PDA

View Full Version : রিভেঞ্জ ট্রেড থেকে বিরত থাকুন



fxtdr
2015-06-25, 01:38 AM
অনেক সময় দেখা যায় যে আমরা লস করি আর লস করব এটাই স্বাভাবিক কিন্তু আমরা যদি আবেগের বসে এই লস পুষানোর জন্য না ভেবে একের পর এক রিভেঞ্জ ট্রেড করতে থাকি তাহলে দেখা যায় যে লাভ এর চেয়ে লস এ বেশি হয় । তাই লস হলে মাথা ঠান্ডা রাখুন । ট্রেড করা থেকে তখনকার মত বিরত থাকুন তা নাহলে আপনার লস এর পরিমান বেড়েই চলবে ।

maziz6989
2015-06-29, 06:21 PM
খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি পোষ্ট করেছেন। আসলে লস করলে যে কারো মাথা নষ্ট হয়ে যেতে পারে। তাই লাভ লস সহজ ভাবে নেওয়া শিখতে হবে সবার আগে। কেননা এখানে প্রতিশোধ নেওয়ার কিছু নেই। লাভ লস দুটোই ট্রেডের অংশ। তাই বুজে শুনে ট্রেড করুন।

samrat
2015-08-08, 11:44 AM
অনেক সময় দেখা যায় যে আমরা লস করি। আর লস করব এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি আবেগের বসে এই লস পুষানোর জন্য না ভেবে একের পর এক রিভেঞ্জ ট্রেড করতে থাকি তাহলে দেখা যায় যে লাভ এর চেয়ে লসই বেসি হয় । তাই আমরা সবাই ভালোভাবে ট্রেড করব।

FxAhsan
2015-09-09, 10:13 PM
আপনার আমার সবারই লসের মুল কারন হল রিভেঞ্জ ট্রেড,ফরেক্সের দুনিয়ায় আবেগের কোন স্থান নেই তাই যখন লস হবে সেটা নরমাল হিসাবেই নিতে হবে।এটা একটা ব্যবসা মনে রাখতে হবে।

Marufa
2015-09-11, 09:52 PM
এটা একবারেই সত্যিকারের একটি বিষয় । আমি অনেক লস করেছি এই রিভেঞ্জ ট্রেড করতে গিয়ে । যখন লস্ হত মেনে নিতে পারতাম না, লসটাকে মিনিমাইজ করার জন্য রিভেঞ্জ ট্রেড করতে গিয়ে আবার লস করেছি ।

smartroni1996
2015-10-10, 02:41 PM
ঠিকই বলেছেন ভাই। এইকানে আবেগের কোন স্থান নেই তাই যখন লস হবে সেটা নরমাল হিসাবেই নিতে হবে।
আমি অনেক লস করেছি এই রিভেঞ্জ ট্রেড করতে গিয়ে

mlbasumata
2015-10-24, 02:51 PM
লাভ করলে খুবই ভাল লাগে কিন্তু একবার স করলেই যেন বুক ফেটে যায়। একশ শতাংশ ট্রেডে কেউ লাভ করতে পারে না, কিছু ট্রডে লস হবেই। এইটা মেনে নিতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়। আবেগের বশে কাজ করলে কোন কাজ ভাল হয় না, আবেগ বিবেক দংশন করে। ফরেক্স ট্রেডও আবেগে করা যায় না। লস হলে সবারই খারাপ লাগে, কাজেই যখন দেখবেন ট্রেড লসে রান করছে কম্পিউটার অফ করে প্রকৃতি দর্শনে বের হয়ে যান।

iqbalearth
2015-11-23, 01:46 AM
অনেক সময় দেখা যায় যে আমরা লস করি। আর লস করব এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি আবেগের বসে এই লস পুষানোর জন্য না ভেবে একের পর এক রিভেঞ্জ ট্রেড করতে থাকি তাহলে দেখা যায় যে লাভ এর চেয়ে লসই বেসি হয় । তাই আমরা সবাই ভালোভাবে ট্রেড করব।

shihab
2015-12-13, 10:06 AM
রিভেঞ্জ ট্রেড বড়ই খতরনাক, এই রিভেঞ্জ ট্রেড এর কারনে না জানি কত অ্যাকাউন্ট জিরো হয়ে গিয়েছে। ট্রেড করতে গেলে যেমন লাভ হবে ঠিক তেমনি লস ও, আমরা বেশি লাভের আসায় বা লসকে তারাতারি রিকভার করার জন্যই শাধারনত রিভেং ট্রেড করে থাকি।

HKProduction
2015-12-14, 08:34 AM
ফরেক্স মার্কেটের সাথে রাগ করে কখনো লাভ করা যায় না। আমাদেরকে লাভ করতে হলে আমাদের ডেমোতে যত রাগ সব ঝেড়ে ফেলতে হবে। ডেমো থেকে সব কিছু শিখে যদি আমরা ভালভাবে ট্রেড করি তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না। আমাদের ভাল কর্ম আমাদেরকে ভাল ফল দেবে।

MotinFX
2015-12-14, 01:58 PM
ফরেক্স মার্কেটে সব চেয়ে যে কাজটি বেশি করে তা হল লস হলে আরও বেশি বড় লটে ট্রেড করা এই কাজ টা আমার বেশি হয়। আমার যদি রিভেন্স ট্রেডটি বন্ধ করতে পারি তাহলে লসের কমে যেত। আমাদের সবার কাছে একটি আবেদন রিভেন্স ট্রেডটি বন্ধ করা।

rafiqfx619
2015-12-14, 02:12 PM
রিভেঞ্জ ট্রেড করে এক বছর আগে আমি আমার প্রথম একাউন্ট জিরো করেছি। এজন্য আমি আর রিভেঞ্জ ট্রেডের ধার ধারি না। ফরেক্স ট্রেডিং করতে গেলে রাগ করা যতটা সম্ভব কমাতে হবে এবং একটা ট্রেড নেবার পর সেটা লসে চলে গেলে এটা মনে করার কোন কারন নেই যে এটা হয়ত আর লসে যাবে না তাই আমি আরো একটি ট্রেড নিলে আমি লস মিনিমাইজ করতে পারব। এটা একটা ভুল ধারনা, মার্কেট আপনাকে আরো লস ধরিয়ে দিতে পারে। তাই রিভেঞ্জ ট্রেডকে না বলুন।

HKProduction
2015-12-22, 05:29 PM
ফরেক্স মার্কেটে রিভেঞ্জ ট্রেড এর ফলাফল 100 % খারাপ। ফরেক্স মার্কেটের সাথে রাগ করে কখনো থাকা যায় না। এখানে টিকে থাকতে হলে প্রকৃত অভিজ্ঞতা নিয়ে ট্রেড করতে হয়। যারা অভিজ্ঞতা ছাড়া ফরেক্সকে সহজ মনে করেন তারাই এধরনের পরিস্থিতি মোকাবেলা করেন। এটা একটা বদ অভ্যাস।

MotinFX
2015-12-29, 10:39 AM
আমাদের লাভ বা লস হবে এটা স্বাভাবিক কিন্তু একটা লস কাবার দিতে আরেকটা ট্রেড অপেন করা হয়। ফরেক্স মার্কেটে আমার মেজর কয়েকটি সমস্যার মধ্যে এটা একটি। আমাদের সবার উচিত এরকম ট্রেড থেকে দুরে থাকা।

HKProduction
2015-12-30, 04:57 PM
নিয়ম না জেনে ফরেক্স মার্কেটের সাতে কখনো রাগ করা যায় না। অনেকে লস করে রিভেঞ্জ ট্রেড শুরু করে দেন। এর চেয়ে অনেক ভাল ডেমোতে গিয়ে ট্রেড করা। মার্কেট এনালাইসিস ছাড়া যারা ট্রেড করে তারা সব সময়ই লস করবে । এতে কোন সন্দেহ নাই।

BDFabi
2016-03-14, 12:52 PM
আপনার লেখাটা আমরা সাথে খুব জায়; আমি প্রায়ই এই ধরনের ভুল করে থাকি। দুই এক বার লাভ করা গেলেও; মোটের ওপর লুকসানে থাকেতে হয়। আবেগ এর এই সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি।

Md Akter Hossain
2016-03-14, 09:35 PM
রিভেঞ্জ ট্রেড করে আপনি কখনই ভাল করতে পারবেন না । কেননা মার্কেটের কাছে রিভেঞ্জ ট্রেড এর কোন মূল্য নেই । একজন দক্ষ ট্রেডার কখনই রিভেঞ্জ ট্রেড করেন না । রাগ এমন একটা ব্যাপার যা কিনা আপনার ফরেক্স ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে । তাই ট্রেডারদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে ।

yasir arafat
2016-04-05, 01:19 AM
অবশ্যই রিভেঞ্জ ট্রেড থেকে আমাদের দূরে থাকা দরকার। কারণ কোন স্ট্রাটেজিই আপনাকে ১০০% ফলাফল দিবে।তাহলে একটা জিনিস একবার চিন্তা করে দেখুন আপনি যখন লস খাবেন তখন আরেকটি ট্রেড বড় লটে ট্রেড করলেন এতে দেখা গেল মার্কেট আপনার বিপরীতে গেল।এখন আপনার কি হবে।তাই আমাদের এ ধরণের অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

Sahed
2016-05-14, 03:15 PM
হ্যা আপনি ঠিকই বলেছেন । সাধারনত আমরা যখন লসের মুখে পড়ি তখন আমরা প্রায় দিশেহারা হয়ে যাই । লস রিকভারি করার জন্য আমরা তখন রিভেঞ্জ ট্রেড করে থাকি যা আমাদের লসের পরিমান আরও বাড়িয়ে দেয়। তাই আমাদের উচিত একটি ট্রেড লসের মধ্যে পড়লে ধৈর্য্যধারন করা অথবা ট্রেডটি ক্লোজ করে দেওয়া । অযথা রিভেঞ্জ ট্রেড করে আরও লসের সম্মূখিন হওয়ার কোন মানে আছে বলে আমি মনে করি না।

RUBEL MIAH
2016-05-27, 04:32 PM
ফরেক্স মার্কেটের সাথে রাগ করে কখনো ট্রেড করা যাবে না । আপনি যদি রাগ করে ট্রেড করেন তাহলে অবশ্যই অাপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন । সুতরাং আমরা কখনোই এ্যানালাইসিস ব্যতিত ট্রেড করব না তাহলেই লসে পড়ে যাব ।

maziz6989
2016-07-20, 08:22 AM
আসলে এই মার্কেট এ রিভেঞ্জ ট্রেড বলে যে শব্দটা আছে তা হল এরকম- আপনি একটা ট্রেড নিলেন কোন একটা পেয়ারে বাই, কিন্তু মার্কেট সেল এর দিকে যাচ্ছেই তো যাচ্ছে। তখন আপনি বাই ক্লোজ করে দিয়ে একটা সেল ওপেন করলেন এবার মার্কেট বাই যেতে শুরু করল। এটাই হল রিভেঞ্জ। তাই মার্কেট যখন কনফিউজ করতে চায় তখন তাকে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করেন। না হলে আম ছালা আপনারই যাবে মাইন্ড ইট।

fatema begum
2016-08-01, 02:15 AM
আমি সাধারণত বেশি অ্যনালাইসাস করি না।সাপোট এবং রেসিসটেন্সের উপর নির্ভর করে আমাকে ট্রেড করতে হয়।আর এটা আমার কাছে প্রিয় একটা স্ট্রাটেজি।তাই অন্য কিছু নিয়ে মাথা গামাতে চায় না।সুতরাং আমরা যদি ভাল স্ট্রাটেজি তৈরী করি তাহলে ফলাফল ভাল পাব।সবাই চায় যে নিজের অবস্থাটা ভাল পজিশনে থাকুক।

Forex Boy
2016-09-09, 03:39 PM
আসলেই লস হোলে আমিও সাথে সাথেই রিভেন্জ নয়েয়া শুরু করি ফলে আরো অধিক পরমনে লস হয়। এখানে একটা কথা বোঝার আছে সেটি হোল ধরুন আপনার লস হোল এখন লস হওয়ার কারন হোল মার্কেটের অবস্থা বেহাল অপর দিকে ঠিক ঐ সময়েই যদি আপনি রিভেন্জ নেবার চেষ্টা করেন তাহলে সেই আবার লসই তো হবে তাই নয় ক্ তাই ধর্যৈ রাখতে হবে।

msisohel
2016-12-12, 09:49 PM
ঠিক, লস হলে সেদিন ট্রেড না করাই ভালো।