View Full Version : ফরেক্স ট্রেডিং করার লক্ষ....
salim16
2015-06-26, 09:48 PM
আপনার বাৎসরিক ফরেক্স ট্রেডিং এর লক্ষ কি কি ? , আপনার মাসিক ট্রেডিং এর লক্ষ কি কি?
daredevilcps9
2015-06-26, 09:55 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে ঝুকিঁর পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। আমার মতে প্রতি মাসে একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে 100 ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
mpapayar
2015-06-26, 10:37 PM
ফরেক্স এ ঝুকি কম নিয়ে কাজ করা উচিৎ ।তাহলে লাভের মুখ দেখা যাবে । একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
raju0000
2015-06-26, 11:09 PM
আসলে আমি প্রতিদিন এর ভিন্ন ভিন্ন লক্ষ রাখতে পছন্দ করি, তাতে আমি প্রতিদিনের ট্রেডিং সিস্টেম এবং এনালাইসিস প্রতিদিন করতে পছন্দ করি, তবে সাপ্তাহিক এবং মাসিক একটা হিসেব রাখি, আমার আপাতত মাসিক আয় অনুজাই সপ্তাহে ২৫ ডলার করে হয়, আমার লক্ষ হলো আমি চাই আমি যেন প্রতি দিন ১০ ডলার করে আয় করতে পারি, এবং মাসে ২০০ ডলার এর অধিক উপার্জনে সক্ষম হই.
RichMahfuz
2015-06-27, 12:59 AM
আমার দিনে টার্গেট ১০ ডলার, মাসে ৩০০ ডলার তবে ভবিষ্যতে আরও বেশি কিছু পাওয়ার ইচ্ছা আছে। এজন্ন ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য দেমর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। তাই ফরেক্স শেখার কোন বিকল্প নাই।
TselimRezaa
2015-06-27, 11:35 AM
ফরেক্সে সবাইকেই একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। শুরুতে যদি সবাই লক্ষ্য ঠিক করে নেয় তাহলে লক্ষ্যে পৌছানোর জন্য একটা তাগাদা থাকবে, নিজের ট্রেডিং টাও শৃঙ্খলাবদ্ধ হবে। ফরেক্সে টার্গেট দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক এই সকল ধরনের হয়। একের পর এক টার্গেট ফিল আপ করে এগিয়ে যেতে হয়। লক্ষ্য পূরন হলেই একজন সফল।
accbccfx
2015-06-27, 03:32 PM
ফরেক্স এ ট্রেডিং করার লক্ষ্য অনেক রয়েছে। আর তাহলো আমরা ফরেক্স ট্রেডিং করে অনেক কিছু যানতে পারছি অনেক কিছু শিক্ষতে পারছি অনেক কিছু সম্পকে অনেক ধারনা পাচ্ছি আর আমরা কোন দেশে কোন মুদ্রার কি নাম সেটা যানতে পারছি। কোন মুদ্রার কোন দেশে কত দাম আমরা সেটা যানতে পারছি ফরেক্স এ ট্রেডিং করে আমরা অনেক টাকা উপার্যন করতে পারছি আরও অনেক কিছু।
BD ONLINE
2015-10-12, 10:43 PM
প্রত্যেক কাজ শুরু করার আগেই তার একটা লক্ষ নিধারন করে রাখা উচিত। আমিও আমার চলার পথে সব কিছুরই লক্ষ নিধারন করে তারপর করে থাকি। ঠিক তেমনি ফরেক্স এ ও আমার লক্ষ আছে। আমি ফরেক্স থেকে মাসে ৩০-৪০ ডলার আয় করতে চাই। এবং এ বছর শেষে ভাল একটা ডিপোজিট গড়ে তুলতে চাই।
AbuRaihan
2015-10-12, 10:50 PM
লক্ষ্য নির্ধারণ করে তার পথে এগিয়ে যাওয়াই হল একজন সফল মানুষের অন্যতম প্র্রধান গুণ । যে কোন কাজে একটা লক্ষ্য নির্ধারণ করতে পারলে সে ক্ষেত্রে লাক্ষ্য অর্জন অনেক বেশি দ্রুত হয় এবং সে কাজে সফল হওয়া যায় । ফরেক্সে আমার একটা বাৎসরিক লক্ষ্য আছে এবং তা হল আমি বৎসর শেষে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাই । এছাড়াও আমার মাসিক এবং সপ্তাহিক কিছু লক্ষ্য আছে যা আামাকে আমার নিদ্দিষ্ট গন্তব্য পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ ।
shohag101
2015-10-12, 10:55 PM
ফরেক্স এ কোন লক্ষ নাই, পতি নীয়ত মার্কেট থেকে কিছু সিখার মনোভাব নিয়া।
ট্রেড করলে পতি মাসে অ্যাকাউন্ট এর টাকা দিগুন করা যায়।
M M RABIUL ISLAM
2015-11-20, 11:19 PM
ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য দেমর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে।
RAIHAN MOLLAH
2015-11-21, 01:01 AM
একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। তাই ফরেক্স শেখার কোন বিকল্প নাই।
dilip07
2015-11-21, 01:21 AM
ফরেক্স ট্রেডিং করার মুল লক্ষ হল আপনার জ্ঞনের পরিসীমা বৃদ্ধি করা । কারন আপনি যত ট্রেডিং করবেন তত অাপনার দক্ষতা বাড়বে এবং ট্রেডিং সম্নধে জ্ঞান অর্জন করবেন । তাতে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন এবং আপনি অাপনার উপার্জনের একটি লক্ষে পৈছাতে পারবেন।
Alif777
2015-11-21, 01:40 AM
ফরেক্স ট্রেডিং করার মূল লক্ষ হলো ফরেক্স থেকে নিজেদেরকে স্বাবলম্বি করে তোলা। আর তাই আমাদের স্বাবলম্বি হতে হলে আগে আমাদের লক্ষ থাকতে হবে আমরা যাতে একজন দক্ষ ট্রেডার হতে পারি। তাই সেজন্য আমাদের বেশি বেশি প্রাকটিস করতে হবে যাতে আমরা দক্ষ হতে পারি।
Mintuhossen93
2015-11-21, 01:46 AM
আমার ফরেক্স ট্রেডিংয়ের মূল লক্ষ হল এই প্লাটফর্মে সফলতার সাথে টিকে থাকা আর সেই লক্ষে আমি ফরেক্সে ট্রেড করি সকল প্রকার ট্রেডিং কেৌশল যথাযথো ভাবে অনুসরন করে। আমি এই বছর ফরেক্স ট্রেডিংয়ে সে পরিমান প্রফিটের লক্ষ মাত্র ঠিক করেছিলাম তা আমি এই বছর অর্জন করতে পারিনি তবে একেবারে ব্যার্থও হইনি।
dinner
2015-11-21, 07:30 PM
ফরেক্স একটি ব্যবসা এখানে কাজ করে আমরা টাকা আয় করে থাকি ।আমরা ফরেক্স ট্রেডিং করে অনেক কিছু যানতে পারছি অনেক কিছু শিক্ষতে পারছি অনেক কিছু সম্পকে অনেক ধারনা পাচ্ছি আর আমরা কোন দেশে কোন মুদ্রার কি নাম সেটা যানতে পারছি। কোন মুদ্রার কোন দেশে কত দাম আমরা সেটা যানতে পারছি ফরেক্স এ ট্রেডিং করে আমরা অনেক টাকা উপার্যন করতে পারছি আরও অনেক কিছু। ফরেক্স একাজ করে আমরা জীবন গড়তে শিখেছি ।
palash
2015-11-21, 08:57 PM
কজন ফরেক্স ট্রেডার হিসেবে আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত।ট্রেড করলে পতি মাসে অ্যাকাউন্ট এর টাকা দিগুন করা যায়। ফরেক্সে আমার একটা বাৎসরিক লক্ষ্য আছে এবং তা হল আমি বৎসর শেষে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাই । এছাড়াও আমার মাসিক এবং সপ্তাহিক কিছু লক্ষ্য আছে যা আামাকে আমার নিদ্দিষ্ট গন্তব্য পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ ।
WALID HASAN
2015-11-29, 05:37 PM
ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। ফরেক্স এ ট্রেডিং করার লক্ষ্য অনেক রয়েছে। আর তাহলো আমরা ফরেক্স ট্রেডিং করে অনেক কিছু যানতে পারছি অনেক কিছু শিক্ষতে পারছি অনেক কিছু সম্পকে অনেক ধারনা পাচ্ছি .
Marufa
2015-11-29, 05:40 PM
আসলে লক্ষ্য এমন হতে হবে যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় । বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে সেই লক্ষ্য কখনওই সফল হওয়া যায় না । আমার লক্ষ্য ট্রেডিং করার মত খুব ভাল একটি ব্যালন্স এবং ব্যাকআপ ব্যালেন্স তৈরি করা ।
HKProduction
2015-11-29, 05:57 PM
আপাতত আমার লক্ষ্য ফরেক্স শিখা। আমি এটাকে ভালভাবে বুঝতে ও শিখতে চাই। আমাদের দেশে ফরেক্স একটি সম্পূর্ণ নতুন ব্যবসা। অনলাইনে আয় ও সহজে আয় করে প্রতিষ্ঠা লাভ করার জন্য এটি একটি সম্ভাবনাময় কাজ। আমি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে কাজ করছি।
MotinFX
2015-11-29, 06:02 PM
যে কোন কাজ করার পুর্বে তার একটা লক্ষ থাকে ফরেক্স মার্কেটে আসার আগে আমি আমার লক্ষ স্হীর করেছি যে ফরেক্স কে আমার পেশা হিসাবে নিব। তাই সেই লক্ষে কাজ করে যাচ্ছি আমার টার্গেট প্রতিমাসে একশ ডলার আয় করা।
golam0000
2015-11-30, 06:42 PM
ফরেক্স ট্রেডিং এ কাজ করে অনেক স্বপ্ন দেখি যেগুলো আমার লক্ষ্য ও বলা যেতে পারে.আমার মাসিক লক্ষ্য হলো এই ট্রেডিং মনে দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাব.এর মাধ্যমে আমি আমর ফ্যামিলি তেও একটা ম্যাসেজ দিতে চাই জ ট্রেডিং থেকেসফল হয়ে কিছু করা সম্ভব.আর বাত্সরিক প্লান হলো সফল একজন ত্রাদের হয়ে নিজের জায়গা ট্রেডিং এ স্ট্রং করা.
sumekus
2015-12-02, 07:39 PM
ফরেক্স এ ট্রেডিং করার লক্ষ্য অনেক রয়েছে। লক্ষ্য নির্ধারণ করে তার পথে এগিয়ে যাওয়াই হল একটা ভালো গুণ। একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
Ekram
2015-12-02, 07:46 PM
আপনার বাৎসরিক ফরেক্স ট্রেডিং এর লক্ষ কি কি ? , আপনার মাসিক ট্রেডিং এর লক্ষ কি কি?
একজন নতুন ট্রেডার হিসাবে আমার লক্ষ্য হল ফরেক্স ট্রেড যেন আরও ভাল ভাবে যেন শিখতে পারি। আর তাছাড়া একজন নতুন হিসাবে মাসে ১০০ থেকে ১২০ ডলার পর্যন্ত আয় হলে চলবে। তবে আমার অবশ্যই টার্গেট থাকবে ধরে ধিরে যেন আমার আয়ের পরিমান বারাতে পারি।
Ekram
2015-12-02, 07:59 PM
ফরেক্স এ ট্রেডিং করার লক্ষ্য অনেক রয়েছে। লক্ষ্য নির্ধারণ করে তার পথে এগিয়ে যাওয়াই হল একটা ভালো গুণ। একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
নতুন ফরেক্স ট্রেডার হিসাবে আসলে ১২০ ডলার আমিও মনে করি ঠিক আছে। তাছাড়া লক্ষ্য একটা থাকতেই হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যদিও আমরা একটা নির্ধারিত লিমিট দিয়ে দিব অর্থাৎ স্টপ লস আর টেক প্রফিট যেন দেওয়া থাকে। কারন ট্রেড কখন কোনদিকে দিকে টার্ন নেয় বলাটা দুষ্কর হয়ে যায় অনেক সময় ।
samrat
2015-12-02, 08:12 PM
ফরেক্স ট্রেডিং করার লক্ষ টাকা ইনকাম করা । তবে তা করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় । আমরা ফরেক্সে যদি লাভ করতে চাই তাহলে আমাদের আগে ডেমো ভালো ভাবে করতে হবে ।
যা আমাদের ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে ।
sharifulbaf
2015-12-30, 11:48 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে লক্ষ নিয়ে ফরেএক্স ট্রেডিং করা ভাল,আমি ফরেক্স মার্কেট এ যা ডিপোজিট করেছি,আমার টার্গেট হল প্রতিমাসে আমার ডিপোজিট এর ১০% প্রফিট করা তাই আমি ট্রেড করার পরে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করি।
MdRazu128890
2015-12-30, 11:52 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে লক্ষ ঠিক করে নেওয়াটা বেম জরুরী বলে আমি মনে করি কারন লক্ষবিহীন কোন কিছুই সুফল এনে দিতে পারে না। আমি মাসিক একটি লক্ষ নিয়ে ফরেক্সে ট্রেড করে থাকি আমি যে অ্যাকাউন্টটি নিয়ে বর্তমানে কাজ করছি সেখানে আমার ১০০ ডলার আছে এবং আমি ঐ ডলার দিয়ে মাসে ৮০ ডলার প্রফিটের লক্ষমাত্রা নিয়ে ট্রেড করি।
kawsar302
2016-01-02, 11:56 PM
সবার যেটা লক্ষ থাকে আমার ও সেটাই করতে চাই। কারন ফরেক্স মার্কেট এ কাজ করে সবাই অনেক টাকা আয় করতে চাই।। অনেক কিছু শিখতে চাই ফরেক্স মার্কেট কাজ করে ভাল টাকা আয় করটা মুল ইচ্ছা।
HKProduction
2016-01-03, 09:16 AM
আমি এখনও কোন লক্ষ্য স্থির করিনি। কেননা আমি এই মার্কেটে খুবই নতুন। আমার আপাতত প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি কি করে আমার লসকে কমিয়ে একে বারে জিরোতে আনতে পারি। আমি যদি আমার লক্ষ্যে পৌঁছতে পারি তাহলে এটাই আমার জীবনের অসাধ্য সাধন।
MotinFX
2016-01-03, 10:24 AM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি তাই এখনো শিখতেছি তারপরও আমার একটি লক্ষ আছে আমি এখান থেকে মাসে আমার খরচ বের করব। এখনো পর্যন্ত এক ডলার বের করতে পারিনাই।
Ekram
2016-01-03, 11:08 AM
আসলে আমি প্রতিদিন এর ভিন্ন ভিন্ন লক্ষ রাখতে পছন্দ করি, তাতে আমি প্রতিদিনের ট্রেডিং সিস্টেম এবং এনালাইসিস প্রতিদিন করতে পছন্দ করি, তবে সাপ্তাহিক এবং মাসিক একটা হিসেব রাখি, আমার আপাতত মাসিক আয় অনুজাই সপ্তাহে ২৫ ডলার করে হয়, আমার লক্ষ হলো আমি চাই আমি যেন প্রতি দিন ১০ ডলার করে আয় করতে পারি, এবং মাসে ২০০ ডলার এর অধিক উপার্জনে সক্ষম হই.
সপ্তাহে ২৫ ডলার একেবারে মন্দ নয় । আপনার এনাল্যসিস হয়তো সঠিক হচ্ছে তাই উপারজন মুটা মুটি ভাল করছেন। আসলে প্রতিদিন যদি আমরা সঠিক পরজবেক্ষন করে ট্রেড করি তাহলে হয়তো আমরা প্রতিদিন ই কোন না কোন ভাবে লাভবান হতে পারব। প্রতিদিন টাকে যদি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি আর প্রতিদিনের ট্রেড কে সঠিক এনাল্যসিস করতে পারি তাহলে কোন না কোন ভাবে আমরা লাভের চেহারা আশা করি দেখতে পারব।
HKProduction
2016-01-03, 12:54 PM
একজন নতুন ট্রেডার *হিসেবে স্বপ্ন দেখতে কোন খরচ নেই। 2016 সাল এক বৃহৎ পরিকল্পনার বছর। যদি আমি আমার সততা ও ফোরামের আন্তরিক সহায়তা নিয়ে এক বছরে 2500 ডলার বোনাস করতে পারি তাহলে এর প্রফিট থেকে 1000 ডলারের একটি নিজস্ব ফান্ড করার লক্ষ্য নিয়েছি। আমিন।
RUBEL MIAH
2016-02-05, 10:26 AM
ফরেক্স ট্রেডিং করার একমাত্র লক্ষ্য হল জীবনকে উন্নতি এবং সফলকাম করা । ফরেক্স ট্রেডিং করে আমরা সব সময় এই চিন্তা করব তাহলে অবশ্যই জীবনকে উন্নতি করতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তারপর এই ব্যবসা করব ।
lotifahelen
2016-02-05, 12:47 PM
ফরেক্স এ ঝুকি কম নিয়ে কাজ করা উচিৎ ।তাহলে লাভের মুখ দেখা যাবে । ফরেক্স এ কোন লক্ষ নাই, পতি নীয়ত মার্কেট থেকে কিছু সিখার মনোভাব নিয়া।
Sahed
2016-02-05, 04:26 PM
যে কোন কাজে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত । এতে করে কাজটিতে সফলতা লাভ করা সহজ হয় । ফরেক্স মার্কেটেও আমার একটি নির্দিষ্ট লক্ষ রয়েছে । ২০১৬ সালে আমার ফরেক্স মার্কেটে লক্ষ হচ্ছে মার্কেট সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন এবং আমার একাউন্ট ব্যালেন্সকে কমপক্ষে ১০০০ ডলারে উন্নিত করা ।ধন্যবাদ ।
razu777
2016-02-09, 07:01 PM
আমি মনে করি ফরেক্স এ ঝুকি কম নিয়ে কাজ করা উচিৎ ।তাহলে লাভের মুখ দেখা যাবে । একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
Vision
2016-02-09, 07:16 PM
আসলে ফরেক্স করলেই কেউ প্রকৃত ট্রেডার হতে পারে না । কারণ ট্রেডার কথাটা খুব ছোট মনে হল এর অর্থ অনেক গভীর । আর ফরেক্স মার্কেটে অনেক স্টেপের ট্রেডার আছে । কেউ আছে অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ । আবার অনেক আছে মধ্যম মানের ট্রেডার । আবার সম্পূর্ণ নতুন ট্রেডারও অাছে । আর আমি সম্পূর্ণ নতুন ট্রেডার । তাই একজন নতুন ট্রেডার হিসেবে আমার প্রধান ও অন্যতম লক্ষ্য হল নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার রুপে গড়ে তোলা ।
Realifat
2016-02-10, 08:00 AM
বর্তমানে আমি একজন নতুন এবং অনভিজ্ঞ ফরেক্স ট্রেডার।ফরেক্স বিষয়ে অনেক কিছুই জানতে বাকি আছে আমার।এজন্য আমার লক্ষ্য হচ্ছে এই বছরে ভালোভাবে ফরেক্স সমগ্র বিষয়ে শিক্ষালাভ করেকরে ভালোভাবে ফরেক্স শিখা।কারন অনেক অভিজ্ঞ ট্রেডারই বলেছে আগে ভালোভাবে শিখে তারপর বুঝেশুনে ট্রেডিং করা ভালো।এজন্য বর্তমান বছরে আমার লক্ষ্যটা ভালোভাবে ফরেক্স শিখা।
real80
2016-02-10, 12:07 PM
ফরেক্স ট্রেডিং একটি লাভজনক ব্যবসা।সবাই চায় ফরেক্স বিজনেস করে স্বাবলম্বী হতে। নিজের পায়ে নিজেই দাঁড়িয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে। প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বেই তার জন্য একটি লক্ষ্য থাকা উচিত। ফরেক্স ট্রেডিং করার জন্য ও সবারই কিছু না কিছু লক্ষ্য থাকে। নিজের এই চাহিদা মতন স্থানে পৌঁছানোর জন্য নিয়ম মতন ট্রেডিং করতে হবে। লোভ সামলিয়ে ট্রেডিং করে যেতে হবে। দইনিক,সাপ্তাহিক,মাসিক ভিত্তিতে নিজের চাহিদা পুরনের জন্য ট্রেড করতে হবে।
basaki
2016-03-08, 11:05 AM
যে যে কথাই ব্লুক না কেন আমি মনে করি ফরেক্স মার্কেটে একজন ফরেক্স ট্রেডার ফরেক্স ট্রেড করে একটি লক্ষে সেটি হল ফরেক্স ট্রেড করে অনেক টাকা পয়সা কামানোর উদ্দেশে।আর যদি কেউ এর বাইরে কোন কথা বমে তবে আমি মনে করি সেটা হবে মিথ্য কথা। আমি এই উদ্ধেশ্যই ফরেক্স ট্রেড করি।
ফরেক্স ট্রেডিং করার লক্ষ্য হল নিজেকে একজন প্রতিষ্টিত ট্রেডার বানানো ও এখান থেকে পর্যাপ্ত পরিমাণে লাভ করা । আর এখান থেকে লাভ করা তথা ইনকাম করার জন্যই ট্রেডাররা এসে থাকে । তাই আমাদেরক এ বিষয়ে অনেক বেশি পরিমাণে সচেতন থাকতে হবে যে আমরা যেন নিজেদের লক্ষ্য পুরণের জন্যেই কাজ করি । এতে করে অামরাই লাভবান হব ।
sheam
2016-10-27, 12:52 AM
ফরেক্স ট্রেডিং করার মুল লক্ষ হল আপনার জ্ঞনের পরিসীমা বৃদ্ধি করা । কারন আপনি যত ট্রেডিং করবেন তত অাপনার দক্ষতা বাড়বে এবং ট্রেডিং সম্নধে জ্ঞান অর্জন করবেন । তাতে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন এবং আপনি অাপনার উপার্জনের একটি লক্ষে পৈছাতে পারবেন।
soniaakter
2016-10-30, 02:23 PM
ফরেক্স মার্কেটে আমি ট্রেডিং করে যাচ্ছি কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাতে ভাল ফরেক্স ট্রেডার হতে পারি এর জন্য ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাচ্ছি।যদি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে পারি তাহলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি, তাই আমাদের ভাল করে ফরেক্স করতে হবে।
sohrab
2016-10-30, 02:32 PM
ফরেক্স ট্রেডিং এর লক্ষ্য হওয়া উচিৎ ফরেক্স ট্রেডিং শিখে ভাল ট্রেডার হওয়া ।প্রতিটি ট্রেডারের উচিৎ প্রথমে শেখার প্রতি গুরুত্ব দিয়ে ট্রেড করা এবং শিক্ষা অর্জনের মাধ্যেমে দক্ষ হয়ে উঠা । কেননা দক্ষ হলে মার্কেট এনালাইসিস করা শিখে যায় এবং মানি ম্যনেজমেন্ট করতে পারে । ভাল ট্রেডারই পারে ট্রেড করে লাভ করতে বা আয় করতে ।
Bangle
2016-10-30, 10:27 PM
আমি ফরেক্সে নতুন আমি বর্তমানে ডেমোতে ট্রেড অনুশীলন করছি। আমি ট্রেড শিখে যখন রিয়েল ট্রেড ে জাব তখন আমার মাসিক টার্গেট থাকবে ১০০ ডলার আয় করা এবং বাসসরিক আয়ের টার্গেট থাকবে ১০০০০ ডলার। আমি জানি আয় টার্গেট পুরন করতে আমাকে অনেক কষ্ট করতে হবে। আমি ফরেক্স থেকে টাকা আয় করতে যে কোন কষ্ট হাসি মুখে মেনে নিতে রাজি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
Competitor
2016-10-30, 10:56 PM
পূর্বের মাসের তুলনায় বর্তমান মাসে ঠিক কতটা ভাল করতে পারছি সেটাই নির্ধারণ করা হল আমার মাসিক টার্গেট । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেকে প্রস্তুত করতে হবে এই মার্কেটের জন্য । যত বেশি নিজেকে প্রস্তত করা যাবে তত বেশি পরিমাণে এগিয়ে যাওয়া যাবে । আর ফরেক্স থেকে লাভবান হতে হলে সুনিদ্দিষ্ট লক্ষ্য ঠিক করা উচিত ।
MONIRABEGUM8080
2016-10-30, 11:04 PM
আমি নিজে স্বাভলম্বি হতে চাই এবং আমি চাই ঘরে বসেই আয় করতে আর সেই লক্ষকে বাস্তবায়নের জন্যই আমি ফরেক্সে ট্রেড করতে এসেছি আমি জানি যে আমি এক সাথে এখান থেকে কোটিপ্রতি হতে পারব না তবে আমি নিশ্চিই যে একান থেকে আমি অল্প অল্প করে সামনের দিকে এগ্রিয়ে যাওয়ার অনুপ্রেরনা নিশ্চিই পাব।
udaydebnath
2016-11-03, 12:34 PM
আমার প্রথম লক্ষ্য হল আমি প্রতি মাসে 250 ডলার করে আয় করব এই ফোরামে পোষ্ট করে। দুইমাসে 500 ডলার তার পর সেই ডলার দিয়ে ইনষ্টাফরেক্সে ট্রেড শুরু করব। রিয়েল ট্রেড করার জন্য এর চেয়ে ভাল আর কোন ব্রোকার নাই।
MoinFX
2016-11-03, 02:37 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার একটা লক্ষ স্হির করতে হবে তাহলে আপনি ফরেক্স থেকে সফলতা পাবেন। ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে যেমন ডেমো প্রেকটিস করতে হবে, মানি মেনেজমেন মানা জানতে হবে।
ফরেক্সে আমার লক্ষ দীর্ঘদিন টিকে থাকা। তাহলে লাভ আসবেই।
ফরেক্স এ ট্রেডিং করার লক্ষ্য অনেক রয়েছে। লক্ষ্য নির্ধারণ করে তার পথে এগিয়ে যাওয়াই হল একটা ভালো গুণ। একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
uzzal05
2016-11-24, 10:41 PM
ট্রেড করার আগে আমাদের একটা লক্ষ্য থাকবে। আমরা কত লাভ বা লোকসান হলে ট্রেডটি ক্লোজ করে দিব। কারন লক্ষ্য ব্যতীত কোন কাযে সফল হওয়া সম্ভব না। সব সময় একটা টার্গেত ণীয়ে কায কোড়টে হবে। আমী মাসে কত হলে আমার পর্যাপ্ত লাভ হবে।
MdMintuHossen692
2016-11-24, 10:51 PM
ফরেক্স হল একটি শেয়ার ব্যবসা আর ব্যবসা করতে হলে সর্বপ্রথম তাকে তার লক্ষ স্থির করতে হয় , মানুষের প্রতিটি কাজ একটি সুনিদিৃষ্ঠ লক্ষ রেখে শুরু করতে হয় তাই ফরেক্স র্মাকেটিং করতে হলে অাপনাকে একটি সুনিদিৃষ্ঠ লক্ষ স্থির করে ফরেক্স র্মাকেটিং শুরু করতে হবে লক্ষ পূরনের জন্য একটি নিদৃিষ্ঠ সময় বেধে দিতে হবে তা হলে আপনি আপনার লক্ষে পৈছাতে পারবেন ।
Puja Roy
2016-11-24, 10:51 PM
একজন ফরেক্স ট্রেডার এর দিনে ২০-২৫ পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে ঝুকিঁ অনেক কম থাকে। আমার মতে প্রতি মাসে একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১০০-১৫০ ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে। বেশি লোভ করা ভাল নয়।
bank1
2016-11-24, 11:01 PM
ফরেক্স ট্রেডিং করে আয়ের ব্যবস্থা করা যায়। অর্থাৎ, ফরেক্স ট্রেডিং-এর মাধ্যমে আপনি নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। আপনি চাইলে ফরেক্সে উপর ভালভাবে দক্ষতা অর্জনে করে ফরেক্স ট্রেডিংকে পেশা হিসেবে নিতে পারেন। নিজের এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। আশা করি প্রত্যেক ট্রেডারই নিজেকে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন। আমাদের লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং-এর মাধ্যমে নিজের ও দেশের উন্নতি সাধন করা।
riponhosen
2016-11-24, 11:03 PM
লক্ষ ছাড়া আসলে কোনো কিছু সঠিক ভাবে করা যায় না।যে কোন কাজ করার আগে আপনাকে লক্ষ স্থির করে নিতে হয় লক্ষ না থাকলে অন্ধকারে পথ চলার মতো কারণ যদি আপনার লক্ষ না থেকে যে আপনি কোন দিকে যাবেন সেক্ষেত্রে আপনি অন্ধের মত যেদিক খুশি সে দিকেই যাবেন যার কোনো ঠিকানা নাই।তাই সবার আগে যে কাজি করুন না কেনো আগে লক্ষ স্থির করে নিবেন সেটা যদি ফরেক্স ও হয়
Md Masud
2017-05-04, 04:11 PM
ফরেক্স ট্রেডিং করার অনেকগুলো লক্ষ্য রয়েছে । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব । অনেকের মত অামারও লক্ষ্য রয়েছে । অামি অবশ্যই এই ব্যবসা দিয়ে সফলতা অর্জন করতে পারব । অামরা অবশ্যই ফরেক্স মার্কেটে এ্যানালাইসিস করে তারপর কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
Mamun13
2017-05-04, 07:56 PM
আমার লক্ষ্য হলো মাসে যেন কমপক্ষে 5% প্রফিটে থাকতে পারি৷আমার কাছে এটাই বিশাল প্রফিট মনে হয়৷আর বৎসরে যেন 50% প্রফিট হয়৷আসলে আমি ব্যাক্তিগত ট্রেড করি খুবই কম৷প্রতি মাসে মাত্র ২ টা কি ৩ টা ট্রেড করি মার্কেটের পরিস্হিতি বুঝে৷মাঝে মাঝে এনালাইসিস ভুল হলে তখন লস খাই৷তাই প্রফিট কম হলেও অনেক খুশি থাকি৷আসলে এই মার্কেটে নিয়মিত এক ডলার করে হলেও যদি প্রফিটে থাকা যায় তাহলেই বিশাল সাকসেস !!!
riponinsta
2017-05-20, 03:39 PM
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি কারন আমি ফরেক্স মার্কেট এ ভাল করে শিখতে চাই আর আমি ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার ইনকাম করতে চাই প্রতিমাস এ যেমন ৫০০০ থেকে ১০০০০ ডলার, আমি এই টার্গেট করে ফরেক্স মার্কেট এ ট্রেড করছি আপনি আপনার টার্গেট করে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন দেখবেন আপনি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করছেন দিন দিন লাভ ও হবে আগের চেয়ে বেশি
uzzal05
2017-05-21, 05:22 AM
যা কোণ কাজ কাজ করার ক্ষেত্রে যদি কোন লক্ষ্য না থাকে তাহলে আমরা আমাদের টার্গেট পূরন করতে পারব না। আমার ফরেক্স ট্রেড করে মাসে ১৫০-২০০ ডলার আয় করতে পারলেই আমি খুশি। কিন্তু এর জন্য আমাকে অব্যশই পরিশ্রম করতে হবে।
uzzal05
2017-06-15, 07:38 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে একতা টার্গেট নিয়ে ট্রেড করতে হবে। টার্গেট না থাকলে কোন কাজে সফলতা পাওয়া সম্ভব না। আপনাকে সফল হতে হলে কাজে টার্গেট নিয়ে নামা উচিত। আমি এখন প্রতি মাসে ১০০০ টার্গেট এর আশা রাখি।
01797733223
2017-12-10, 06:35 PM
আসলে আমার মূল লক্ষ হল ভালভাবে ট্রেড করে ভাল ইনকাম করা । আর সেজন্য নিজের পদ্ধতিকে কিভাবে আরও ভালভাবে ফরেক্সে প্রয়োগ করা যায় সেই লক্ষে কাজ করা । কারন আমার ফরেক্সে কাজ করার উদ্দেশ্য বা লক্ষ হচ্ছে ভবিষতে যেন আমি একজন উন্নত ও ভাল মানের প্রফেশনাল ট্রেডার হতে পারি । কারন এখানে যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই জায়গায় যাওয়ার জন্য । সুতরাং লক্ষ হল সফলতা অর্জন করা ।
যে কোন কাজ করার পুর্বে তার একটা লক্ষ থাকে ফরেক্স মার্কেটে আসার আগে আমি আমার লক্ষ স্হীর করেছি যে ফরেক্স কে আমার পেশা হিসাবে নিব। তাই সেই লক্ষে কাজ করে যাচ্ছি আমার টার্গেট প্রতিমাসে একশ ডলার আয় করা।
আমার ফরেক্স ট্রেডিংয়ের মূল লক্ষ হল এই প্লাটফর্মে সফলতার সাথে টিকে থাকা আর সেই লক্ষে আমি ফরেক্সে ট্রেড করি সকল প্রকার ট্রেডিং কেৌশল যথাযথো ভাবে অনুসরন করে। আমি এই বছর ফরেক্স ট্রেডিংয়ে সে পরিমান প্রফিটের লক্ষ মাত্র ঠিক করেছিলাম তা আমি এই বছর অর্জন করতে পারিনি তবে একেবারে ব্যার্থও হইনি।
MINARULRFL100
2019-12-01, 11:56 PM
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করত্রছে তার একটায় কারন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।আর তার জন্য আমি কঠোর পরিশ্রম করে যাবো।আমার টার্গেট এখন ২০২১ সাল এ প্রতি মাস এ ২-৩০০ ডলার আয় করবো।আর আমি জানি আমি পারবো সেক আন্তবিশ্বস আমার আছে।আর তার জন্য আমকে অনেক কষ্ট করতে হবে।ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে।আমি আমার লক্ষ্যে পৌছাতে পারবো।
প্রিয় ফরেক্স বিশ্বজুড়ে বিশ্বব্যাপী ব্যবসা এবং উচ্চ মানের রেটিং ব্যবসা। এই জাতীয় ব্যবসা করে এমন ব্যক্তিদের জন্য মিলিয়ন, সুতরাং আপনি যদি মনে করেন যে এটির নকল আপনি ভুয়া তবে এটি জাল নয়, প্রিয় বাণিজ্য হ'ল আসল ব্যবসা এবং বিশ্বব্যাপী ব্যবসা। যদি আপনি লোকসান অনুসারে আপনার মন স্থির করেন তবে আমরা জানি যে ফরেক্স ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং আপনি যদি এটি সত্য না থেকে লোকসানের ঝুঁকির কারণে এটি নকল জিজ্ঞাসা করেন তবে সমস্ত ধরণের ব্যবসায়ের ঝুঁকি সর্বদা বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন ধরণের জড়িত থাকে, বিশ্বের কোনও ব্যবসা নেই business ঝুঁকিমুক্ত. সুতরাং ঝুঁকি সর্বদা সব ধরণের ব্যবসায়ের সাথে জড়িত তবে ফরেক্সে এর সামান্য সামান্য বৃদ্ধি জ্ঞানের উপর নির্ভর করে। তবে এটি জাল নয়। ধন্যবাদ
Hredy
2019-12-02, 09:40 PM
ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য ডেমোর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। যতই শিখছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে এবং আগ্রহও বৃদ্ধি পাচ্ছে।
PK_SHIKDER
2019-12-02, 10:55 PM
ফরেক্স ট্রেডিং করার উদ্দেশ্য হলো ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট অর্জন করা । কিন্তু তার জন্য আমাদের প্রয়োজন অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করা । এই ফরেক্স মার্কেট থেকে একজন সফল ট্রেডারের মাধ্যমে মাসে ভালো একটা প্রফিট আশা করা যায় । তাই তার জন্য আমাদের নিজেকে খুবই ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন করে তুলতে হবে ।
ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য ডেমোর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। যতই শিখছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। শিক্ষার কোন বিকল্প নেই ফরেক্স মার্কেটে।
uzzal05
2019-12-20, 08:12 AM
যে কোন কাজের একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। কারন লক্ষ্য ছাড়া মার্কেট থেকে কিছু করা সম্ভব না। আর লক্ষ্য না নিয়ে ট্রেড করলে গেইন করা যাবে না। একটা দিক বিবেচনা করে আমাদের ট্রেড করতে হবে। অধিক ট্রেড করে শুধু প্রফিট করা যাবে না। আর অধিক ট্রেড করলে গড়ে লস হয়ে পারে।
saraa
2020-03-23, 11:27 AM
আমরা সকলেই ক্ষতি এড়াতে সক্ষম হব না, সুতরাং আশ্চর্যের বিষয় যে আমরা যদি এর থেকে ভয় পাই তবে যে জিনিসটি আমরা করতে পারি তা হ'ল আমাদের ক্ষতির অনুপাতটি হ্রাস করা। একটি ডেমো অ্যাকাউন্ট দিয়ে অনুশীলন চালিয়ে যান, এবং ডেমো অ্যাকাউন্টে বারবার আপনার অ্যাকাউন্টটি ধ্বংস করার আগে এবং এর কারণ খুঁজে বের করার আগে কোনও আসল অ্যাকাউন্টের সাথে বাণিজ্য শুরু করবেন না। এইভাবে আপনি সমস্ত অবস্থাতে প্রস্তুত থাকবেন এবং এটিকে এড়াতে পারবেন / সবচেয়ে কম ঝুঁকি নিয়ে বেরিয়ে আসতে পারেন।
martin
2020-03-23, 04:03 PM
একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। তাই ফরেক্স শেখার কোন বিকল্প নাই।
ফরেক্সে সবাইকেই একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। শুরুতে যদি সবাই লক্ষ্য ঠিক করে নেয় তাহলে লক্ষ্যে পৌছানোর জন্য একটা তাগাদা থাকবে, নিজের ট্রেডিং টাও শৃঙ্খলাবদ্ধ হবে। ফরেক্সে টার্গেট দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক এই সকল ধরনের হয়। একের পর এক টার্গেট ফিল আপ করে এগিয়ে যেতে হয়। লক্ষ্য পূরন হলেই একজন সফল।
Jid13
2020-03-23, 04:09 PM
নতুন ফরেক্স ট্রেডার হিসাবে আসলে ১২০ ডলার আমিও মনে করি ঠিক আছে। তাছাড়া লক্ষ্য একটা থাকতেই হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যদিও আমরা একটা নির্ধারিত লিমিট দিয়ে দিব অর্থাৎ স্টপ লস আর টেক প্রফিট যেন দেওয়া থাকে। কারন ট্রেড কখন কোনদিকে দিকে টার্ন নেয় বলাটা দুষ্কর হয়ে যায় অনেক সময় ।
amreta
2020-03-23, 04:49 PM
আগর ফর্মটির জন্য আমার নিজের ফর্মটিতে এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করা দরকার যা আপনার কাছে সহজেই অ্যাক্সেসযোগ্য এবং আপনার অ্যাপ্লিকেশনটিকে আরও সহজ করতে আপনি ক্যারেন ব্যবহার করতে সক্ষম হবেন এবং আপনি একটি নতুন একটি তৈরি করতে সক্ষম হবেন। আমার কাছে, আপনি একটি আঁচি তিজড়া পেতে চান এবং আপনার তাকি আপনার ব্রণ মার্নের সাথে চার্জ হবে এবং আপনারও আচ্ছা থাকবে।
Fxhuman
2020-03-23, 04:50 PM
লক্ষ্য নির্ধারণ করে তার পথে এগিয়ে যাওয়াই হল একজন সফল মানুষের অন্যতম প্র্রধান গুণ । যে কোন কাজে একটা লক্ষ্য নির্ধারণ করতে পারলে সে ক্ষেত্রে লাক্ষ্য অর্জন অনেক বেশি দ্রুত হয় এবং সে কাজে সফল হওয়া যায় । ফরেক্সে আমার একটা বাৎসরিক লক্ষ্য আছে এবং তা হল আমি বৎসর শেষে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাই । এছাড়াও আমার মাসিক এবং সপ্তাহিক কিছু লক্ষ্য আছে যা আামাকে আমার নিদ্দিষ্ট গন্তব্য পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ ।
ফরেক্স ট্রেডিং এর লক্ষ্য হওয়া উচিৎ ফরেক্স ট্রেডিং শিখে ভাল ট্রেডার হওয়া ।প্রতিটি ট্রেডারের উচিৎ প্রথমে শেখার প্রতি গুরুত্ব দিয়ে ট্রেড করা এবং শিক্ষা অর্জনের মাধ্যেমে দক্ষ হয়ে উঠা । কেননা দক্ষ হলে মার্কেট এনালাইসিস করা শিখে যায় এবং মানি ম্যনেজমেন্ট করতে পারে । ভাল ট্রেডারই পারে ট্রেড করে লাভ করতে বা আয় করতে ।
Mdsofizuddin
2020-03-23, 04:58 PM
বর্তমানে আমি একজন নতুন এবং অনভিজ্ঞ ফরেক্স ট্রেডার।ফরেক্স বিষয়ে অনেক কিছুই জানতে বাকি আছে আমার।এজন্য আমার লক্ষ্য হচ্ছে এই বছরে ভালোভাবে ফরেক্স সমগ্র বিষয়ে শিক্ষালাভ করেকরে ভালোভাবে ফরেক্স শিখা।কারন অনেক অভিজ্ঞ ট্রেডারই বলেছে আগে ভালোভাবে শিখে তারপর বুঝেশুনে ট্রেডিং করা ভালো।এজন্য বর্তমান বছরে আমার লক্ষ্যটা ভালোভাবে ফরেক্স শিখা।
sofiz
2020-03-23, 06:21 PM
ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য দেমর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে।
Hredy
2020-05-31, 08:22 PM
প্রত্যেক কাজ শুরু করার আগেই তার একটা লক্ষ নিধারন করে রাখা উচিত। আমিও আমার চলার পথে সব কিছুরই লক্ষ নিধারন করে তারপর করে থাকি। ঠিক তেমনি ফরেক্স এ ও আমার লক্ষ আছে। আমি ফরেক্স থেকে মাসে ৩০-৪০ ডলার আয় করতে চাই। এবং এ বছর শেষে ভাল একটা ডিপোজিট গড়ে তুলতে চাই।
IFXmehedi
2020-06-01, 11:44 PM
আপনার বাৎসরিক ফরেক্স ট্রেডিং এর লক্ষ কি কি ? , আপনার মাসিক ট্রেডিং এর লক্ষ কি কি?
বর্তমানে আমি এখনো বার্ষিক ট্রেডিং পরিকল্পনা করতে পারিনি তবে আমি সাধারণত মাসিক পরিকল্পনা করে ট্রেডিং করে থাকে।আসলে আমার একটা সমস্যা হচ্ছে আমি কখনো কোন ট্রেড ই কাটতে চাই না।যার কারণে কোন কোন ট্রেডে আমাকে অনেক সময় অপেক্ষা করতে হয় প্রফিট পাওয়ার জন্য। কখন আসলে আমি মাসিক পরিকল্পনা করে সামনের দিকে আগাতে থাকে আসলে যতই পরিকল্পনা করি সব সময় তো আর ট্রেডিং পরিকল্পনা অনুসারে চলে না। তবে আমি মনে করি বার্ষিক পরিকল্পনা করে মাসিক পরিকল্পনা করে প্রতি মাসে 100 থেকে দেড়শো ডলার ইনকাম করার পরিকল্পনা করা টা অনেক ভালো।
আসলে প্রত্যেক মানুষের প্রতিটি কাজ একটি সুনিদিৃষ্ঠ লক্ষ রেখে শুরু করতে হয় । তাই ফরেক্স র্মাকেটিং করতে হলে আপনাকে একটি সুনিদিৃষ্ঠ লক্ষ স্থির করে ফরেক্স র্মাকেটিং শুরু করতে হবে এবং সেই লক্ষ পূরনের জন্য একটি নিদৃিষ্ঠ সময় বেধে দিতে হবে তা হলে আপনি আপনার লক্ষে পৌঁছানোর চেষ্টা করবেন । তবে এই লক্ষ অর্জনের জন্য আমাদের প্রয়োজন অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করা । এই ফরেক্স মার্কেট থেকে একজন সফল ট্রেডারের মাধ্যমে মাসে ভালো একটা প্রফিট আশা করা যায় । তাই তার জন্য আমাদের নিজেকে খুবই ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন করে তুলতে হবে ।
Soh1952
2020-08-09, 10:36 PM
ফরেক্স এ ঝুকি কম নিয়ে কাজ করা উচিৎ ।তাহলে লাভের মুখ দেখা যাবে । একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । ফরেক্সে আমার একটা বাৎসরিক লক্ষ্য আছে এবং তা হল আমি বৎসর শেষে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাই । এছাড়াও আমার মাসিক এবং সপ্তাহিক কিছু লক্ষ্য আছে যা আামাকে আমার নিদ্দিষ্ট গন্তব্য পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ ।
ফরেক্সে টার্গেট দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক এই সকল ধরনের হয়। একের পর এক টার্গেট ফিল আপ করে এগিয়ে যেতে হয়। ফরেক্সে আমার একটা বাৎসরিক লক্ষ্য আছে এবং তা হল আমি বৎসর শেষে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাই । এছাড়াও আমার মাসিক এবং সপ্তাহিক কিছু লক্ষ্য আছে যা পূর্ন করে চলতে হবে।
muslima
2020-08-09, 11:59 PM
আপনার এনাল্যসিস হয়তো সঠিক হচ্ছে তাই উপারজন মুটা মুটি ভাল করছেন। আসলে প্রতিদিন যদি আমরা সঠিক পরজবেক্ষন করে ট্রেড করি তাহলে হয়তো আমরা প্রতিদিন ই কোন না কোন ভাবে লাভবান হতে পারব। প্রতিদিন টাকে যদি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি আর প্রতিদিনের ট্রেড কে সঠিক এনাল্যসিস করতে পারি । নিজের এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। আশা করি প্রত্যেক ট্রেডারই নিজেকে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন। আমাদের লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং-এর মাধ্যমে নিজের ও দেশের উন্নতি সাধন করা।
konok
2020-08-12, 01:22 PM
আপনার এনাল্যসিস হয়তো সঠিক হচ্ছে তাই উপারজন মুটা মুটি ভাল করছেন। আসলে প্রতিদিন যদি আমরা সঠিক পরজবেক্ষন করে ট্রেড করি তাহলে হয়তো আমরা প্রতিদিন ই কোন না কোন ভাবে লাভবান হতে পারব। যে কোন কাজ করার আগে আপনাকে লক্ষ স্থির করে নিতে হয় লক্ষ না থাকলে অন্ধকারে পথ চলার মতো কারণ যদি আপনার লক্ষ না থেকে যে আপনি কোন দিকে যাবেন সেক্ষেত্রে আপনি অন্ধের মত যেদিক খুশি সে দিকেই যাবেন যার কোনো ঠিকানা নাই।
Starship
2020-08-12, 01:47 PM
আমরা যারা ফরেক্স করি তাদের প্রত্যেকেরই একটি আলাদা আলাদা টার্গেট বা লক্ষ্য থাকে। অনেকে দৈনিক দশ ডলার আয় করার চিন্তা ভাবনা করে আবার অনেকে পঞ্চাশ ডলার। মূলত লক্ষ্য বা টার্গেট নির্ধারণ করা হয় যার যে অভিজ্ঞতা ও দক্ষতার উপর। একজন বেগিনার লেভেল এ ফরেক্স ট্রেডারের লক্ষ থাকে দৈনিক পাঁচ থেকে দশ ডলার কিংবা ফরেক্স মার্কেটের টিকে থাকাটাই মূল উদ্দেশ্য থাকে। তুলনামূলকভাবে একজন অভিজ্ঞ ট্রেডার এক্ষেত্রে লক্ষ্যটা বেশি থাকে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে লক্ষ ঠিক করে নেওয়াটা বেম জরুরী বলে আমি মনে করি কারন লক্ষবিহীন কোন কিছুই সুফল এনে দিতে পারে না।আর ফরেক্স মার্কেটে অনেক স্টেপের ট্রেডার আছে।কেউ আছে অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ।আবার অনেক আছে মধ্যম মানের ট্রেডার।আবার সম্পূর্ণ নতুন ট্রেডারও অাছে।আর আমি সম্পূর্ণ নতুন ট্রেডার।তাই একজন নতুন ট্রেডার হিসেবে আমার প্রধান ও অন্যতম লক্ষ্য হল নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার রুপে গড়ে তোলা।
আমি প্রতিদিন এর ভিন্ন ভিন্ন লক্ষ রাখতে পছন্দ করি, তাতে আমি প্রতিদিনের ট্রেডিং সিস্টেম এবং এনালাইসিস প্রতিদিন করতে পছন্দ করি, তবে সাপ্তাহিক এবং মাসিক একটা হিসেব রাখি, আমার আপাতত মাসিক আয় অনুজাই সপ্তাহে ২৫ ডলার করে হয়, আমার লক্ষ হলো আমি চাই আমি যেন প্রতি দিন ১০ ডলার করে আয় করতে পারি, এবং মাসে ২০০ ডলার এর অধিক উপার্জনে সক্ষম হই.
anikhasan
2020-08-25, 08:30 PM
কাজ করি লক্ষ নিয়ে লক্ষ ছাড়া কাজ নেই। আমি ফরেক্স মার্কেটে নতুন আমার ইচ্ছে টাকা আয় করা। এবং উন্নতি করার জন্য সময়, পরিশ্রম করতেছি। মুলধন বিনিয়োগ করে অল্প লট নিয়ে কাজশুরু করেছি। টাকা আয় করতে চাই।
zubair
2020-08-25, 09:15 PM
সুতরাং এখানে পাঠটি হ'ল, একজন প্রারম্ভিক ব্যবসায়ী হিসাবে, একটি বাস্তব লক্ষ্য হ'ল আপনার অ্যাকাউন্টটি একটি শেখার অনুশীলন হিসাবে বাণিজ্য করা এবং কেবলমাত্র লাভের উদ্দেশ্যে নয়। অন্য যে কোনও পেশার মতোই, এটি খেলাধুলা, ব্যবসা বা অন্য যে কোনও রকমের হয়ে উঠুন, আপনি বাইরে বেরোন, কিছুটা শিখতে এবং রাতারাতি পেশাদার হয়ে উঠতে পারবেন না।
samun
2020-08-26, 11:22 PM
আমার লক্ষ্য হলো মাসে যেন কমপক্ষে 5% প্রফিটে থাকতে পারি৷আমার কাছে এটাই বিশাল প্রফিট মনে হয়৷আর বৎসরে যেন 50% প্রফিট হয়৷আসলে আমি ব্যাক্তিগত ট্রেড করি খুবই কম৷প্রতি মাসে মাত্র ২ টা কি ৩ টা ট্রেড করি মার্কেটের পরিস্হিতি বুঝে৷মাঝে মাঝে এনালাইসিস ভুল হলে তখন লস খাই৷তাই প্রফিট কম হলেও অনেক খুশি থাকি৷আসলে এই মার্কেটে নিয়মিত এক ডলার করে হলেও যদি প্রফিটে থাকা যায় তাহলেই বিশাল পাওয়া।।।
FREEDOM
2020-08-26, 11:36 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে লক্ষ নিয়ে ফরেএক্স ট্রেডিং করা ভাল,আমি ফরেক্স মার্কেট এ যা ডিপোজিট করেছি,আমার টার্গেট হল প্রতিমাসে আমার ডিপোজিট এর ১০% প্রফিট করা তাই আমি ট্রেড করার পরে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করি।
jimislam
2020-09-18, 09:18 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে লক্ষ ঠিক করে নেওয়াটা বেম জরুরী বলে আমি মনে করি কারন লক্ষবিহীন কোন কিছুই সুফল এনে দিতে পারে না। আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেকে প্রস্তুত করতে হবে এই মার্কেটের জন্য । যত বেশি নিজেকে প্রস্তত করা যাবে তত বেশি পরিমাণে এগিয়ে যাওয়া যাবে । আর ফরেক্স থেকে লাভবান হতে হলে সুনিদ্দিষ্ট লক্ষ্য ঠিক করা উচিত ।
FRK75
2020-09-18, 10:01 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে একতা টার্গেট নিয়ে ট্রেড করতে হবে। টার্গেট না থাকলে কোন কাজে সফলতা পাওয়া সম্ভব না। আপনাকে সফল হতে হলে কাজে টার্গেট নিয়ে নামা উচিত।তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। যতই শিখছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। শিক্ষার কোন বিকল্প নেই ফরেক্স মার্কেটে।
Fahmida1
2020-09-18, 11:01 PM
ফরেক্স থেকে আমার জীবনের লক্ষ্য অপরিসীম। আমি ফরেক্স থেকে ভালো ইনকাম করতে ইচ্ছুক। যাতে আমি একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে ওঠার জন্য চেষ্টা চালিয়ে যাই।
ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস করে জ্ঞান অর্জন করব। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানব। মার্কেটের মুভমেন্ট সম্পর্কে জানব। বেশি লোভ করা যাবেনা। বেশি লোভ করলে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সুতরাং জীবনের উন্নতির শিখরে পৌঁছতে হলে আমাদের প্রথমে অভিজ্ঞতা, দক্ষতা, পরিশ্রম ওধৈর্যশীল হতে হবে তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারব।
ABDUSSALAM2020
2020-09-18, 11:04 PM
আমার দিনে টার্গেট ১০ ডলার, মাসে ৩০০ ডলার তবে ভবিষ্যতে আরও বেশি কিছু পাওয়ার ইচ্ছা আছে। এজন্ন ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য দেমর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। তাই ফরেক্স শেখার কোন বিকল্প নাই।তবে ফরেক্স থেকে যে যত বেশি টার্গেট পূরণ করবে সে তত বেশি লাভ করবে এবং দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করবে।
Fahim420
2020-09-18, 11:12 PM
ফরেক্সে ঝুকি কম নিয়ে কাজ করাটাই উওম।প্রত্যেক কাজ শুরু আগে একটা লক্ষ্য নির্ধারন করে শুরু করা উচিত। ফরেক্সে ট্রেডারদের একটা লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হয়। যেকোন কাজে লক্ষ্য নির্ধারন ছাড়া সফল হওয়া যায় না।তাই সফলতা বয়ে আনতে গেলে নিজের লক্ষ্য মনোবল ঠিক রেখে কাজ করে যেতে হবে।ফরেক্সে দৈনিক,সপ্তাহিক ,মাসিক,বাৎসরিক এই সকল ধরনের হয়। তাই লক্ষ্য নির্ধারণ ছাড়া কোন কিছুতেই এগিয়ে যাওয়া সম্ভব নয়।
uzzal05
2020-09-30, 04:47 AM
আমার টার্গেট হচ্ছে মার্কেট থেকে প্রতি মাসে প্রায় ১০০০ পিপস উপার্জণ করা। আমি কোন সময় ডলার হিসেব করি না। সব পিপ হিসাব করে থাকি। কেননা যখন আমার ব্যালেন্স বেশি হবে তখন আমি শুধূ লট সাইজ বাড়িয়ে দেব। তখন সাথে সাথে আমার প্রফিট ও বাড়তে থাকবে।
Md.shohag
2020-09-30, 05:15 AM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে ঝুকিঁর পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। আমার মতে প্রতি মাসে একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে 100 ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
sss21
2020-09-30, 09:04 AM
ফরেক্স ট্রেডিং করার লক্ষ টাকা ইনকাম করা । তবে তা করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় । আমরা ফরেক্সে যদি লাভ করতে চাই তাহলে আমাদের আগে ডেমো ভালো ভাবে করতে হবে ।
যা আমাদের ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে ।
EmonFX
2020-09-30, 11:50 AM
আমদের কোন কিছু গেইন করতে হলে অবশ্যই লেক্ষ্ নির্ধারন করে নেয়া উচিৎ। আমদের সুুুনির্দিষ্ট লক্ষ থাকলে আমাদের কর্মপন্থাও সেটাকে কেন্দ্র করে আবর্তিত হবে। লক্ষ যদি থাকে অটুন বিজয় একদিন আসবেই । আমার ফেরেক্স ট্রেডিং এর মূল লক্ষ হলো উপার্যন করা। সে হিসেবে আমি প্রথমিক পর্যায়ে একটা লক্ষ নির্ধারন করে নিয়েছি। প্রথমে আমি মাসে ৩০০ ডলার আয় করতে চাই। সে হিসেবে দৈনিক এভারেজে ১০ ডলার টার্গেট নির্ধারন করে নিয়েছি। আমি মনে করি একটু সময় ও মনোযোগের সাথে ট্রেড করতে পারলে ফরেক্স থেকে এটা আয় করা কঠিন কিছু না। ফরেক্স সম্পর্কে পূর্ন জ্ঞান অর্জন করতে পারলে, মার্কেট এনালাইসিস করতে পারলে, মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারলে দৈনিক ১০ ডলার আয় করা কঠিন কোন ব্যাপার না।
ফরেক্স এ ঝুকি কম নিয়ে কাজ করা উচিৎ ।তাহলে লাভের মুখ দেখা যাবে । একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
sss21
2020-12-18, 08:51 PM
ফরেক্স ট্রেডিং করার লক্ষ টাকা ইনকাম করা । তবে তা করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় । আমরা ফরেক্সে যদি লাভ করতে চাই তাহলে আমাদের আগে ডেমো ভালো ভাবে করতে হবে ।
যা আমাদের ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে ।
আমি প্রতিদিনের ট্রেডিং সিস্টেম এবং এনালাইসিস প্রতিদিন করতে পছন্দ করি, তবে সাপ্তাহিক এবং মাসিক একটা হিসেব রাখি, আমার আপাতত মাসিক আয় অনুজাই সপ্তাহে ২৫ ডলার করে হয়, আমার লক্ষ হলো আমি চাই আমি যেন প্রতি দিন ১০ ডলার করে আয় করতে পারি। যে কোন কাজে একটা লক্ষ্য নির্ধারণ করতে পারলে সে ক্ষেত্রে লাক্ষ্য অর্জন অনেক বেশি দ্রুত হয় এবং সে কাজে সফল হওয়া যায় । ফরেক্সে আমার একটা বাৎসরিক লক্ষ্য আছে এবং তা হল আমি বৎসর শেষে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাই ।
FRK75
2021-06-11, 04:42 PM
ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য দেমর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। আমি এটাকে ভালভাবে বুঝতে ও শিখতে চাই। আমাদের দেশে ফরেক্স একটি সম্পূর্ণ নতুন ব্যবসা। অনলাইনে আয় ও সহজে আয় করে প্রতিষ্ঠা লাভ করার জন্য এটি একটি সম্ভাবনাময় কাজ। আমি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে কাজ করছি।
Sakib42
2021-06-12, 11:38 PM
প্রত্যেক কাজ শুরু করার আগেই তার একটা লক্ষ নিধারন করে রাখা উচিত। আর ফোর এক্স এর ক্ষেত্রে অবশ্যই সেই লক্ষ্য পূর্বে থেকে ঠিক করে তারপর আসা উচিত। কেননা আপনার যদি একটি সঠিক লক্ষ্য না থাকে তাহলে আপনি কখনোই আপনার সাফল্য শেষ দেখতে পারবেন না তাই সাফল্য শেষ দেখতে হলে এবং নিজের পরিশ্রমকে মূল্য দিতে হলে অবশ্যই আপনাকে একটি লক্ষ সেট করতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে জীবনের সামনে আগাতে হবে।যে কোন কাজে একটা লক্ষ্য নির্ধারণ করতে পারলে সে ক্ষেত্রে লাক্ষ্য অর্জন অনেক বেশি দ্রুত হয় এবং সে কাজে সফল হওয়া যায়।
FRK75
2021-08-01, 05:58 PM
ফরেক্স ট্রেডিং করার লক্ষ্য হল নিজেকে একজন প্রতিষ্টিত ট্রেডার বানানো ও এখান থেকে পর্যাপ্ত পরিমাণে লাভ করা । আর এখান থেকে লাভ করা তথা ইনকাম করার জন্যই ট্রেডাররা এসে থাকে । তাই আমাদেরক এ বিষয়ে অনেক বেশি পরিমাণে সচেতন থাকতে হবে যে আমরা যেন নিজেদের লক্ষ্য পুরণের জন্যেই কাজ করি । এতে করে অামরাই লাভবান হব ।
ফরেক্স মার্কেটে একজন ফরেক্স ট্রেডার ফরেক্স ট্রেড করে একটি লক্ষে সেটি হল ফরেক্স ট্রেড করে অনেক টাকা পয়সা কামানোর উদ্দেশে। আমি চাই ঘরে বসেই আয় করতে আর সেই লক্ষকে বাস্তবায়নের জন্যই আমি ফরেক্সে ট্রেড করতে এসেছি আমি জানি যে আমি এক সাথে এখান থেকে কোটিপ্রতি হতে পারব না তবে আমি নিশ্চিই যে একান থেকে আমি অল্প অল্প করে সামনের দিকে এগ্রিয়ে যাওয়ার।
Mas26
2021-12-23, 09:19 PM
ফরেক্স এ ট্রেডিং করার লক্ষ্য অনেক রয়েছে। আর তাহলো আমরা ফরেক্স ট্রেডিং করে অনেক কিছু যানতে পারছি অনেক কিছু শিক্ষতে পারছি অনেক কিছু সম্পকে অনেক ধারনা পাচ্ছি আর আমরা কোন দেশে কোন মুদ্রার কি নাম সেটা যানতে পারছি।ফরেক্সে সবাইকেই একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। শুরুতে যদি সবাই লক্ষ্য ঠিক করে নেয় তাহলে লক্ষ্যে পৌছানোর জন্য একটা তাগাদা থাকবে, নিজের ট্রেডিং টাও শৃঙ্খলাবদ্ধ হবে। ফরেক্সে টার্গেট দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক এই সকল ধরনের হয়। একের পর এক টার্গেট ফিল আপ করে এগিয়ে যেতে হয়। লক্ষ্য পূরন হলেই একজন সফল।কোন মুদ্রার কোন দেশে কত দাম আমরা সেটা যানতে পারছি ফরেক্স এ ট্রেডিং করে আমরা অনেক টাকা উপার্যন করতে পারছি আরও অনেক কিছু।
Mas26
2021-12-23, 10:27 PM
ফরেক্সে সবাইকেই একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। শুরুতে যদি সবাই লক্ষ্য ঠিক করে নেয় তাহলে লক্ষ্যে পৌছানোর জন্য একটা তাগাদা থাকবে, নিজের ট্রেডিং টাও শৃঙ্খলাবদ্ধ হবে। ফরেক্সে টার্গেট দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক এই সকল ধরনের হয়। একের পর এক টার্গেট ফিল আপ করে এগিয়ে যেতে হয়। লক্ষ্য পূরন হলেই একজন সফল।
ফরেক্স এ ঝুকি কম নিয়ে কাজ করা উচিৎ ।তাহলে লাভের মুখ দেখা যাবে । একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
Mas26
2021-12-24, 12:02 PM
ফরেক্সে সবাইকেই একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। শুরুতে যদি সবাই লক্ষ্য ঠিক করে নেয় তাহলে লক্ষ্যে পৌছানোর জন্য একটা তাগাদা থাকবে, নিজের ট্রেডিং টাও শৃঙ্খলাবদ্ধ হবে। ফরেক্সে টার্গেট দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক এই সকল ধরনের হয়। একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে ঝুকিঁর পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। আমার মতে প্রতি মাসে একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে 100 ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।একের পর এক টার্গেট ফিল আপ করে এগিয়ে যেতে হয়। লক্ষ্য পূরন হলেই একজন সফল।
IFXmehedi
2022-01-06, 12:46 AM
আপনার বাৎসরিক ফরেক্স ট্রেডিং এর লক্ষ কি কি ? , আপনার মাসিক ট্রেডিং এর লক্ষ কি কি?
প্রতিটি কাজ করার পেছনে অবশ্যই কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকা উচিত বলে আমি মনে করি । যেহেতু ফরেক্স একটি ব্যবসা যেহেতু আমি মনে করি এর পেছনেও নির্দিষ্ট কিছু লক্ষ্য অবশ্যই একজন ট্রেডারের থাকা উচিত । কারণ সবাই সফলতা অর্জন করার জন্যই কাজ করে থাকে কিন্তু কয়জন দক্ষতার সাথে কাজ করে সফলতা লাভ করতে পারে এটা হল বড় ব্যাপার । তাই আমাদের সবার উচিত ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কিছু লক্ষ্যমাত্রা ঠিক করে বিবেচনার সাথে কাজ করা যেন এখানে সফলতা অর্জন করা যায় ।
FRK75
2022-05-17, 11:28 AM
ট্রেড করার আগে আমাদের একটা লক্ষ্য থাকবে। আমরা কত লাভ বা লোকসান হলে ট্রেডটি ক্লোজ করে দিব। কারন লক্ষ্য ব্যতীত কোন কাযে সফল হওয়া সম্ভব না। সব সময় একটা টার্গেত ণীয়ে কায কোড়টে হবে। আমী মাসে কত হলে আমার পর্যাপ্ত লাভ হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করি কারন আমি ফরেক্স মার্কেট এ ভাল করে শিখতে চাই আর আমি ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার ইনকাম করতে চাই প্রতিমাস এ যেমন ৫০০০ থেকে ১০০০০ ডলার, আমি এই টার্গেট করে ফরেক্স মার্কেট এ ট্রেড করছি আপনি আপনার টার্গেট করে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন দেখবেন আপনি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করছেন দিন দিন লাভ ও হবে আগের চেয়ে বেশি
FRK75
2023-02-03, 10:23 AM
আমার মূল লক্ষ হল ভালভাবে ট্রেড করে ভাল ইনকাম করা । আর সেজন্য নিজের পদ্ধতিকে কিভাবে আরও ভালভাবে ফরেক্সে প্রয়োগ করা যায় সেই লক্ষে কাজ করা । কারন আমার ফরেক্সে কাজ করার উদ্দেশ্য বা লক্ষ হচ্ছে ভবিষতে যেন আমি একজন উন্নত ও ভাল মানের প্রফেশনাল ট্রেডার হতে পারি । কারন এখানে যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই জায়গায় যাওয়ার জন্য । সুতরাং লক্ষ হল সফলতা অর্জন করা ।ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য ডেমোর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। যতই শিখছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। শিক্ষার কোন বিকল্প নেই ফরেক্স মার্কেটে।কারন শেখার জন্য ডেমোর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। যতই শিখছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে এবং আগ্রহও বৃদ্ধি পাচ্ছে।
samun
2023-04-26, 09:14 AM
প্রতিটি কাজ একটি সুনিদিৃষ্ঠ লক্ষ রেখে শুরু করতে হয় । লক্ষ্য নির্ধারণ ব্যতিত কোন কাজে সফলতা আসে না। তবে লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রয়োজন অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করা । এই ফরেক্স মার্কেট থেকে একজন সফল ট্রেডারের মাধ্যমে মাসে ভালো একটা প্রফিট আশা করা যায় । তাই তার জন্য আমাদের নিজেকে খুবই ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন করে তুলতে হবে ।
Mas26
2023-11-18, 08:39 PM
আমার দিনে টার্গেট ১০ ডলার, মাসে ৩০০ ডলার তবে ভবিষ্যতে আরও বেশি কিছু পাওয়ার ইচ্ছা আছে। এজন্ন ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য দেমর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। তাই ফরেক্স শেখার কোন বিকল্প নাই।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.