PDA

View Full Version : একজন ব্যার্থ টেডার এর কাহীনি



RichMahfuz
2015-06-13, 07:39 AM
আমি একেবারেই নতুন ট্রেডার এখনো বেবী পিপস এ নার্সারী লেভেল এ আছি।
অনেকটা কৌতুহলী হয়েই ফরেক্স ট্রেড শুরু করি। অনলাইনে কিছু আয়ের আশা থেকেই বিভিন্ন সাইটে ইনভেষ্ট করা শুরু করি। পিটিসি তে অবশ্য কখনো ট্রাই করিনি। কারণ অনেকের কাছেই শুনতাম এটা বোরিং একটা জিনিস। অনলাইনে কিছু আয়ের আশা থেকেই ফরেক্স সর্ম্পকে খোজ খবর নিতে নিতে একসময় ফরেক্স ট্রেড এ ঢুকে গেলাম। কোন ট্রেনিং না নিয়ে মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফরেক্সের ক-খ না জেনে ডেমো ট্রেড না করেই রেজিষ্ট্রেশন করে প্রথম দিনেই ১০০০ ডলার ইনভেষ্ট করে শুধু সামান্য বাই-সেল কিভাবে দিতে হয় তা জেনেই (১০ মিনিটের জন্য এক জন নতুন ফরেক্স শিখা লোকের সাহায্যে ) ট্রেড শুরু করি। ভাগ্য ভালো ছিল যে স্কালপিং (আমি যা করেছি তাকে যে স্কালপিং বলে তা এখন বুঝতেছি) করেই প্রথম দিন প্রফিট করলাম ১২০০ ডলার আমার মোট ইকুইটি হয় ২২০০ ডলার ২য় দিন। তার পর দিনেও লাভ লস করে ইকুইটি দাড়ায় ৩০০০ ডলার এ এভাবে এক সপ্তাহে লাগাতার ভাগ্য সহায় হবার কারণে ইকুইটি দাড়ায় ১২০০০ ডলার এ। আমি তো আনন্দে আত্নহারা ফরেক্স এতই সহজ? অল্পদিনেই তো কোটিপতি হয়ে যাব। (!) নিজের কাছে মানি ম্যানেজমেন্ট এর কোন ধারণাই ছিলোনা। আমার ইকুইটি হিসেবে কত তে ট্রেড করতে হবে তাও জানতামনা। আমি কয়েকদিন অবজার্ভ করে একটা জিনিসই বুঝেছিলাম মার্কেট যখন হঠাত করে অনেক উপরে উঠে তার পরই নিচের দিকে নামে তখন একটা সেল অর্ডার ১ লট এ দিলে ৩০০-৫০০ ডলার পর্যন্ত প্রফিট হয়। তেমনি অনেক নিচে নামলে একই ভাবে উপরে উঠে। (অবশ্য কয়েকটি ক্ষেত্রে তার ব্যতিক্রম ও ঘটেছিলো। যাক ১০০০ ডলার ১২০০০ ডলার হবার পর ট্রেড বন্ধ করে কিছু প্রফিট উইথড্র করার ডিশিশানটি নিতে পারিনি আমার ২টা অর্ডার ৩০০০ ডলার লস এ ছিলো তাই। খেয়াল করছিলাম যে মার্কেট উপরে উঠলে বাই অর্ডার গুলো ক্লোজ করেই উইথড্র দিবো। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। আমার ১২০০০ ডলার আমার নিজেরই খামখেয়ালীতে শেষ পর্যন্ত জিরো হয়ে যায়। কারণ যখন ৩০০০ ডলার লস ছিলো তখন সব ট্রেড ক্লোজ করে দিলেও ৯০০০ ডলার এর মত থাকতো কিন্তু ৩০০০ ডলার রিকোভার করতে গিয়ে আরো দুইটা অর্ডার দিয়ে আরো ২০০০ ডলার লস করলাম। মোট কথা শেষ পর্যন্ত ইকুইটি এসে দাড়ায় ৩৭০০ ডলার এ। তখনো ট্রেড ক্লোজ করে উইথড্র করলে ২৭০০ ডলার প্রফিট থাকতো নতুন করে ট্রেড শুরু করতে পারতাম। কিন্তু তখন একেবারেই নতুন তাই আমার রেফারার যে ছিলো তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আপনি এখন ট্রেড ক্লোজ করলে কিছুই পাবেননা। কিন্তু কথাটি একেবারেই ভুল ছিল। তিনি কেন আমাকে একথা বললেন বুঝতে পারলামনা। তিনি বললেন আজকে মার্কেট উঠে যাবে সুতরাং ট্রেড ধরে রাখেন রাতে ট্রেড চালু অবস্থায় থাকে আর আমার সে ১২০০০ ইকুইটি শেষ পর্যন্ত জিরো তে নামল।
এখন ট্রেড বন্ধ ডলার নাই তাই। তবে ডেমো করতেছি এবং বিভিন্ন ফরেক্স সাইট-ফোরামে ফরেক্স সর্ম্পকে ধারনা নিচ্ছি আবার নতুন ভাবে শুরু করব। তবে ১০০০ ডলার হারিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা হয়তো আমাকে সামনে এগিয়ে নেবার সহায় হবে।
আমার অভিজ্ঞতার আলোকে আমার যে ভুলগুলো হয়েছে তা হল---
১. সমম্পূর্ণ ঝুকিপূর্ণ ট্রেড করেছি আমি প্রথম থেকেই ১ লট থেকে ৩ লট পর্যন্ত ট্রেড করেছি ১০০০ ডলার এর ব্যালেন্স নিয়ে যা কখনো ঠিক নয়।
২. ভাগ্যের সহায়তায় যখন প্রচুর প্রফিট করেছি তখন তা উইথড্র দেয়াই বুদ্ধিমানের কাজ ছিল।
৩. লস রিকোভার করার চেষ্টা নতুন ট্রেডারদের জন্য বোকামী বরং লস রিকোভার না করে অই অবস্থায় ট্রেড ক্লোজ করে নতুন ভাবে শুরু করাই নতুনদের জন্য বুদ্ধিমানের কাজ।

HuloBiral
2015-06-15, 07:56 PM
এরকম ঘটনা প্রায় সব ট্রেডার এর লাইফে ঘটে থেকে। আমি প্রথমে ট্রেড শুরু করি ইন্সটাফরেক্সে ১০০ ডলার দিয়ে অনেক দিন ব্রেকইভেন ছিলাম হঠৎ করে রাগের মাথাই মানি ম্যানেেজমেন্ট না করে বেশি লট-এ ট্রেড শুরু করি আর কিছুদিন পর আমার একাউন্ট ০০০০।

RichMahfuz
2015-06-22, 10:35 PM
যেহেতু মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্ব পূর্ণ তাই ধিরে ধিরে টা ভাল ভাবে শিখছি। আশাকরি ার কখনও এমন ভুল হবেনা। আসলে মানুষ ভুল করেই শেখে। আমিও ব্যর্থ হয়ে আজ শেখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন অনেক সতর্ক হয়ে ট্রেড করছি। আগে এই বিষয় গুলো কখনও মাথায় নিয়েই আসিনি। আপনাদের প্রতি আমার অনুরুধ হচ্ছে না বুঝে ট্রেড করে ক্ষতি গ্রস্ত না হয়ে শিখে লাভবান হন।

basaki
2016-01-06, 10:46 AM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ব্যর্থ হয়াটা একদম সাবাবিক বেপার। কারন ফরেক্স মার্কেটে যেমন লাভ হয় তেমনেই অনেক লস হয়। তবে আপনার যে কাহিনিটা বলেছেন তা হতো না যদি দক্ষ ট্রেডার হয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করত। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে আগে দক্ষতে পরে ফরেক্স মার্কেটে লাইভ ট্রেড করা।

yasir arafat
2016-04-03, 08:41 PM
সুতরাং আগের নিজেকে চেষ্টা করতে হবে।যদি না পারি তারপর অন্যজনের সাহায্য নিতে হবে।এটাই হচ্ছে মূল নিয়ম। যারা নিয়ম মেনে চলতে পেরেছে তারাই ফরেক্সে সফল হয়েছে।যারা নিয়ম মানতে পারেন নি তারা বিফল হয়েছেন।

HKProduction
2016-06-22, 05:30 PM
আপনার কাহিনী আমাদের ভবিষ্যৎ জীবনের চলার পাথেয় হয়ে থাকবে। কেননা আমরা আপনার কাছ থেকে জানার পরে আর বলব না যে, আমি জেনে শুনে বিষ করেছি পান। প্রফিট হলে কখনোই বড় লটে ট্রেড করা উচিৎ নয়। আমার মতে আপনার যদি 500 ডলারের ব্যালেন্স থাকে আর যদি 500 প্রফিট করতে পারেন তবে আপনি আর একটি একাউন্ট করে তা সেখানে জমা ও নতুন ট্রেড শুরু করতে পারেন। এভাবে আপনি 500 ডলারের পাঁচটি একাউন্ট করে এগিয়ে যেতে পারেন।

milonkhanfx1993
2016-09-29, 09:36 PM
আম যদি নামাতেই হয় আর সেটা গাছ থেকে ঢিল ছুড়ে ফেলার সম্ভাবনা যদি কম ই থাকে তবে হাতের ইট টাকে দিন চার ভাগে ভাগ করে ঢিল ছুড়া কি উচিত না?তাহলে আম পরার সম্ভাবনা বেড়ে যায় আর তাই ফরেক্স এ যেহেতু হারানোর সম্ভাবনা থাকে তাই অল্প অল্প রিস্ক নিয়ে এগিয়ে যান।

Hassan Raja
2016-10-04, 03:32 PM
আমার অবস্থা ঠিক আপনার মতো প্রায় 2200 ডলার লস করে এখন ট্রেডিং শিখতে চেষ্টা করছি এখন বুঝতে পারছি আগে শিখতে হবে পরে ট্রেড করতে হবে ।

mithun30
2016-10-04, 09:43 PM
ফরেক্স মার্কেট হল বৈদেশিক মুদ্রা কেনা বেচা করার একটি মার্কেট যেখানে এই বৈদেশিক মুদ্রার দাম প্রতিনিয়ত কমতে অথবা বাড়তে পারে। এবং এই মুদ্রা কেনা বেচা করেই লাভ করা হয়ে থাকে। তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের কখন বাই করতে হবে অথবা কখন সেল করতে হবে? এইজন্য দরকার মার্কেট এনালাইসিস। মার্কেট এনালাইসিস মানে হল বিভিন্ন উপায়ে মার্কেটের অবস্থা পর্যবেক্ষণ করা। মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে বিশাল ধরা খেতে হবে।আন্দাজে ট্রেড করার ফল কখনই ভাল হয় না।

MoinFX
2016-10-05, 10:31 AM
আমাদের এইগুলো থেকে অনেক কিছু শিখার আছে কারন নিজের ভুল গুলো অনেক সময় চখে পড়েনা কারও ভুল গুলো সামনে পড়েলে মনে হয় নিজের ভুল গুলো সামনে আসে তখন এই গুলো আমরা শিক্ষা পাই।

tarekbsl101
2016-10-07, 06:27 PM
আসলে এটী এম্ন একটি যায়াগা যেখানে লোভ যদি হয় ০% তাহলে আপনি সাক্সেস আর যত পরবেন বিভিন্ন ফোরাম ফরেক্স নিয়ে ততো জানতে পারবেন

tarekbsl101
2016-10-07, 10:57 PM
ফরেক্স লাইফে সোবার জিবনেই কিছু কিছু কাহিনি আছেই

Dilip05
2016-10-17, 08:02 AM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ব্যর্থ হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। কারন ফরেক্স মার্কেটে যেমন লাভ হয় তেমনেই অনেক লস হয়। তবে আপনার যে কাহিনিটা বলেছেন তা হতো না যদি দক্ষ ট্রেডার হয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করত। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে আগে দক্ষ হওয়া পরে ফরেক্স মার্কেটে লাইভ ট্রেড করা।

Rahamat123
2016-11-08, 04:33 PM
ফরেক্স ব্যবসা লাভ লসের ব্যবসা আপনি ফরেক্স করতে আসলে লাভ করতে পারবেন তখনি যখন আপনি ফরেক্স সম্পরকে দক্ষতা অজন করতে পারবেন | আমার জানা মনে ফরেক্স থেকে আয় করতে হলে দক্ষতা ছারা আয় করা জাই না আর ফরেক্স টীকে থাকতে পারেনা |

nisho5533
2016-11-08, 11:24 PM
সবার আগে জানা ভাল ফরেক্স হল রিক্সি মাকেটে এখাণে লাভ হবার থেকে লস হবার সম্ভবনা থাকে বেশি | ফরেক্স করতে গেলে লস হতেই পারে তাই ফরেক্স থেকে সরে যাওয়া থিক না আমার নতুন করা শুরু করা থিক হবে | ফোড়েক্স থেকে আপনি আয় করতে পারেন আপনার দক্ষতা দিয়ে |

Amit4040
2016-11-09, 02:27 PM
ফরেক্স মার্কেট আমি ও অনেক বেশি ভালবাসি আমি মনে করি আপনে ফরেক্স মার্কেটকে যতবেশি ভালবাসবেন ততবেশি টাকা আয় করতে পারবেন।ফরেক্স মার্কেট এইরকম অনেক ট্রেডার আছে যারা প্রতিনিয়ত ফরেক্স মার্কেট শুধু লস করে চলেছে তারপরে ও ফরেক্স মার্কেট থেকে ঝরে যাইনি ফরেক্স মার্কেট ভালবেসে এখন মার্কেট পড়ে আছে আমি মনে করি একদিন তারাই ফরেক্স মার্কেট সফল হবে তাই ফরেক্স মার্কেটকে ভালবাসুন একদিন সফলতা আসবেই।

RUBEL MIAH
2017-04-28, 02:30 PM
লস রিকোভার করার চেষ্টা নতুন ট্রেডারদের জন্য বোকামী বরং লস রিকোভার না করে অই অবস্থায় ট্রেড ক্লোজ করে নতুন ভাবে শুরু করাই নতুনদের জন্য বুদ্ধিমানের কাজ । নিজের ভুল গুলো অনেক সময় চখে পড়েনা কারও ভুল গুলো সামনে পড়েলে মনে হয় । ট্রেড করলে বিশাল ধরা খেতে হবে।আন্দাজে ট্রেড করার ফল কখনই ভাল হয় না ।

riponinsta
2017-05-06, 04:06 PM
আপনার এই ট্রেড এর কাহিনী নতুন ট্রেডার দের অনেক কাজে লাগবে তারা বুঝতে পারবে কি করে ট্রেড করতে হয় আর বেশি লোভ করলে অ্যাকাউন্ট জিরো হয়ে জাইতে পারে তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট এর ট্রেড ভাল করে শিখতে হবে আপনি যদি একটা সিস্টেম এ ২ থেকে ৬ মাস ডেমো ট্রেড করে সেই ট্রেডিং সিস্টেম এ ভাল লাভ হলে তখন আপনি রিয়েল ট্রেড করতে পারেন তা হলে আপনার রিস্ক কম থাকবে লাভ হবে বেশি

Md Masud
2017-05-23, 07:58 PM
লস রিকোভার করার চেষ্টা নতুন ট্রেডারদের জন্য বোকামী । মার্কেট এ্যানালাইসিস মানে হল বিভিন্ন উপায়ে মার্কেটের অবস্থা পর্যবেক্ষণ করা । মার্কেট এ্যানালাইসিস না করে ট্রেড করলে বিশাল ধরা খেতে হবে । যারা নিয়ম মেনে চলতে পেরেছে তারাই ফরেক্সে সফল হয়েছে । অামরা অবশ্যই ফরেক্স বুঝে শুনে তারপর ফরেক্স মার্কেটে কাজ করব ।