PDA

View Full Version : ইন্সটাফরেক্স সিংগাপুর এমটি ৪ এ সেট না হওয়া প্রসজ্ঞে



Emamul
2020-05-30, 01:25 PM
আমি ফরেক্সে নতুন। আমি দীর্ঘদিন ডেমো প্রাক্টিসে সফলতা পেয়ে ইন্সটাফরেক্সে রিয়েল একাউন্ট খুলেছি । কিন্তু আমার ট্রেডার সারভারে ইন্সটাফরেক্স ইউএসএ২ সেট হয়ে আছে। আমি কিছুতেই ইন্সটাফরেক্স সিংগাপুর এ আসতে পারছি না। ইন্সটাফরেক্স ইউএসএ২ তে সমস্যা হলো এটাতে স্প্রেড অনেক বেশি। সর্বনিম্ন ৩০ পিপস। আমি কিভাবে ইন্সটাফরেক্স সিংগাপুর এ আসতে পারবো সিনিয়র ভাইরা একটু পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।

K.K.BABY
2020-05-31, 07:45 AM
নতুন ট্রেডারদের ক্ষেত্রে একাউন্ট করা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমি মনে করি সিনিয়র ভাইয়ের আমাদের নতুনদেরকে সাহায্য করবে।আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমি আপনাকে হেল্প করতে পারছিনা।

jasminbd
2020-05-31, 02:57 PM
আমি ফরেক্সে নতুন। আমি দীর্ঘদিন ডেমো প্রাক্টিসে সফলতা পেয়ে ইন্সটাফরেক্সে রিয়েল একাউন্ট খুলেছি । কিন্তু আমার ট্রেডার সারভারে ইন্সটাফরেক্স ইউএসএ২ সেট হয়ে আছে। আমি কিছুতেই ইন্সটাফরেক্স সিংগাপুর এ আসতে পারছি না। ইন্সটাফরেক্স ইউএসএ২ তে সমস্যা হলো এটাতে স্প্রেড অনেক বেশি। সর্বনিম্ন ৩০ পিপস। আমি কিভাবে ইন্সটাফরেক্স সিংগাপুর এ আসতে পারবো সিনিয়র ভাইরা একটু পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।

আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন। ইন্সটাফরেক্সের স্প্রেড সার্ভার অনুযায়ী কম বেশি হয় না। সব সার্ভারে স্প্রেড একই। আর ইন্সটাফরেক্স এই স্প্রেড নেয় না। কারেন্সি পেয়ারে ৩০ পিপস স্প্রেড কখন হয়না। তবে হা বিভিন্ন স্টক, মেটাল, ক্রিপ্টোকারেন্সি ে কারেন্সি পেয়ারে থেকে স্প্রেড একটু বেশি হয়। আর আমার জানা মতে ইন্সটাফরেক্সের সার্ভার পরিবতন করা যায় না। সেক্ষেত্রে আপনাকে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি এখান থেকে নিজে থেকে সার্ভার সিলেক্ট করতে পারবেন। তবে এটি করার জন্য আপনাকে ইন্সটাফরেক্সের ওয়েবসাইট http://instaforex.অরগ/open_live_account.php বা মেটাট্রেডার প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্ট খুলতে করতে হবে। এখানে এশিয়ার সার্ভার হিসাবে রয়েছে সিঙ্গাপুর, হংক সার্ভার রয়েছে। এগুলোর যেকোন একটি সিলেক্ট করলে এশিয়া সার্ভার হয়ে যাবে। এছাড়াও ইন্সটাফরেক্সের আইপি অনুযায়ী সার্ভার দিয়ে থাকে। আপনি যদি বাংলাদেশ বা এশিয়ার আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে হয়ত আপনি এশিয়ার সার্ভার পেতে পারেন। আর সার্ভার যত কাছে থাকবে এক্সিকিউশন স্পীড তত ভাল পাওয়া যাবে।

MINARULRFL100
2020-05-31, 08:28 PM
ইন্সতাফরেক্স এর স্প্রেড অনেক বেশি হয়না।সর্বোচ্চ ১২ পর্যন্ত আমি দেখেছি।আপনি হয়তো কোথায়ও ভুল করেছেন।আপনি ইন্সতাফরেক্স এ লাইভ একাউন্ট করেন তার পর এফিলিয়েট লিংংক এর জন্য আপনাকে ইন্সতাফরেক্স এর ভিতর আর একটা একাউন্ট করে সেই একাউন্ট এ যুক্ত করতে হবে।