PDA

View Full Version : একটি ট্রেডে ব্যর্থ হওয়ার পর আপনি নিজেকে কù



salim16
2015-06-26, 10:14 PM
একটি ট্রেডে ব্যর্থ হওয়ার পর আপনি নিজেকে কি প্রশ্ন করেন?

raju0000
2015-06-26, 11:11 PM
ত্রাদং এ বের্থ আসলে আমরা কখনো হই না, আমরা কেবল কিছু ট্রেড এ স্টপ লস হিট করি মাত্র, আর যারা স্টপ লস হিট করে না তার মানে তাদের মার্জিন কাল হিট করে, মানে একাউন্ট এ শূন্য, একবার বিফল হব মানে এই না যে আপনি বের্থ, ফরেক্স এ আপনাকে পুন পুন চেষ্টা করে যেতে হবে, লক্ষ করলেই বুঝবেন, জরে ফরেক্স এ যারা সফল তারা আজ কতটুকু কষ্ট করে এত উপরে উঠেছে.

RichMahfuz
2015-06-26, 11:28 PM
ব্যর্থ হবার পর হতাশ না হয়ে কেন ব্যর্থ হলাম তা খোঁজার চেষ্টা করি। এবং সেই বিষয়ে নোট করি যাতে পরবর্তীতে আর এই ভুল না হয়। আসলে ফরেক্স ট্রেড যে শুধু বাই সেল মনে করবে বুঝতে হবে সে আসলে ফরেক্স এ কয়েক দিনের অতিথি হয়ে আসছে। যে পেশায় যান না কেন না বুঝে কোথাও থেকে ইনকাম করা যায়না।

Abdul Momin Chy262
2015-06-27, 12:03 AM
মানুষের জীবনে দুটি দিক আছে একটি সফলতা আরেকটি ব্যর্থতা । মানুষ যেকোনো কাজে সফল হলে খুশি । কিন্ত ব্যর্থ হলে দুঃখী । আর যে মানুষ এই ব্যর্থটাকে কাঁটিয়ে আবার সফল হতে পারে সেই প্রকৃত সফল । তাই আমি মনে করি যখনই ব্যর্থ হই না কেন মন খারাপ না করে আবার সফলতার পথে এগিয়ে যাওয়া উচিৎ ।

TselimRezaa
2015-06-27, 12:13 PM
ফরেক্সে এমন কোনো ব্যক্তি নেই যে সে ট্রেডে লস খায়নি। প্রত্যেকেই কম বেশি ব্যর্থ হয়েছে। আসলে ব্যর্থতা হল মৌলিক ব্যপার। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। একটা ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমি কারন খুজি কেন ব্যর্থ হলাম। তারপর সেটা কিভাবে রিকভার করা যায় তাই ভাবি। ভবিষ্যতে যেন আর এমন ব্যর্থ না হই সেইটা ভাবি। এটাই ব্যর্থ হওয়ার পর আমার পদক্ষেপ।

accbccfx
2015-06-27, 03:25 PM
একটা ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমাদের উচিত আমরা কিভাবে ওই ট্রেডটায় ব্যর্থ হোলাম সেটা ঠিক ভাবে জানা। এবং ওই ট্রেডের উপর বেশি বেশি এনালাইসিস করা আর ভুল কেন হয়েছে সেটা ভাল ভাবে খুতিয়ে দেখা এবং পরের ট্রেডটা বুঝে শুনে দেয়া। আমি মনে করি তাহেল আমাদের ব্যর্থতা কিছুটা হলেও কমবে আর আপনি যদি ভাল করে বুঝে শুনে ট্রেড করে তাহলে দেখবে প্রতিটি ট্রেডেই আপনি সফলটা অর্জন করতে পারবেন।

Talha
2015-07-07, 08:33 PM
ট্রেড করে ব্যার্থ হলে কিছুই করার থাকে না শিক্ষা নেওয়া ছারা আসলে কি করা যায় আমি ব্যাক্তিগত ভাবে যতগুলো অর্ডার প্লেস করলাম সবগুলো তে ব্যার্থ হলাম বুযতে পারতেছি না যে কিভাবে সফল হব।

Fxaziz
2015-07-08, 02:03 AM
ভাই আমি এখন ডীমু একাউন্ট এ ট্রেড করি আমি যখন ডিমু একাউন্ট এ ট্রেড করি তখন যদি আমার লস হই আমার কাচে খারাপ লাগেনা। কারন আমি জানি লস টাকে কিভাবে রিকবার কোরতে হই। তবে একটা কথা বলতে কি যে আমি আজ থেকে ১ মাস আগে থেকে ট্রেড করি কিন্তু আমার এখন পর্যন্ত ফরেক্স মার্কেট এ লস হইনি। কারন আমি ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে ভালো করে এনালাইসিস করেনি এবং তারপর মার্কেট এ ট্রেড করি ।

mamun93
2015-07-08, 04:22 AM
কোন কারনে যদি কখনো আমার একটি ট্রেড লস করে তাহলে আমি তা নিয়ে মোটে ও মোন খারাপ করি না কারন আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। আমি মনে করি নিশ্চই আমার ট্রেডিং কেৌশলে কোথাও একটা ভুলেরই ফল এটি আর আমি তখন ঐ ভূলকে অনুসন্ধান করতে শুরু করি এবং ভূল থেকে শিক্ষ নিয়ে আবার নতুন করে ট্রেডে মনোনিবেস করি।

sumonyahoo24
2015-07-08, 07:01 PM
কোন কারনে যদি কখনো আমার একটি ট্রেড লস করে তাহলে আমি তা নিয়ে মোটে ও মোন খারাপ করি না কারন আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। সফলতা পেতে হলে ধরজ্জ থাকতে হবে। এবং এর জন্য প্রস্তুত থাকতে হবে।

shakawath
2015-10-23, 10:57 AM
অবশ্যই। সফলতার পেছনে যেমন কোন সুনির্দিষ্ট কারন থাকে বিফলতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই প্রতিটা লস ট্রেডের পর ঠান্ডা মাথায় খুঁজতে হবে যে ভুল কোথায় ছিল। আর তা সংশোধন করা যাতে ওই ভুলের কারনে পরবর্তি লসটা না হয়। এভাবেই একজন ট্রেডার গড়ে ওঠে। আর এমন প্রসেসের মধ্যে দিয়ে না গেলে সে তার একাউন্ট বাচারে পারবে বলে আমি বিশ্বাস করিনা।

AbuRaihan
2015-10-23, 11:11 AM
লস ব্যাতিত কেউ ফরেক্স মার্কেটে সফলতা পায়নি । সবাই কম বেশি লস করে এবং লস করতে করতে একসময় গিয়ে ভালো ট্রেডারে পরিনিত হয় । তবে লস করলেই কেউ ভালো ট্রেডার হতে পারেনা । যে ট্রেডার তার লস হতে শিক্ষা নিতে পারে এবং কি কারণে লস হল তা বের করে বিশ্লেষণ করে সে একদিন না একদিন ভালো ট্রেডার হবেই । আমি যখন লস করি একটা ট্রেডে তখন নিজেকে প্রশ্ন করি কেন আমি লস করলাম? এবং আমার ভুলগুলো বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নিতে চেষ্টা করি । প্রত্যকটা লস একেকটা শিক্ষা ।

M M RABIUL ISLAM
2015-11-22, 08:44 PM
ট্রেড এ লস হলে আমি তা নিয়ে মোটে ও মোন খারাপ করি না কারন আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। আমি মনে করি নিশ্চই আমার ট্রেডিং কেৌশলে কোথাও একটা ভুলেরই ফল এটি আর আমি তখন ঐ ভূলকে অনুসন্ধান করতে শুরু করি এবং ভূল থেকে শিক্ষ নিয়ে আবার নতুন করে ট্রেডে মনোনিবেস করি।

Marufa
2015-11-22, 09:16 PM
আমার একটি বড় সমস্যা হল রিভেঞ্জ ট্রেড করা । নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না । অনেক সময় এতে ভাল সুবিধা পাই আবার অনেক সময় খুব খারাপ ফলাফল দেয় । আসলে ট্রেডে লস করলে মাথা ঠান্ডা রাখা কঠিন ।

hasan019
2015-11-22, 09:26 PM
ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমি হতাস হয় না। ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা আজ আমি লস করছি কাল আমি আবার লাভ করব। আমি প্রবলেম গুলা খুঁজে বের করব আর সে ওনুযায়ী কাজ করব।

palash
2015-11-22, 11:37 PM
ব্যর্থ হবার পর হতাশ না হয়ে কেন ব্যর্থ হলাম তা খোঁজার চেষ্টা করি। কোন কারনে যদি কখনো আমার একটি ট্রেড লস করে তাহলে আমি তা নিয়ে মোটে ও মোন খারাপ করি না কারন আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। আমি মনে করি নিশ্চই আমার ট্রেডিং কেৌশলে কোথাও একটা ভুলেরই ফল এটি আর আমি তখন ঐ ভূলকে অনুসন্ধান করতে শুরু করি এবং ভূল থেকে শিক্ষ নিয়ে আবার নতুন করে ট্রেডে মনোনিবেস করি।

mukter
2015-11-22, 11:57 PM
ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমি হতাস হয় না। ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা আজ আমি লস করছি কাল আমি আবার লাভ করব। আমি প্রবলেম গুলা খুঁজে বের করব আর সে ওনুযায়ী কাজ করব।

Ekram
2015-11-23, 12:27 AM
একটি ট্রেডে ব্যর্থ হওয়ার পর আপনি নিজেকে কি প্রশ্ন করেন?

একটি ট্রেডে ব্যর্থ হওয়ার পর নিজেকে যে প্রশ্ন করার চেষটা করি তা হল, কেন? কেন আমি ভুল করলাম ? বার বার শুধু একই প্রশ্ন নিজেকে করতে থাকি ৤ আর চেষ্টা করি পরবর্তি তে একই ভুলের পূনরাবৃত্তি যেন না ঘটে ৤ চেষ্টা করি নিজের ভুল গুলোকে বিশ্লেষন করার জন্য ৤ যদিও এখনো চেষটা করছি ভুল গুলো থেকে শেখার৤

iqbalearth
2015-11-23, 01:09 AM
একটা ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমাদের উচিত আমরা কিভাবে ওই ট্রেডটায় ব্যর্থ হোলাম সেটা ঠিক ভাবে জানা। এবং ওই ট্রেডের উপর বেশি বেশি এনালাইসিস করা আর ভুল কেন হয়েছে সেটা ভাল ভাবে খুতিয়ে দেখা এবং পরের ট্রেডটা বুঝে শুনে দেয়া। আমি মনে করি তাহেল আমাদের ব্যর্থতা কিছুটা হলেও কমবে আর আপনি যদি ভাল করে বুঝে শুনে ট্রেড করে তাহলে দেখবে প্রতিটি ট্রেডেই আপনি সফলটা অর্জন করতে পারবেন।

Mintuhossen93
2015-11-23, 01:26 AM
ফরেক্সে ট্রেড করার ক্ষে আমি অনেক ধরনের হিসাব নিকাস করে তার পর ট্রেড করে থাকি আর এই কারনে ফরেক্সে ট্রেড করলে আমি সেই ট্রেড থেকে কিছু না কিছু প্রফিট অবশ্যই লাভ করি তবে তার পরেও যদি কখনও কোন কারনে প্রফিটের পরিবর্তে ট্রেডে লস হয়ে যায় তা হলে সেই ক্ষেত্রে আমি লসের আসল কারন কি ছিল তা খুজে বের করার ব্যাপারেই বেশি গুরুত্ব দিয়ে থাকি।

iqbalearth
2015-11-23, 01:29 AM
ব্যর্থ হবার পর হতাশ না হয়ে কেন ব্যর্থ হলাম তা খোঁজার চেষ্টা করি। এবং সেই বিষয়ে নোট করি যাতে পরবর্তীতে আর এই ভুল না হয়। আসলে ফরেক্স ট্রেড যে শুধু বাই সেল মনে করবে বুঝতে হবে সে আসলে ফরেক্স এ কয়েক দিনের অতিথি হয়ে আসছে। যে পেশায় যান না কেন না বুঝে কোথাও থেকে ইনকাম করা যায়না।

mzkhanom
2015-11-23, 10:56 AM
ব্যবসা লাভ ক্ষতি নিয়ে হয় । ব্যথতা আস্তেই পারে , ভেঙ্গে পরার কিছহু নাই । লস আসলে বুঝতে হবে সামনে আমার লাভ আসবে ।

Alif777
2015-11-27, 12:09 AM
আমি যদি কোন ট্রেডে ব্যর্থ হই তবে ব্যর্থ বা লস করার কারনগুলো আগে খুজে বের করার চেস্টা করি এবং সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয় সেদিকে খেয়াল রেখে আবার নতুন করে শুরু করি।

golam0000
2015-11-27, 01:09 AM
একটি ট্রেড বের্থ হবার পর আমি নিজেকে প্রশ্ন করি,"আমি কেন বের্থ হয়েছি?".এবং আমি অ প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করি.এই উত্তরগুলো বের্করার ক্ষেত্রে ফরেক্স ফোরাম অনেক ভাভে উপকার করে থাকে.ওই বের্থতা সম্পর্কে এবং ঐখান থেকে বেরিয়ে আসার উপায় জানতে চেয়ে পোস্ট করার মাধ্যমে এবং মেম্বার দের হেল্পফুল উত্তর এর মাধ্যমে আমি এইসব বের্থতাকে উত্তরণ করতে সক্ষম হই.

Md Mamun Khan
2015-11-27, 01:09 AM
একটি ট্রেডে ব্যর্থ হওয়ার পর কখনই সেটাকে ছেড়ে দেওয়া যাবে না বরং কোন সমস্যার জন্য ব্যর্থ হয়েছি তা দেখহে হবে এবং পুনরায় শুরু করতে হবে।

basaki
2015-12-12, 06:07 PM
এই ফরেক্স মার্কেটে কোন একটি ট্রেডে ব্যর্থ হোওয়া খুব সহজ বেপার। ফরেক্স মার্কেট এ ব্যর্থ হয়ে হতাশ হলে চলবে না।কারন ফরেক্স মার্কেট হচ্ছে ব্যর্থ এবং সফল হওয়ার ব্যবসা। কখন আপনি সফল হবেন আবার কখন ব্যর্থ হবেন। সুতারাং একটি ট্রেডে ব্যর্থ হলে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়া।

abu
2015-12-12, 07:09 PM
এ কথা সত্য যে ফরেক্স মার্কেটে কম বেশি সকলে ট্রেডে ব্যথ হয়ে থাকে। তেমনি আমিও ট্রেড করে জির হয়ে গিয়েছিলাম। আমি কোন ট্রেড করে ব্যথ হয়ে ছিলাম এ ট্রেড দেখে এখন আমি ভয় পাই। তবে আমি বুঝে গেছি কোন ভুলের কারনে আমি লস করেছি। তাই আমি মনে করি ব্যথর পিছনে শিক্ষার গুরুত্ব রয়েছে। ভুল হয়েছে, কি কারনে হয়েছে তা অনুসন্ধান করে সংশোধন করা।

MD SHAKHAWAT HOSSAIN
2015-12-12, 08:12 PM
আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। আমি মনে করি নিশ্চই আমার ট্রেডিং কেৌশলে কোথাও একটা ভুলেরই ফল এটি আর আমি তখন ঐ ভূলকে অনুসন্ধান করতে শুরু করি এবং ভূল থেকে শিক্ষ নিয়ে আবার নতুন করে ট্রেডে মনোনিবেস করি। একটা ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমাদের উচিত আমরা কিভাবে ওই ট্রেডটায় ব্যর্থ হোলাম সেটা ঠিক ভাবে জানা। এবং ওই ট্রেডের উপর বেশি বেশি এনালাইসিস করা আর ভুল কেন হয়েছে সেটা ভাল ভাবে খুতিয়ে দেখা এবং পরের ট্রেডটা বুঝে শুনে দেয়া।

shakil302
2015-12-12, 10:07 PM
ট্রেডে লস হলে আর কি করার লাভ ল্পস নিয়ে ব্যাবসা।তাই লস হলে সবার আগে ভাবি লস কেন হল।কিভাবে করলে লস হত না।এনালাইসিস করা শুরু করি যেন পরে এ ধরনের ভুল না হয়।

sumekus
2015-12-12, 10:45 PM
একটা ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমি কারন খুজি কেন ব্যর্থ হলাম। তারপর সেটা কিভাবে রিকভার করা যায় তাই ভাবি। ভবিষ্যতে যেন আর এমন ব্যর্থ না হই সেইটা ভাবি। এটাই ব্যর্থ হওয়ার পর আমার পদক্ষেপ। ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। তাই দুর্বল পয়েন্ট খুজে সেই মোতাবেক কাজ করতে হবে।

MD SHAKHAWAT HOSSAIN
2015-12-12, 11:18 PM
আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। আমি মনে করি নিশ্চই আমার ট্রেডিং কেৌশলে কোথাও একটা ভুলেরই ফল এটি আর আমি তখন ঐ ভূলকে অনুসন্ধান করতে শুরু করি এবং ভূল থেকে শিক্ষ নিয়ে আবার নতুন করে ট্রেডে মনোনিবেস করি।আমি ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে ভালো করে এনালাইসিস করেনি এবং তারপর মার্কেট এ ট্রেড করি ।

tonmoy7
2015-12-13, 12:41 AM
আসলে আমি ব্যর্থ হবার পর হতাশ না হয়ে কেন ব্যর্থ হলাম তা খোঁজার চেষ্টা করি। এবং সেই বিষয়ে নোট করি যাতে পরবর্তীতে আর এই ভুল না হয়।

Realifat
2015-12-13, 08:14 AM
একটি ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমি নিজেকে প্রশ্ন করি কেন ব্যর্থ হলাম? তারপর কেন ব্যর্থ হলাম তার উত্তর খুজি। পূর্ববর্তী ট্রেডে লসের দুর্বলতা খুজি এবং কিভাবে পরবর্তী ট্রেডে প্রফিট সম্ভব তার জন্য অনবরত চেষ্টা করি। ধৈর্য ধরে আবার একটা ভালো এন্ট্রি নেওয়ার জন্য মুখিয়ে থাকি।'

Mdalam
2015-12-13, 11:30 AM
আমার মতে প্রতিটি মানুষের জীবনে সফলতা এবং ব্যার্থতা দুটোই আছে। প্রতিটি মানুষ সফলতা হলে খুশি হই এবং ব্যার্থতা হলে দুঃখী হই। কিন্তু যারা একবার না পেরে আরেকবার এবং বার বার চেষ্টা করে তার জীবনে সফলতা বয়ে আনে তারাই প্রকৃত সফলতা অর্জন করতে পারে। তাই ফরেক্সের কাজে একবার ব্যর্থ হলে তুমি বার বার চেষ্টা করতে পারো। তুমি দেখবা একবার তুমিও তুমার জীবনে সফলতা বয়ে আনতে পারবা।

HKProduction
2015-12-13, 12:16 PM
ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। তাই আমি যদি কখনো আমার কোন ট্রেডে ব্যর্থ হই তবে আমি ধরে নেই যে আমি সাফল্যের কাছাকাছি যাচ্ছি। এতে আমি কখনো মন খারাপ করি না। আমার সব চেয়ে ভাল লাগে যে আমার প্রতিটি লাভ যেমন ছোট তেমনি আমার প্রতিটি লসও তেমনি ছোট। আমি সব সময় মানি ম্যানেজমেন্টের রুল মেনে ট্রেড করার চেষ্টা করি।

WALID HASAN
2015-12-16, 09:22 PM
মানুষ যেকোনো কাজে সফল হলে খুশি । কিন্ত ব্যর্থ হলে দুঃখী । আর যে মানুষ এই ব্যর্থটাকে কাঁটিয়ে আবার সফল হতে পারে সেই প্রকৃত সফল । তাই আমি মনে করি যখনই ব্যর্থ হই না কেন মন খারাপ না করে আবার সফলতার পথে এগিয়ে যাওয়া উচিৎ। আমাদের ব্যর্থতা কিছুটা হলেও কমবে আর আপনি যদি ভাল করে বুঝে শুনে ট্রেড করে তাহলে দেখবে প্রতিটি ট্রেডেই আপনি সফলটা অর্জন করতে পারবেন।

RUBEL MIAH
2015-12-16, 09:39 PM
মানুষের একটি কথা সর্বদা মনে রাখতে হবে যে , সব কাজে কম বেশী উথ্থান পতন রয়েছে । তেমনি করে ফরেক্স ট্রেডিং এ এসেও যদি সে কোনক্রমে পতন ঘটে তাহলে অবশ্যই তাকে ধৈর্য্য ধারণ করে থাকতে হবে । যখন সে লস করবে তখন তার চিন্তা করতে হবে কোন কারনে আামার এ্যাকাইন্টটি চলে গেল । কারণ বের করে অবশ্যই সে তার সংশোধনের চেষ্টা করবে । আর যদি সে তার ভূলগুলো সংশোধন করতে পারে অবশ্যই জীবনে সফলকাম হতে পারবে ।

yasir arafat
2015-12-16, 09:55 PM
আমি প্রথমে মার্কেটটাকে পুনরায় অ্যানালাইসিস করি এবং কিভাবে কিসের উপর নির্ভর করে মার্কেট মুভ করল তা দেখি।আর আমি আমার ট্রড লস হওয়ার ভুলগুলো ব্যবহার করি এবং স্ট্রাটেজিটাকে উন্নতি করার চেষ্টায় রত থাকি।

lima1
2015-12-23, 09:25 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় যদি ফরেক্স ট্রেডে লস জায় বা ব্যর্থ হই তাহলে আমি কখন সেই ব্যর্থ ট্রেড নিয়ে চিন্তা করি না কারন সেই ট্রেড নিয়ে চিন্তা না করে পরের ট্রেডে কিভাবে সফল হয়া জায় বা প্রফিট করা জায় সেই চিন্তা করি ব্যর্থ হলে সেই ট্রেড নিয়ে কোন ভাবে চিন্তা করা উচিৎ না ।

uzzalbd
2015-12-24, 08:49 AM
একটি ট্রেডে ব্যর্থ হলে ভাবি আমার কোথায় ভুল আছে এবং সেটা খুঝে বের করি। তা না হলে বার বার সেই একই ভুল করতে পারি। যে ভুল্টা হয় সেটা ঠিক করার চেস্টা করি। কারন ভুল তো মানুষএর ই হয়। ভুল না হলে শিক্ষা হবে কি করে।

Rahat015
2015-12-24, 09:36 AM
একটা ট্রেড ব্যার্থ হওয়ার পর সাধারনত ট্রেড টা কেনো আমার বিপরীতে গেল তা নিয়ে এনালাইসিস করি । আর সমাধান বের করি চেষ্টা করি। এবং যে পেয়ার এ লস হল সে পেয়ার এর নতুন কোন আপডেট তথ্য আছে কিনা জানার চেষ্টআ করি।

sumon37
2015-12-24, 10:27 AM
মানুষ মাত্রই ভুল করে। আর ভুল এর মাধ্যমে মানুশ কোনো কিছু শিখতে পারে। আর ফরেক্স মার্কেট একজন ট্রেডার যখন ফেল করে। পরের ট্রেড এ সে উক্ত ভুলগুলো খুজে সেই ভুলগুলো ঠিক করে নেই। যাতে পরের ট্রেড এ সেই ভুলগুলোর সম্মুখিন হতে না হই। আমি তা নিয়ে মোটে ও মোন খারাপ করি না কারন আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। ট্রেড করে তাহলে দেখবে প্রতিটি ট্রেডেই আপনি সফলটা অর্জন করতে পারবেন।

Talha
2015-12-24, 11:19 AM
ফরেক্স ট্রেড করাটা আসলে অনেক বেশি মানসিক পেইন তার চেয়ে বেশি পেইন হল মার্কেট অ্যানালাইসিস করাটা যাইহোক আমি সবাইকে উদ্দেশ্য করে বলব যে একটা ট্রেডে হতাশ হওয়ার কিছুই নেই আমাকে বারবার ঘুরে দাড়াতে হবে চেষ্টা করতো হবে বিকল্প কোন রাস্তা নেই ফরেক্স মার্কেটে মোটামুটি পরিশ্রম করে টিকে থাকতো পারেন দেখবেন অনেক সুযোগ আসবে সেই অপেক্ষায় থাকুন

Selim BU
2015-12-24, 06:28 PM
আসলে কোন ট্রেডে ব্যর্থ হলে অর্থাৎ লস করলে শুরুতেই মনে একটা হতাশা কাজ করে। তারপর আমি খোজার চেষ্টা করি ভুল টা কোথায় হলো। আমার মনে হয় কোন ট্রেডে ব্যর্থ হলে প্রথমেই ভুল খুজে বের করা উচিত। তারপর সেই ভুল শোধরান উচিত বা ভুল থেকে শিক্ষা নেয়া উচিত যাতে ভবিষ্যতে লস না হয়।

sharifulbaf
2016-01-17, 05:11 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে আমাদের ট্রেডং এ লস করে, ফেলি সেই।সময় আমি।লস কেন হল তার রেকর্ড করে রাখি তার পরে ফরেক্স মার্কেট থেকে লস রিকভারি করার জন্য ফরেক্স মার্কেট এনালাইসিস করতে থাকি সুজগ সুবিধা পেলে ফরেক্স ট্রেড একটু বড় করে ট্রেড দেব।

Moon
2016-05-29, 11:36 PM
একটা ট্রেডিং সাধারণত তখনই ব্যার্থ হয় যখন আমি নিজেকে মার্কেটের ভাষা সঠিক বুঝাতে ব্যার্থ হই তখনই । আর সবসময় মনে রাখতে হবে যে ফরেক্সে লস আসবে সাথে নিয়ে আসবে লাভও । কেননা একটা কথা আমরা জানি যে ব্যার্থতাই সাফল্যর চাবিকাঠি । আর যত ভালভাবে নিজের কাছে নিজেকে জবাবদিহিতা করতে পারবে যে কেন লস করলাম এর কারণ খুঁজে তা শংশোধন করতে পারব ।

Mrs.SaoudiaIslam111989
2016-05-31, 02:17 AM
একটি ট্রেড যদি কখনও লস করে তা হলে আমি মনে করি প্রথমে নিজের কাছে প্রশ্ন রাখা উচিত কিসের জন্য এমনটি হল তার পর তার অনুসন্ধানে নিজেস্ব চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে লসের প্রকৃত কারন উতঘাটন করা আর একবার যদি লসের কারন উতঘাটন করে তা থেকে শিক্ষা গ্রহন করে আবারও সামনের দিকে নিজেকে এগিয়ে নেওয়া যায় তা হলে ঐ একই ভূলের কারনে ভবিষ্যতে আর কখনও লসের ঝুকি থাকে না।

uzzal05
2016-05-31, 09:44 AM
একটি ট্রেড এ লস হলে আমি ট্রেড নিয়ে বিচার বিশ্লেশোন করে থাকি। কেন আমার ট্রেড টী লসে গেলো। কারন আমি যদি তা না করি তাহলে কেন আমার ট্রেড লসে গেল তা আমি বুঝতে পারবো না। সে জন্য প্রত্যক ট্রেডের কারন ও লেইখে রাখি।

KAMIRUN NESA
2016-06-02, 09:43 PM
মানুষের জীবনে দুটি দিক আছে একটি সফলতা আরেকটি ব্যর্থতা ।একবার বিফল হব মানে এই না যে আপনি বের্থ, ফরেক্স এ আপনাকে পুন পুন চেষ্টা করে যেতে হবে, লক্ষ করলেই বুঝবেন, যারা ফরেক্স এ যারা সফল তারা আজ কতটুকু কষ্ট করে এত উপরে উঠেছে।

amin rabby
2016-06-03, 07:30 PM
একটি ট্রেডে ব্যর্থ হবার পর নিজেই এর কারন বের করার চেষ্টা করি যাতে করে ভবিষ্যতে এই রকম ভুল এর পুনরাবৃত্তি না ঘটে। আর ব্যবসায় লাভ-লস থাকে তাই একে মেনে নিয়েই পরবর্তী ট্রেডকে সফল করার জন্য উদ্যোগী হই। সবার উচিত ট্রেড করে ব্যর্থ হলে মন খারারপ না করে তা থেকে উত্তোলনের উপায় বের করা। তাই সবসময় উচিত হবে মার্কেট ভালোভাবে পর্যালচনা করে ট্রেড করা।

motiar
2016-06-03, 08:48 PM
ট্রেড করার আগে অব্যশ্যই মারকেট এ্যানালাইসেস করে নিশ্চিত হয়ে তবে ট্রেড দেয়া হয় প্রফিটের আসায় । সেখানে যদি লস হয় তখন প্রশ্ন অবশ্যই আসে কেন লস হলো । তখন আমি পুনরায় মারকেট দেখি ভুলটা কোথায় হলো ।

dwipFX
2016-06-05, 02:23 PM
আমি ট্রেডে ব্যার্থ হওয়ার পর দেখি আমার কি বুল হয়েছে সেগুলো দেখি মাঝে মাঝে মনে হয় ফরেক্স থেকে নিজেকে গুটিয়ে পেলি।। আবার যখন একাউন্টে যা থাকে তা দিয়ে বড় ভলিউমে ট্রেড করি। তখন একাউন্ট জিরো করতে সময় লাগেনা।

basaki
2016-06-05, 08:15 PM
ফরেক্স মার্কেটে কেউ লস করতে চায় না তাই লস করার পর আমাদের খুব একাটা ভাল লাগে না তাই আমি সব সময় চেস্টা করি যে বেশি বেশি ট্রেড করতে এবং লস খুব কম দেওয়ার জন্য তবে আপনি যদি বেশি অবিজ্ঞ হন তবে আপনি লস কম করবেন বলে আমি মনে করি।তাই অবিজ্ঞতা আগে।

motiar
2016-06-05, 08:52 PM
একটি ট্রেডে ব





একটি ট্রেডে ব্যারথ হয়ার পর নিজেকে প্রশ্ন করি কেন নামার ট্রেডে লস হলো কোথায় আমার ভুল হলো । তখন আবার পুনরায় মারকেট এ্যানালাইসেস করি এবং ভুলটা খুজে ন বের করি ।

Rahat015
2016-06-06, 09:26 AM
কোন ট্রেড যদি স্টপ লস হিট করে তাহলে তেমন কোন হতাশ হয় না, কারন নিজেকে মানিয়ে নিই যে লস করা ব্যবসার একটা অংশ, কিন্তু হতাশা আসে তখন যখন ভাবি, এখনো ভালো ট্রেডার হতে পারলাম না।তাই দক্ষ ট্রেডার হওইয়ার আশায় লস কেন হল তার উপযুক্ত কারন বের করার জন্য আবার এনালাইসিস শুরু করি আর কারন গুলা বের করি।। এভাবেই মূলত দক্ষ ফরেক্স ট্রেডার হওয়া যায়।।

sheam
2016-10-27, 02:55 AM
লস ব্যাতিত কেউ ফরেক্স মার্কেটে সফলতা পায়নি । সবাই কম বেশি লস করে এবং লস করতে করতে একসময় গিয়ে ভালো ট্রেডারে পরিনিত হয় । তবে লস করলেই কেউ ভালো ট্রেডার হতে পারেনা । যে ট্রেডার তার লস হতে শিক্ষা নিতে পারে এবং কি কারণে লস হল তা বের করে বিশ্লেষণ করে সে একদিন না একদিন ভালো ট্রেডার হবেই । আমি যখন লস করি একটা ট্রেডে তখন নিজেকে প্রশ্ন করি কেন আমি লস করলাম? এবং আমার ভুলগুলো বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নিতে চেষ্টা করি । প্রত্যকটা লস একেকটা শিক্ষা ।

aida
2016-11-14, 05:06 PM
এই ফরেক্স মার্কেটে কোন একটি ট্রেডে ব্যর্থ হোওয়া খুব সহজ বেপার। ফরেক্স মার্কেট এ ব্যর্থ হয়ে হতাশ হলে চলবে না।কারন ফরেক্স মার্কেট হচ্ছে ব্যর্থ এবং সফল হওয়ার ব্যবসা। কখন আপনি সফল হবেন আবার কখন ব্যর্থ হবেন। সুতারাং একটি ট্রেডে ব্যর্থ হলে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়া।

ONLINE IT
2016-11-14, 07:16 PM
আগে কোন ট্রেডে ব্যর্থ হলে আবার নতুন করে ট্রেড শুরু করতাম। কিন্তু এখন বুঝতে পারি কি ভুলই না করতাম তখন। তাই এখন আর লস হওয়ার সাথে সাথে নতুন করে ট্রেড ওপেন করি না। নতুন করে আবার মার্কেট এ্যানালাইসিস করি যে ট্রেডে লস করেছি সেই ট্রেডের ভুল গুলো খুজে বের করার চেষ্টা করি।

FOREX.NB
2016-11-14, 08:08 PM
ফরেক্স মার্কেটে কম বেশি সকলে ট্রেডে ব্যর্থ হয়ে থাকে।একবার লস হলে প্রথমত ভাবতে হবে কেন লস হল কিন্তু হাল ছাড়লে চলবে না সেটা কিভাবে রিকভার করা যায় সেদিকে খেয়াল দিতে হবে।পরবর্তীতে জেন ওই ভুল না হই খেয়াল রাখতে হবে।

kazirasel
2016-11-16, 12:13 AM
ফরেক্স এ লস করলে আমি আমার লসের কারন গুলো খুঁজি । আমি লসের কারন খুঁজে পেলে তা সুধরে নেই । ফরেক্স এ ব্যর্থ হলে আমি আবার ঘুরে দাড়াঁবার চেষ্টা করি । আমি জানি ব্যর্ধতার মাঝে সফলতা লুকিয়ে আছে । আজ পর্যন্ত যারা ফরেক্স এ সফলতার সাথে টিকে আছে তারা সবাই ব্যর্থতার মাধ্যমে সফলতা পেযেছে আমি ও তাদের একজন হতে চাই আর এর জন্যই আমি ব্যর্ত হলে হতাশ হইনা ।

Competitor
2017-06-23, 05:10 AM
একটি ট্রেডে ব্যার্থ হওয়ার পর আমি নিজেকে প্রশ্ন করি ঠিক কোন কারণে আমি লস করলাম । এবং কিছু মুহূর্ত হতাশ থাকার পরেই আমি আবারও এটা দিয়ে মনকে স্বান্তনা জানায় যে ফরেক্সে এমন অনেক ব্যাপার আছে যাতে আমাদের দক্ষতাটা পোক্ত নয় এবং একদিন যখন অনেক বেশি দক্ষ হব তখন অনেক বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারব এটাই হতে পারে আমাদের জন্য ।

Puja Roy
2017-06-23, 01:42 PM
আমি ট্রেড এ ব্যর্থ হলে এক্যা করি তা হলো আমি ট্রেড এ কেন ব্যর্থ কেন হলাম কি কারনে এটা হলো এর কারন বের করার চেষ্টা করি। আর আগামি তে যাতে এটা না হয় তাই ভাবি। ট্রেড এ ব্যর্থ হলে হতাস হলে চলবে না কেন ব্যর্থ হলাম তার কারন খুজে বের করতে হবে আর প্রে যাতে এটা না হয় সে দিকে নজর দিতে হবে।

Puja Roy
2017-06-23, 02:00 PM
আমি ট্রেড এ ব্যর্থ হলে এক্যা করি তা হলো আমি ট্রেড এ কেন ব্যর্থ কেন হলাম কি কারনে এটা হলো এর কারন বের করার চেষ্টা করি। আর আগামি তে যাতে এটা না হয় তাই ভাবি। ট্রেড এ ব্যর্থ হলে হতাস হলে চলবে না কেন ব্যর্থ হলাম তার কারন খুজে বের করতে হবে আর প্রে যাতে এটা না হয় সে দিকে নজর দিতে হবে।

morshed naim
2017-07-29, 03:05 AM
আসলে আমি ব্যর্থ হবার পর হতাশ না হয়ে কেন ব্যর্থ হলাম তা খোঁজার চেষ্টা করি।একটি ট্রেডে ব্যর্থ হলে ভাবি আমার কোথায় ভুল আছে এবং সেটা খুঝে বের করি। তা না হলে বার বার সেই একই ভুল করতে পারি। যে ভুল্টা হয় সেটা ঠিক করার চেস্টা করি।আর আমি আমার ট্রড লস হওয়ার ভুলগুলো ব্যবহার করি এবং স্ট্রাটেজিটাকে উন্নতি করার চেষ্টায় রত থাকি।

mahbubhb
2017-08-16, 01:26 AM
ফরেক্সে বুঝেশুনে ট্রেড করলে ব্যার্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি ব্যার্থ হয়ে যায় তাহলে উচিৎ হবে ধৈর্য্য সহকারে কোথায় ভুলটা হয়েছে তা বের করে পরবর্তীতে যেন এইরকমের ভুল আর না হয় সেদিকে মনযোগ দেওয়া। আর যদি সম্ভব হয় সেই ট্রেড ক্লোজ করে দেওয়া। এবং নতুন করে ট্রেড শুরু করা।

martin
2017-08-30, 11:02 PM
ট্রেড এ লস হলে আমি তা নিয়ে মোটে ও মোন খারাপ করি না কারন আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। আমি মনে করি নিশ্চই আমার ট্রেডিং কেৌশলে কোথাও একটা ভুলেরই ফল এটি আর আমি তখন ঐ ভূলকে অনুসন্ধান করতে শুরু করি এবং ভূল থেকে শিক্ষ নিয়ে আবার নতুন করে ট্রেডে মনোনিবেস করি।

Rahat015
2017-08-30, 11:05 PM
ফরেক্স এ ব্যর্থ মানে কি বোঝাতে চেয়েছেন? আমি মনেকরি না ফরেক্স এ ব্যর্থ হয়। তবে যে ট্রেড গুলো আমাদের বিপরীতে যায় তাতে এনালাইসিস ভুল ছিলো তাই মার্কেটেড় বিপরীতে গেছে। আমি মনেকরি ফরেক্স এ একটু সময় দিয়ে মার্কেট এনালাইসিস করলে ট্রেড বোঝা ও মার্কেট সেন্টিমেন্ট বোঝা অনেক টা সহজ হইয়ে যাবে। এখানে ব্যর্থ হবার কোন চান্স নেই যদি মার্কেট ঠিকমত বোঝা যায়।

01797733223
2017-09-06, 11:26 AM
ট্রেডে লস হওয়া স্বাভাবিক এবং একটি ট্রেডে লস করার পর এর লস হওয়ার কারন চিহ্নিত করাই একজন সফল ট্রেডার এর মূল লক্ষ্য। এর পর থেকে যখনই ট্রেড করবেন। তখন আর সেই ভূল হবে না।

kashi93
2017-09-06, 02:06 PM
আপনার সিগন্যাল আমি ক্রয় করব না, তবে আমি আপনার সিগন্যালটি খুজে বের করে ব্যবহার করার চেষ্টা করব। আর আমি যদি আমার পরিচিত কোন ট্রেডার পাই যিনি এই সিগন্যাল ক্রয় করতে ইচ্ছুক তবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব।

Nishpap Papi
2017-11-18, 07:55 AM
একজন প্রফেশনাল ট্রেডার ট্রেন্ডে ব*্যথ হলে সর্বপ্রথম লসের কারণ খুঁজে বের করে

expkhaled
2017-11-18, 10:47 AM
ফরেক্স ট্রেডিং এ একটি ব্যপার সবার জন্য প্রযোজ্য সেটা হলো লস। লস সবাই করেন। কেউ কম আর কেউ বেশী। লস কে ঠেকানো পদ্ধতি কেউ বের করতে পারেন নাই, তবে লস নিয়ন্ত্রন করা যায়। যদি আপনি চান তাহলে সত্যিই লসকে নিয়ন্ত্রন করা যায় আর তার একমাত্র হাতিয়ার হলো সঠিক মানিম্যানেজমেন্ট। আমি লস করার পর আমি এনালাইসিস করি কেন লসটা হলো এবং এর কারণ হিসেবে সব সময় দেখেছি আমার নিজের ভূলের কারনে লস করি। সুতরাং আমাকে আরও বেশী সাবধানী হতে হয় যখন ট্রেড এ এন্ট্রি নেই। আমাকে আরও বেশী ক্যালকুলেশন করতে হয় প্রতিটি এন্ট্রি নেওয়ার জন্য।

yasir
2017-11-18, 12:26 PM
আমার একটি বড় সমস্যা হল রিভেঞ্জ ট্রেড করা । নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না । অনেক সময় এতে ভাল সুবিধা পাই আবার অনেক সময় খুব খারাপ ফলাফল দেয় । আসলে ট্রেডে লস করলে মাথা ঠান্ডা রাখা কঠিন ।

riponinsta
2017-11-18, 01:04 PM
একটি ট্রেড লস করার পর আমি দেখি আগে কোন ভুল করলাম কিনা যদি ভুল করে থাকি তা হলে দেখি আর যেন সেই ভুল আর না হয় তাই আমি দিন দিন আরও ট্রেড এ ভাল করছি আরও আমি একটা ট্রেড এ লস করলে তারপরের ট্রেড এ যদি লস করি তাহলে আমি আরও কম লট এ ট্রেড করি যাতে করে আমার লস এর পরিমান কম হয় ফরেক্স মার্কেট এ

Mamun13
2017-11-18, 08:27 PM
কোনোও ট্রেডে যখন লস হয় তখন পরিষ্কার ভাবে খুজঁতে থাকি কেন লস হলো ? আমি কোথায় ভূল করেছি ও কি কি ভূল করেছি ? আমার কি করা উচিৎ ছিল ? আমি কেন এনালাইসিস ভূল করলাম ?আমার আর নতুন কি কি জানতে হবে,বুঝতে হবে ?

Mahidul84
2017-11-19, 05:45 PM
আমি মনে করি আপনি যদি কোন ট্রেডে লস করে থাকেন তাহলে সেটাকে আগে লসের কারণ খুজে বের করার চেষ্টা করুন। আর কোন ভুলে কারণে আপনি উক্ত ট্রেডটিতে লস করলেন এবং সেই সময় কি করার উচিত ছিল। আর যখন আপনি ট্রেডে লস হওয়ার কারণগুলি সঠিকভাবে খুজে বের করতে পারবেন তখন আপনি পরবর্তীতে সেই ভুলগুলি যেন না হয় সেই দিকে লক্ষ্য করে ট্রেড করুন তাহলেই হবে।