PDA

View Full Version : মিস



maziz6989
2015-06-17, 06:53 PM
আজকে নেটের সমস্যার কারণে সুপার দুইটা ট্রেড মিস করলাম। ইউরো /ইউএসডি এবং ইউএসডি / জেপিই পেয়ারে। দুটোতে ১ম এবং টার্গেট পর্যন্ত এচিভ হত। ইউরো বাই রেট ছিল ১.১২৬৬০ টিপি (১) ছিল ১.১২৯১০ । ২য় টিপি হল ১.১৩১৬০ এবং তৃতীয় হল ১.১৩৪৬০ ।ট্রেড টি এখনও ভেলিড। স্টপ লস ৥১.১২৩১০। জেপিই পেয়ারের ১ম এবং দ্বিতীয় টার্গেট এচিভ হয়ে গেছে তাই এই পেয়ারের তৃতীয় টিপি হল ১২৪.৩৪০ ২য় এবং ১ম ছিল যথাক্রমে ১২৩.৭৯১,১২৪.০৪১ এবং এন্ট্রি ছিল ১২৩.৫৪১ । এই ট্রেডটি ভেলিড নয় আর কিন্তু যদি মার্কেট আবার আগের জায়গায় যায় তবে দেখতে পারেন। নিজ ঝুকিতে ট্রেড করবেন। সবাইকে ধন্যবাদ

maziz6989
2015-07-25, 08:29 PM
দুঃখ করিয়েন না ভাই । মার্কেট এ চোখ রাখুন আপনার মত একজন ভালো ট্রেডার এমন আরও বড় বড় সুযোগ কাজে লাগাতে পারবে । আসলে ভাই আমাদের একাউন্ট ব্যালেন্স বেশি না হলে ট্রেড করে মজা নাই । এই কয়েক ডলার নিয়ে আর কতটুকুই বাঁ আগানো যায় । আর একবার একাউন্ট জিরো করে তো আমার ব্যালেন্স আর কিছু নাই বললেই চলে । ফরেক্স টা যে কখন আয়ত্ত্ব করতে পারব জানি না । তবে পারব একদিন এই আশায় আছি । কেবল তো শুরু এত কিছু তো আর রাতারাতি শিখা যায় না ,

আপনার জন্য শুভকামনা থাকল। একটা কথা বলি , যদি সময় এবং শ্রম দেওয়ার মত মানসিকতা থাকলে দুটো জিনিস শেখার চেষ্টা করুন। আর তা হল ফিবোনাচ্চি আর প্রাইস একশান। আখেরে লাভ হবে। আর হ্যা পড়াশুনা করতে থাকুন যা আপনাকে সফল হতে সাহায্য করবে।

Fxaziz
2015-11-08, 01:49 PM
আসলে কোন দিন বেশি কিসুর আসা করা টিক না । কারন আপনি যদি বেশি কিসুর আসা করেন তবে আপনি অল্পের ওঁ কাসে যেতে পারবেন না । যেমন ধরুন আপনি ট্রেড কয়ারা সময় লাভে ছিলেন কিন্তু বেশি পাওয়ার আসাই আপনি এটা ধরলেন না । তারপর দেখা গেল আপনি লাভ তো পেলেন না উলত আরও লস দিয়ে বসলেন । এই সব দিক পরিহার করা দরকার । আর এচাডা যদি কাজ করার সময় নেট সমস্যা করে তাহলে তো একবারি শেষ। তাই নেট এর জন্য ভালো টা বেসে নিন এবং কাজ করুন।

HKProduction
2015-12-12, 05:45 PM
আমি ফরেক্স মার্কেটে খুবই নতুন। এখানে প্রায়ই প্রাইস অ্যাকশনের কথাটি শুনতে পাই। আসলে এই বিষয়টি নিয়ে আমি বেশ চিন্তিত। আমি এ সম্পর্কে তেমন কিছুই বুঝি না। সিনিয়র ভাইয়েরা যদি এর উপর বিশদ বর্ণনা দিয়ে কোন পোষ্ট তৈরি করেন তা হলে আমরা নতুনরা অনেক উপকৃত হব। আমার মনে হয় বিষয়টি সম্পর্কে আমাদের ভাল করে জানা উচিত।

hasan019
2015-12-14, 06:03 PM
নেটের সমস্যার কথা ার বইলেন না আমার বাসায় আমি মদেম দিয়া চালাই নেট কেন ছিল না কিন্তু ট্রেড ওপেন ছিল পর দিন আইসা দেখি সর্বনাশ হইয়া গেছে। নেট থাকলে আমি ক্লোজ করে দিতাম।

motiar
2016-07-17, 10:37 PM
ফরেক্স মারকেটে নেটের সমস্যা বড় সমস্যা । তাই দু রকঅম ব্যাবস্থা রাখা উচিত । যাতে একটি না পাওয়া গেলে অন্যটা দিয়ে কাজ করা যায় । না হলে অনেক সময় লসে পড়তে হতে পারে ।

Sahed
2016-07-23, 09:56 AM
আসলো *মার্কেটে কখন্ও কখনও এরকম ভাল সুযোগ আছে যেখান থেকে অনেক আয় করা সম্ভব হয় । মার্কেটে যদি আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে পারি তাহলে আমরা অনেক লাভবান হতে পারি । যারা মার্কেটে দক্ষ তাদের কাছে আমি অনুরোধ করব যে এই রকম সুযোগের পূর্ভাবাস পেলে যত সম্ভব সবাইকে শেয়ার করবেন ।