PDA

View Full Version : একজন ব্যর্থ্ ট্রেডারের ডাযেরী-১



maziz6989
2015-06-23, 08:44 AM
সালটা ২০১৩ এর মাঝামাঝি। ফরেক্স সম্পর্কে কোন কিছুই না জেনেই বাজারে প্রবেশ। এক বন্ধুর সহযোগিতায় প্রথম নো ডিপোজিট বোনাস নিয়ে একাউন্ট খোলা। যদিও ঐ সময় কিছুই জানি না ফরেক্স এর। ফলাফল দুই দিনের মাথায় ১০ ডলারের একাউন্ট শুন্য। অবশ্য শুন্য হওয়ার আগে একাউন্ট ব্যলান্স ১৫ডলারের কাছাকাছি ছিল। জীবনে প্রথম একাউন্ট হারানো ফরেক্স এ।

salahuddin
2015-07-10, 01:07 AM
এক বন্ধুর সহযোগিতায় প্রথম নো ডিপোজিট বোনাস নিয়ে একাউন্ট খোলা। যদিও ঐ সময় কিছুই জানি না ফরেক্স এর। ফলাফল দুই দিনের মাথায় ১০ ডলারের একাউন্ট শুন্য। অবশ্য শুন্য হওয়ার আগে একাউন্ট ব্যলান্স ১৫ডলারের কাছাকাছি ছিল। ঐ সময় কিছুই জানি না ফরেক্স এর।

bijoy121
2015-07-10, 02:49 AM
আমি ট্রেডিং এ এই পর্যন্ত ব্যর্থ হই নি।

maziz6989
2015-07-10, 10:45 PM
আমি ট্রেডিং এ এই পর্যন্ত ব্যর্থ হই নি।

কিছু মনে করবেন না , আপনার ট্রেডিং লাইফের বয়স কত জানালে উপকৃত হতাম। আমার এমন কোন ট্রেডারের নাম জানা নেই যে একবারের জন্য হলেও একাউন্ট হারায়নি। যাই হোক আপনি যদি সেইরকম কোন ট্রেডার হোন তা হলে দয়া করে আপনার একাউন্ট এর ইভেস্টর পাসওয়ার্ডটা দিবেন। আমি আপনার একাউন্ট ফলো করব।

maziz6989
2015-07-26, 05:57 PM
তবে আমি বদ্ধপরিকর যে আমি শত বার একাউন্ট জিরো করলেও ফরেক্স ছাড়ছি না । ফরেক্স আমি আয়ত্ত্ব করেই ছাড়ব যত একাউন্ট জিরো হবে হোক ।

ভাই আপনার সাথে একমত হতে পারলাম না বলে দুঃখিত। শুধু একাউন্ট জিরো করলেই ট্রেড শিখা হয় না। আপনাকে খুজে বের করতে হবে কেন আপনার একাউন্ট বার বার জিরো হচ্ছে। যদি তা খুজে না বের করতে পারেন তবে কোন দিনই আপনার পক্ষে ট্রেডিং শিখে সফল হওয়া হবে না , আপনি মানুন অথবা না মানুন। আপনার প্রতি শুভকামনা রইল।

fxover
2015-09-21, 06:07 PM
সালটা ২০১৩ এর মাঝামাঝি। ফরেক্স সম্পর্কে কোন কিছুই না জেনেই বাজারে প্রবেশ। এক বন্ধুর সহযোগিতায় প্রথম নো ডিপোজিট বোনাস নিয়ে একাউন্ট খোলা। যদিও ঐ সময় কিছুই জানি না ফরেক্স এর। ফলাফল দুই দিনের মাথায় ১০ ডলারের একাউন্ট শুন্য। অবশ্য শুন্য হওয়ার আগে একাউন্ট ব্যলান্স ১৫ডলারের কাছাকাছি ছিল। জীবনে প্রথম একাউন্ট হারানো ফরেক্স এ।

ভাই কষ্ট নিয়েন না আমি পড়াশোনা করে ফরেক্সে ঢুকেও একাউন্ট জিরো করেছি । আর আমার প্রথম ডিপোজিট ছিল ৮৪ ডলার । তারপরও আমি আমার একাউন্ট ধরে রাখতে পারি নি । ১ম মাসেই লাভ না করেই একাউন্ট জিরো করে ফেলি । কারন একটাই মানি ম্যানেজমেন্ট করি নাই । .৭০ লটে ট্রেড করেছিলাম আর সেখানেই ৭৪ ডলার লস । কিন্তু তবুও ভেংগে পরি নি । আজও চেষ্টা করে যাচ্ছি । আমি আশায় আছি সফল একদিন হবই ইনশা-আল্লাহ ।

Jobless
2015-09-22, 11:46 AM
হ্যা ভাই ফরেক্স এমন জাইগা যদি আপনি কৌশলি না হন ভাল করে ফরেক্স সম্পর্কে ধারনা না নেন তাহলে এই মার্কেট আপনার কাছে একটা বিরক্তিকর,অবাস্তব,ব্যাবস্যা মনে হবে।এই খানে টিকে থাকার জন্য মাস্ট আপনাকে ভাল করে শিখতে হবে,তা না হলে প্রফিট অর্জন করা সাধোর বাইরে হবে,তাই আরো ভাল করে নিজেকে অভিজ্ঞ করে ডেমো তে আগে দক্ষ হয়ে তারপর রিয়েল একাউন্ট খুলুন।

smartroni1996
2015-09-22, 04:40 PM
নিয়মেইত আছে যে নতুন ট্রেডারদের কমপক্ষে ৩ মাস ডেমোতে ট্রেড করতে হবে।অথচ এ জায়গায় আপনি কিছ না েজেনেই মার্কেটে.........................

shakawath
2015-09-22, 06:18 PM
নো ডিপোজিট বোনাস এর জন্য এখন ও মাঝে মাঝেই সার্চ দিই। কিন্তু এগুলোর অনেক শর্ত থাকে।যা পুরন করা অনেক কষ্টের। আর বেশি পরিমানের বোনাস যারা দেয় তারা বাংলাদেশ এর ট্রেডার দের এই সুবিধা দেয় না। এগুলোর বেশির ভাগই আমেরিকান বা অন্য কোন দেশের নাগরিকদের জন্য। ইনস্টাফরেক্স অবশ্য ব্যতিক্রম। এদের শর্ত গুলো অনান্যদের থেকে নমনীয়। কিন্তু একই ব্যক্তি বারবার এই বোনাসের সুবিধা নিতে পারে না।

AbuRaihan
2015-10-11, 12:55 AM
আপনাদের ব্যার্থ ডাইরি আমাদের মত নতুন ট্রেডারদের জন্য অনেক বড় শিক্ষা । ফরেক্স মার্কেটে সবাই আসে লাভ করার প্রধান উদ্দেশ্য নিয়ে । কিন্ত সবাই কম বেশি লস করে । আসলে কেউ লস করতে চাই না । হয়ত বা মার্কেট মুভমেন্ট আমাদের বিপরীতে থাকে অথবা আমাদের ভুলের কারণেই আমরা লস করে থাকি এবং এর ফলাফল হিসেবে মাঝেমধ্য একাউন্ট জিরো হয়ে যায় । আসলে তখন খুব কষ্ট লাগে । তাই নতুন ট্রেডারদেরকে ব্যার্থদের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে ট্রেড করতে হবে ।

Realifat
2015-12-20, 02:40 PM
আপনার ব্যর্থ ডায়েরিটা পড়ে আমার জন্য অনেক উপকার হলো। কারন আমি একজন নতুন ট্রেডার এবং বর্তমানে আমি একজন শিক্ষানবিশ ট্রেডার। ট্রেডিং শিখার জন্য আমি সবসময়ই বিভিন্ন বিষয় পড়তে এবং জানতে চেষ্টা করছি। আপনি যে অভিজ্ঞতা শেয়ার করলেন হয়তো আমার ট্রেডিং লাইফে এই অভিজ্ঞতা কাজে লাগবে।

Md Akter Hossain
2016-01-25, 10:11 PM
এই পর্যন্ত আমি আমার ১৫ টা অ্যাকাউন্ট জিরো করে ফেলেছি । তবে এখনো ফরেক্স ছাড়িনি । আর ছাড়তেও পারবোনা । ফরেক্স মনে হয় আমার রক্তের সাথে মিশে গেছে । যতদিন না ফরেক্স থেকে ভালো আউটপুট বেব করতে পারছি ততদিন আরো জুড়ালো ভাবে ফরেক্সকে ধরে রাখবো ।

basaki
2016-01-29, 09:15 AM
আমি মনে করি ফরেক্স মার্কেটে তারাই ব্যর্থ্য হয় জারা কি না ফরেক্স মার্কেট কি বা ফরেক্স মার্কেট কিভাবে করতে হয় তা না জেনে ফরেক্স মার্কেটে প্রবেশ করে তারাই। তবে কেউ যদি ভাল করে ফরেক্স মার্কেট শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে তবে আমি মনে করি সে ফরেক্স মার্কেটে অনেক ভা করতে পারবে।

MotinFX
2016-02-07, 11:38 AM
আপনি আপনার ব্যর্থ ডায়েরি প্রকাশ করলেন কিন্তু আমার একটা ব্যর্থতার কথা বলছি আমার একাউন্টে ১০০ ডলার ছিল সেই ডলার দিয়ে ৪০ ডলার লাভ করি। কিন্তু তখন আমার একাউন্ট ভেরিফাই হয়নাই তাই সে টাকা উঠাতে পারিনাই। একটা কারেন্সিতে ট্রেড করি কিছু দিন পর আমার একাউন্ট জিরো হয়ে যায় আমার কাছে অনেক খারাপ লাগছে। ইচ্ছা করছিল ফরেক্স ছেরে দিতে এখন আবার চেস্টা করছি ফরেক্স ভাল করে শিখার জন্য।

Marufa
2016-02-12, 07:21 PM
ফরেক্স ট্রেডিং এ প্রথম ডিপোজিট করেছিলাম ৫০ ডলার এবং কয়েকদিনই তা জিরো করে ফেলি । তার জন্য অবশ্য দুঃখ করি না । কারন তারপর থেকেই অনেক সিরিয়াসলি ট্রেড করা শুরু করি । প্রথমেই যদি অনেক লাভ করতাম তবে হয়ত আজও আমার ভুল ভাঙত না । তাই আমি মনে করি নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটাই আসল ব্যপার ।

biswas90
2016-02-12, 11:10 PM
না বুঝে বা মাঝে মাঝে খোয়াল বশত ট্রেড এখোনো বসাই । পরক্ষনে ভাবি জেনে শুনে আমি কেন একাজ করতে যাই । আর ততক্ষনে হয়তো ব্যালেন্সের বারোটা বেঁজে চলেছে । এমনি করে অনেকবারই ব্যালেন্স জিরো করেছি । তবে আমার কাছে কেনো-জানি ফরেক্স নিজেই একটি অনুপ্রেরনা । একটি নেশার মতোই কাজ করে অামার কাছে । এত লস খাওয়ার পরও ভাল করার আশায় ফরেক্স নিয়ে পড়ে থাকা । তবুও ভাললাগা । হয়তো এই জীবনে ফরেক্স কে আর ছাড়তে পারবোনা ।

maziz6989
2016-02-13, 01:43 PM
আসলে নতুনরা সব সময় শিক্ষা নেয় সিনিয়রদের থেকে। সেই জন্যই তো এই ফোরাম। এখানে অনেকে তার বাস্তব জীবনের ট্রেডিং অভিজ্ঞতা শেয়ার করবে যা দেখে নতুনরা একই ভূল করার আগে ভাববে। তবেই না আমাদের এই ফোরামে সময় দিবার পেছনের সফলতা। তাই যে থ্রেডটা পড়বেন চেষ্টা করবেন যেন কিছু না কিছু নেন। ধন্যবাদ।

abdulguffer
2016-02-13, 06:36 PM
Fbs এর সেন্ট একাউন্ট এ 5 ডলার বোনাস দিয়ে ফরেক্স যাত্রা শুরু । 2 বছর হয় ফরেক্স এর সাথে জড়িত, বিভিন্ন বরোকার থেকে 1000$ এর উপর বোনাস পেলাম, নিজের পকেট থেকে 200$ খুইয়ে ছি, এখন হিসাব এর খাতায় 00 ।

Fasor
2016-02-14, 10:34 AM
আমার ফরেক্স জীবনে একটি দুক্ষজনক অবিজ্ঞতা আছে। আমি একসময় অনেক লসে এর সম্মুখীন হয়েছিলাম। এখন অনেকটাই সফল বললেই চলে। কিন্তু আমি এখন অনেকটাই আত্মবিশ্বাসী যে, আমি ফরেক্স থেকে লাভ করতে পারব। আমি ফরেক্সকে কখনই ছাড়তে পারব না।

Sahed
2016-07-28, 03:41 PM
নতুন অবস্থায় ফরেক্স *মার্কেটে এরকমই হয়॥ মার্কেটে আমরা দুই তিনবার একাউন্ট জিরো না করলে ট্রেডিং শিখতে পারব না । আমারও এরকম হয়েছিল । মার্কেটে আমার প্রথম একাউন্টের ১০০ ডলারই অামি জিরো করে ফেলি ।তবে আমি প্রায় ১ মাস ঠিকেছিলাম । আমার ডিপোজিট অবশ্যই ফোরামের বোনাস ছিল ।

fatema begum
2016-07-31, 07:22 PM
ফরেক্স থেকে আমাদের সামান্য বোনাস হলেও আমরা আয় করতে চেষ্টা করতে পারি।যেখান থেকে আমরা আমাদের প্রফিট ধরতে চেষ্টা করতে পারি।কারণ ফরেক্স আবার সোজা কিংবা কঠিন কোনটায নই সুতরাং আমরা যদি ভাল কিছু করতে আগ্রহী হয় তাহলে আমরা ব্রোকার থেকে সাহায্য পেতে পারি।যা আমরা এখন করতে পারছি।

md mehedi hasan
2016-11-30, 10:25 AM
সাধারনত প্রত্যেক ব্যবসায় লাভ লস থাকে।তেমনি ফরেক্স মার্কেটও এর বিপরীত নয়।ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নেই যে লস করেনি।তবে ফরেক্স মার্কেটে আপনি যদি ব্যার্থ হন তাহলে হতাশ হয়ে পরবেন না।আপনি আপনার ব্যার্থতার কারন গুলো খুজে বের করবেন।এবং পরবর্তীতে এই ভুল গুলো যে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

Lipu
2016-12-09, 01:57 PM
ফরেক্স মাকেট হল লাভ বা লস এর স্থান আপনি ফরেক্স থেকে অনেক লাভ করতে পারেন আবার লস করতে পারেন | ফরেক্স মাকেটে লস হলে আমি মনে করি ফরেক্স থেকে দূরে জাবার কোণ দরকার নেই আপনি আপনার ভুল গুলো দেখেন আর সমাধান করেন তবে দেখবেন আপনি একদিন ফরেক্স থেকে আয় করতে পারছেন ধন্যবাদ|

shukumar8099
2016-12-11, 03:24 PM
ফরেক্স মাকেট করতে হলে আওনি লাভ করতে পারেন আবার লস করতে পারেন ফরেক্স মাকেট থেক লাভ করা সহজ না ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি ফরেক্স মাকেট দক্ষতা অজন করতে হবে | লস হলে আপনি মনে করি ফরেক্স মাকেট থেকে আপনি সরে জাবেন না ফরেক্স মাকেট করতে পারেন আপনি এক সময় লাভ করতে পারবেন |

RUBEL MIAH
2016-12-11, 09:45 PM
আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে একজন ব্যর্থ ট্রেডারের ডায়েরী পড়তে হবে । আমরা যদি তাদের ভূলগুলো দেখে নিজেদের ভূলগুলো সংশোধন করতে পারি তাহলে অবশ্যই অামরা লাভবান হতে পারব । অতএ সবাই আমরা একজন ব্যর্থ ট্রেডারের ডায়েরী বেশী বেশী করে পড়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব ভূল সকলেরই রয়েছে তা যদি সংশোধন করে নিতে পারি তাহলে অবশ্যই লাভবান হতে পারি ।

Mamun13
2017-11-21, 06:38 PM
শুরুতে নিজেকে ট্রেডার মনে করাটা সাংঘাতিক ভূল হবে৷আমরা সবাই যে কোনো কাজের শুরুতে শিক্ষার্থী থাকি,শিখতে শুরু করি৷তখন স্বাভাবিক ভাবেই লস করে করে শিখতে হয়-তা সবাই জানি৷তাহলে শুরুতেই আমি নিজেকে ব্যার্থ ট্রেডার বলবো-এটা তো মোটেই উচিৎ নয়৷আমি সহস্রবার লস করেছি এবং অসংখ্যবার ব্যালেন্স জিরো করেছি৷৪ বছর পর এখন প্রফিটেবল ট্রেড করছি৷আমি আমার জীবনে শিখেছি-"ব্যার্থতাই সফলতার চাবিকাঠী"৷

SaifulRahman
2021-09-16, 04:15 PM
আমি সাধারণত কোন পোস্ট বা কমেন্ট করি না । এর মূল কারণ আমার সময় কম , ট্রেড এ মনোযোগ থাকলে এসব করা কঠিন । কিন্তু এক ভাইয়ের পোস্ট পড়ে না লিখে আর থাকতে পারলাম না । তখন ২০০৭ সাল , শেয়ার মার্কেট এ ভালো ব্যবসা করছি , এর বাইরে কোনো কাজ কর্ম নেই, ঘরে বসে বসে ফেসবুকিং করি । রাশিয়ান এক ভদ্র মহিলা নক দিয়ে জানতে চাইলেন কিছু লেখা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করার ব্যাপারে সাহায্য করতে পারি কিনা, আরো বললেন ২০০০ usd উনার বাজেট আছে এ কাজের জন্যে । বলে রাখি আমি জগন্নাথ কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স করেছি ২০০০ সালের আগে , সুতরাং কাজের ব্যাপারে আগ্রহ দেখালাম । উনি কিছু লেখা পাঠালেন, আমি যতো পড়ছি ততো অবাক হচ্ছি , এভাবে কারেন্সি মার্কেট এ ট্রেড করা যায় ! ওটা ছিল একটা ফরেক্স ব্রোকার এর টোটাল পোর্টফোলিও । ওভাবেই প্রথম ফরেক্স শব্দটা শুনলাম । উনার কাছে জানলাম লিবার্টি রিজার্ভ , পারফেক্ট মানি , স্ক্রীল সম্বন্ধে । উনার দেয়া টাকা থেকে প্রথম ১০০ usd ডিপোজিট করে ট্রেড করা শুরু করি উনার ব্রোকারে । প্রায় কিছুই না জেনে ১০০ থেকে বেড়ে ৭০০ পর্যন্ত করে ফেললাম এবং একদিন ১৫ মিনিট এ একাউন্ট টা শুন্য করে ফেললাম । এ রকম অনেকবার একাউন্ট শূন্য করেছি । তারপর শুরু হলো জানার জন্য পড়াশুনা , অনলাইন থেকে যতটুকু পারাযায় তথ্য সংগ্রহ করলাম এবং অনলাইন এ ২ টি কোর্স করলাম অনেক টাকা ফী দিয়ে । কিছুটা আত্মবিশ্সাস তৈরী হলো, অল্প অল্প প্রফিট করতে পারছি, ইতিমধ্যে ইন্সটাফরেক্স এর মার্কেটিং বাংলাদেশে শুরু হয়েছে , অনলাইন এ বিজ্ঞাপন দেখছি, একটা কম্পিউটার থাকলেই বিরাট বিজনেস করা সম্ভব । বুঝতে পারছিলাম মানুষ ঠকানো শুরু হয়ে গেছে , কিছু করার তাগিদ অনুভব করছিলাম । অনেক ভেবে বাংলা পিপ্স নামে একটা ওয়েবসাইট করলাম কিন্তু প্রযুক্তি জ্ঞান এর অভাবে মানুষের কাছে পৌঁছাতে পারলামনা । বছর দুয়েক পরে সাইটটি বন্ধ করে দিলাম । ইতিমধ্যে শেয়ার মার্কেট এর বেলুন ফুটে গেছে আমার সব টাকা ধ্বংস । আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করে, প্রতি মাসে অনেকটাকা খরচ । চারদিকে যখন অন্ধকার এই মার্কেট আমাকে আলো দেখিয়েছে , বলা যায় বাঁচিয়ে রেখেছে । আজ প্রায় ১২ বছর, এ বিজনেস দিয়েই দু ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি আমরা ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছি । অনেক ধনী হতে পারিনি কারণ এটাকে আমি জুয়া মনে করিনা আমি এটাকে বেঁচে থাকার অবলম্বন মনে করি। অনেক বড়ো লেখা হয়ে গেলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ছোটোখাটো চাকুরী না নিয়ে এখানে ইনভেস্ট করলে মাসে এক দেড় লক্ষ টাকা উপার্জন করা খুব কঠিন কিছু নয় । ভালো থাকবেন সবাই ।