PDA

View Full Version : আবেগ কিভাবে ক্ষতি করে ??



Mahmud1984fx
2020-06-01, 09:15 AM
ফরেক্স ট্রেডিংয়ে আবেগকে নিয়ন্ত্রণ জরুরী। কারণ আবেগ আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে। আবেগ বা Emotion হলো মানসিকতার বিভিন্ন অবস্থা।মানুষ কখনো খুব খুশী হয়, আনন্দে লাফিয়ে ওঠে,কখনো উত্তেজিত হয়,কখনো বিষন্ন,বিদ্বেষ পোষণ করে আবার কখনো ক্ষুব্ধ হয় ,মানুষের এই আনন্দ-বেদনার প্রকাশের যে উপায়-এগুলোই হচ্ছে আবেগ। যেমন-রাগ,হতাশা,দুশ্চিন্ তা,মানসিক চাপ ও ভয় ইত্যাদি। আবেগ দিয়ে যে কোন সিদ্ধান্তই ভূল হওয়ার সম্ভাবনা বেশী। সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। অন্যদিকে প্রভাবিত করে। আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে ফরেক্সের পাশাপাশি নিজের শরীরের ও ক্ষতি করে। যেমন-রাগ লিভারের ক্ষতি করে,হতাশা ফুসফুসের ক্ষতি করে,দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে,মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে এবং ভয় কিডনীর ক্ষতি করে। সুতরাং নিজেরা সুস্থ এবং ফরেক্সে ভাল কিছু করতে হলে অবশ্যই আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে।



ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

MdRubelShaikh
2020-06-01, 09:20 AM
আবেদ দিয়ে পৃথিবী চলে না।আর ফরেক্স ট্রেডিং ব্যবসার ক্ষেরেত আবেদ দিয়ে ট্রেড করলে আপনার ব্যালেন্স জিরো হবে এটাই স্বাভাবিক।তাই আমি মনে করি ফনেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে আবোগ পরিহার করেই ট্রেড করা উচিত।

Hridoy6763
2020-06-01, 10:11 AM
ফরেক্স মার্কেট এ আবেগ,ইমোশন এর কোন জায়গা নেই,ফরেক্স করতে হবে আপনাকে আগে আবেগ থেকে নিজেকে বিরত থাকতে হবে,আবেগ দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করা যাই না,এই খানে ট্রেড এর জন্য প্রয়োজন দক্ষতা এবং অভিজ্ঞতা,আপনাকে মার্কেট এন্যালাইসিস করে ট্রেড করতে হবে,তাহলে লাভবান হবেন,যদি আবেগ দিয়ে ট্রেড করেন তাহলে লস এর স্বীকার হবেন।

Hasinapx
2020-06-01, 11:53 AM
আবেগ বা ইমোশন বা মনের অনুভূতি অনেক সময় মানুষের উপকার করে আবার কখনো কখনো মারাত্মক ক্ষতি ও করে। কখন আবেগ আমাদেরকে ক্ষতি করে আর কখন উপকার করে সেটা বুঝে নিয়ন্ত্রন করতে পারলে সব সময় আবেগ উপকার করবে।তবে এটা অত্যন্ত কঠিন কাজ। আর ফরেক্স যেহেতু বিশাল ব্যবসার যায়গা,এখানে মার্কেট যখন দ্রুত উঠানামা করে তখন লোভনীয় হাতছানি মাথায় ঘুর পাক খায় -এই বুঝি যেটা ভাবতেছি সেটাই হবে। আমার দৃষ্টিতে এসময় ট্রেড ক্লোজ করে দেয়া।

majeed
2020-06-01, 01:07 PM
আবেগে তারিত যে কোন সিদ্ধান্তের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই, সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে তা ফরেক্স এর জন্য ক্ষতির কারণ হতে পারে। ফরেক্স মার্কেটে ভাল করতে হলে তবে অবশ্যই আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।

mamunjd97
2020-06-27, 11:58 AM
ফরেক্সে আবেগ নানা ভাবে ক্ষতি করে। মানসিক অবস্থার বিভিন্ন ভাবে প্রকাশের সমষ্টিকে আবেগ বলে। বিশেষ করে আমরা যখন ট্রেড করি তখন প্রচন্ড মানসিক চাপের সৃষ্টি হয়। যখন কোন এ্যান্ট্র ি প্রফিট টাচ করে তখন মানসিক চাপ বেড়ে যায় ঐ সময় আমরা যতক্ষণ ট্রেড ক্লোজ না করি ততক্ষণ উক্ত মানসিক চাপ কমে না। সাথে সাথে ট্রেড ক্লোজ করি। আবার যখন কোন এ্যান্ট্রি লস হতে থাকে তখন থাকে অন্য চাপ , প্রফিটে ফিরে না আসা অবধি ক্লোজ করতে মনে চায় না ।

samun
2020-06-27, 01:43 PM
আবেক হল মানুষের ভুল সিদ্ধান্তের একটি বড় কারণ। ফরেক্স ব্যবসায় অনেক কঠিন। এখন থেকে আয় করা এবং টিকে থাকা অনেক কঠিন ব্যপার। ফরেক্স ব্যবসায় যখন আমরা লাভ করি অধিক উত্তেজনার কারণে আমরা লাভের জন্য ভুল ট্রেড করে থাকি। আবার লস করলে তা পূরণ করার জন্য ভুল ট্রেড করে থাকি ফলপ্রসূত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। আবার ট্রেড করার পরে একটু বেশিই লস হয়ে গেলে তা ফিরে আসার জন্য ট্রেড না কেটে রেখে দেই। যা পরবর্তীতে আমার একাউন্টকে শূন্য করে দিতে পারে। ফরেক্সে টিকে না থাকার সব থেকে বড় কারণ হল ধৈর্য হারা হওয়া। তাই এই সকল আবেগকে ত্যাগ করে ফরেক্সে মনোযোগ দেওয়া। তবে সফলতা অর্জন করা সম্ভব।

SIYAM2018
2020-07-13, 10:17 PM
পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস হল আবেগকে নিয়ন্ত্রণ করা, আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই প্রতিটি মানুষ প্রতিটি কাজে সফল হতে পারে, এতে কিছুটা শক্ত হৃদয়ের, কৃপণতা, ব্যক্তির দ্বীঢ়তা ইত্যাদি মানবিক গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটে। কোন মানুষের উপর আবেগের বিশ্লেষণ করলে বুঝা যায় মানসিকভাবে ওই লোকটি কতটুকু কোন কাজে সফল হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অতি আবেগী মানুষ নিজের ব্যর্থতা নিজের ভবিষ্যৎ করুন পরিস্থিতি ইত্যাদি উপলব্ধি করতে পেরেও আবেগ তাড়িত হয়ে পরিস্থিতির বিপরীত সিদ্ধান্ত নিয়ে থাকে। অর্থনৈতিক কর্মকাণ্ডে আবেগকে যদি সুনির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ব্যক্তিকে যেকোনো সময় বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ব্যক্তির মানবিক গুণের মধ্যে অতি আবেগী উপাদানটি বিদ্যমান থাকে না আর থাকলেও তা সুপ্ত অবস্থায় উদ্দীপক হিসেবে থাকে। ব্যবসা-বাণিজ্য তথা সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে অতীত বর্তমান ভবিষ্যৎ অবস্থা পর্যালোচনা পূর্বক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেখানে আবেগের কোন স্থান থাকে না। তাই সবার উচিত ফরেক্স ব্যবসার ক্ষেত্রে অতি আবেগী মনোভাব পরিহার করে ব্যবসা পরিচালনা করা এবং কাজে মনোনিবেশ করা।

Devdas
2020-07-13, 10:36 PM
আমার মতে আবেগ আমাদের দুই ভাবে ক্ষতি করে। একটি হলে লাভ হলে তারাতারি আরেকটি লাভ করার জন্য ট্রেড করা, দ্বিতীয়টি হল লস হলে আমরা লস গুলো সুধরাতে আবার বেশী লটে ট্রেড করে থাকি মার্কেট এর অবস্থা না বুঝেই। এই দুই আবেগে আমাদের পুতুর করে দেয় এই ফরেক্স মার্কেট থেকে। তাই এই ধরনের আবেগ থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদেরকে আবেগগুলো নিয়ন্ত্রন রেখে ফরেক্স করতে হবে তাহলে আমরা ভাল কিছু পাব আশা করা যাবে। ধন্যবাদ।

KF84
2020-07-20, 10:20 AM
একজন দক্ষ এবং অদক্ষ ট্রেডারের মধ্যে যে পার্থক্যটি সবচেয়ে বেশি স্পষ্ট বুঝা যায় তাহল তাদের নিজেদের ট্রেডিং করার সময় ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রন করার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেয়ার দক্ষতা । উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি ট্রেড ওপেন করার পর কিছুটা লাভ হলেই একজন ট্রেডার লস হওয়ার ভয়ে ট্রেডটি কেটে দেয় যেখানে সে আরও অনেক পিপ্স নিতে পারত । অন্যদিকে একজন দক্ষ ট্রেডার তার আবেগকে প্রশ্রয় না দিয়ে মার্কেট তাকে কত পিপ্স দিতে পারে সেই বিষয়ে এনালাসিস করে ট্রেড ক্লোজ বা ধরে রাখে ।

Starship
2021-02-25, 08:56 PM
ফরেক্স করার জন্য আবেগ প্রথমেই কন্ট্রোল করতে হবে। আবেগটাকে কন্ট্রোল না করতে পারলে ট্রেড করে লস সম্ভাবনা বেশি থাকে। আবেগটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই অনেক ক্ষতিকর কাজেই আবেগটাকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। তাছাড়া আমরা যখন ফরেক্স ট্রেড করে থাকি তখন যখন দেখি লাভের দিকে তখন উত্তেজিত হয়ে পড়ি। মার্কেটি এনালাইসিস করে ট্রেড করতে হবে আবেগ দিয়ে নয়। তাছাড়া যখন দেখি ট্রেড লসের দিকে যাচ্ছে তখনো মানসিক দুশ্চিন্তায় ঢুকে পড়ি। সেই জন্য আমাদের শারীরিক এবং মানসিক দুটির উপর নজর রাখতে হলে আবেগ নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।

EmonFX
2021-02-25, 10:02 PM
ফরেক্স মার্কেটে ইমোশন বা আবেগের কোন জায়গা নেই। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ ব্যাপারটি একেবারেই অকার্কর। ইমোশন বা আবেগ ফরেক্স মার্কেটে সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর প্রথম পর্যায় প্রত্যেক ট্রেডারই কিছুটা ইমোশন বা আবেগপ্রবণ হয়ে থাকেন। ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই। আবেগ শুধু প্রেম-ভালোবাসাতেই মানায় বাস্তব ক্ষেত্রে এর কোনো ভিত্তি নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই আমাদের আবেগ কন্ট্রোল করে ফরেক্স ট্রেডিং করতে হবে। প্রথমদিকে দুই-একটি ট্রেডে লস হতে পারে তাই বলে আবেগি হয় বা ইমোশনাল হয়ে ঝুঁকি নিয়ে ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড নেয়া যাবে না। দু-একটি ট্রেডে লস হলে কিছু সময়ের জন্য ফরেক্স থেকে ব্রেক নিতে পারেন। ফরেক্সে লস হলে প্রথমে লস এর কারণ অনুসন্ধান করুন এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করুন। ভুল সংশোধন করে পরবর্তী ট্রেড নিতে হবে। এভাবে ফরেক্স ট্রেডিং করতে পারলে অবশ্যই আপনি একজন সফল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হবেন। নতুবা ফরেক্স সফলতা অধরাই থেকে যাবে।

ENGR:SUZON
2021-02-25, 10:41 PM
ফরেক্স মার্কেটে লস করার আরেকটি কারণ হল আবেগ। অনেকেই আবেগের খেয়ালে কোন প্রকার এনালাইসিস ছাড়া ট্রেড করে থাকে। তারা ভাবে হয়ত কোন সমস্যা হবে না। কোন সমস্যা হবে না এটা আসলে আবেগের কথা। যার কারণে মার্কেট বিপরীতে চলে গেলে তারা লস করে থাকে। ফরেক্স আবেগের বসে খেয়াল খুশিমত ট্রেড করার জায়গা নয়। এখানে ট্রেড করতে হলে অবশ্যই আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে নইলে লস করতে হবে কিংবা ব্যালেন্স শূন্য করে ফরেক্স থেকে বিদায় নিতে হবে।

Mas26
2021-02-26, 12:05 AM
ফরেক্স মার্কেটে আবেগ একটি ক্ষতিকর জিনিস আবেগ আপনার বিবেক কেউ নষ্ট করে ফেলে এই আবেগের তাড়নায় আপনি লোভে পড়ে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই কখনো আবেগে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড নিবেন না কারণ ফরেক্স মার্কেট এ আপনি বুঝতে পারবেন না যে কখন কোন দিকে মার্কেট মুখ করতে পারে শুধুমাত্র আপনার কাছে জানা সম্ভব হবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে। আপনি যদি সঠিকভাবে মার্কেট ফরেক্স মার্কেটে আবেগ একটি ক্ষতিকর জিনিস আবেগ আপনার বিবেক কেউ নষ্ট করে ফেলে এই আবেগের তাড়নায় আপনি লোভে পড়ে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই কখনো আবেগে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড নিবেন না কারণ ফরেক্স মার্কেট এ আপনি বুঝতে পারবেন না যে কখন কোন দিকে মার্কেট মুখ করতে পারে শুধুমাত্র আপনার কাছে জানা সম্ভব হবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে আপনি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারেন তাহলেই আপনি ফরেক্সে সফল হতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি একজন সফল ট্রেডার সবসময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যার ফলে একজন ভালো ট্রেডার সফল হয়।

KAZIMAJHARULISLAM
2021-02-26, 07:25 AM
ফরেক্স ট্রেডিং এর সাথে অনিয়ন্ত্রিত আবেগ এর সম্পর্ক,দা-কুমড়ার সম্পর্কের মতো। কেননা ফরেক্সে টিকে থাকার মূলমন্ত্রই হলো লোভ ও আবেগ নিয়ন্ত্রণ করে, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা। কেননা যখন আপনি আবেগী হয়ে ট্রেডিং করবেন,তখন না চাইলে ও আপনার মাঝে একটা চাপা উত্তেজনা ও অস্থিরতা কাজ করবে।যার ফলে আপনি যেকোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন।আর ফরেক্সে নেয়া আপনার সামান্যতম ভূল সিদ্ধান্ত ও, একাউন্ট এর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ফরেক্স থেকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে, অবশ্যই লোভ ও আবেগ নিয়ন্ত্রণ করে, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

Smd
2021-05-08, 11:48 PM
আবেগ আমাদেরকে ক্ষতি করে আর কখন উপকার করে সেটা বুঝে নিয়ন্ত্রন করতে পারলে সব সময় আবেগ উপকার করবে।তবে এটা অত্যন্ত কঠিন কাজ। আর ফরেক্স যেহেতু বিশাল ব্যবসার যায়গা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি ট্রেড ওপেন করার পর কিছুটা লাভ হলেই একজন ট্রেডার লস হওয়ার ভয়ে ট্রেডটি কেটে দেয় যেখানে সে আরও অনেক পিপ্স নিতে পারত ।

FRK75
2021-09-06, 09:56 PM
মানসিক অবস্থার বিভিন্ন ভাবে প্রকাশের সমষ্টিকে আবেগ বলে। বিশেষ করে আমরা যখন ট্রেড করি তখন প্রচন্ড মানসিক চাপের সৃষ্টি হয়। যখন কোন এ্যান্ট্র ি প্রফিট টাচ করে তখন মানসিক চাপ বেড়ে যায় ঐ সময় আমরা যতক্ষণ ট্রেড ক্লোজ না করি ততক্ষণ উক্ত মানসিক চাপ কমে না। সাথে সাথে ট্রেড ক্লোজ করি। আবার যখন কোন এ্যান্ট্রি লস হতে থাকে তখন থাকে অন্য চাপ , প্রফিটে ফিরে না আসা অবধি ক্লোজ করতে মনে চায় না ।

FRK75
2022-01-04, 11:01 AM
ইমোশন বা মনের অনুভূতি অনেক সময় মানুষের উপকার করে আবার কখনো কখনো মারাত্মক ক্ষতি ও করে। কখন আবেগ আমাদেরকে ক্ষতি করে আর কখন উপকার করে সেটা বুঝে নিয়ন্ত্রন করতে পারলে সব সময় আবেগ উপকার করবে।তবে এটা অত্যন্ত কঠিন কাজ। আর ফরেক্স যেহেতু বিশাল ব্যবসার যায়গা,এখানে মার্কেট যখন দ্রুত উঠানামা করে তখন লোভনীয় হাতছানি মাথায় ঘুর পাক খায় -এই বুঝি যেটা ভাবতেছি সেটাই হবে। আমার দৃষ্টিতে এসময় ট্রেড ক্লোজ করে দেয়া।

Mas26
2023-03-30, 09:54 AM
আবেগ বা ইমোশন বা মনের অনুভূতি অনেক সময় মানুষের উপকার করে আবার কখনো কখনো মারাত্মক ক্ষতি ও করে। কখন আবেগ আমাদেরকে ক্ষতি করে আর কখন উপকার করে সেটা বুঝে নিয়ন্ত্রন করতে পারলে সব সময় আবেগ উপকার করবে।তবে এটা অত্যন্ত কঠিন কাজ। আর ফরেক্স যেহেতু বিশাল ব্যবসার যায়গা,এখানে মার্কেট যখন দ্রুত উঠানামা করে তখন লোভনীয় হাতছানি মাথায় ঘুর পাক খায় -এই বুঝি যেটা ভাবতেছি সেটাই হবে। আমার দৃষ্টিতে এসময় ট্রেড ক্লোজ করে দেয়া।

IFXmehedi
2023-03-30, 05:46 PM
ফরেক্স ট্রেডিংয়ে আবেগকে নিয়ন্ত্রণ জরুরী। কারণ আবেগ আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে। আবেগ বা Emotion হলো মানসিকতার বিভিন্ন অবস্থা।মানুষ কখনো খুব খুশী হয়, আনন্দে লাফিয়ে ওঠে,কখনো উত্তেজিত হয়,কখনো বিষন্ন,বিদ্বেষ পোষণ করে আবার কখনো ক্ষুব্ধ হয় ,মানুষের এই আনন্দ-বেদনার প্রকাশের যে উপায়-এগুলোই হচ্ছে আবেগ। যেমন-রাগ,হতাশা,দুশ্চিন্ তা,মানসিক চাপ ও ভয় ইত্যাদি। আবেগ দিয়ে যে কোন সিদ্ধান্তই ভূল হওয়ার সম্ভাবনা বেশী। সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। অন্যদিকে প্রভাবিত করে। আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে ফরেক্সের পাশাপাশি নিজের শরীরের ও ক্ষতি করে। যেমন-রাগ লিভারের ক্ষতি করে,হতাশা ফুসফুসের ক্ষতি করে,দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে,মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে এবং ভয় কিডনীর ক্ষতি করে। সুতরাং নিজেরা সুস্থ এবং ফরেক্সে ভাল কিছু করতে হলে অবশ্যই আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
/forum.php?referrerid=69297[/url]

ভাই ফরেক্স মার্কেট কোন আবেগের জায়গা নয় । ফরেক্স মার্কেটে আপনি যদি একজন সফল এবং দক্ষ ফরেক্স ট্রেডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে । জ্ঞান অর্জন এবং অনুশীলন ছাড়া আপনি কখনোই ফরেক্স মার্কেট থেকে একটি চুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন না । তাই আবেগ পরিহার করে ফরেক্স মার্কেট সম্পর্কে আগে জ্ঞান অর্জন করুন তারপরে ফরেক্স মার্কেটে ট্রেড করুন ।

Mas26
2023-03-31, 08:08 AM
আবেক হল মানুষের ভুল সিদ্ধান্তের একটি বড় কারণ। ফরেক্স ব্যবসায় অনেক কঠিন। এখন থেকে আয় করা এবং টিকে থাকা অনেক কঠিন ব্যপার। ফরেক্স ব্যবসায় যখন আমরা লাভ করি অধিক উত্তেজনার কারণে আমরা লাভের জন্য ভুল ট্রেড করে থাকি। আবার লস করলে তা পূরণ করার জন্য ভুল ট্রেড করে থাকি ফলপ্রসূত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। আবার ট্রেড করার পরে একটু বেশিই লস হয়ে গেলে তা ফিরে আসার জন্য ট্রেড না কেটে রেখে দেই। যা পরবর্তীতে আমার একাউন্টকে শূন্য করে দিতে পারে। ফরেক্সে টিকে না থাকার সব থেকে বড় কারণ হল ধৈর্য হারা হওয়া। তাই এই সকল আবেগকে ত্যাগ করে ফরেক্সে মনোযোগ দেওয়া। তবে সফলতা অর্জন করা সম্ভব।