PDA

View Full Version : এলিয়ট ওয়েভ থিউরি



BDFOREX TRADER
2020-05-28, 01:25 PM
11076
অনেকের মতে Elliott Wave/এলিয়ট ওয়েভ অনুসারে মার্কেট চলে, আবার অনেকের মতে ফিবো অনুসারে চলে। বাস্তবিক অর্থে মার্কেট 100% কাউকেই অনুসরণ করে না। আসুন জেনে নিই এলিয়ট ওয়েভ এর কিছূ নিয়মs: এই গুলো হতেই হবে, না হলে ওয়েব টি সম্পন্ন হবে না। এটা খুবই সিম্পল
১) Wave-2 কখনো Wave-1 এর থেকে100% রিট্রেস করবে না।
২) Wave-3 লং হবে কখনো সর্ট হবে না।
৩) Wave-4 কখনো Wave-1 এরিয়ায় রিট্রেস করবে না। অর্থা Wave-1 এরিযায় Swing High এর উপরে থাকবে।
৪) Wave-5 গঠন হলে তারপর পর্যায়ক্রমে A,B,C গঠন করবে।
৫)Wave-4 এর কালো কালির দাগ দেওয়া Swing Low এর উপরে থেকে, মার্কেট কন্টিনিউ ভাবে নতুন Elliott wave 1,2,3,4,5 A,B,C এলিয়েট ওয়েব রুলস অনুসারে তৈরি হবে।
উক্ত ABC Wave যদি Wave-4 এর কালো কালির দাগ দেওয়া এলাকার ভিতরে প্রবেশ করে তাহলে A,B,C হিসাব না করে আবার নতুন করে Wave 1,2,3,4,5,A,B,C হিসাব করতে হবে।