PDA

View Full Version : ট্রেড করার আগে প্লান তৈরী করুন।প্রতিদিন কতো প্রফিট বা লস মেনে নিবেন?



MINARULRFL100
2020-05-29, 06:38 PM
আমরা ফরেক্স মার্কেটে ট্র্বড করে থাকি মুলত অতিরিক্ত লাভের আশায় কিন্তু দেখা যায় অধিকাংশ ট্রেডাররা লসের সম্মুখীন হয়ে থাকে এর একটি কারন তার ভিতরে কোন প্লান নেই।আগে আপনাকে এনালাইসিস করতে হবে তার পর প্লান করতে হবে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি প্রতি মাসে কতো প্রফিট অথবা লস করলে আপনার ব্যালেন্স সুরক্ষিত থাকবে।আর যদি আপনার লক্ষ্য থাকে প্রতি মাসে আপনি ৪০০ ডলার আয় করবেন তাহলে আপনার প্রতি সপ্তাহে ১০০ ডলার লাভ করতে হবে।আর দিন হিসেব করলে প্রতি দিনে ২০ ডলার লাভ করতে হবে।আর যদি লস হয় তাহলে এই লাভের ৫০% লস মেনে নিতে হবে অর্থাৎ আপনার লক্ষ্য ৪০০ ডলার এবং লস মানতে হবে ২০০ ডলার।যদি দিনে ১০ ডলার লস হয় তাহলে ওই দিন ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।

K.K.BABY
2020-05-30, 07:36 AM
প্রতিটি কাজের আগে অবশ্যই প্লান তৈরী করা উচিত কারন কোন প্লান ছাড়া আপনি সফল হতে পারবেন না।আর ফরেক্স মার্কেটে যদি আপনি প্লান না করে ইচ্ছে মতো ট্রেড করতে থাকেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।তাই প্রতি মাসে আমাদের একটি প্লান তৈরী করা উচিত।আমি মনে করি আমার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স এর ২০% প্রফিট করতে পারলে আমার আর দরকার নেই।তার মানে আমার যদি ১০০০ ডলার ব্যালেন্স থাকে তাহলে আমার টার্গেট থাকবে ২০০ ডলার এখন এই ২০০ ডলার প্রতি সপ্তাহে ভাগ করতে হবে তার পর দিনে ভাগ করে সেই অনুযায়ী মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে হবে।আবার যদি লস হয় তাহলে ১০% লস মেনে নিতে হবে।এই ভাবে টার্গেট করে মার্কেটে ব্যাবসা করতে হবে।

Hridoy6763
2020-05-30, 09:24 AM
ট্রেডিং করার আগে প্ল্যান করা অতিব জরুরী,আপনি যখন এন্ট্রি নিবেন তার আগে মার্কেট ভালো ভাবে এন্যালাইসিস করতে হবে,আপনার এন্ট্রি তে কত টুকু রিস্ক নিবেন এবং স্টপ লস এবং টেক প্রফিট কতটুকু হবে তা আগে থাকে নির্ণয় করতে হবে,কোন কিছু থেকে সফলতা পেতে হলে সুষ্ঠ প্ল্যান করা অতীব জরুরী,তাই ট্রেড করার আগে প্ল্যান করা জরুরী অনেক।

uzzal05
2020-05-31, 03:10 AM
প্রতিদিন কত লাভ বা লস হবে তা আগেই বলা যাবে না। কেনননা এখানে একটা ট্রেড করলে লাভও হতে পারে আবার লস ও হতে পারে। আমি প্রায় প্রতিটা ট্রেড এ ৫০-৭০ পিপ স্টপ লস ব্যবহার করে থাকি। আর টেক প্রফিট প্রায় ১৫০+ পিপ সেট করি। মার্কেট অনুযায়ী এগুলো কম বা বেশি হতে পারে।

Mahmud1984fx
2020-05-31, 08:02 AM
পরিকল্পনা ছাড়া কোন কাজই সুন্দর হয় না বা লক্ষ্যে পৌছনো যায় না। যেমন ব্যালেন্স যদি ১০০ডলার হয়, নিশ্চয়ই .০১ লটে ট্রেড করতে হবে। এ্যান্ট্রি দিতে হবে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে,স্টপ লস-টেক প্রফিট সেট করে-অবশ্য তার আগে ভালভাবে মার্কেট এ্যানালাইসিস করে নিতে হবে। প্লান থাকবে প্রতিদিন ১০ডলার প্রফিট বা ৫ডলার লস হলেই ট্রেড ক্লোজ করে ফেলতে হবে। এভাবে মাস শেষে প্রফিট হবে ৮দিন বাদ দিলে ২২০ডলার ,আর লস যদি হয় ১১০ডলার তাহলে মাইনাস করলে থাকে ১১০ডলার। প্রথম মাসে যদি প্রফিট হয়ে ক্যাপিটাল দাড়ায় ২১০ডলার পরের মাসে হবে ৩২০ডলার,এর পরে টার্গেট বাড়তে থাকবে। প্রফিট বাড়তে থাকবে লস কিছু হলেও সমস্যা নাই যদি পরিকল্পনা অনুযায়ী কাজ হয়।

FREEDOM
2020-06-27, 03:16 PM
আমরা ফরেক্স মার্কেটে ট্র্বড করে থাকি মুলত অতিরিক্ত লাভের আশায় কিন্তু দেখা যায় অধিকাংশ ট্রেডাররা লসের সম্মুখীন হয়ে থাকে এর একটি কারন তার ভিতরে কোন প্লান নেই।আগে আপনাকে এনালাইসিস করতে হবে তার পর প্লান করতে হবে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি প্রতি মাসে কতো প্রফিট অথবা লস করলে আপনার ব্যালেন্স সুরক্ষিত থাকবে।আর যদি আপনার লক্ষ্য থাকে প্রতি মাসে আপনি ৪০০ ডলার আয় করবেন তাহলে আপনার প্রতি সপ্তাহে ১০০ ডলার লাভ করতে হবে।আর দিন হিসেব করলে প্রতি দিনে ২০ ডলার লাভ করতে হবে।আর যদি লস হয় তাহলে এই লাভের ৫০% লস মেনে নিতে হবে অর্থাৎ আপনার লক্ষ্য ৪০০ ডলার এবং লস মানতে হবে ২০০ ডলার।যদি দিনে ১০ ডলার লস হয় তাহলে ওই দিন ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।

হ্যা আপনি বিষয়টি ভালো করে বুজিয়ে তুলেছেন আসলে আমরা অনেক ট্রেডারই আছি যারা কোন প্ল্যানিং ছারাই ট্রেড করি আবার অনেক ট্রেডার আছে যারস প্ল্যানিং করে কিন্তু যখন লস করে তখন সব প্ল্যানিং ভুলে দ্রুত রিকোভারস করতে চায়। আমার মতে খুব বেশি প্রফিট নয় ডেইলি ৫ থেকে ১০ ডলার টার্গেট করাই ভালো হবে আর লসের ক্ষেত্রে ৫ ডলারের বেশি লস হয় এভাবে ট্রেড করা ঠিক হবে না। কারন আমরা যখনই বেশি লস করে ফেলি তখনই নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলি এবং আবেগের বশে দ্রুত প্রফিট করতে যেয়ে ব্যালেন্স জিরো করে ফেলি।

IFXmehedi
2020-06-27, 11:56 PM
প্রতিটি কাজের আগে অবশ্যই প্লান তৈরী করা উচিত কারন কোন প্লান ছাড়া আপনি সফল হতে পারবেন না।আর ফরেক্স মার্কেটে যদি আপনি প্লান না করে ইচ্ছে মতো ট্রেড করতে থাকেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।তাই প্রতি মাসে আমাদের একটি প্লান তৈরী করা উচিত।আমি মনে করি আমার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স এর ২০% প্রফিট করতে পারলে আমার আর দরকার নেই।তার মানে আমার যদি ১০০০ ডলার ব্যালেন্স থাকে তাহলে আমার টার্গেট থাকবে ২০০ ডলার এখন এই ২০০ ডলার প্রতি সপ্তাহে ভাগ করতে হবে তার পর দিনে ভাগ করে সেই অনুযায়ী মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে হবে।আবার যদি লস হয় তাহলে ১০% লস মেনে নিতে হবে।এই ভাবে টার্গেট করে মার্কেটে ব্যাবসা করতে হবে।

পরিকল্পনা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ কারণ পরিকল্পনা কখনোই কোনো কাজে সফল হতে পারব না । আমরা ফরেক্স মার্কেট থেকে যদি ভালো কিছু আশা করি তবে অবশ্যই আমাদেরকে পরিকল্পনামাফিক আগাতে হবে । পরিকল্পনা ছাড়া আমরা ট্রেডিং মার্কেট থেকে কিছুই করতে পারবোনা ।তাই আমরা সর্বপ্রথম একটা ট্রেডিং পরিকল্পনা তৈরি করব এবং সেটা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার আমাদের ঠিক তাই তাই করতে হবে যদি সেটা করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেটে সফল হতে পারব ।

Emarif
2020-06-28, 12:10 AM
পৃথীবির প্রত্যেকটা কাজ সম্পাদনের জন্যই প্রয়োজন হয় একটা সুন্দর ও সুগঠিত প্লান বা পরিকল্পনা। যে পরিকল্পনার মাধ্যমেই একটি কাজ সুন্দরভাবে সফল হবে। যেমন আপনি নিজেই চিন্তা করে দেখেন যে কোন ছোট কাজই হোক না কেন, সেটা সমাধান করার জন্য আপনি আগেই প্লান সাজিয়ে নেন, কিভাবে কাজটি করবেন? কি কি জিনিস প্রয়োজন হবে ঐই কাজটি সম্পন্ন করতে। এগুলোর সবই আপনি করেন কাজ শুরু করার পূর্বেই, ঠিক তেমনি ফরেক্স মার্কেটে কাজর করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন একটি সুন্দর পরিকল্পনা।