PDA

View Full Version : ফরেক্স নিয়ে লেখা শিরোনামগুলো ... !!!!



Mahmud1984fx
2020-05-26, 09:46 AM
বলা যায় ফরেক্স এখন আমাদের নিত্যসঙ্গী। বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের পরম বন্ধু । প্রতিনিয়ত আমাদের মনের কথাগুলো শেয়ার এবং ট্রেডার ভাইবোনদের মধ্যে যোগাযোগের উত্তম মাধ্যম হলো এই ফোরাম। ফরেক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি ট্রেডার ভাই-বোনদের অনেক কষ্টে লেখা পোস্টের মাধ্যমে। অনেক ট্রেডার ভাইয়েরাও তাদের প্রাথমিক শিক্ষাটা এখান থেকেই গ্রহণ করে। কিন্তু দু:খের বিষয় শিরোনামগুলো যখন দেখি অসংখ্য বানানে ভূল তখন বেশ খারাপ লাগে। নতুন ট্রেডারদের কী ধারণা তৈরী হয় সিনিয়র ট্রেডারদের ব্যাপারে ? অথচ আমাদের বাংলা ভাষা নিয়ে আমরা গর্বিত- রক্তাক্ত ইতিহাস অনেক বড় তাই এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ”আন্তর্জাতিক মাতৃভাষা দিবস “ হিসাবে। তাই বন্ধুরা অনুরোধ করবো-বিষয়টা বিবেচনার জন্য।




ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

Hasinapx
2020-05-26, 11:25 AM
১০০% একমত। কারণ আমিও লক্ষ্য করেছি অনেক শিরোনামগুলোতেও বানান ভূল হয় কিভাবে ? আমারও দু-একটা ভূল হতেই পারে তাই বলে খুব সহজ বানান তাও আবার শিরোনামেও ভূল হয়। এগুলোর প্রতি আমাদের সকলের খেয়াল রাখা উচিত । কেউ কিছু মনে না করলে কিছু শিরোনাম কপি পেস্ট করে দিয়ে দিলাম। যেমন : “ লুন নিয়ে ফরেক্র করাটা কি ঠক হবে ” ”কিভাবে একজন সফল ট্রেডার হওয়ফ ওযায় ? ” ”আপনার ফরক্সে আসার কারণ কি ? ” ”ফরেক্স মাকেট এর রহস্য “ ” ফরেক্স এর জন্য কতটুকু ধ্যরজ থাকা জরুরী” ” ফরেক্স কি শুধুমাত্র ব্যবসায়ীদের জন ? ” “ নতুনদের জন্য ফরেক্সে আয় খুবিই কঠিন বলে মনে হয় ” “ আপনি কোন প্রেমেন্ট মেথর্ড ব্যবহার করেন? ” “ কি ভাবে ফরেক্র মারকেটে অধিক লাভ করা যায়” ইত্যাদি । ধন্যবাদ।

mamunjd97
2020-05-27, 12:47 PM
আমি নতুন সদস্য হিসাবে মাঝে মাঝে অনেক মন্তব্য লিখতে ভূল করে ফেলি বা ভূল হয়ে যায়। তবে চেষ্টা করি যাতে ভূল না হয়। কিন্তু অনেক পোস্ট দেখি যেখানে সহজ বানানগুলোও ভূল হয়। দেখতে বা পড়তেও অনেক সময় সমস্যা হয়। অনেক তথ্য বুঝতে সমস্যা হয়।

masum0086
2020-07-15, 04:21 PM
ফরেক্স নিয়ে লেখা অসংখ্য পোস্ট আমরা ফোরামের মাধ্যমে পড়ে থাকি,খূব ভাল লাগে ,খুব উপকার হয়। অনেকের লেখার মধ্যে বেশ বানান ,শব্দ,বাক্য ভূল - এটা কেন ? কারণ সবাই আমরা শিক্ষিত। বিশেষ করে যখন দেখি শিরোনামই বানানে ভূল তখন আরো খারাপ লাগে। আমাদের ২/১টি বানান ভূল হতেই পারে কিন্তু সিনিয়র ভাইদের কিভাবে ভূল হয়।

NEWVISION2020
2020-07-15, 05:32 PM
আপনি খুব সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। আসলে আমিও ফলো করেছি যে আমরা ফোরামে যে পোস্টগুলো পেয়ে থাকি তার অধিকাংশ পোস্টেই বানান ভুল থাকে। তাছাড়া শিরোনাম গুলো এমন হয়ে থাকে যেটা পড়ে বোঝা সম্ভব হয় না আসলে সে কি বুঝাতে চাচ্ছে। তাই আমাদের উচিত হবে শিরোনামটা পরিষ্কার শুদ্ধ বানানের অর্থ বহুলভাবে আপলোড করার। সেই সাথে আমরা ভিতরে যে মন্তব্য করে থাকি সেটাও যেন শুদ্ধ বানানের হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। কারণ বানান ভুল হলে যেমন নতুন ট্রেডারদের ভিতরে একটা খারাপ মন্তব্য তৈরি হবে তেমনি ফোরাম থেকে প্রাপ্ত বোনাসের পরিমাণ কমে যাবে।

Devdas
2020-07-15, 05:41 PM
আপনি ঠিক বলেছেন ভাই, আমরা আমাদের ভাষা ঠিক মতই বলতে পারে অনেক। কিন্তু লিখতে গেলে অনেকেই ফরেক্স ভুল করে থাকেন। ফরেক্স এর শিরোনাম গুলো এভাবে ভুল করে টাইপ করে আমরা আমাদের মাতৃভাষা গুলোকে অপমান করছি এবং দেশের বাহিরে আমাদের এই ভুল শিরোনাম গুলো দেখে অনেকটা হাস্যকার ভাবে নিয়ে নেয়। কাজেই আমরা যাই কিছু শিরোনাম এ টাইপ করি না কেন তা সঠিক ভাবে সঠিক ভাষায় লিখতে হবে। এবং এইটা সবার কাছে অনুরোধ। ধন্যবাদ।

KF84
2020-07-20, 11:16 AM
বলা যায় ফরেক্স এখন আমাদের নিত্যসঙ্গী। বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের পরম বন্ধু । প্রতিনিয়ত আমাদের মনের কথাগুলো শেয়ার এবং ট্রেডার ভাইবোনদের মধ্যে যোগাযোগের উত্তম মাধ্যম হলো এই ফোরাম। ফরেক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি ট্রেডার ভাই-বোনদের অনেক কষ্টে লেখা পোস্টের মাধ্যমে। অনেক ট্রেডার ভাইয়েরাও তাদের প্রাথমিক শিক্ষাটা এখান থেকেই গ্রহণ করে। কিন্তু দু:খের বিষয় শিরোনামগুলো যখন দেখি অসংখ্য বানানে ভূল তখন বেশ খারাপ লাগে। নতুন ট্রেডারদের কী ধারণা তৈরী হয় সিনিয়র ট্রেডারদের ব্যাপারে ? অথচ আমাদের বাংলা ভাষা নিয়ে আমরা গর্বিত- রক্তাক্ত ইতিহাস অনেক বড় তাই এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ”আন্তর্জাতিক মাতৃভাষা দিবস “ হিসাবে। তাই বন্ধুরা অনুরোধ করবো-বিষয়টা বিবেচনার জন্য।

ভুল মানুষের সহজাত স্বভাব তাই আমাদের ভুল হবেই লেখার সময় কিন্তু আমি আপনার সাথে একটি বিষয়ে একমত যে কমপক্ষে শিরোনামগুলি সঠিক বানানে লেখা উচিত । আপনার এই পয়েন্টগুলির সাথে আমি আরও একটি পয়েন্ট যোগ করতে চাই তা হল ইদানিং অপ্রয়োজনীয় থ্রেডের সংখ্যা বেরেই চলেছে । সাথে সাথে এইগুলি থেকে শেখার মত আসলে কোন কিছু লেখাই থাকে না যা অত্যন্ত বিরক্তিকর ।

Suriya Sultana Hira
2020-07-20, 03:15 PM
[QUOTE=Mahmud1984fx;405201]বলা যায় ফরেক্স এখন আমাদের নিত্যসঙ্গী। বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের পরম বন্ধু । প্রতিনিয়ত আমাদের মনের কথাগুলো শেয়ার এবং ট্রেডার ভাইবোনদের মধ্যে যোগাযোগের উত্তম মাধ্যম হলো এই ফোরাম। ফরেক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি ট্রেডার ভাই-বোনদের অনেক কষ্টে লেখা পোস্টের মাধ্যমে। অনেক ট্রেডার ভাইয়েরাও তাদের প্রাথমিক শিক্ষাটা এখান থেকেই গ্রহণ করে। কিন্তু দু:খের বিষয় শিরোনামগুলো যখন দেখি অসংখ্য বানানে ভূল তখন বেশ খারাপ লাগে। নতুন ট্রেডারদের কী ধারণা তৈরী হয় সিনিয়র ট্রেডারদের ব্যাপারে ? অথচ আমাদের বাংলা ভাষা নিয়ে আমরা গর্বিত- রক্তাক্ত ইতিহাস অনেক বড় তাই এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ”আন্তর্জাতিক মাতৃভাষা দিবস “ হিসাবে। তাই বন্ধুরা অনুরোধ করবো-বিষয়টা বিবেচনার জন্য ।


আপনার কথাগুলো লেখার মাধ্যমে প্রকাশ করাতে এবং সেই লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে । আপনার মতো করে যদি সকল সিনিয়র বড়ো ভাই বোনেরা আমাদের ভালো ভালো পোস্ট লেখার মাধ্যমে প্রকাশ করতো তাহলে আমরা খুবই উপকৃত হতাম এবং ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারতাম । তাই আমার পক্ষ থেকে সকল সিনিয়র জুনিয়র বড়ো ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে সবাই যেনো তাদের মনের ভাষাগুলো বাংলাতে খুবই স্পষ্ট ভাষায় প্রকাশ করে,,,,, ধন্যবাদ ।

Md.shohag
2020-07-20, 03:35 PM
আপনি খুব সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। আসলে আমিও ফলো করেছি যে আমরা ফোরামে যে পোস্টগুলো পেয়ে থাকি তার অধিকাংশ পোস্টেই বানান ভুল থাকে। তাছাড়া শিরোনাম গুলো এমন হয়ে থাকে যেটা পড়ে বোঝা সম্ভব হয় না আসলে সে কি বুঝাতে চাচ্ছে। তাই আমাদের উচিত হবে শিরোনামটা পরিষ্কার শুদ্ধ বানানের অর্থ বহুলভাবে আপলোড করার। সেই সাথে আমরা ভিতরে যে মন্তব্য করে থাকি সেটাও যেন শুদ্ধ বানানের হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। কারণ বানান ভুল হলে যেমন নতুন ট্রেডারদের ভিতরে একটা খারাপ মন্তব্য তৈরি হবে তেমনি ফোরাম থেকে প্রাপ্ত বোনাসের পরিমাণ কমে