Log in

View Full Version : নিউজ ট্রেডিং



maziz6989
2015-06-16, 04:32 PM
আজকে সবার সাথে শেয়ার করব একটা খুবই সিম্পল কিন্তু প্রফিটেবল স্ট্র্যটেজি। কোন বড় নিউজ রিলিজের কয়েক ঘন্টা আগে চার ঘন্টা বা ডেইলি টাইমফ্রেমে মার্কেট দেখুন। যদি মার্কেট সাইড ওয়েতে থাকে তবে একটা ভ্যলিড চ্যানেল আকুন। অবশ্যই চ্যানেলটা সঠিক ভাবে আকার চেষ্টা করবেন। জোর করে আকতে গেলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। চ্যানেল আকা হয়ে গেলে তার পর উপরের এবং নিচের লাইনের ২০ পিপ ২০ পিপ উপরে একটা বাই স্টপ এবং একটা সেল স্টপ অর্ডার সেট করুন। টিপি ৫০-৭০ পিপ এবং এস এল ৩০-৪০ পিপ সেট করুন। অবশ্যই ট্রেইলিং স্টপ ব্যবহার করুন। নিউজ রিলিজ শুরু হওয়ার পরে বসে বসে শুধু মজা দেখুন। সতর্কতা : অবশ্যই একটা অর্ডার ট্রিগার হয়ে গেলে অন্য পেন্ডিংঅর্ডারটা সাথে সাথে ডিলিট করে দিন। অবশ্যই ডেমোতে আগে হাত পাকিয়ে তার পরে রিয়েল ট্রেডিং শুরু করবেন।

raihanuddin
2015-06-17, 06:39 PM
ফরেক্স মার্কেটে নিউজ একটি জনপ্রিয় বিষয়।ফরেক্স মার্কেটে প্রতিদিন নিউজ পাভলিস্ট হয়।আপনি ঐ নিউজ ফলো করে কিছু সময়ের জন্য ছোট ছোট ট্রেড করে লাভ করতে পারেন।ছোট ছোট ট্রেডকে ক্যল্পিং বলে।প্রতিটি নিউজ এক একটা টাইমে পাবলিস্ট হয় ঐ সময়ের ১০ মিনিট আগে ও পরে ট্রেড করে আপনি কিছু পিপস লাভ করতে পারেন।

maziz6989
2015-06-17, 10:50 PM
খুব সুন্দর একটা ট্রেড মিলেছিল ইউএসডি/জেপিই পেয়ারে কিন্তু নেট সমস্যার কারণে কা্ওকে নোটিফাই করা হয় নাই । কি আর করা। মার্কেট আমাদের আরও চান্স দেবে তাই টেনশনের কিছু নাই। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ ট্রেডে একসাথে প্রফিট করব। সবাই ভাল থাকবেন।

shihab
2015-06-19, 03:02 PM
আপনার এই সিস্টেম এর রেজাল্ট রেগুলার এখানে শেয়ার কইরেন, কেমন রেজাল্ট হয় এক্তু দেখব। আমি শাধারনত নিউজ তাইমে ট্রেড করিনা এমন কি কোন অরদার দেয়া থাক্লেও তা বন্ধ করে দেই।

maziz6989
2015-06-19, 03:11 PM
আপনার এই সিস্টেম এর রেজাল্ট রেগুলার এখানে শেয়ার কইরেন, কেমন রেজাল্ট হয় এক্তু দেখব। আমি শাধারনত নিউজ তাইমে ট্রেড করিনা এমন কি কোন অরদার দেয়া থাক্লেও তা বন্ধ করে দেই।

চেষ্টা করব। আর একটা কথা এই সেটআপ সব সময় আসে না। কনর্ফাম না হলে অবশ্যই নিউজটাইমে ট্রেড না করাই ভাল কারণ এটা যেমন খুব অল্প সময়ে আপনার একাউন্টকে বড় করতে পারে তেমনি জিরো করতেও এর সময় লাগে না। ভাল লাগল আপনার মতামত।

bonushunter
2015-06-19, 03:59 PM
নিউজ ট্রেডিং আমরা অনেক ভাবেই পেতেপারি। তবে এই নিউজ গুলো বুঝতে না পারা প্রধান সমস্যা হয়ে দারাই। আমাদের বুঝা উচিত কোন নিউজ বাই সিগনাল দেয়, কোন নিউজ সেল সিগনাল দেয়, আর কোন নিউজ লং ট্রেড এর সিগনাল দেয় এবং কোন নিউজ সর্ট টাইম ট্রেড এর সিগনাল দেয়। আর সে অনুযায়ী ট্রেড অপেন করা উচিত।

maziz6989
2015-06-27, 12:16 AM
নিউজ ট্রেডিং আমরা অনেক ভাবেই পেতেপারি। তবে এই নিউজ গুলো বুঝতে না পারা প্রধান সমস্যা হয়ে দারাই। আমাদের বুঝা উচিত কোন নিউজ বাই সিগনাল দেয়, কোন নিউজ সেল সিগনাল দেয়, আর কোন নিউজ লং ট্রেড এর সিগনাল দেয় এবং কোন নিউজ সর্ট টাইম ট্রেড এর সিগনাল দেয়। আর সে অনুযায়ী ট্রেড অপেন করা উচিত।

আসলে বাই সেল কোন ব্যপার না্ কারণ এটা অনেকটা ব্রেক আউট স্ট্রেটিজির মত। সাধারণ ভাবে কোনরকমে ব্রেক আউট হলে ১০০ পিপস চোখ বন্ধ করে পাওয়া যায়। যাই হোক সব কিছু্র জন্য দরকার হাত পাকানো। তবে আপনার ভিউটা খুব ভাল লাগল। সবাইকে ধন্যবাদ

basaki
2016-01-28, 06:43 PM
নিউজ ফরেক্স মার্কেটের একটি খুব গুরুত্ব পুর্ন্য একটি বিষয় আর এই নিউজ না দেখে আপনি যিদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে যান তবে আপনি অনেক সময় অনেক বড় লসের সম্মুক্ষিন হতে হবে বা হওয়ার সম্ববনা থাকতে পারে বলে আমি মনে করি আপনারা কি বলেন এই বিষয়ে জানালে খুব খুশি হব।

Mamun13
2017-09-07, 08:59 AM
নিউজ আওয়ারে শুধুমাত্র অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণই সঠিকভাবে ট্রেড করতে পারেন এবং পর্যাপ্ত প্রফিট তারা আয় করে থাকেন৷আপনি যে নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজী লিখেছেন সেটি খুবই ঝুকিঁপূর্ণ,এটি কখোনোই সঠিক স্ট্র্যাটেজী হতে পারেনা৷ঐ মজা দেখার সময়ে প্রায়ই বিদ্যুৎ চলে যেতে পারে,আর নতুন ট্রেডারগণ ঐ সময়ে প্রচন্ড অস্হিরতায় পড়ে মাথা নষ্ট করবে,লস করবে৷আবার ডেমোতে যদি তারা হাত পাকিয়ে নেয় তাহলে তাদেরকে অনেক দিন প্র্যাকটিস করে নিতে হবে যা নতুন কেউই করতে চায়না৷সবাই চায় আজকে একাউন্ট খুলে আজই ট্রেড করে কিছু প্রফিট নিয়ে নেই !!

Ajifakhan18
2024-11-29, 03:18 AM
নিউজ ট্রেডিং হলো একটি ট্রেডিং কৌশল যেখানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বা রাজনৈতিক খবর প্রকাশের সময় বাজারের দ্রুত মূল্য পরিবর্তন কাজে লাগানো হয়। ট্রেডাররা সাধারণত বড় খবর, যেমন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার পরিবর্তন, বেকারত্বের তথ্য, বা জিডিপি রিপোর্টের উপর ভিত্তি করে বাজারে প্রবেশ করে। এই পদ্ধতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজ ট্রেডিংয়ে লাভজনকতা নির্ভর করে খবরের সঠিক বিশ্লেষণ, দ্রুত অর্ডার এক্সিকিউশন, এবং বাজারের অস্থিরতার সদ্ব্যবহারের উপর। তবে, এটি ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ খবরের প্রতিক্রিয়ায় বাজারের আচরণ অনিশ্চিত।