PDA

View Full Version : আমার শিক্ষাঃ-



salim16
2015-06-27, 09:39 AM
ফরেক্স ট্রেডিং হল একটি ভিন্ন রকম অনেক কঠিন আর্ট। এখানে কেউ কোন রকম ডাউট ছাড়া ক্লিয়ারলি বলতে পারবে না যে মার্কেট আজ আপ হবে না ডাউন। ফরেক্স মার্কেট অনেক রকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ও কিছু বড় বড় অংশের সমন্বয়ে গঠিত যার প্রতিফলন আমরা চার্ট এর মাধ্যমে দেখতে পাচ্ছি এবং তা সবসময় একটি কঠিন আর্ট করতেই থাকে। ............:bravo:

mpapayar
2015-06-27, 10:59 AM
ফরেক্স ট্রেডিং হল একটি ভিন্ন রকম অনেক কঠিন কাজ । এখানে কোনরকম ভুল করা যাবেনা ।ভুল করলেই বিপদ । মার্কেট কখন আপ আবার কখন দাউন হয় বুঝা যাই না ।

TselimRezaa
2015-06-27, 11:28 AM
ফরেক্সে কখনোই আগে ভাগে একেবারে সঠিক ভাবে প্রেডিকশন করা সম্ভব হয়না। এখানে জাস্ট ধারনা করা হয়। যারা চার্ট এনালাইসিস করে খুব কাছাকাছি ধারনা করতে পারেন তারাই এখানে ভালো করেন। জগতের সব কিছুই কোনো না কোনো আর্ট। ফরেক্সে চার্ট এনালাইসিসও আর্ট । তবে একটা বিষয় হলো আপনি ঠিক কি নিয়ে আলোকপাত করেছেন আমি বুঝতে পারিনি।

AbuRaihan
2015-08-24, 12:57 AM
ফরেক্স হল একটা আর্ট এবং জগতের সব বিষয়ের মধ্য এই আার্ট ব্যাপারটা লক্ষ করা যায় ৤ তবে ঘুরিয়ে বললে বলা যায় এটা একটা সাধনার ব্যাপার বটে ৤ কারণ সাধনা করা অনেক কষ্টকর একটা ব্যাপার ৤ ঠিক ফরেক্স হল ভিন্নরকম একটা সাধনা ৤ এখানে আপনার সাধনা যতই মানসম্পন্ন হবে তত বেশিই আপনি লাভবান হবেন ৤ ফরেক্স্-এ ফিক্স কিংবা অগ্রিম কিছু বলা যায় না ৤ এখানে আমাদেরকে অর্জিত জ্ঞান তথা অভিজ্ঞতার আলোকেই ট্রেড করতে হয় ৤ আমাদের দক্ষতাই আমাদেরকে সাফল্য এনে দেয় ৤

Ekram
2015-08-24, 01:08 AM
ফরেক্স ট্রেডিং হল একটি ভিন্ন রকম অনেক কঠিন আর্ট। এখানে কেউ কোন রকম ডাউট ছাড়া ক্লিয়ারলি বলতে পারবে না যে মার্কেট আজ আপ হবে না ডাউন। ফরেক্স মার্কেট অনেক রকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ও কিছু বড় বড় অংশের সমন্বয়ে গঠিত যার প্রতিফলন আমরা চার্ট এর মাধ্যমে দেখতে পাচ্ছি এবং তা সবসময় একটি কঠিন আর্ট করতেই থাকে। ............:bravo:

অনেকেই মনে হয় বুঝতে পারে মার্কেট আপ এ যাবে নাকি ডাউন এ যাবে। তবে এই টা কোন অলৌকিক বিষয় না যে অনেকে তাদের বিশেষ কেরামতি দেখিয়ে লাভবান হচ্ছে আবার অনেকে লুজার হচ্ছে। পুরু বিষয় টাই মনে হয় প্রচুর পরাশুনা আর জ্ঞ্যান অর্জনের ব্যাপার।

Ekram
2015-08-24, 01:15 AM
ফরেক্সে কখনোই আগে ভাগে একেবারে সঠিক ভাবে প্রেডিকশন করা সম্ভব হয়না। এখানে জাস্ট ধারনা করা হয়। যারা চার্ট এনালাইসিস করে খুব কাছাকাছি ধারনা করতে পারেন তারাই এখানে ভালো করেন। জগতের সব কিছুই কোনো না কোনো আর্ট। ফরেক্সে চার্ট এনালাইসিসও আর্ট । তবে একটা বিষয় হলো আপনি ঠিক কি নিয়ে আলোকপাত করেছেন আমি বুঝতে পারিনি।

আসলে এখানে অভিজ্ঞতা ই সবচেয়ে গুরুত্ত পূর্ণ । যারা প্রেডিকশন করতে পারে সেইটাও আসলে অভিজ্ঞতার ই আলোকে । অভিজ্ঞতা থাকলে ভাল প্রেডিকশন করা যায় আর ভাল প্রেডিকশন করতে পারলে ভাল ট্রেড করা যায় আর ভাল ট্রেড করলে লাভবান হওয়া যায়।

RUBEL MIAH
2016-02-05, 05:36 PM
সব সময় আগে চিন্তা করতে হবে আমি কতটুকু ফরেক্স ব্যবসা শিখতে পারলাম । যে সর্বদা এই চিন্তাভাবনা করে অবশ্যই সে সামনের দিকে অগ্রসার হতে পারবে । সুতরাং এ কথাটার অর্থ হল আগে ফরেক্স ব্যবসা শিখ তারপর এই ব্যবসা করার চেষ্টা কর তাহলেই উন্নতি হবে ।

basaki
2016-02-06, 08:41 AM
শিক্ষার কোন শেষ নাই চলো সবাই শিক্ষতে যাই। আসলেই এই কথাটির অর্থ হলো আপনি যতই শিখবেন ততই জানবেন। তাই ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করা শিখতে চান তবে আপনাকে হতে হবে অনেক ধৈর্যবান আর এটা যদি আপনি হতে পারেন তবে আপনার সামনে যাবার রাস্তাটা সহজ হবে।

MotinFX
2016-02-06, 12:17 PM
ফরেক্স মার্কেটে কেই বলতে পারবেনা মার্কেট আপ হবে না ডাউনে যাবে কিন্তু আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হয়। এটাই হল ফরেক্স মার্কেটে খুবই একটা ধারনা বহুল তাই এই মার্কেট সম্পর্কে অভিজ্ঞাতা নিতে হলে সময় লাগে। তাই আমাদের ফরেক্স নিয়ে সময় জ্ঞান অর্জন করতে হবে।

lotifahelen
2016-02-06, 12:37 PM
ফরেক্স ট্রেডিং হল একটি ভিন্ন রকম অনেক কঠিন কাজ । এখানে কোনরকম ভুল করা যাবেনা ।ভুল করলেই বিপদ ।

Realifat
2016-02-10, 04:12 PM
আপনার সাথে আমি পুরোপুরি একমত।পৃথিবীর বিভিন্ন মার্কেটপ্লেস থাকলেও ফরেক্স সবচেয়ে রহস্যময়ী ট্রেডিং মার্কেট বলে আমি মনে করি।কারন ফরেক্সে কেউ বলতে পারেনা যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট মার্কেটকে কোথায় নিয়ে যাবে।এজন্য আমি ফরেক্স ট্রেডিংকে আনপ্রেডিকটেবল বিজনেস বলে থাকি।

razu777
2016-02-10, 04:35 PM
আমার মনে হয় ফরেক্সে কখনোই আগে ভাগে একেবারে সঠিক ভাবে প্রেডিকশন করা সম্ভব হয়না। এখানে জাস্ট ধারনা করা হয়। যারা চার্ট এনালাইসিস করে খুব কাছাকাছি ধারনা করতে পারেন তারাই এখানে ভালো করেন। জগতের সব কিছুই কোনো না কোনো আর্ট। ফরেক্সে চার্ট এনালাইসিসও আর্ট । তবে একটা বিষয় হলো আপনি ঠিক কি নিয়ে আলোকপাত করেছেন আমি বুঝতে পারিনি।

real80
2016-02-10, 07:46 PM
ফরেক্স মার্কেট এর মূলধনের মতনই বিশাল মাপের একটি মার্কেট। এই মার্কেটের শিক্ষার কোন শেষ নেই। ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে সফল ট্রেদার হতে গেলে মার্কেট সম্পরকে গভির জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স মার্কেট সম্পরকে যে ট্রেডার যত বেশি জ্ঞানি,সেই ট্রেডারের সফলতার হার তত বেশি। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা না থাকলে কখনই নিজেকে সফল ট্রেদার বলা যাবে না। তাই কঠোর পরিশ্রম আর পড়ালেখার মাধ্যমে নিজেকে একজন সফল ট্রেদার করে তুলতে হবে।

Marufa
2016-02-10, 07:58 PM
শিক্ষাটা একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ বলে আমি মনে করি । কেউ নিজে ভুল করে শিখে আর কেউ অন্যের ভুল দেখে শিখে । আসলে আমাদের শুধুমাত্র নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করলে চলবে না । অন্যের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে । আমরা যদি নিজেরাই ভুল করি এবং তা লিখে রাখি তাহলে পরবর্তীতে এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ।

Vision
2016-02-29, 10:58 PM
জগতের সবকিছুই কোন না কোন আর্ট । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে কখনো আগে ভাগে কিছু বলা যায় না । কারণ কেউ নিশ্চত নয় ঠিক কোন মুহুর্তে মার্কেট আপ হতে পারে আর কোন মুহুর্তে মার্কেট ডাউন হতে পারে । তবে আমরা যে এনালাইসিস করি সেটাও নিশ্চিত করে বলতে পারে না যে মার্কেটে লাভ হবে কিনা লস হবে । শুধু মাত্র ধারণা করেই এনালাইসিস ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া যায় । আর মানসম্মত এনালাইসিস হলে সেটার ধারণা অনেক কাছাকাছি মিলে যায় ।

fatemaakhter
2016-02-29, 11:10 PM
ফরেক্স ট্রেডিং শিখা আসলে অনেক কঠিন কারন শিখার জন্য উপযুক্ত ফরেক্স ট্রেইনার নেই যথাপুযগী প্রতিষ্টানিক ব্যবস্থা নেই আবার যেখানে এধরনের সকল সুযোগ সুবিধা আছে সেখানে ফরেক্স শেখা কঠিন নয় আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না তাদের ধারন ক্ষমতা কম ইকোনমিক্যাল বিষয় গুলো খুবই জটিল এবিষয় গুলো আসলে বুযতে পারলে ফরেক্স ট্রেড করা অনেক সহজ হয় ।আপনাকে ফরেক্স শেখার জন্য আগে ডেমো করতে হবে ।

Md Akter Hossain
2016-03-01, 10:39 AM
জগতের সবকিছুই আর্ট । পত্যেকটা জিনিসের আর্ট খুজে পাবেন অাপনি আপনার জ্ঞানের মাধ্যমে । যেমন প্রকৃতির নিজস্ব একটা আর্ট রয়েছে । তেমনি ফরেক্স মার্কেটেও একটা আর্ট রয়েছে । যেটা আমার চার্ট্ এর দিকে তাকালেই কুজে পাই । তবে আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা বুঝলাম না ।

nitta
2016-03-01, 10:42 AM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে ভাল করে ফরেক্স মার্কেটে কাজ করতে হবে । ফরেক্স মার্কেটে আপনাকে ভাল করে কাজ করতে হবে । কাজ করতে গেলে আপনাকে ফরেক্স মার্কেটে আপনাকে ফরেক্স ভাল করে জানতে হবে তার পরে আপনাকে ভাল করে সব কিছু জানতে হবে তাইলেই আপনি ভাল প্রফিট আনতে পারেন ।

raju0000
2016-03-02, 09:05 PM
ফরেক্স এ কখন কি হবে তা বলাটা খুব ই মুশকিল.তাইত এইখানে অনেক ঝানু ঝানু ত্রাদের রা ও ভুল করে বসে.তাই এইখানে নিজের ট্রেডিং দক্ষতাটা কাজে লাগানো অনেক জরুরি.আপনাকে আপনার দক্ষতা কাজে লাগাতে হবে মাঝে মাঝে আপনার দক্ষতা কাজে লাগবেনা আবার মাঝে মাঝে লাগবে এইভাবে আপনার দক্ষতাকে কাজে লাগানোর চান্স বাড়াতে হবে.

hkabirshas
2016-03-02, 10:01 PM
হ্যাঁ অবশ্যই ফরেক্স একটি ভিন্নরকম ব্যবসা। এখানে কখন মার্কেট কোন দিকে মুভ করবে (আপ / ডাউন) তা সঠিক ১০০% কেউই বলতে পারবে না। যারা অভিজ্ঞ এবং চার্ট এনালাইসিস ভাল বুঝেন তারাই এখানে সফলতার সাথে টিকে থাকতে পারেন। ফরেক্স ট্রেডে টিকে থাকতে হলে অভিজ্ঞতা / দক্ষতার কোন বিকল্প নাই।

golam0000
2016-03-02, 10:54 PM
ফরেক্স সম্পর্কে আপনার শিক্ষায় ফরেক্স এ আপনাকে টিকে থাকতে সাহার্য করবে.কারণ ফরেক্স মার্কেট সহজন বেপার না.অনেক ভালো ভালো ত্রাদের ই ফরেক্স এ কোনো না কোনো সময় লস করে থাকে.তাই সব সময় নিজের জ্ঞান কে এইখানে কাজে লাগান.নিজেকে পরীক্ষার মুখ মুখী করুন তাহলেই যেকোনো অবস্থায় নিজেকে কিভাবে টিকিয়ে রাখতে পারবেন.

Sakar Sorkar
2016-03-03, 06:14 AM
ফরেক্স হচ্ছে অন্য সব ট্রেড থেকে কিছুটা ভিন্ন রকম। এখানে লাভ ও লস সম্পূন নিজের নিয়ন্ত্রিত।

md samsulhuq786
2016-03-03, 08:43 AM
আমি মনে করি ফরেক্সে কখনোই আগে ভাগে একেবারে সঠিক ভাবে প্রেডিকশন করা সম্ভব হয়না। এখানে জাস্ট ধারনা করা হয়। যারা চার্ট এনালাইসিস করে খুব কাছাকাছি ধারনা করতে পারেন তারাই এখানে ভালো করেন। জগতের সব কিছুই কোনো না কোনো আর্ট। ফরেক্সে চার্ট এনালাইসিসও আর্ট । তবে একটা বিষয় হলো আপনি ঠিক কি নিয়ে আলোকপাত করেছেন আমি বুঝতে পারিনি।

sharifulbaf
2016-03-25, 11:56 AM
ফরেক্স মার্কেটে আমাদের ভাল করে ট্রেডিং শিক্ষা ভাল করে নিতে হবে যাতে ফরেক্স মার্কেট হতে অনেক ভাল প্রফিট করা যায়,তাই আমাদের ভাল প্রফিট করার জন্য ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে যাতে আমাদের ভাল প্রফিট হয় তাই ফরেক্স মার্কেট কে আমরা আয়ের উতস্য মনেকরে ভাল মত ট্রেডিং শিখতে পারি।

basaki
2016-05-07, 03:03 PM
হা ভাই মানুষ ভুল করেই আমি মনেবকরি শিখে আর ফরেক্স মার্কেটে যে ভুল করবে না সে আমি মনে করি শিখতে পারবেন বলে মনে করি না তাই ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে ফরেক্স ব্যবসা টা কে ভাল করে আয়েত্ত করেই তবে ফরেক্স মার্কেটে ট্রেড করাটা ভাল বলে মনে করি।

S M Murshedul Akhter
2016-05-07, 10:27 PM
আমারও কিছু শিক্ষা আছে, তাও হল চার্ট দেখে অনুমান করা। আমি গ্রাফিক চার্ট দেখে অনুমান করলে ৯০% সত্যি হয়। এটাও এক ধরনের অভিজ্ঞতা বলতে পারেন। অধিক ডেমো প্রাকটিস করে অভিজ্ঞ হউন।

HKProduction
2016-05-08, 07:41 AM
ফরেক্সে রয়েছে প্রচুর ট্রেডিং কলা কৌশল। যা একজন মানুষের পক্ষে হঠাৎ করে বুঝে ওঠা সম্ভব নয়। এখানে সময় নিয়ে কাজে অগ্রসর হতে হয়। যে যত বেশি ট্রেড করে সেই তত বেশি দক্ষ ট্রেডার হয়ে উঠে। দক্ষতা ছাড়া এখানে টিকে থাকা কোনভাবেই সম্ভব নয়।

dwipFX
2016-05-08, 08:38 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে অনেক বেশি পড়া লেখা করতে হবে কারন রিয়াল মার্কেট আর ডেমো একনা আমরা যখন ডেমো ট্রেড করি সিরিয়াস নিয়ে ট্রেড করিনা। আমি মনে করি একটা ট্রেড নিয়ে অনেক ধৈর্য ধরে পড়ে থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারব।

Moon
2016-06-10, 04:37 PM
আসলেই ফরেক্স হল সাধনার ব্যাপার । আপনি যত বেশি সাধনা করবেন তত বেশিই এখানকার গভীর তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে ফরেক্সে কঠিন কিছু বিষয় রয়েছে যেগুলো বুঝতে পারলেই আপনি মনে করতে পারবেন যে আপনি একজন অসাধারণ দক্ষ । অাসলে যেখানে কঠিনতা সেখানেই জয় ।

MD ALAMIN ARIF
2016-06-10, 09:45 PM
ফরেক্সে কখনোই আগে ভাগে একেবারে সঠিক ভাবে প্রেডিকশন করা সম্ভব হয়না। আমাদের ফরেক্স নিয়ে সময় জ্ঞান অর্জন করতে হবে।

জ্যাক কয়েন
2016-06-10, 11:22 PM
ফরেক্সে সকল ট্রেড করা হয় মার্কেট এনালাইসিস করে। অর্থাৎ এনালাইসিস করে ধারনা নেওয়া হয় প্রাইস একশন কেমন হবে এবং এর উপর ভিত্তি করেই ট্রেড ওপেন করা হয়। যারা ফরেক্স সমপর্কে অনেক পড়াশোনা ও জ্ঞান অর্জন করেছে তারাই এই ধারনা ভালো করতে পারে। যা একজন নতুন ট্রেডারের পক্ষে সুক্ষভাবে করা সম্ভব হয় না। ফরেক্সের প্রাইস মুভমেন্ট সকল সময় সচল থাকে। তাই একে আয়ত্ত করা অনেক কঠিন কাজ।

saiful977
2016-06-10, 11:27 PM
ফরেক্স বাজারে টিকে থাকত হলে ফরেক্স সম্পরকে ভালো ভাবে বুঝতে হবে তাই জ্ঞান আজন করা খুব দরকার

alamin6969
2016-07-26, 10:51 PM
আমি মনে করি সব সময় আগে চিন্তা করতে হবে আমি কতটুকু ফরেক্স ব্যবসা শিখতে পারলাম । যে সর্বদা এই চিন্তাভাবনা করে অবশ্যই সে সামনের দিকে অগ্রসার হতে পারবে । সুতরাং এ কথাটার অর্থ হল আগে ফরেক্স ব্যবসা শিখ তারপর এই ব্যবসা করার চেষ্টা কর তাহলেই উন্নতি হবে ।

motiar
2016-08-30, 09:54 PM
আপনার মতামত সঠিক কেননা ফরেক্সে ১০০% নিশ্চিত হয়ে কিছুই বলা যায়না । তবে ৯০% মারকেট এনালাইসেস সঠিক করা যায় । তাই ৯০% যদি লাভ থাকে তবে ১০% লসে কিছু কমে যায় না প্রফিট থাকবেই আর এতেই সফলতা ।

kholil
2016-09-29, 04:54 PM
ফরেক্স মার্কেট বা ফরেক্সের কাজ ও একতা সিক্ষা । এখান থেকেও অনেক কিছু শেখার আছে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যায় , কোন দেশে কি রকম ডলারের মান , কোন দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম , সে সম্পর্কে অনেক কিছু জানা যায় । ফরেক্সে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে অনেক কিছু শেখা যায় । প্রতিটা কাজের মাধ্যমেই কিছু না কিছু শেখা যায় ।

azri
2016-12-30, 03:58 AM
ফরেক্স মার্কেট এর মূলধনের মতনই বিশাল মাপের একটি মার্কেট। এই মার্কেটের শিক্ষার কোন শেষ নেই। ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে সফল ট্রেদার হতে গেলে মার্কেট সম্পরকে গভির জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স মার্কেট সম্পরকে যে ট্রেডার যত বেশি জ্ঞানি,সেই ট্রেডারের সফলতার হার তত বেশি। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা না থাকলে কখনই নিজেকে সফল ট্রেদার বলা যাবে না। তাই কঠোর পরিশ্রম আর পড়ালেখার মাধ্যমে নিজেকে একজন সফল ট্রেদার করে তুলতে হবে।

ONLINE IT
2017-01-10, 01:55 PM
অনেকেই আগ হতে ধারনা করতে পারে মার্কেট আজ কোন দিকে যাবে। তবে এর জন্য আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে যথেষ্ট এ্যানালাইসিস করতে হবে। ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে অনেক অভিজ্ঞতার প্রয়োজন। আপনি যদি সেভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে পারেন তাহলে আপনিও ধারনা নিতে পারবেন যে আজ মার্কেট কোন দিকে মুভ করবে।

md noor hasan
2017-01-10, 02:13 PM
আমার মনে হয় ফরেক্সে কখনোই আগে ভাগে একেবারে সঠিক ভাবে প্রেডিকশন করা সম্ভব হয়না। এখানে জাস্ট ধারনা করা হয়। যারা চার্ট এনালাইসিস করে খুব কাছাকাছি ধারনা করতে পারেন তারাই এখানে ভালো করেন। জগতের সব কিছুই কোনো না কোনো আর্ট। ফরেক্সে চার্ট এনালাইসিসও আর্ট । তবে একটা বিষয় হলো আপনি ঠিক কি নিয়ে আলোকপাত করেছেন আমি বুঝতে পারিনি।

uzzal05
2017-06-20, 11:12 AM
ফরেক্স এ ট্রেড করতে করতে ট্রেড শিখা যায়। মার্কেট এ কেউ ট্রেড না করলে সে ফরেক্স এ কিছুই শিখতে পারবে না। আবার কিছু ট্রেডার ভয় পায় যে ট্রেড দিলে লসে যাবে কি না। আর ট্রেড করলে আমদের লাভ বা লস যে কোন একটি হবেই।

Competitor
2017-06-20, 07:10 PM
অর্জন করতে হয় এমন সব কিছুই পৃথিবীতে একেকটা আর্ট । আমি মনে করি যে ফরেক্স হলো একটা বড় ধরনের আর্ট । আর প্রতিটা আর্ট হলো আমাদের জন্য শিখার একেকটা বড় বিষয় । আমরা ফরেক্স ট্রেডার সবাই হতে পারব না । যারা ধৈর্য্য সহকারে এই মার্কেটের বিষয়গুলো আয়ত্তে আনতে পারবে শুধুমাত্র তারাই ফরেক্সে ভালো কিছু করতে পারবে বলেই আমি মনে করি ।

01797733223
2017-12-25, 07:53 PM
হ্যা ভাই ফরেক্স মার্কেটে সবকিছু আপনাকে আপনার আইডিয়ার উপর বেস করে সবকাজ করতে হবে। এখানে কেউ ক্লিয়ারলী ভাবে কোন কিছু আপনাকে বলতে পারবেনা, আপনাকে মার্কেটের সবকিছু সঠিকভাবে এনালাইসিস করে, মার্কেটের বেকটেস্ট করে এরপর আপনার ধারনা অনুযায়ী সবকিছু মিলে গেলে তারপর আপনি একটা ট্রেড নিবেন। সুতরাং এত পরিশ্রম করে আপনি যা কিছু অর্জন করলেন, এটাই হল আপরার আমার ইভেনকি আমাদের সকলের শিক্ষা।

Mamun13
2017-12-25, 08:40 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে আমি অনেক অজানা নতুন কিছু শিখতে পেরেছি,জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি৷সারা বিশ্বের অর্থনীতি এবং ট্রেডিং পয়েন্টগুলোতে কোথায় কীভাবে অর্থের ব্যাপক লেনদেন ও আয় উন্নতি/অবনতি সব কিছু ঘটছে-তা বুঝতে পারছি,জানতে পারছি৷এই ফরেক্স মার্কেটে আসার পর আর্থিকভাবে ইউরোপ/আমেরিকা ও আমাদের অবস্হান পরিষ্কার জানতে পারছি ৷