PDA

View Full Version : চ্যানেল কাকে বলে এবং কত প্রকার ও কি কি?



DEARMUM100
2020-05-31, 11:25 AM
চ্যানেল হলো টেকনিক্যাল এনালাইসিসেরর আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভালো প্রাইস নিধার্রণ করতে আমাদের হেল্প করে।যখন প্রাইস নিচের ট্রেন্ড লাইন কে হিট করবে তখন আপনি বাই করতে পারবেন আর যদি প্রাইস ওপরের ট্রেন্ড লাইনকে হিট করে তবে আপনি সেল করতে পারেন।
চ্যানেল প্রধাণত তিন প্রকার :
১.ঊধর্বমুখী চ্যানেল(higher highss &higher low)
২.নিম্ন মুখী চ্যানেল(lower higher &lower low)
৩.সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল(ranging)

MINARULRFL100
2020-05-31, 08:34 PM
আমরা অনেকেই চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানিনা তবে চ্যানেল বলতে আমরা বুঝি টেকনিক্যাল এনালাইসিস এর একটি টুলস যা বায় বা সেল এন্ট্রি নিতে সাহায্য করে।
চ্যানেল ৩ প্রকারঃঃ
১। ঊর্ধমূখি চ্যানেল।
২। নিম্নমুখি চ্যানেল।
৩।সমান্তরাল চ্যানেল।

K.K.BABY
2020-06-01, 06:29 AM
চ্যানেল হলো টেকনিক্যাল টুলস এর মধ্যে এমন একটি টুলস যে টুলস এর সাহায্য ট্রেডাররা মার্কেটে বায় বা সেল নির্ধারণ করে থাকে।
চ্যানেল প্রধানত ৩ প্রকারঃঃ
১। ঊর্ধমূখি চ্যানেল।
২। নিম্নমূখি চ্যানেল।
সমান্তরাল চ্যানেল।

FREEDOM
2020-06-27, 03:55 PM
11411
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এনালাইসিস করেই ট্রেড করতে হয় আর এক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আর চ্যানেল লাইন টেকনিক্যাল এনালাইসিস এর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। চ্যানেল মুলত তিন প্রকার
১)উর্ধমুখী চ্যানেল
২)নিম্নমুখী চ্যানেল
৩)সমান্তরাল চ্যানেল
উপরোক্ত ইমেজে আমরা একটি উর্ধমুখী চ্যানেল দেখতে পাচ্ছি। এখানে ক্যান্ডেল যখন উপরের চ্যানেল লাইন হিট করে তখন তা রেজিস্টান্স হিসেবে কাজ করে আবার যখন নিচের চ্যানেল লািন হিট করে করে তখন তা সাপোর্ট হিসেবে কাজ। এভাবে চ্যানেল ব্রেক না হওয়া পর্যন্ত মার্কেট আপট্রেন্ড হিসেবেই চলতে থাকবে।