PDA

View Full Version : স্ক্যলিং ট্রেডিং স্ট্র্যটেজি



maziz6989
2015-06-21, 08:34 AM
আজকে সবার সাথে একটা স্ট্রাটেজি শেয়ার করছি যেটা মূলত ডিফল্ট ইনডিকেটর বেইজড। মুভিং এভারেজের নাম তো মনে হয় সবাই শুনেছেন।সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ইনডিকেটর হল মুভিং এভারেজ।সেই মুভিং এভারেজ নির্ভর একটা প্রফিটেবল স্ট্রটেজি আজকে আলোচনা করব।এটা মুলত একটা স্ক্যল্পিং স্ট্রাটেজি।টাইম ফ্রেম ১মিনিটও ৫মিনিট। মোটামুটি সব মেজর পেয়ারে কাজ করবে।মুভিং এভারেজ ৪৫ (লাল) এবং ব্যতিক্রমি মুভিং এভারেজ ৫(সবুজ) ব্যবহার করব।বাকিটা নিচের চিত্র দেখুন

RichMahfuz
2015-07-03, 11:42 AM
ভাল লাগল, এরকম আরও স্ত্রেতেজি শেয়ার করবেন তাহলে আমারা জারা নতুন আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। তবে আমার মতামত হচ্ছে মুভিং এভারেজ সঠিক ফলাফল দিতে পারেনা, এবং মার্কেট এর পরবর্তী দিক সম্পরকেও ধারনা দিতে পারেনা, কারন এটা কাল্কুলেশন করে অতীত এর ঘটনা বলী কে ফলো করে, তাই এটার উপর বেশি নির্ভর শীল হউয়া যাবেনা।

anwarForex
2015-08-09, 11:15 PM
স্ক্যাল্পিং স্ট্রাটেজি ট্রেডারের চেয়ে ব্রোকারের লাভ বেশী।একজন নতূন ট্রেডার বেশী লাভের মানসিকতা নিয়ে মাঠে নামেন।প্রতিনিয়ত ট্রেড অপেন করেন ।ফলে ব্রোকারের কমিশন বাড়ে; কিন্তূ বাড়ে না ট্রেডারের লাভের পরিমান।ব্রোকারগণ বিশেষ বিশেষ পদ্ধতির মাধ্যমে বোনাস , রিবেইট ঘোষনা করেন। বোনাস ও রিবেইট প্রাপ্তির আশায় বেশী বেশী ট্রেড করে অবশেষে ফতুর হন।

happymasud
2015-08-09, 11:25 PM
scalping is only for partime

samrat
2015-08-10, 01:14 PM
আজকে সবার সাথে একটা স্ট্রাটেজি শেয়ার করছি যেটা মূলত ডিফল্ট ইনডিকেটর বেইজড। মুভিং এভারেজের নাম তো মনে হয় সবাই শুনেছেন।সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ইনডিকেটর হল মুভিং এভারেজ।সেই মুভিং এভারেজ নির্ভর একটা প্রফিটেবল স্ট্রটেজি আজকে আলোচনা করব।এটা মুলত একটা স্ক্যল্পিং স্ট্রাটেজি।টাইম ফ্রেম ১মিনিটও ৫মিনিট।

nasir
2015-08-13, 12:49 AM
এই রকম অনেক ডিফল্ট ইনডিকেটর এই ফরেক্স এ আছে।আমার কথা হচছে আপনি কতটূকু বুজেন ফরেক্স সম্মন্ধে তা দিয়ে ট্রাড করেন?
সফলতার জন্য আপ্প্রান ছেস্টা করেন।আর ডিফল্ট ইনডিকেটর এর পরিচালনা করা শিখেন।

samrat
2015-08-14, 08:52 PM
স্ক্যলিং ট্রেডিং স্ট্র্যটেজি কি? এটা দিয়ে কি কাজ হয়? এটার করণিয় কি? এটা আমাদের ভালো না মন্দ করবে? আপনারা কেউ কি এটা ব্যবহার করেছেন। এর কি কোন উপকার পেয়েছেন? আপনারা আমাদেরকে এটার কথা জানান।

ShariyarSojib
2016-01-10, 02:05 PM
আমি স্কাল্পিং এর জন্য মুভিং এভারেজ ও অসিলেটর ব্যাবহার করি এবং ১,৫,১৫ মিনিটের টাইমফ্রেম ব্যাবহার করি যা মোটামোটি ভালো ফল দেয়

amiami
2016-01-11, 11:26 AM
ভাল ট্রেডাররা স্কালপিং করে অনেক ডলার আয় করতে পারেন। কারন তারা মুভিং এভারেজ ছাড়াও কিছু উপকারি ইন্ডিকেটর তারা ইউজ করেন। নতুনদের উচিত বিজ্ঞ ট্রেডারচদের কাছ থেকে ইন্ডিকেটর এর ব্যাবহার সম্পরকে জানা।

Sahed
2016-07-29, 03:04 PM
আজিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার স্ট্রেট্রেজিটি ভাল লাগলো । আমি কমেন্টস করার আগে আপনার স্ট্রেট্রেজিটি মার্কেটে একটু দেখে আসলাম ।আমার মনে হচ্ছে যে আপনার স্ট্রেট্রেজিটি খোব কার্যকারী হবে । তবে কিছুটা কনফিউশন আছে । আশা করি কয়েকদিন ডেমোতে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ।

milonkhanfx1993
2016-09-25, 12:08 AM
আজকে সবার সাথে একটা স্ট্রাটেজি শেয়ার করছি যেটা মূলত ডিফল্ট ইনডিকেটর বেইজড। মুভিং এভারেজের নাম তো মনে হয় সবাই শুনেছেন।সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ইনডিকেটর হল মুভিং এভারেজ।সেই মুভিং এভারেজ নির্ভর একটা প্রফিটেবল স্ট্রটেজি আজকে আলোচনা করব।এটা মুলত একটা স্ক্যল্পিং স্ট্রাটেজি।টাইম ফ্রেম ১মিনিটও ৫মিনিট। মোটামুটি সব মেজর পেয়ারে কাজ করবে।মুভিং এভারেজ ৪৫ (লাল) এবং ব্যতিক্রমি মুভিং এভারেজ ৫(সবুজ) ব্যবহার করব।বাকিটা নিচের চিত্র দেখুন
ভাইয়া আপনার স্ট্রাটেজি টা দেখে ভাল লাগল তবে আপনার এই স্টাটেজি এর সাথে যদি দয়া করে যদি এস এল আর টি পি টা ঠিক করে দিতেন তবে খুব ভাল হত তাছাড়া বুঝা মুস্কিল হয়ে যাচ্ছে।

shimul77ss
2016-11-22, 11:50 PM
আমার মতে মার্কেটে অনেক দক্ষ না হয়ে স্ক্যালিং ট্রেডিং করা উচিত না।কারন আমি অনেক ট্রেডার দেখেছি যে স্ক্যালিং করে যদি ৫ টাই লাভ করে তো ২ টাই লস করে ফেলে আর ঐ দুইটা লসেই পুরো লাভের অংশ নস্ট করে ফেলে।তাই মার্কেটে অনেক দক্ষ না হয়ে স্ক্যালিং না করা ভাল।

RUBEL MIAH
2016-12-05, 10:52 PM
অামরা যারা স্কেলপিং ট্রেডিং অধ্যয়ন করে থাকি তাদের অবশ্যই মার্কেট বেশী বেশী এ্যানালাইসিস করা দরকার । যে ট্রেডার বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করে থাকে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা স্কেলপিং ট্রেডিং করলেই ভালোভাবে মার্কেটের উপর অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলেই লাভবান হতে পারব ।

riponinsta
2016-12-08, 11:02 AM
স্ক্যলিং ট্রেডিং স্ট্র্যটেজি অনেক ভাল আমি আগে টেড করতাম এখন ও টেড করি । স্ক্যলিং ট্রেডিং স্ট্র্যটেজি দিয়ে মাছ দরার মত টেড ধরতে হই । আপনি স্ক্যলিং ট্রেডিং স্ট্র্যটেজি দিয়ে টেড করতে পারেন ভাল কাজ করে । আপনি স্ক্যলিং ট্রেডিং স্ট্র্যটেজি অনেক গুল পাওএয়া যাই ভাল যে কোন একটা দিয়ে আপনি টেড করতে পারেন ।

nbfx
2016-12-10, 08:42 PM
ফরেক্স মার্কেটে স্ক্যাপ্লিং করে তারাই সফল হয় যাদের ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। আমি বলতে চাচ্ছি আগে মার্কেটের গতি বুঝতে হবে। এবং বড় টাইমফ্রেমের সাথে মিল রেখে ছোট টাইমফ্রেম ব্যবহার করতে হবে। তা না হলে বিপদ অনেক। দেখা যাবে ১০০ ট্রেড করে যা লাভ করেছেন তা একটি ট্রেডে চলে যাবে। পরিশ্রম বৃথা আর মার্কেট থেকে কিছুই শিখা হবে না। কারন লস করার বেদনায় আপনি মুষরে পরবেন। ফরেক্স শিখুন তারপর ট্রেড করুন।

Mamun13
2017-11-06, 08:34 PM
মুভিং এভারেজ দিয়ে সত্যিই অনেক নতুন শিক্ষার্থী ট্রেডারগণ এইসব লাল+সবুজের ইনডিকেটর বেইজড স্ট্র্যাটেজীর মাধ্যমে শর্টট্রেড বা স্ক্যালপিং করার জন্য উদগ্রীব হয়ে থাকেন৷৫ মিনিট ও ১ মিনিটের টাইমফ্রেমে স্ক্যালপিং করা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ তবে অবশ্যই দ্রূত ও প্রচুর প্রফিট করা সম্ভব৷নতুন ট্রেডারগণ তাদের অনভিজ্ঞতার কারনে এই প্রচুর প্রফিটের আশায় লোভে পড়েন এবং এসব ঝুঁকিপূর্ণ স্ক্যালপিং স্ট্র্যাটেজী ব্যাবহার করে করে তাদের পুজিঁগুলোই এক সময় শুন্য করে ফেলেন যা অসংখ্যবার প্রমাণিত৷

FREEDOM
2020-11-24, 07:12 PM
আমি স্কাল্পিং এর জন্য মুভিং এভারেজ ও অসিলেটর ব্যাবহার করি এবং ১,৫,১৫ মিনিটের টাইমফ্রেম ব্যাবহার করি যা মোটামোটি ভালো ফল দেয়

Md.shohag
2020-12-03, 06:43 AM
ভাল ট্রেডাররা স্কালপিং করে অনেক ডলার আয় করতে পারেন। কারন তারা মুভিং এভারেজ ছাড়াও কিছু উপকারি ইন্ডিকেটর তারা ইউজ করেন। নতুনদের উচিত বিজ্ঞ ট্রেডারচদের কাছ থেকে ইন্ডিকেটর এর ব্যাবহার সম্পরকে জানা।