PDA

View Full Version : আজকের সিগন্যাল



maziz6989
2015-06-18, 10:53 AM
হেজিং সিগন্যাল ইউরো/ইউএসডি এবং ইউএসডি/জেপিই এর জন্য। বাই স্টপ ৥১.১৩৭৯৫ টিপি(১) ১.১৪০৪৫ টিপি(২) ১.১৪২৯৫ টিপি (৩) ১.১৪৫৯৫ সেল স্টপ *৥১.১৩২২১ টিপি (১) ১.১২৯৭১ টিপি(২) ১.১২৭২১ টিপি (৩) ১.১২৪২১ স্টপ লস ৫০পিপস
বাই স্টপ ৥123.684 টিপি(১)123.934টিপি(২)124.184 টিপি (৩) 124.484 সেল স্টপ *৥122.987 টিপি (১)122.737 টিপি(২) 122.487টিপি (৩) 122.187 স্টপ লস ৫০পিপস

maziz6989
2015-07-25, 08:22 PM
বাহ! একই সাথে দুটি পেয়ার । যারা নতুন তারা আপনার সিগ্ন্যাল অবশ্যই অনুসরন করে ট্রেড করবে । আপনাকে অনেক ধন্যবাদ প্রতিদিন এভাবে সিগন্যাল দেয়ার জন্য । ভাই আপনি আরেকটা কাজ করতে পারেন । সেটা হচ্ছে আপনি যে এনালাইসিস এর উপর নির্ভর করে সিগন্যাল প্রদান করেন সেই এনালাইসিস টেকনিক গুলো আমাদের সাথে শেয়ার করেন । তাহলে আমরাও এনালাইসিস করতে শিখে যাব এবং মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারব ।

আসলে এই সিস্টেম এ বিশেষ কোন এনালাইসিস এর প্রয়োজন হয় না। এবং এটা শর্টটার্ম এর সিগন্যাল। যাই হোক সবার সিস্টেম সবার কাছে প্রফিটেবল হয় না। আর এটা পেইড সিস্টেম। তাই এভাবে অপেন প্লাটফর্মে শেয়ার করা সম্বব না। আপনার আরো কিছু জানার থাকলে আমার সাথে ব্যক্তিগত ভাবে মেসেজ দিবেন।

samrat
2015-08-13, 12:15 PM
আমি কোন সিগনাল কে বিশ্বাস করি না। কারণ বেশির ভাগ সিগনালই মিস্টেক করে। আমি সিগনাল ছারাই ট্রেড করি। আমি নিজের উপর একটু বেশিই বিশ্বাসি। আর আপনারা?

Taleb Mahmud
2015-08-13, 12:24 PM
এই সিস্টেম এ বিশেষ কোন এনালাইসিস এর
প্রয়োজন হয় না। এবং এটা শর্টটার্ম এর সিগন্যাল। যাই
হোক সবার সিস্টেম সবার কাছে প্রফিটেবল হয় না। আর
এটা পেইড সিস্টেম। তাই এভাবে অপেন প্লাটফর্মে
শেয়ার করা সম্বব না।

Ekram
2015-08-21, 12:03 PM
হেজিং সিগন্যাল ইউরো/ইউএসডি এবং ইউএসডি/জেপিই এর জন্য। বাই স্টপ ৥১.১৩৭৯৫ টিপি(১) ১.১৪০৪৫ টিপি(২) ১.১৪২৯৫ টিপি (৩) ১.১৪৫৯৫ সেল স্টপ *৥১.১৩২২১ টিপি (১) ১.১২৯৭১ টিপি(২) ১.১২৭২১ টিপি (৩) ১.১২৪২১ স্টপ লস ৫০পিপস
বাই স্টপ ৥123.684 টিপি(১)123.934টিপি(২)124.184 টিপি (৩) 124.484 সেল স্টপ *৥122.987 টিপি (১)122.737 টিপি(২) 122.487টিপি (৩) 122.187 স্টপ লস ৫০পিপস

এই ধরনের সিগন্যাল পেলে হয়তো অনেকে ই উপক্রিত হবে নিঃসন্দেহে। একথা বলার আর অপেক্ষা রাখেনা। এই ধরনের সহযগিতা মুলক মনোভাব সত্যি প্রশংসনীয় । তবে অবশ্যই একটা পর্যায়ে নিজে শিখে ফেললে আর কোন চিন্তা থাকবেনা। ফলে আত্মনির্ভরতা অনেক বেরে যাবে।

Sahed
2016-07-23, 10:40 AM
ফরেক্স মার্কেটে হেজিং করাটাকে আমি মোটেও সাপোর্ট করি না । মার্কেটে হেজিং করতে গেলে অনেক প্রবলেম হয় । যেমন মার্কেটে সাধারনত উভয়দিকে মুভকরলে হেজিং করে আপনি উভয় দিকে লসও করতে পারন । তাছাড়া অনেক ব্রোকার আছে যারা মার্কেটে হেজিং মোটেও সাপোর্ট করে না । একাউন্ট ব্যানও করে দিতে পারে ।