PDA

View Full Version : ইন্ডিকেটর



maziz6989
2015-06-16, 01:09 AM
আলোচনায় সব কিছু আছে কিন্তু ইন্ডিকেটর নেই , ব্যপারটা দুঃখ জনক।।

fxtdr
2015-07-01, 10:24 AM
এই ফোরামে যে ইন্ডিকেতর নিয়ে লেখালেখি হয় না তা কিন্তু নয় । আপনি যদি ফোরাম্এ ইন্ডিকেটর লিখে সার্চ দেন তাহলে আপনি কিন্তু অনেক আর্টিকলই দেখতে পাবেন । তার ইন্ডিকেটর হচ্ছে নিদ্দেশক যা একজন ট্রেডার কে পুর্ব্বর্তী মার্কেট এনালাইসিস করে মার্কেট কোন দিকে যাবে তার একটা দিক নির্দেষনা দিয়ে থাকে । তবে আপনি যদি ইন্দিকেতর দেখে ট্রেড করতে চান তাহলে আপনি নিজেও ইনালাইসিস করুন । শুধু এর লুপর নির্ভর করে থাকাটা ঠিক হবে না ।

imran3
2015-09-08, 10:42 AM
দুঃখিত এটা সম্পর্কে আমার কোন ধারণা নেই ।কারন আমার নিজের ও জানা নেই বিষয় তা কি নিয়ে?আপনারা কেউ জেনে থাকলে জানাবেন ধন্যবাদ ।

smartroni1996
2015-09-24, 12:12 PM
ইন্ডিকেটর ফরেক্স মার্কেক্স মার্কেট এর এক অনবদ্য জিনিস
।তাই এই সম্পর্কে একটা আলাদা ফোরাম থাকা প্রয়োজন ছিল।

joynew
2015-10-11, 01:57 AM
ইন্ডিকেটর অর্থ হল সোজা বাংলায় নির্দেশক। ফরেক্সের ভাষায় যা মার্কেটের অবস্থা নির্দেশ করে। এটা আপনাকে নির্দেশ করে মার্কেটের বর্তমান অবস্থা। একটি ইন্ডিকেটর তার হিসাব অনুসারে আপনাকে কি কি তথ্য দিতে পারে তা নিচে দেয়া হলঃ
মার্কেটের বর্তমান ট্রেন্ড
ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল
ট্রেন্ডটি শেষের দিকে কিনা
মার্কেটের ভোলাটিলিটি
মার্কেটের ট্রেডের ভলিউম (কেমন ট্রেডার মার্কেটে অংশগ্রহণ করছে)
মার্কেটে বিভিন্ন ট্রেন্ড প্যাটার্নের পুনরাবৃত্তি
সুতরাং দেখুন, ইন্ডিকেটর কি কোথাও বলেছে যে সে সরাসরি বাই-সেল সিগন্যাল দেয়? এটা শুধু আপনাকে মার্কেটের অবস্থা জানায়। আর আমরা এটা দিয়ে বিভিন্ন স্ট্রাটেজি তৈরি করে ট্রেড করার সিদ্ধান্ত গ্রহন করি। সুতরাং, এটা সরাসরি কিন্তু সিগন্যাল দিচ্ছে না, আমরাই ধরে নিচ্ছি এটা বাই করতে বলছে, সেল করতে বলছে।

joynew
2015-10-11, 01:58 AM
ইন্ডিকেটর আমাদের যেই তথ্যগুলো প্রদান করে, সেগুলো ব্যবহার করেও কিন্তু চমৎকারভাবে ট্রেড করা সম্ভব। আগে দেখে নেই ইন্ডিকেটর কয় ধরনের হয়ে থাকেঃ
ট্রেন্ড ইন্ডিকেটর
ভোলাটিলিটি ইন্ডিকেটর
মোমেনটাম ইন্ডিকেটর
ভলিউম ইন্ডিকেটর
সাইকেল ইন্ডিকেটর
বিল উইলিয়ামস ইন্ডিকেটর

ট্রেন্ড ইন্ডিকেটরঃ ট্রেন্ড ইন্ডিকেটরগুলো মার্কেটে বিভিন্ন ট্রেন্ডের উপস্থিতি নির্দেশ করে। মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে - আপট্রেন্ড, ডাউনট্রেন্ড না সাইডওয়ে ট্রেন্ডে সে সম্পর্কে আপনি ধারনা পাবেন ট্রেন্ড ইন্ডিকেটরগুলোর মাধ্যমে। এছাড়াও ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল অথবা ট্রেন্ডটি শেষের দিকে কিনা তা জানতে পারবেন এসব ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ট্রেন্ড ইন্ডিকেটর হলঃ
মুভিং এভারেজ
MACD
হেইকেন আশি
প্যারাবোলিক সার
ADL (Advance Decline Line)
ADX (Average Directional Index) ইত্যাদি

HasanXM
2015-10-11, 05:30 PM
আমি মনে করি ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে। যেমন, মুভিং এ্যারেজ

swadip chakma
2015-10-15, 10:54 PM
ফরেক্স এর মধ্যে ইন্ডিকেটর একটা খুব গুরুত্তপুরন্ন জিনিস যা জানা না থাকলে হয়ত কিছুটা সমস্যা পেশ করতে হয়,আমি এখনও নতুন ট্রেডার হিসেবে বলতে চাই যে আমার ইন্ডিকেটর জানা না থাকার কারনে অনেক লস করেছি যা হয়ত নিজে নিজে অনুভব করতে পারতেছি,তবে এখন কিছুটা কাটিয়ে ওটার মত হয়ে গেছি আশা করি পারব।

Momen
2015-10-18, 01:34 PM
ইন্ডিকেটর এমন একটা জিনিস যা আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অগ্রীম একটা ধারণা প্রদান করবে। এতে করে আপনি বুঝতে পারেবন যে মার্কেট কখন কোন দিতে মুভ করতে পারে।

mlbasumata
2015-10-23, 11:49 AM
ইন্ডিকেটর হল প্রোগ্রামিং কোডের সমন্বয়ে কিছু লজিক নিয়ে গঠিত একটি ছোট ex4 বা mq4 ফাইল যা প্রাইস অ্যাকশনের চিত্রভিত্তিক নির্দেশনা দেয়। অর্থাৎ বর্তমান প্রাইস অপেক্ষা পরবর্তী প্রাইস আপ হবে না ডাঊন হবে তার নির্দেশনা দেয় যা দেখে ট্রেডাররা ট্রেড অপেন করে।

iqbalearth
2015-11-23, 11:59 AM
ন্ডিকেটর ফরেক্স মার্কেক্স মার্কেট এর এক অনবদ্য জিনিস
।তাই এই সম্পর্কে একটা আলাদা ফোরাম থাকা প্রয়োজন ছিল।

iqbalearth
2015-11-23, 02:21 PM
এই ফোরামে যে ইন্ডিকেতর নিয়ে লেখালেখি হয় না তা কিন্তু নয় । আপনি যদি ফোরাম্এ ইন্ডিকেটর লিখে সার্চ দেন তাহলে আপনি কিন্তু অনেক আর্টিকলই দেখতে পাবেন । তার ইন্ডিকেটর হচ্ছে নিদ্দেশক যা একজন ট্রেডার কে পুর্ব্বর্তী মার্কেট এনালাইসিস করে মার্কেট কোন দিকে যাবে তার একটা দিক নির্দেষনা দিয়ে থাকে । তবে আপনি যদি ইন্দিকেতর দেখে ট্রেড করতে চান তাহলে আপনি নিজেও ইনালাইসিস করুন । শুধু এর লুপর নির্ভর করে থাকাটা ঠিক হবে না ।

HKProduction
2015-12-08, 10:37 AM
নেটে সার্চ দিলে আমরা অগনিত ইন্ডিকেটর দেখতে পাই। ইন্ডিকেটর ব্যবহার করে আমরা মার্কেটের ভবিষ্যৎ সম্ভাব্যতা সম্পর্কে ধারনা করতে পারি। কিন্তু আমাদেরকে এইগুলির ব্যবহার সম্পর্কে জানতে হয়। এই জগতে এত বেশি ইন্ডিকেটরের ছড়াছড়ি যে এইগুলি সঠিকভাবে শিখতেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই কাস্টম ইন্ডিকেটর নিয়ে ভাবাটাই উত্তম।

HKProduction
2015-12-30, 09:08 PM
খুজলে ভগবানকেও পাওয়া যায় । আর আপনি সামান্য ইন্ডিকেটর পাচ্ছেন না। আমাদের মেটা চারে অনেক ইন্ডিকেটর আছে। আমি ব্যান্ডস ব্যবহার করি । সাথে প্যারাবোলিক ও । এসব খুব ভাল কাজ করে। আপনি চাইলে সহজেই এদের ব্যবহার করতে পারেন।

abdulguffer
2016-02-16, 01:54 AM
ইনডিকেটর হল একটা অনুমান নির্ভর দিক নির্দেশক । এটি ফরেক্স বাজার এর একটি মুদ্রা জোর কোন দিকে যাবে বা যাচ্ছে অর্থাৎ মূল্য বৃদ্ধি পাবে না কমবে তা প্রকাশ করে ।

abdulguffer
2016-02-16, 02:28 AM
মেটা ট্রেডার 4 ভারসন এ ডিফল্ট কিছু ইনডিকেটর দেওয়া রয়ে। ।যেমন : ,RSI, MACD ,oscillator, adx, Moving average etc । moving average ইন্ডিকেটর টি হলো ফরেক্স টরেড এর জন্য ভালো ।

majidiqbal
2016-02-16, 07:26 AM
ইন্ডিকেটর ব্যবহার করে আমরা মার্কেটের ভবিষ্যৎ সম্ভাব্যতা সম্পর্কে ধারনা করতে পারি। কিন্তু আমাদেরকে এইগুলির ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স মার্কেটে এত বেশি ইন্ডিকেটরের ছড়াছড়ি যে এইগুলি সঠিকভাবে শিখতেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই কাস্টম ইন্ডিকেটর নিয়ে ভাবাটাই সবচেয়ে ভালো।

yasir arafat
2016-04-02, 05:13 PM
ইন্ডিকেটর হচ্ছে একটা নির্দেশক।যার দেওয়া বিভিন্ন সিগনাল আমরা মেনে চলি।তবে সবগুলো ইন্ডিকেটর তেমন ভাল কাজ করে না।মেটাট্রেডার বিভিন্ন রকম ইন্ডিকেটর দেখা যায়।আপনি চাইলে সেখান থেকে ভালগুলো ব্যবহার করতে পারেন।

FREEDOM
2020-10-29, 11:57 AM
ফরেক্স এর মধ্যে ইন্ডিকেটর একটা খুব গুরুত্তপুরন্ন জিনিস যা জানা না থাকলে হয়ত কিছুটা সমস্যা পেশ করতে হয়,আমি এখনও নতুন ট্রেডার হিসেবে বলতে চাই যে আমার ইন্ডিকেটর জানা না থাকার কারনে অনেক লস করেছি যা হয়ত নিজে নিজে অনুভব করতে পারতেছি,তবে এখন কিছুটা কাটিয়ে ওটার মত হয়ে গেছি আশা করি পারব।

EmonFX
2021-02-03, 07:20 AM
আলোচনায় সব কিছু আছে কিন্তু ইন্ডিকেটর নেই , ব্যপারটা দুঃখ জনক।।

আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ফোরামে ইন্ডিকেটর নিয়েও ব্যাপক আলোচনা হয়। আমরা বিভিন্ন সময় দেখি সবাই এই ইন্ডিকেটর সেই ইন্ডিকেটর এসব নিয়ে অসাধারণ লেখালেখি করে। এটা অবশ্যই ভালো কাজ। তবে আমার প্রশ্ন হলো-
✓ ইন্ডিকেটর আপনাকে কি ট্রেড দেখিয়ে দেয়?
✓ Buy দিবেন নাকি Sell দিবেন?

ইন্ডিকেটরের কাজ ইন্ডিকেশন দেয়া বা ধারণা দেয়ার একটা টুলস। এটাকে খুব বড় করে দেখার কিছু নাই।
হতেও পারে নাও হতে পারে। মার্কেট যেদিকে যাবে, ইন্ডিকেটর সেদিকেই যাবে। অবশ্যই ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে। তাই বলে এটাকে নির্ভর করে ট্রেড করা বোকামি

মার্কেটে ভালো করতে চাইলে ফান্ডামেন্টাল স্টাডির দিকে নজর দিতে হবে। ফরেক্সে কয়েকটা ইন্ডিকেটর আর ট্রেডলাইনের ভিতরে আটকে নাই। মার্কেটের পরিধি অনেক বড় মার্কেট পড়াশোনার অনেক জায়গা। ভালভাবে পড়াশোনা না করে শুধু শুধু শর্টকাটে প্রফিট খুজলে লস হবেই।

jasminbd
2021-08-22, 02:15 PM
টেকনিক্যাল এ্যানালিসস এর মুল সুত্র হল মার্কেট সঠিক মার্কেট ট্রেন্ড খুজে বের করা। ট্রেন্ড বুঝার জন্য অনেক ধরনের ইনডিকেটর রয়েছে। প্রায় ৮০% ইনডিকেটর মার্কেট ট্রেন্ড জানার জন্য বানানো হয়। কারন ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য মার্কেট ট্রেন্ড কি তা জানার প্রয়োজন। তার মানে এই নয় যে সবগুলো ইনডিকেটর এক সাথে ব্যবহার করা লাগবে। দুইতিনটি ইনডিকেটর ব্যবহার করলেই মার্কেট ট্রেড সম্পর্কে ধারনা পাওয়া যায়। মার্কেট ট্রেন্ডবুঝার জন্য যে ইনডিকেটরটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হল জিগজ্যাগ ইনডিকেটর। এর সাথে আমি ব্যবহার করি RSI ইনডিকেটর এবং Parabolic SAR। এই তিনটি ইনডিকেটর এক সাথে ব্যবহার করলে মার্কেট ট্রেন্ড কি ঊর্ধ্বমুখী না নিম্মমুখী তার ধারনা পাওয়া যায়। আপনারা যারা ট্রেন্ড নিয়ে জানতে চান তারাও আমার মত এই ইনডিকেটর গুলো ব্যবহার করতে পারেন।