View Full Version : ফরেক্স ব্যবসা ক্লোজ বা বন্ধ !!!
Hasinapx
2020-05-31, 12:00 PM
পৃথিবীর সব ব্যবসায়ই একদিন না একদিন ক্লোজ বা বন্ধ হয়ে যায়। আমাদের এই ফরেক্স ব্যবসাও যে কোন কারণেই হোক কখনো বন্ধ হবে কিনা ? বন্ধ হলে কি কি কারণে এবং কবে নাগাদ ক্লোজ বা বন্ধ হতে পারে? আমার জানা মতে বন্ধ হবার কোন প্রশ্নই আসে না। যদি বন্ধ হয়ে যায় সেটা সার্ভারের সমস্যার কারণে বা অন্য কোন কারণে বা বিশ্বযুদ্ধের কারণে তখন কী অবস্থা দাড়াবে ? সবচেয়ে বেশী সমস্যা হতে পারে যাদের ব্যালেন্স অনেক,তারপরে ফুলটাইম যারা এই ব্যবসা করে তাদের জন্য। ভয়ের কোন কারণ নেই, ফরেক্স ব্যবসা বন্ধ তো দূরে থাক দিন দিন আরো আপডেট হচ্ছে। কারন এটা ইন্টারনেটের যুগ। মতামত দিলে ভাল হয়।
mamunjd97
2020-05-31, 12:48 PM
আমার তো মনে হয় মানবসভ্যতা যতদিন টিকে থাকবে, ইন্টারনেট এবং কারেন্সী যতদিন পৃথিবীতে থাকবে ততদিন ফরেক্স বিজনেস টিকে থাকবে । কারণ মানব সভ্যতা তো কিয়ামাত ছাড়া ধ্বংস হবে না, ইন্টারনেট ছাড়া বর্তমান পৃথিবী অচল, প্রতিনিয়ত যেটা আপডেট হচ্ছে। পৃথিবীতে কারেন্সীও কিয়ামাত নাগাদ টিকে থাকবে।কেননা মানব সভ্যতা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কারেন্সী বা মুদ্রা থাকবে বা লেনদেনের প্রয়োজন হবে। সুতরাং ফরেক্স বিজনেস টিকে থাকবে কিয়ামাত পর্যন্ত । ইনশা আল্লাহ।
HASIBURRAHMAN
2020-05-31, 01:42 PM
সিস্টেম বলে ফরেক্স আছে থাকবে। আমরা থাকবো কিনা সেটা নিয়ে সন্দেহ হতে পারে। কারণ ব্যর্থ হয়ে অনেকেই ফরেক্স থেকে ছিটকে পড়ে।
Sakib42
2020-05-31, 08:48 PM
পৃথিবীর সব ব্যবসায়ই একদিন না একদিন ক্লোজ বা বন্ধ হয়ে যায়। আমাদের এই ফরেক্স ব্যবসাও যে কোন কারণেই হোক কখনো বন্ধ হবে কিনা ? বন্ধ হলে কি কি কারণে এবং কবে নাগাদ ক্লোজ বা বন্ধ হতে পারে? আমার জানা মতে বন্ধ হবার কোন প্রশ্নই আসে না। যদি বন্ধ হয়ে যায় সেটা সার্ভারের সমস্যার কারণে বা অন্য কোন কারণে বা বিশ্বযুদ্ধের কারণে তখন কী অবস্থা দাড়াবে ? সবচেয়ে বেশী সমস্যা হতে পারে যাদের ব্যালেন্স অনেক,তারপরে ফুলটাইম যারা এই ব্যবসা করে তাদের জন্য। ভয়ের কোন কারণ নেই, ফরেক্স ব্যবসা বন্ধ তো দূরে থাক দিন দিন আরো আপডেট হচ্ছে। কারন এটা ইন্টারনেটের যুগ। মতামত দিলে ভাল হয়।
খুব কম নিশ্চয়তা এই ব্যাপারে যে ফরেক্স ট্রেডিং বন্ধ হয়ে যাবে কারণ অনেকদিন ধরে ফরেক্স আমাদের মাঝে টিকে আছে এবং পূর্বের তুলনায় বর্তমানে আমরা আরো বেশি উন্নত তাই আমার মনে হয় না যে ফরেক্স খুব সহজেই বন্ধ হয়ে যাবে।
Mahmud1984fx
2020-06-01, 09:28 AM
কোন কিছু বন্ধ হওয়ার কিছু যৌক্তিক কারণ থাকে। প্রকাশ পায় পূর্বেই কিছু আলামত বা চিহ্ন। যেমন ধরুন ফরেক্স বন্ধ হওয়ার জন্য কি কি আলামত প্রয়োজন হতে পারে ? পৃথিবীতে কোন কারেন্সী বা মুদ্রা থাকবে না,একদেশ থেকে অন্য দেশে যাওয়ার বা ব্যবসা -বানিজ্যের প্রয়োজন হবে না,ইন্টারনেট সংযোগ পৃথিবীতে আর থাকবে না,কোন মানুষ অনলাইনে আর ব্যবসা-বানিজ্য করবে না,মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে,পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইত্যাদি। এগুলোর কোন একটি ঘটলে ফরেক্স কেন সবকিছুই বন্ধ হয়ে যাবে। সে ধরণের কোন আলামত বা চিহ্ন দেখি না। তাই বলা যায় কিয়ামতের আগে ফরেক্স বন্ধ হবার কোন কারণ নেই। ইনশা আল্লাহ।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
Hridoy6763
2020-06-01, 10:07 AM
ভাই জান এই ধরনের চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকুন,ফরেক্স বিজিনেস বন্ধ বা ক্লোজ হবার কোন চান্স নেই যতো দিন ইন্টারনেট সার্ভিস থাকবে,আমরা এই বিজিনেস করতে পারবো,ফরেক্স সব দেশ এ এখনো সার্পোট হয় নি,বরং সামনে এই বিজিনেস সব দেশ এ বিরাজ করবে,পৃথিবীর অনেক দেশ এর আর্থিক অবস্থা এখন ফরেক্স এর উপর বিধ্যমান তাই এর বন্ধ হবার চান্স নেই।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.