PDA

View Full Version : দৈনিক কতগুলো ট্রেডে সফল বা ব্যর্থ হচ্ছেন ô



RichMahfuz
2015-06-22, 10:52 PM
১। ট্রেড করতে নিজেকে খুব বেশী স্মার্ট ভাবা বা খুব বেশী স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না;
আপনি অনেক জ্ঞানী কিংবা অনেক বুদ্ধিমান সম্পুর্ন কিন্তু তাই বলে ফরেক্স ট্রেডিং এ শুরু করেই আপনি পেয়ে যাবেন সফলতা এমনটি ভাবার দরকার নেই। কারন বুদ্ধিমত্তা এবং ফরেক্স ট্রেডিং এই দুটি বিষয়ের পারস্পরিক কোন সম্পর্ক নেই। একজন অসম্পূর্ণ অতিরিক্ত স্মার্ট ট্রেডার যেমন ট্রেডের ক্ষেত্রে ঝুকিপুর্ন তেমনি একজন স্বাভাবিক মানের ট্রেডার তার চেয়ে অনেক প্রগতিশীল। আপনার ফরেক্স ট্রেডিং পারফর্মেন্স এর জন্য ইন্টেলিজেন্সি’র প্রভাব সামান্য কারন ফরেক্স মার্কেট পরিচালিত হয় স্বাভাবিক দিনের মানুষের উপর ভিত্তি করে। তাই ট্রেডার যদি হতেই হয় স্বাভাবিক, দক্ষতা, অভিজ্ঞতা এবং অনুশীলন দিয়েই শুরু করুন।
২। ফান্ডামেন্টাল এনালাইসিস জেনে বুঝে ট্রেড করুন;
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে আপনি কি বোঝেন, ইকোনোমিক ক্যালেন্ডার ডাটা দেখে প্রাইস আপ/ডাউন পয়েন্টে ট্রেড ওপেন করা ? তাহলে আমি বলব আপনি সম্পূর্ণই ভুল। আর ইনস্ট্যান্ট পয়েন্ট পাবলিশে সত্যি ট্রেড করতে পারেন? ফান্ডামেন্টাল এনালাইসিসে যদি ট্রেড করতে চান তাহলে নিউজ এনালাইসিস করুন, কোন কারেন্সির নিউজ, নিউজটি কি, বর্তমান ইকোনোমিক কন্ডিশন অনুসারে এই নিউজটির প্রভাব কি হতে পারে , এইভাবে স্টাডি করে তারপর নিউজ ইফেক্ট নিজেই আগে অবগত হয়ে যান এবং সময় মত সেই অনুসারে ট্রেড ওপেন করুন, এটাই ফান্ডামেন্টাল এনালাইসিস এর সঠিক নিয়ম।
৩। সব সময় নিজেকে সঠিক রাখতে জোর করবেন না;
আপনি যখন ট্রেড করেন তখন সব গুলো ট্রেড আপনার টার্গেট হিট করে না, আপনি তো সময় নিয়ে, সঠিকভাবে এনালাইসিস করেই ট্রেড ওপেন করেছেন যেখানে আপনার সবগুলো ট্রেড পজেটিভ হওয়ার কথা ছিল আপনার সাইকোলজি অনুসারে। ঠিক তখন মনে মার্কেট আপনার সাথে বেঈমানি করেছে, এমনটি তো হওয়ার কথা ছিল না, ইত্যাদি, ইত্যাদি। এই ক্ষেত্রে একটা টেকনিক এপ্লাই করতে পারেন, কখনো নির্দিষ্ট একটি ট্রেডকে এক্সট্রা জোর দিবেন না, যেমন একটি ট্রেডকে হাই সাইজে ওপেন করে অনেক বেশী কনফিডেন্ট থেকে নির্দিষ্টভাবে একটি ট্রেডকে গাইড করা ইত্যাদি। বরং সবগুলো ট্রেডকে এভারেজ সেইম ভলিয়মে রেখে ট্রেড চালিয়ে যাওয়া এতে করে আপনার এভারেজ ট্রেড পজেটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে।

৪। ট্রেডিং এর জন্য মুল লার্নিং পিরিয়ডেই দক্ষতা অর্জন করে নিন;
বেশীরভাগ ট্রেডার ট্রেড শুরু করে, তারপর লার্ন করে। বুঝতে পারে না যে ট্রেড শুরু করার আগে যে দক্ষতা দরকার তা ট্রেড শুরু করার পর ক্ষতি ছাড়া আসে না। লার্নিং এর ক্ষেত্রে যখন দু’তিনটি টুলস এর মাধ্যমে বায়/সেল সিগন্যাল পেয়ে যায় তখন ই লার্নিং বন্ধ করে দেয়। বডি বিল্ডিং এর ক্ষেত্রে যেমন , মাসল, শোল্ডার, চেস্ট, থাই সব নানা অঙ্গের সঠিক অনুশীলন জরুরি, মাসল বড় করতে কার্লিং মারার সময় উভয় হাতের ব্যাল্যান্স যেমন জরুরি নচেৎ একটা মাসল বড় আরেকটা ছোট হয়ে যাবে, এবং ব্যায়ামটাই অনর্থক মনে হবে। ঠিক তেমনি ট্রেডিং লার্নিং এর সময় মৌলিক বিষয়গুলোতে দক্ষতা নিয়েই ট্রেড শুরু করতে হবে;
৫। যেকোন কিছুই ঘটতে পারে সবসময় এই মানসিক প্রস্তুতি রাখা।
যেহেতু এটা একটা বর্ডারলেস মার্কেট, এখানেই বৃত্তই দেখবেন সীমারেখা দেখবেন না। অর্থাৎ মার্কেটটি যেহেতু সম্পূর্ণ এনালাইসিস এবং অর্থনৈতিক নির্ভর তাই এইখানে মুদ্রার প্রভাবে অনেক সময় অনেক কিছুই ঘটতে পারে। তাই ট্রেডের ক্ষেত্রে সব সময় নিজের লিমিট/রিস্ক ঠিক রেখে ট্রেড করুন। আপনার ক্ষমতার বাইরে থেকে কিছুই চিন্তা করবেন না বা করবেন না।

basaki
2016-05-01, 03:46 PM
আসলে প্রতিদিন সব সময় এক রকম যায়না কখন লাভ বেশি হয় আবার কখন লাভ কন হয় এই ভাবেই চলে ফরেক্স মার্কেটে। তবে আপনি যদি একদিনে কম কম করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে থাকেন তবে আমি মনে করি মাসের শেষে অনেক লাভ হবে আর তা দিয়েই আপনার জীবন পরিবর্তন করতে পারবেন।

RUBEL MIAH
2016-05-01, 04:30 PM
দৈনিক কমপক্ষে ১০ টা ট্রেড করলে তার ৬ টাই লস হয়ে যায় । যখন ট্রেড করি তখন মার্কেট অনূকুলে থাকে কিন্তু কিছু সময়ে হলেই মার্কেট আবার প্রতিকূলে অবস্থান করে । সুতরাং এর জন্য চাই বেশী বেশী এ্যানালাইসিস । যে যত বেশী এ্যনালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

dwipFX
2016-05-07, 11:28 AM
অামি ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকে ব্যার্থতাতা বেশি সফলতা নেই বললে চলে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে অনেক দিন লেগে যায় ফরেক্স সম্পর্কে শিখতে তাই আমপদের কে অনেক পরিশ্রম করতে হবে তাহলে ফরেক্স থেকে আয় করতে পারব।

HKProduction
2016-06-23, 08:13 PM
আমি বর্তমানে প্রতি দশটি ট্রেডে যাতে সাতটিতে লাভ করতে পারি তা নিয়ে গবেষণা করছি। অনেকটা সফল হলেও মাঝে মাঝে ভুল হয়ে যায়। তাই প্রায় ছয় মাস ধরে চেষ্টা চালানোর পরেও আরও প্রায় ছয় সাত মাস এর উপরে জরীপ চালানোর চেষ্টা করে যাব। বর্তমানে আমি ডেমো ছেড়ে রিয়েল মার্কেটে বোনাস মানি দিয়ে রিয়েল ট্রেড শিখছি। আশা করি আমি 2017 সালে একজন সফল ট্রেডার হতে পারব। বাকিটা আল্লাহর ইচ্ছা।

basaki
2016-07-03, 09:48 PM
আমি দিনে বেশির ভাগ ট্রেডেই সফল হয়ে থাকি কিন্তু মাঝে মাঝে এমন হয় যে একটা ভুলের কারনে সব লাভের লস একটা ভুলেই শেষ হয়ে যায়। তাই আপনাদের কে বলছি যারা ফরেক্স মার্কেটে ট্রেড করেন না কেন আপনি ট্রেড ওপেন করার আগে তিনবার বেভে ট্রেড ওপেন করেন লাভ করতে পারবেন।

maziz6989
2016-07-20, 04:45 PM
সহমত। এভাবে কিছু নিয়মের মধ্যে ট্রেড করলে অনেক উন্নতির সম্ভাবনা আছে কিন্তু আমরা তা করতে পারি না বা করতেও চাই না। আমরা খালি লাভ চাই আর কিছু না। আমাদের একটা জিনিস দরকার তা হল প্রফিট । কি দরকার এত সময় নষ্ট করে। আমার নিজের ও টেবিলের সামনে অনেক কিছু লেখা আছে কয়টা মানতে পারি?

Sahed
2016-07-23, 01:48 PM
মার্কেটে প্রতিদিন লাভ করা খুবই কষ্টকর এবং যক্তিসঙ্গত নয় বলে আমি মনে করি । মার্কেটে আমরা টুকটুক করে যা আয় করে থাকি তা একটি ভুলের কারনে আবার হারিয়ে ফেলি । তাই দেখা যায় যে মার্কেটে সপ্তাহে ১০টি ট্রেডে সফলতা পেয়ে আমরা যা আয় করি তা ১টি ট্রেডেই শেষ করে ফেলি ।

milonkhanfx1993
2016-09-29, 08:47 PM
মার্কেটে প্রতিদিন লাভ করা খুবই কষ্টকর এবং যক্তিসঙ্গত নয় বলে আমি মনে করি । মার্কেটে আমরা টুকটুক করে যা আয় করে থাকি তা একটি ভুলের কারনে আবার হারিয়ে ফেলি । তাই দেখা যায় যে মার্কেটে সপ্তাহে ১০টি ট্রেডে সফলতা পেয়ে আমরা যা আয় করি তা ১টি ট্রেডেই শেষ করে ফেলি ।
আমি একই কাজ করে যাচ্ছি,তিন দিন প্রফিট করি আর একদিন এ সব লস করি কিন্তু এ থেকে উতরানোর উপায় টা তো বললেন না ভাই,সেটাই তো সবার জানা দরকার আমরা শুধু সমস্যা নয়,সেটার সলুশ্যন টাউ বের করব তাই জানাবেন ।

MoinFX
2016-10-04, 04:43 PM
আমি প্রতিদিন একটা বা দুইটার বেশি ট্রেড করিনা কারন আমার কাছে মনে হয় বেশি ট্রেড করলে বেশি লস কম ট্রেড করলে বেশি লাভ হয়। আমার দিন শেষে দুই তিন ডলার থাকলে যথেস্ট। আপনার কত গুলো ট্রেড করেন সেটা জানতে ইচ্ছা করছে।

mithun30
2016-10-04, 09:37 PM
পেশাদার ট্রেডারের সব থেকে বড় বৈশিষ্ট হল তিনি আমাদের মত উল্টা পাল্টা ট্রেড এ এন্ট্রি নিয়ে বলেন না যে , আহা এটা কি হল। যদি কেউ তার কম্পিউটারের সামনে বসে নিজের উপর নিয়ন্ত্রন না রাখতে পারে তবে তার পক্ষে পেশাদার ট্রেডার হয়ে উঠা এক কথায় অসম্ভব। তাই সবাই শিখুন *ঠিক ভাবে।

tarekbsl101
2016-10-05, 04:00 PM
৭০% লাভ এবং ৩০% লস

RichMahfuz
2016-10-07, 12:25 PM
আগে প্রচুর ট্রেড করতাম আর এ কারনে অনেক বেশি লসে পরি, প্রায় লাখ খানিক টাকা হারিয়ে ফেলি ফরেক্স করতে গিয়ে, যা হোক লক্ষ টাকা লোকসান করে শিখে ফেলেছি কি ভাবে ফরেক্স এ লাভ করা যায়। এখন আর আগের মত না বুঝে ফরেক্স এ ট্রেড করিনা। এখন আগে অনেক ভাবে এনালাইসিস করি তারপর ট্রেড করি। দিনে ১ টা এর বেশি নয়। তবে মাঝে মাঝে বেশি সময় পেলে দু একটা বেশি করি তাও আবার অনেক হিসাব নিকাশ করে। তাই এখন আর লোকসান হয়না। বেশির ভাগ সময়ে লাভ ই করি।

tarekbsl101
2016-10-07, 02:10 PM
যে যা লাভ করতেছেন অই টা নিয়ে সন্তেস্ট থাকাই ভয়াল অতিরিক্ত লোভ মানে কান্না

Lipu
2016-11-19, 10:02 PM
ফরেক্স মাকেট হলো লাভ লশ এর খেলা ফরেক্স থেকে যেকেও লাভ অধবা লস করতে পারে | দিনে কত পরিমান একাউন্ট লস করে জিরো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না | তাই আআর মতে ফরেক্স মাকেট করের আগে আমার মনে হয় ফরেক্স মাকেট বুঝে নিয়ে করা থিক হবে |