View Full Version : ফরেক্স তথাকথিত কোন mlm সিস্টেমের ব্যবসা নয় !!!
Mahmud1984fx
2020-05-26, 10:29 AM
ফরেক্সের কথা বললে বা কোন কোন ভাই অনলাইন ভিত্তিক ফরেক্স ব্যবসা শুনলেই একেবারে আতকে ওঠেন। সাথে সাথে বলে ওঠেন- এটা কি সেই তথাকথিত MLM তথা Destiny,Biznas.com , New Way ইত্যাদির মতো হাত পা লম্বা হওয়ার মত ব্যবসা ? ধরা খাওয়ার ব্যবসা ? অনেক সময় সহজে বুঝতেই চাই না। না বুঝেই বাজে মন্তব্য করে বসে। না বোঝার কারণেই অনেক সময় নানা সুযোগ সুবিধা আমাদের অজান্তেই হারিয়ে ফেলি। এজন্য আমাদের উচিত যে কোন জিনিস সামনে আসলে বোঝার চেষ্টা করা । হতে পারে সেটা আমার জন্য একটা Opportunity বা সুযোগ। বুঝেও না বোঝার ভান করে বা না করতে চাইলে অন্যকে নেগেটিভ বোঝানো উচিত নয়। আমাদের উচিত ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা এবং বোঝার চেষ্ট করা।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
Hasinapx
2020-05-26, 11:48 AM
এম এল এম সিস্টেম ব্যবসা আর ফরেক্স ট্রেডিং এক জিনিস নয়। বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমেই ফরেক্স ব্যবসা হয় । ডেসিটিনি,বিজনাস ডট কম বা নিউ ওয়ে ইত্যাদির মত শুধুমাত্র সদস্য বাড়ালেই ইনকাম হয়ে যাবে তা নয় । এখানে নিজস্ব ইনভেস্ট,বুদ্ধি,মেধ া খাটিয়ে ,প্রচুর সময় দিয়ে ,ব্যাপক পরিশ্র করে , দীর্ঘ্যসময় টিকে থাকার মাধ্যমে প্রফিট করতে হয়। সুতরাং এটার সাথে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম মেলানো ঠিক নয়।
mamunjd97
2020-05-27, 12:41 PM
অনেকেই বলে থাকেন যে, ফরেক্স ও এম এল এম এর মত বা ডেসটিনির মতই ব্যবসা। কিন্তু আমি তো কোন মিল পাই না। ফরেক্স তো হলো মুদ্রা ক্রয়-বিক্রয় করার নাম। এম এল এম বা ডেসটিনি হলো যত সদস্য বাড়ানো যায় ততই ইনকাম হয়।
rakib.r
2020-05-27, 02:17 PM
ফরেক্সের কথা বললে বা কোন কোন ভাই অনলাইন ভিত্তিক ফরেক্স ব্যবসা শুনলেই একেবারে আতকে ওঠেন। সাথে সাথে বলে ওঠেন- এটা কি সেই তথাকথিত MLM তথা Destiny,Biznas.com , New Way ইত্যাদির মতো হাত পা লম্বা হওয়ার মত ব্যবসা ? ধরা খাওয়ার ব্যবসা ? অনেক সময় সহজে বুঝতেই চাই না। না বুঝেই বাজে মন্তব্য করে বসে। না বোঝার কারণেই অনেক সময় নানা সুযোগ সুবিধা আমাদের অজান্তেই হারিয়ে ফেলি। এজন্য আমাদের উচিত যে কোন জিনিস সামনে আসলে বোঝার চেষ্টা করা । হতে পারে সেটা আমার জন্য একটা Opportunity বা সুযোগ। বুঝেও না বোঝার ভান করে বা না করতে চাইলে অন্যকে নেগেটিভ বোঝানো উচিত নয়। আমাদের উচিত ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা এবং বোঝার চেষ্ট করা।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
প্রিয় ফোরাম সদস্য আমি মনে করি আপনার যুক্তিটি অযাচিত। এটা পুরটাই আপনার মন গড়া বোনাস পাবার জন্য শুধুই একটি পোষ্ট সাজানো হয়েছে। ফরেক্সের সাথে কোন দিন থেকেই দূর দূরান্তে কোন ভাবেই mlm ব্যাবসার কোন ধরনের মিল নাই খুজেও পাই নাই আর অন্য কেও ও পাবে বলে মনে হয় না।
আপনি প্রতিদিন অনেক গুলো নতুন থ্রেড পোষ্ট করে থাকেন যার কিছু কিছু যুক্তি যুক্ত নয়। দয়া করে যুক্তিহীন পোষ্ট করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ
Mahmud1984fx
2020-06-27, 12:50 PM
প্রিয় ফোরাম সদস্য আমি মনে করি আপনার যুক্তিটি অযাচিত। এটা পুরটাই আপনার মন গড়া বোনাস পাবার জন্য শুধুই একটি পোষ্ট সাজানো হয়েছে। ফরেক্সের সাথে কোন দিন থেকেই দূর দূরান্তে কোন ভাবেই mlm ব্যাবসার কোন ধরনের মিল নাই খুজেও পাই নাই আর অন্য কেও ও পাবে বলে মনে হয় না।
আপনি প্রতিদিন অনেক গুলো নতুন থ্রেড পোষ্ট করে থাকেন যার কিছু কিছু যুক্তি যুক্ত নয়। দয়া করে যুক্তিহীন পোষ্ট করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ
প্রিয় ফোরাম সদস্য ভাই ! প্রথমত: যে কারো যে কোন মন্তব্য ভালভাবে ,মনোযোগ দিয়ে পড়ে বুঝার অনুরোধ রইল। নিশ্চয়ই বাংলাদেশের প্রায় ২০কোটি মানুষের সাথেই আপনার ব্যক্তিগত পরিচয় বা যোগাযোগ নেই ? সবার চিন্তা চেতনা ,ধারণা বা মন্তব্য আপনার জানা থাকার কথা নয়। ”মনগড়া বোনাস পাবার জন্য” কথাটা দিয়ে নিজের জ্ঞানের অহংকার প্রকাশ করলেন না তো ? আপনার যেহেতু বোনাস প্রয়োজন নেই তাহলে দয়া করে ফোরামে পোস্ট না দিয়ে বড় বড় বই লিখতে পারেন ।আপনার মতামত ও দৃষ্টিভঙ্গি জোরপূর্বক অন্যের উপর চাপানোর অভ্যাস আছে কি ?কার পোস্ট যুক্তি যুক্ত তার দেখার দায়িত্ব ফোরাম কর্তৃপক্ষ মনে হয় আপনাকে দয়া করে দেয় নাই। জানি আপনি একজন শিক্ষিত মানুষ ! অন্যের মতামতকে সম্মান করতে শিখুন,ভদ্র ভাষায় পরামর্শ দিয়ে পোস্ট দিতেই পারেন- এটা আপনার সদস্য হিসাবে অধিকার। দু:খিত এটা বিতর্কের যায়গা নয়। শেখা ও পরস্পর সহযোগীতার যায়গা। কিছু মনে না করার জন্য ধন্যবাদ । ভাল থাকুন,ফরেক্সে সফল হোন। আল্লাহ আপনার সহায় হোন। আমীন।
masum0086
2020-07-15, 04:15 PM
এটা ঠিক যে, অনেকে অনলাইন ব্যবসার কথা শুনলেই ডেসটিনি,বিজনাস ডট কম ইত্যাদি মনে করে। কিন্তু বাস্তবে এম এল এম সিস্টেমের ব্যবসা নয়। অনেকে না জেনে না বুঝে এটা মনে করলেও এখন আর ধোপে টেকে না। কারণ সবাই এখন সচেতন। ফরেক্স সম্পর্কে কমবেশী অনেকেই জানে। সুতরাং কে কি মনে করলো আমাদের কোন যাই আসে না। আমরা কি বুঝলাম সেটাই আসল কথা।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.