের ইচ্ছাগুলি দ্বিগুণ করা উচিত, সেই সময়ে সমস্ত জ্ঞাত প্রত্যাশিত অনুষ্ঠান এবং তার ফলাফলগুলির তালিকা দিন। এইগুলির প্রতিটিটির আচ্ছাদন হ'ল উপায় যা আপনি এটি তৈরি করেন এবং কিছু অন্যান্য দীর্ঘ অর্থের ব্যবসায়ের পদ্ধতি।

FREEDOM
2020-04-15, 11:41 AM
না ভাই আমার মনে হয় না লং টাইম ট্রেডাররা খুব বেশি বাশ খায়। আমার কাছে শর্ট ট্রেডের চাইতে লং ট্রেডই বেশি সেফ মনে হয়। তবে সবার উপরে একটাই কথা সেটা হলো স্কিল। কারন আপনি যেভাবেই ট্রেড করেন না কেন আপনার ফরেক্স স্কিল যদি ভালো হয় তবে আপনি অবশ্যই শর্ট বা লং যেভাবেই ট্রেড করেন না কেন লাভ ঠিকই করতে পারবেন।

forex_fighter
2020-04-25, 07:39 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে যারা লং টাইমে ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে সফল হয় কারন তারা েককটা ট্রেড দেওয়ার সময় যেমন ভেবে চিন্তে দেয়। তাই তারা মার্কেটে দীর্ঘ দিন ধরে জেগে থাকে এবং তারাই ফরেক্স মার্কেটে লাহবান হয়।

Runil
2020-04-25, 07:55 PM
লং ট্রেডে ঝুঁকি কম থাকে। কেননা ট্রেডাররা এতে ছোট লট ব্যবহার করেন। আমি একজন সুয়িং ট্রেডার। আমি লং ট্রেড না করলেও এর কাছাকাছি আসার চেষ্টা করছি। লং ট্রেড করতে এসে মার্কেট না বূঝলে সবাই লং ট্রেডকে বাজে ট্রেড বলবে। আমাদেরকে এসব ভুল থেকে শুধরে নিতে হবে।

Rokibul7
2020-04-26, 11:55 AM
লং টাইম টেড করে লাভ কিছুটা কম হলেও বেশির ভাগ টেড উইন হওয়া যায়।লাভ লস নিধারন হয় লট এর উপর করে,তবে লং টাইম ফেমে টেড দিলে মাকেট সম্পকে ভাল অভিজ্ঞতা পাওয়া যায়। ফরেক্স মার্কেটে যে যেভাবে বুঝে উঠে ঠিক সে সেভাবেই আয় করে।লং ট্রেডে ঝুঁকি কম থাকে। কেননা ট্রেডাররা এতে ছোট লট ব্যবহার করেন।তবে প্রপার মানি বা রিস্ক ম্যানেজমেন্ট না থাক্লে কোন উপকারেই আসবে না।

Goearninfo
2020-04-27, 09:47 PM
অনেকেই মনে করে লং টাইম ফ্রেম এ ট্রেড করা অনেক ভাল। খুব simple & Easy। খুব ভাল success rate।

যারা মনে করেন daily chart এর support resistance এ sure profit তাদেরকে শুধু একটা কথা বলতে চাই।

এত simple & easy হলে বড় বড় hedge fund manager রা end of the year এত লস খাইতনা।

আমি বলব আপনারা Still now zero-sum game or negative-sum game খেলতেসেন। ফরেক্স এ success

depend করে পুরোপুরি Skill এর উপর like Skilled Footballer, Skilled Cricketer।

আপনার কথাই যুক্তি থাকলেও আমি আপনার সাথে এক মত নই ভাই ফরেক্স টাকে একটু গভির ভাবে দেখুন এবং এর সম্পাকে জানুন বই পড়ুন তবেই জানতে পারবেন।