PDA

View Full Version : একজন ব্যর্থ্ ট্রেডারের ডাযেরী-৪



maziz6989
2015-06-25, 06:20 PM
ব্রোকারের একজন প্রতিনিধি ফোন করে এবার আগডুম বাগডুম অনেক কিছু বুঝাল এবং আমাকে মোটামুটি ৫০০ ডলার ডিপোজিট করতে রাজি করে ফেলল। পুরো ৩৮ হাজার টাকা পকেট থেকে দিয়ে পাচশত ডলার ইনভেস্ট করলাম। ৬০% ডিপোজিট বোনাস নিয়ে ইকুইটি দাড়াল ৮০০ ডলারে। দেখতেই ভাল লাগতে শুরু করল। এমন সময় এক ফ্রেন্ড বলল দেখ , ফরেক্স হল দুই দিকে ধার ওয়ালা তরবারী যা দুই দিকেই সমান কাটে। তাই সময় থাকতে সাধু সাবধান । ১০০ রেখে বাকিটা তুলে ফেল। ওর কথা মত তাই করলাম।এবারের একাউন্টটা মোটামুটি দুই মাস স্থায়ী হল। একাউন্ট ব্যলান্স গিয়ে দাড়াল ৪৩৭ ডলারে। কিন্তু ড্র ডাউন ৫০% যে ক্রস করে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। এন এফপির এক ঝাকিতে একাউন্ট শুন্য।

fxover
2015-09-21, 05:56 PM
কিন্তু ড্র ডাউন ৫০% যে ক্রস করে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। এন এফপির এক ঝাকিতে একাউন্ট শুন্য।

ভাই আমি ড্র ডাউন ব্যাপারটা বুঝতে পারলাম না । দয়া করে একটু বুঝিলে বলেন । নয় মাস থেকে ফরেক্স নিয়ে আছি কিছু কিছু বিষয় শিখেছি আরও অনেক কিছু বাকি আছে । আপনি আমাকে ড্র ডাউন টা বুঝিয়ে বলুন।

Jobless
2015-09-22, 11:53 AM
আমার মতে অত বেশি ডিপোজিট দিয়ে ট্রেড না করাই ভালন কিন্তু বেশি ডিপোজিট থাকলে অল্প অল্প করে ট্রেড করলে একদিনের লস অতি সহজেই তুলা যাই।কিন্তু মাঝে মাঝে এই রকম প্রব্লেম হতে পারে যে একাউন্ট ক্রস হয় তাই আরো ভাল ভাবে মার্কেট কে বোঝা উচিত এর পর ট্রেড দেওয়া উচিত।

shakawath
2015-09-22, 07:13 PM
এই ডিপোজিট বোনাস অনেক ঝামেলার। আমার মতে ডিপোজিট বোনাস নেয়ার চেয়ে না নেয়া ভাল। আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, এই বোনাসের ফলে আপনার ট্রেদ ক্যাল্কুলেশানে সমস্যা হয়। অবশ্য এর সুবিধাও আছে। আপনি বেশি লট সাইজের ট্রেড ওপেন করার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। সমস্যা হল যখন আপনি যখন লস করবেন তখন আপ্নার ট্রেড কখন অটোমেটিক ক্লোজ হয়ে যাবে তার সঠিক হিসেব পাবেন না।

swadip chakma
2015-09-23, 04:39 PM
আমি ও বুজতে পারলাম না ক্রস ডাউন টা কি?কেউ কি বলতে পারেন যার কারন এই রকম হলে আমিও এত বেশি ইনভেস্ত করব না,আমি চিন্তা করেছি কিছু টাকা ইনভেস্ত করব আর পোস্ট করে করে কিছু জমা করে সম্পুরন্ন টাক দিয়ে ট্রেড করব বলে ধারনা করছি,এই রকম হলে কিসুতো হবেনা।তারপরও ক্রস ডাউন টা জানালে ভাল হবে।

AbuRaihan
2015-10-10, 11:26 PM
ব্যার্থ ট্রেডারের ডায়রি বলতে আমি বুঝি তার ব্যর্থতা থেকে আমাদের কিছু শিক্ষা । আসলে ফরেক্স মার্কেটে কেউ লস করতে চায় না । নিজের ভুলের কারণে হোক কিংবা অন্য কারণে হোক আমরা লস করেই থাকি । তবে মাঝে মাঝে কিছু ট্রেডারের অভিজ্ঞাতা শুনলেই মনে হয় তাদের লসের পরিমাণ মাঝে মধ্য সীমা অতিক্রম করে ফেলে । তবে পরিশেষে যা বুঝতে পারি তা হল অতি লোভ এবং মানিম্যানেজমেন্ট এর সঠিক ব্যবহার ন করার ফলে লস হয়েছে । তবে সবার প্রতি একটাই পরামর্শ হল ব্যার্থ ট্রেডারদের কাছ থেকে শিখার চেষ্টা করুন ।

Realifat
2015-12-20, 02:45 PM
প্রথমত আপনার ড্র ডাউন বিষয়টা ক্লিয়ারভাবে বুঝলাম না। দ্বিতীয়ত আপনার ব্যার্থতা যেন আমাদের জন্য শিক্ষার আশির্বাদ নিয়ে আসে সে দোয়া করবেন। আপনার নয় শুধু অনেক ট্রেডার ই মানি ম্যানেজমেন্ট এবং সর্বদা মার্কেটের সাথে আপডেট না থাকার কারনে লস করে। আমার মনে হয় আপনি মানি ম্যানেজমেন্ট না মানায় এক ধাক্কায় অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছেন।

basaki
2016-03-26, 08:22 AM
হা এন এফ পির নিউজটা বড় কস্টকর আবার কার আনন্দজনক। কারন কার যদি তার পজেটিভ সাইটে যায় তবে আম মনে করি তার অনেক লাভ হবে। কিন্তু এই সময়টায় যদি কেউ ফরেক্স টেড করে তবে তার বুঝে শুনে ট্রেড করতে হবে না হলে তার অনেক বড় ধরনের লস হতে পারে।

fatema begum
2016-07-31, 10:18 PM
সুতরাং আমাদের রিয়েল ট্রেডের মজাটা অবল্যই ট্রাই করা দরকার।ফরেক্স করতে হলে এর সাথে মিলিয়ে চলার মানসিকতা আমাদের থাকতে হয়।আর এই মানসিকতার অভাব আমাদের মাঝে থাকলে আমরা লস করি।কালণ তখন মনের মাঝে একধরনের অস্থিরতা শুরু হয়।

dwipFX
2016-08-03, 02:52 PM
ফোরামে কাজ করতে আমার কাছে এই জন্য ভাল লাগে কারন ফোরাম আমাদের কে অনেক কিছু শিখার আছে ফরেক্স শুশু একটা আয়ের মাধ্যম না সেটা আরেক বার এরকম পোস্ট গুলো পড়ে জানতে পারলাম তাই আমাদের কে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অনেক কিছু জানতে হবে। সাপোর্ট রেজিস্টেন্স দেখে ট্রেড করতে হবে।

fardin222333
2016-08-03, 03:15 PM
ফোরাম সাইডটি একটি মজার সাইড এই সাইড থেকে আমি অনেক কিছু শিখলাম । এখান থেকে যে শুধু পোষ্টিং বোনাসই নিব তা না। এখানে অনেকে আসে অনেক জানা শুনা লোক অনেক শিক্ষানিয় বিষয়ের উপর লিখছে আমরা তা থেকে অনেক কিছু জানতে পারি। এই শিক্ষানিয় বিষয় গুলো ফরেক্স র্মাকেটে টিকে থাকার জন্য অনেক কাজে দিবে।

SHOYEB
2016-08-08, 04:33 PM
একজন ব্যর্থ ট্রেডারের কাহিনী থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিতে পারি । ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে না জানা লোকের কোন পাত্তা থাকবে না । এই মার্কেটে প্লে করতে হলে অনেক অভিজ্ঞতার দরকার এবং সিদ্বান্ত নিতে হবে খুবই দ্রুত আর আপনি সিদ্বান্তহীনতায় ভুগলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বেশি ।

milonkhanfx1993
2016-10-03, 12:25 AM
ব্রোকারের একজন প্রতিনিধি ফোন করে এবার আগডুম বাগডুম অনেক কিছু বুঝাল এবং আমাকে মোটামুটি ৫০০ ডলার ডিপোজিট করতে রাজি করে ফেলল। পুরো ৩৮ হাজার টাকা পকেট থেকে দিয়ে পাচশত ডলার ইনভেস্ট করলাম। ৬০% ডিপোজিট বোনাস নিয়ে ইকুইটি দাড়াল ৮০০ ডলারে। দেখতেই ভাল লাগতে শুরু করল। এমন সময় এক ফ্রেন্ড বলল দেখ , ফরেক্স হল দুই দিকে ধার ওয়ালা তরবারী যা দুই দিকেই সমান কাটে। তাই সময় থাকতে সাধু সাবধান । ১০০ রেখে বাকিটা তুলে ফেল। ওর কথা মত তাই করলাম।এবারের একাউন্টটা মোটামুটি দুই মাস স্থায়ী হল। একাউন্ট ব্যলান্স গিয়ে দাড়াল ৪৩৭ ডলারে। কিন্তু ড্র ডাউন ৫০% যে ক্রস করে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। এন এফপির এক ঝাকিতে একাউন্ট শুন্য।

যারা নিউজ এর সময় বেগিনার হিসেবে ট্রেড করবে প্রফিট এর আশায় তারা তো সব হারাবে আর তাই বেগিনার দের নিউজ থেকে বিরত থাকা উচিত আর আস্তে আস্তে ডেমো তে প্রাকটিস করার পর আপনি নিউজ ট্রেড করতে পারেন সাথে মানি ম্যানেজমেন্ট টা মাথায় রেখে।

MoinFX
2016-10-03, 12:02 PM
ফরেক্স মার্কেটে আমার কাছে মনে হয় সফলতা পেতে অনেক সময় লাগে কারন ফরেক্স মার্কেটে দুই দিকে ট্রেড করা যায় আর সেটা করতে হলে আমাদের কে দুই বছর ধরে ফরেক্স সম্পর্কে জানতে হবে।

Mamun13
2017-10-21, 11:39 AM
অতএব নিজে অভিজ্ঞ ট্রেডার না হয়ে যদি এই রকম ভাবে ব্রোকারের প্রতিনিধিদের কথায় প্রলুব্ধ হয়ে এবং বন্ধুদের কথায় কান দিয়ে রিয়েল ট্রেড শুরু করে দেন তাহলে পরিণতি হবে-ব্যালেন্স শুন্য,অর্থাৎ ফকির মজনু শাহ..৷আপনি যদি দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে করে দক্ষতা অর্জন করে এরপর রিয়েল ট্রেড করতেন তাহলে লস না হয়ে উল্টা ভালো প্রফিট নিতে পারতেন৷এজন্যই দীর্ঘদিন ব্যাপী ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে শিখে আয়ত্ব করতে হবে৷অদক্ষ অবস্হায় কখোনোই নিজের পকেটের টাকা দিয়ে রিয়েল ট্রেড শুরু করবেন না৷প্রথমে ডেমো প্র্যাকটিস করে দক্ষ হয়ে নিন৷

shamim0976
2017-10-21, 12:09 PM
আমি ১০০ ডলার ডিপোজিট করে ট্রেড করেছিলাম.. কিভাবে যেন এটা ২৬৮ ডলার হলো আবার ০০ হয়ে গেল। তিন মাস আবার পড়াশুনা করব বলে মনস্থির করেছি। তারপর আবার ১০০ ডলার ডিপোজিট করব।

ফোরামে একটা একাউন্ট এটাচ করেছি পোষ্টিং এর বোনাস পাওয়ার জন্য। গতমাসে ১.৫ ডলার পেয়েছি। ১:৫০ এ কোন লটেই ট্রেড ওপেন করা যায় না। দেখি এমাসে কি হয়।