View Full Version : বুলিশ ও বিয়ারিশ শব্দদুটি কীভাবে এল ?
salim16
2015-06-26, 11:05 AM
আমরা ফরেক্স এর সাথে যারা জড়িত আছি তাদের কাছে বুলিশ ও বিয়ারিশ শব্দদুটি নতুন কিছু নয় । কিন্তু মজার ব্যাপার হচ্ছে ট্রেডারদের অনেকেই জানেন না এই মার্কেট দুটোর বুলিশ ও বেয়ারিশ নাম হওয়ার কারন কি ?
TselimRezaa
2015-06-26, 12:35 PM
আগেও বলেছি ফরেক্স এমন একটা জায়গা যেখানে শেখার কোনো শেষ নেই। আমি যদিও বুলিশ ও বিয়ারিশের কথা আগে শুনেছি তবে এ ব্যপারে তেমন জানিনা। এব্যপারে জানার ইচ্ছা আছে। আপনি যদি বুলিশ এবং বিয়ারিশ সম্পর্কে জেনে থাকেন তবে আমাদের জানাতে পারেন। কারন অনেকেই জানেনা এ ব্যপারে। ফরেক্সে ট্রেড করতে হলে এব্যপারে জানতে হবে বলে মনে করি।
raju0000
2015-06-26, 03:12 PM
জি এটার সঠিক উত্তর আমার জানা নেই, তবে আমি অবসি এই বেপার টা যত দ্রুত সম্ভব জানার চেষ্টা করে জানিয়ে দিব. তবে আমার জানার মতে বুলিষ এবং বেয়ারিশ হছে মার্কেট এ কান্দলে স্টিক এর উপর নির্ভর করে আমরা যখন বাই এবং সেল নিয়ে থাকি তাকেই মূলত ভিন্ন অর্থে বুলিষ এবং বেয়ারিশ বুঝানো হয়, ঠিক যেমনি লং এবং শর্ত বলা হয়, সেই তেমন ই অর্থে এটাকে বুঝানো হয় হয়তবা
mpapayar
2015-06-29, 11:12 AM
ফরেক্স মার্কেটে আসার পর কত বিসয় দেখলাম বুঝলাম আর পালন করলাম ।আরও কত কিছু সামনে আসবে তার শেষ নেই ।আসল কথা ফরেক্স এর জ্ঞানের কোন শেষ নেই শেখার কোন বয়েস নেই । আমি তো এতে নতুন আসেছি । যদিও বুলিশ ও বিয়ারিশের এ ব্যপারে তেমন জানিনা। এব্যপারে জানার ইচ্ছা আছে।
যেহেতু ফোরেক্স মার্কেটে আপনি দেখতে পাবেন সর্বদা ২টি দেশের মুদ্রার দামের মধ্যে যুদ্ধ সেখাস থেকে দুটি শক্তি শালী প্রণীর নাম থেকে এটি এসেছে। আসলে বুলটি এসেছে ষাড় থেকে আর বেয়ার হল ভাল্লুক। এইদুটি থেকেই বুলরেয়ারের উত্পত্তি।
mamun93
2015-08-28, 04:24 AM
আসলে ফরেক্স ট্রেডিংয়ে জানার এবং শেখার কোন শেষ নেই আপনি যে দুটি শব্দের ব্যাপারে জানতে চেয়েছেন আসলে সে ব্যাপারে আমার তেমন কিছু জানা নেই এবং সত্য কথা বলতে কি আমি এর আগে ফরেক্স ট্রেডিংয়ে এই শব্দের ব্যাপারে কিছু শুনি নাই।
fxover
2015-09-27, 05:48 AM
মার্কেট কখনও উপরে উঠতে থাকে আবার কখনোও নিচে নামতে থাকে । মার্কেট যদি উপরে উঠতে থাকি তখন আমরা সেটাকে বুলিশ বলি আর মার্কেট যখন নিচের দিকে নামে তখন সেটাকে আমরা বিয়ারিশ বলতে পারি । আর মার্কেটে যে ক্যান্ডেল গুলো উর্ধমুখী হয় সেগুলোকে বুলিশ ক্যান্ডেল আর মার্কেটে যে ক্যান্ডেল গুলো নিম্মুনখী হয় সেগুলোকে বিয়ারিশ ক্যান্ডেল বলে । আশা করি আমরা ব্যাপার*্যটি সবাই স্পষ্ট ভাবে বুঝতে সক্ষম হয়েছি ।
Aunik
2015-09-27, 08:03 AM
বুলিস এবং বিয়ারিশ কিভাবে এলো তার সথিকিতিহাস আমার জানা নাই ।। তবে এটা বলতে পারি এটা খুবি অল্লপ কই বছর হলো চালূ হয়েছে ।। যখন থেকে আমরা কেন্ডেলিস্টিক চার্ট ব্যাবহার করি তখন থেকে ।। আগে ফরেক্স মার্কেট এ লাইন চার্ট ব্যাবহার হতো ।। এতে মার্কেট সঠিক ভাবে বুঝা যেতো না ।। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জাপানিরা অনেক এনালাইসিস করি কেন্ডেলিস্টিক মার্কেট এর চার্ট উদ্বভাবন করেছে ।।
onlyfx
2015-10-24, 05:03 PM
বুল্লিশ ও বিয়ারিশ শব্দ দুটি যথাক্রমে বুল এবং বিয়ার এই শব্দ দুটি থেকে এসেছে । মার্কেট বুল্লিশ বলতে বুঝায় মার্কেট এখন উর্ধমুখী আর মার্কেট বিয়ারিশ বলতে বুঝায় মার্কেট এখন নিম্নমুখী । আর এর সাথে সংগতি রেখে আপ ক্যান্ডেল গুলোকে বুল ক্যান্ডেল এবং ডাউন ক্যান্ডেল গুলোকে বিয়ার ক্যান্ডেল বলে । প্রথম দিকে আমি এই দুইটি ব্যাপার গুলিয়ে ফেলতাম কিন্তু এখন আর এ সমস্যা হয় না । আশা করি আপনাদেরও মনে থাকবে আর আমার মত ভুলে যাবেন না ।
basaki
2016-02-20, 03:03 PM
ফরেক্স মার্কেট হচ্ছে একটা সাগরের মত আপন যতই দিন পার করবেন ততই আপনি আপনার জ্ঞানের পরিধি বাড়াতে পারবেন।কারন আপনি যদি সব কিছু জানেন তবে ফরেক্স সম্পর্কে আপনার ধারনা অনেক বেশি হবে। আমি নিজেও এই ব্যবপারে কোন কিছু জানি না। তবে ফরেক্স মার্কেট করতে হলে এটা জানা ধরকার।
sharifulbaf
2016-03-28, 02:24 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আমরা বুলিশ আর বিয়ারিশ শব্দ ব্যাবহার করে থাকি,ফরেক্স মার্কেট যখন উপরের দিকে উঠে সে সময় আমরা কেন্ডেল স্টিক চার্টের ক্যান্ডেল কে বুলিশ বলে থাকি,আবার মার্কেট যখন।নিচে নামতে থাকে সে সময় ক্যান্ডেল স্টিক চার্টের ক্যান্ডেল কে আমরা বিয়ারিশ বলে থাকি,।
niloyjahan88
2016-03-28, 04:05 PM
বুলিশ ও বিয়ারিশের ব্যপারে তেমন জানিনা ।এটা যদি জানতে পারতাম তবে অনেক উপকার হত।
Tanmoi
2016-08-15, 05:10 PM
শব্দ দুটো সর্বপ্রথম ফরেক্সে এসেই শূনেছি।ফরেক্স ট্রেডের ঊর্ধ্মুখি কেন্ডেল গুলোকে বলা হয় বুলিশ কেন্ডেল এবং নিম্নগামী কেন্ডেল গুলাকে বলা হয় বিয়ারিশ কেন্ডেল।
শিমুলআক্তার
2016-08-15, 08:49 PM
হ্যা দাদা বুলিশ এবং বিয়ারিশ হল ফরেক্স মার্কেটে বহুল ব্যবহারিত দুটো শব্দ আথাৎ এটি হল পরেক্স ট্রেডিংয়ের দু্ ি রকম ক্যান্ডেলের নাম অর্থাৎ দাম বাড়ার জন্য বা উঠার জন্যযে ক্যান্ডেলের তৈরী হয় তাকে বলি বুলিশ আর দাম পতন জনিত কারনে যে ক্যান্ডেল তৈরী হয় তাকে বিয়ালিশ ক্যান্ডেল বলে, ধন্যবাদ।
Realifat
2016-08-20, 09:37 AM
বুলিশ এবং বিয়ারিস শব্দ দুটি দ্বার মার্কেটের অবস্থা উর্ধমুখী না নিম্নমুখী তা বোঝানো হয়।বুলিশ শব্দটি এসেছে বুল থেকেকে।মার্কেট যখন উর্ধমুখি থাকে তখন আমরা বুলিশ মার্কেট আর যখন মার্কেট নামতে থাকে তাকে আমরা বিয়ারিস মার্কেট বোঝায়।উর্ধমুখি ক্যান্ডেল গুলো বুলিশ ক্যান্ডেল আর নিম্ন মুখী ক্যান্ডেলগুলোকে বিয়ারিস ক্যান্ডেল বলা হয়।
md arif khan
2016-08-20, 03:16 PM
আমি ফরেক্স এ নতুন।আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে জানার এবং শেখার কোন শেষ নেই।আপনি যে দুটি শব্দের ব্যাপারে জানতে চেয়েছেন আসলে সে ব্যাপারে আমার তেমন কিছু জানা নেই এবং সত্য কথা বলতে কি আমি এই ব্যাপারে প্রথম জানলাম। আপনাদের বিসতারিত জানানোর জন্য ধন্যবাদ।
RUBEL MIAH
2017-04-27, 06:11 PM
আমি যদিও বুলিশ ও বিয়ারিশের কথা আগে শুনেছি তবে এ ব্যপারে তেমন জানিনা । এব্যপারে জানার ইচ্ছা আছে । মার্কেট বুল্লিশ বলতে বুঝায় মার্কেট এখন উর্ধমুখী আর মার্কেট বিয়ারিশ বলতে বুঝায় মার্কেট এখন নিম্নমুখী । আর এর সাথে সংগতি রেখে আপ ক্যান্ডেল গুলোকে বুল ক্যান্ডেল এবং ডাউন ক্যান্ডেল গুলোকে বিয়ার ক্যান্ডেল বলে ।
Mamun13
2017-04-27, 08:54 PM
বুল থেকে বুলিশ এবং বেয়ার থেকে বেয়ারিশ শব্দ দুটি এসেছে৷এই বুল হলো মার্কেটে ক্রেতাদের আগমন অর্থাৎ ক্রেতাগণ এখন অধিক হারে ক্রয় করবে৷এই অবস্হাকেই বুলিশ মার্কেট বলে৷আবার মার্কেটে যখন বিক্রেতাদের বেশি আগমন ঘটে তখনকার অবস্হাকে বেয়ারিশ মার্কেট বলে৷এই বুল হচ্ছেন ক্রেতাগণ এবং বেয়ার হচ্ছেন বিক্রেতাগণ৷
uzzal05
2017-05-23, 03:44 PM
ফরেক্স মার্কেট এ দুইটা শব্দ খুবই পরিচিত। মারকেয়ত এ যখন বাইয়ার এর চাপ বেশি থাকে তখন বুল্লিশ ক্যান্ডলস্টিক গঠিত হয়। আর যখন মার্কেট এ সেলার এর চাপ বেশি থাকে তখন আপনার বিয়ারিশ ক্যন্ডলস্টিক গঠিত হয়।
md mehedi hasan
2018-12-25, 07:15 AM
ফরেক্স মার্কেট যখন আপ ট্রেন্ড গঠন করতে যে ক্যান্ডেল গঠন করে তাকে বুলিশ ক্যান্ডেল বলে।আবর মার্কেট যখন ডাউন্ড হয় যে কেন্ডাল গঠন করে তাকে বেয়ারিশ কেন্ডাল বলে।আমিও সঠিক ভাবে জানিনা বুলিশ ও বিয়ারিশ শব্দদুটি ফরেক্স মার্কেট কিভাবে আসলো।আমার মনে হয় যখন জাপানিরা কেন্ডালসটিক আবিষ্কার করে তখন বুলিশ ও বিয়ারিশ শব্দদুটি ফরেক্স মার্কেট আসে।
SkAbdullahaAlMamun464893
2018-12-25, 09:26 AM
বুলিশ এবং বেয়ারিশ এই শব্দ দুটির সাথে অনেকেই পরিচিত আবার অনেকেই এটি নতুন শুনেছে আসলে ফরেক্স মার্কেটে জানার এবং শেখার কোন শেষ নেই। কোন একটি বিশেষ কারেন্সি পেয়ার যখন উপরে উঠতে থাকে তখন ফরেক্সের ভাষায় তাকে বুলিশ বলে অবিহিত করা হয় আর যখন ঐ কারেন্সি নিচের দিকে নামতে থাকে তখন তাকে বেয়ারিশ বলে অবিহিত করা হয়।ক্যান্ডেলস্টি কে বিবেচনা করে বলতে হলে উদ্ধমুখী ক্যান্ডেলকে আমরা বুলিশ এবং নিম্নমুখী ক্যান্ডেলকে আমরা বেয়ারিশ বলতে পারি।
Md_MhorroM
2018-12-25, 08:16 PM
আপনারা নিশ্চই লক্ষ করে দেখবেন ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আমরা বুলিশ আর বিয়ারিশ শব্দ ব্যাবহার করে থাকি,ফরেক্স মার্কেট যখন উপরের দিকে উঠে সে সময় আমরা কেন্ডেল স্টিক চার্টের ক্যান্ডেল কে বুলিশ বলে থাকি,আবার মার্কেট যখন।নিচে নামতে থাকে সে সময় ক্যান্ডেল স্টিক চার্টের ক্যান্ডেল কে আমরা বিয়ারিশ বলে থাকি,।
habibi
2018-12-26, 06:09 PM
ফরেক্স বুল এবং বিয়ার মুলত এসেছে এই প্রাণী দুটির শত্রুকে আক্রমণ করার ধরন অনুযায়ী। বুল বা ষাঁড় যখন শিং দিয়ে নিচ থেকে উপরের দিকে গুঁতো দিয়ে আক্রমণ করে এবং বিয়ার বা ভাল্লুক দাঁড়িয়ে থাবা দিয়ে উপর থেকে নিচের দিকে আক্রমন করে। এই একই ঘটনা ফরেক্স মদ্রা জোড়ার মধ্যে হয়ে থাকে। বুল মার্কেট হল ফরেক্স বা শেয়ার মার্কেটের ঊর্ধ্বগতিশীল মার্কেট। আপরদিকে বেয়ার মার্কেট হল ফরেক্স বা শেয়ার মার্কেটের নিম্নমুখী মার্কেট।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.