PDA

View Full Version : স্ক্যাল্পিং কি ?



salim16
2015-06-28, 09:10 AM
হয়ত অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মুলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

daredevilcps9
2015-06-28, 11:16 AM
ফরেক্সের ভাষায় অল্প সময়ের জন্য ট্রেডিং করার প্রক্রিয়াকে স্ক্যাল্পিং বলে । সাধারণত নতুন ট্রেডাররা স্ক্যাল্পিং করে থাকে। তবে স্ক্যাল্পিং করতে গেলে ঝুকিঁর পরিমাণ বেশি থাকে তাই উপযুক্ত সিগনাল পাওয়ার পর আমাদের স্ক্যাল্পিং করা উচিত।

salvy
2015-06-28, 12:06 PM
ফরেক্স এর ভাষায় স্ক্যালপিং হল ছোট সাইজের ট্রেড গুলো । এই ট্রেডে আপনি ১-২০ পিপস আয় করবেন। মার্কেটের ছোট ছোট মুভমেন্ট গুলো এনালাইসিস করে ১০মিনিট অথবা ১৫ মিনিট এর মাঝের মুভমেন্টগুলো ব্যবহার করে ১৫-২০ পিপ্স আয় করা। নতুনদের জন্য এটা খুবই উপকারি। অনেক বেশী এনালাইসিস এর প্রয়োজন হয় না। ট্রেডিং সফটওয়্যার এ যে ইনডিকেটর গুলো আছে শুধু সেগুলো এনালাইসিস করলেই মোটামোটি ভাবে ৮-১০ পিপস আয় করা যায়। তাই অনেকের কাছে এটা বেশ জনপ্রিয় ট্রেডিং সিস্টেম ।

TselimRezaa
2015-06-28, 12:12 PM
ফরেক্সে ট্রেডার মূলত দুই ধরনের। ১। স্ক্যাল্পার, ২। সুইং ট্রেডার। সুইং ট্রেডার বলতে মূলত লং টার্ম ট্রেডার কে বোঝায়। স্ক্যল্পার বলতে যারা স্ক্যাল্পিং করে তাদের বোঝায়। স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে স্বল্প প্রফিট করা। সাধারনত ১-২০ পিপস প্রফিট করা হয় এতে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম ব্যবহার করা হয়। তবে এই সিস্টেমের ট্রেডে রিস্কও আছে।

onlyfx
2015-10-16, 08:23 PM
অল্প সময়ের জন্য যে সব ছোট ছোট ট্রেড করা হয় সেগুলোকেই স্ক্যাল্পিং বলা হয় । যে সব ট্রেড ২০ পিপস এর মধ্যে প্রফিট নিয়ে ক্লোজ করা হয় সেগুলোই স্ক্যাল্পিং । আপনার যদি একাউন্ট ব্যালেন্স বেশি না থাকে তাহলে আপনি স্ক্যাল্পিং করে অল্প অল্প করে আপনার একাউন্ট ব্যালেন্স বাড়াতে পারেন । নিশ্চিত না হয়ে কোন ট্রেড এ এন্ট্রি নেয়া উচিত নয় । যেহেতু আমাদের একাউন্ট ব্যালেন্স কম তাই নিশ্চিত না হয়ে ট্রেড করা যাবে না আর মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ।

AbuRaihan
2015-10-17, 12:25 AM
অল্প সময়ের মধ্য স্বল্প প্রফিট করাকেই সাধারণ অর্থে স্কাল্পিং বলা হয় । ফরেক্স ব্যবসায় স্কাল্পিং শব্দটি অনেক বহুল ব্যবহৃত । ফরেক্সে যারা এই ধররেন স্কাল্পিং করে তাদেরকে বলা হয় স্কাল্পার । সাধারণত খুব অল্প সময়ে মার্কেট মুভমেন্ট যথার্থরূপে বোঝার মাধ্যমে অল্প প্রফিট নিয়ে ওর্ডার ক্লোজ করে দেওয়াকে বলা হয় স্কাল্পিং । স্কাল্পিং করে সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেয়া যায় । এর বেশি হলে এটা লং টার্ম এর মধ্য অন্তভুক্ত হয়ে যায় ।

dilip07
2015-10-17, 01:44 AM
স্ক্যাল্পিং হল ট্রেডার ।ফরেক্স র্মাকেটিং দুই ধরণের ট্রেডার আছে ।১.স্ক্যাল্পিং এবং ২.সুইং ট্রেডার সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেওয়া হয় । এর বেশি হলে এটা দীর্ঘমেয়াদী টার্ম এর মধ্য অর্ন্তভুক্ত করা যায় ।

skemon5747
2015-10-17, 05:19 AM
ফরেক্সের ভাষায় শর্ট টাইমফ্রেমে অধিক লস বসিয়ে যে সকল ট্রেড করা হয় তাকেই মূলত স্ক্যাল্পি বলে। তবে আমি মনে করি সব ফরেক্স ট্রেডাররা এখানে ট্রেড করে ভাল ফল করতে পারে না যাদের ফরেক্সে রয়েছে অনেক বেশি অভিজ্ঞতা এবং দক্ষতা তারাই কেবল মাত্র এখানে ট্রেড করে ভাল প্রফিট করতে পারে।

basaki
2016-01-27, 10:21 AM
আপনার ফরেক্স মার্কেটে যদি ট্রেড করতে চান তবে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন একটা হচ্ছে লংটাইম এবং সর্ট টাইম ট্রেড করতে পারেন। আত সর্ট টাইম ধরে ট্রেড করাকেই বলা হয়ে থাকে স্কেল্পিং। স্কেল্পিং করতে আপনাকে অনেক অবিজ্ঞতা সম্পর্ন হতে হবে বলে আমি মনে করি।আপনারা কি বলেন।

fatemaakhter
2016-01-27, 10:30 AM
আমি স্ক্যালপিন শব্দ টি অনেক শুনছি কিন্তু আমি স্ক্যালপিন করতে পারি না । কিভাবে করব ?

Sahed
2016-01-27, 12:32 PM
ফরেক্স মার্কেটে সাধারনত দুই ধরনের ট্রেডিং করা যায় ১। স্ক্যাল্পিং ও ২। সুইং । স্ক্যাল্পিং সাধারনত টাইম ফ্রেম ১-৩০ দেখে করা হয় । ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।

raju0000
2016-01-27, 01:36 PM
স্কাল্পিং হলো শর্ত টাইম ট্রেডিং এই ট্রেড গুলো একদিনের মধে বন্ড হয়ে যায়, বা এই ট্রেড গুলো একদিনের বেশি চলে না. তবে অনেক এ এটাকে আবার পিপস এ হিসেব করে থাকে আপনার ট্রেড যদি ২০ / ২৫ পিপস এর নিচে বন্ড হয়ে যায় বা আপনি ক্লাসে করে দেন তবে তাকে আমরা স্কাল্পিং অথবা শর্ত টাইম ট্রেডিং বলা হয়ে থাকে. সাধারণত নতুনরা স্কাল্পিং বেশি করে থাকে.

Marufa
2016-02-20, 11:07 AM
স্ক্যাপিং হচ্ছে একটি বিশেষ ট্রেডিং পদ্ধতি । যার মাধম্যে আপনি খুব সহজেই কয়েকপিপস্ নিয়ে মার্কেট থেকে বের হযে আসতে পারেন । এই পদ্ধতি ট্রেড করার যেমন সুবিধাও আছে তেমনি কিচু আসুবিধাও আছে । স্ক্যাল্পিং করলে মার্কেট থেকে যেমন লাভ হয় অনেক সময় অনেক লসও হয়ে যেতে পারে । আগে বিস্তারিত জেনে নিতে হবে ।

sharifulbaf
2016-03-28, 03:29 PM
ফরেক্স মার্কেটে আমরা স্ক্যাল্পিং শুনে থাকি,ফরেক্স মার্কেটে আমরা অল্প সময়ে প্রফিট করার জন্য মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেডিং করে থাকি,এই সময় আমরা সর্ট টাইম ফ্রেম ব্যাবহার করে থাকি,এই সময় আমরা ২০ পিপসের নিচে প্রফিট করে থাকি তাকে আমরা স্ক্যাল্পিং বলে থাকি।লাভ হোক আর লস হক নিদৃষ্ট সময় পরে ট্রেড ক্লোজ করে দেই।

uzzal05
2016-03-28, 03:35 PM
স্ক্যাল্পিং শব্দটি আমরা অনেক জায়গায় শুনে থাকি। হ্যা, সেটা হয়তো শুধু ফরেক্স ই । কারন স্ক্যাল্পিং খুবই জনপ্রিয় একটি ট্রেডিং রেজাল্ট যা অল্প সময় প্রফিট করে মার্কেট থেকে বের হওয়া যায়। ফরেক্স এ স্ক্যাল্পিং করে অনেক ভালো প্রফিট করা। দ্রুত প্রফিট করার জন্য স্ক্যাল্পিং খুবই জনপ্রিয়।

abdulguffer
2016-03-28, 03:58 PM
ফরেক্স এ স্কালপিং হচ্ছে অল্প কিছু সময়ের জন্য ট্রেড ওপেন করে লাভ নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া। স্কালপিং ট্রেড হতে পারে 20 সেকেন্ড এর কিংবা 15 মিনিটের । স্কালপার ট্রেডাররা এই অল্প সময়ের ট্রেড এ 20 পিপস থেকে 100+ পিপস পর্যন্ত প্রফিট করে মার্কেট থেকে বেরিয়ে যায়।

abdulguffer
2016-03-28, 04:06 PM
নতুন ট্রেডারদের স্কালপিং এর প্রতি বেশি আকর্ষণ থাকে । কিন্তু স্কালপিং খুবই রিস্কি । সেজন্য স্কালপিং করার আগে ছোট টাইম ফ্রেমে ( m1 / m5 / m15 / m30 ) টেকনিক্যাল এনালাইসিস করে নিতে হবে এবং নিউজ এনালাইসিস করতে হবে। বড় টাইম ফ্রেমে এনালাইসিস করলে স্কালপিং করে লস হবে কারন বড় টাইম ফ্রেম ব্যবহার আপনাকে ভুল সিগন্যাল দিবে।

hrsabbir
2016-03-28, 05:36 PM
সাধার কথাই স্ক্যালপিন হলে ট্রেডার । আমরা ২ ভাবে ট্রেডার করতে পারি লং টাইম এবং শর্ট টাইম তবে জারা নতন তাদেরকে ফরেক্স সম্পরকে ভাল্বে করে জানতে হবে।

hkabirshas
2016-03-28, 05:50 PM
স্ক্যাল্পিং হলো মূলত ছোট আকারের ট্রেডিং। ট্রেড মূলত দুই ধরনের। যেমন- ১। স্কল্পার, ২। সুইং ট্রেডার। সুইং ট্রেডার বলতে মূলত বড় টার্মের বা সময় নিয়ে করা ট্রেডকে বোঝায়। স্ক্যাল্পার বলতে বুঝায়- স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে অল্প পরিমানে প্রফিট করা। সাধারণত ১-২০ পিপস প্রফিট করা হয় এখানে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম ব্যবহার করা হয়। যারা নতুন ট্রেডার তারাই মূলত এই সিস্টেমে বেশি ট্রেড করে থাকেন। এই সিস্টেমে ট্রেডে রিস্কও আছে।

niloyjahan88
2016-03-28, 08:00 PM
ফরেক্সের ভাষায় অল্প সময়ের জন্য ট্রেডিং করার প্রক্রিয়াকে স্ক্যাল্পিং বলে ।স্কাল্পিং করে সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেয়া যায় ।এর বেশি হলে এটা লং টার্ম এর মধ্য অন্তভুক্ত হয়ে যায় ।

gdbgdvdfsf
2016-03-28, 08:13 PM
স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে স্বল্প প্রফিট করা।যে সব ট্রেড ২০ পিপস এর মধ্যে প্রফিট নিয়ে ক্লোজ করা হয় সেগুলোই স্ক্যাল্পিং।স্ক্যাল্পিং এবং সুইং ট্রেডার সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেওয়া হয় এর বেশি হলে এটা লং টার্ম এর মধ্য অন্তভুক্ত হয়ে হয়....।

lotifahelen
2016-03-28, 08:24 PM
যে সব ট্রেড ২০ পিপস এর মধ্যে প্রফিট নিয়ে ক্লোজ করা হয় সেগুলোই স্ক্যাল্পিং বলা হয়। সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেওয়া হয় । এর বেশি হলে এটা দীর্ঘমেয়াদী টার্ম এর মধ্য অর্ন্তভুক্ত করা হয়.....।

ASADUR RAHMAN
2016-03-29, 12:42 AM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।

bonushunter
2016-03-29, 01:07 AM
স্ক্যাল্পিং হলো সর্ট টাইমের জন্য ফরেক্স ট্রেড। স্ক্যাল্পিং ফরেক্স এ অনেক জনপ্রিয় এই মাধ্যমে অল্প সমায়ে মার্কেট এ ট্রেড অপেন করে অনেক বেশি।প্রফিত অর্জন করে
সাধারনত ৫,১৫ ও ৩০ মিনিট এর টাইম ফ্রেমে ট্রেড অপেন করে স্ক্যাল্পিং করা হয়। যাদের একাউন্ট ব্যালেন্স কম তার স্ক্যাল্পিং করার মাধ্যমে খুব তারা তারি একাউন্ট ব্যালেন্স বাড়াতে পারে। তাই আমিও এখন বেশিভাগ ট্রেড স্ক্যাল্পিং করার চেষ্টা করছি।

জ্যাক কয়েন
2016-05-29, 04:10 PM
আমার মতে মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-১৫ পিপস। আভিধানিক ভাবে ১৫ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়। একজন ট্রেডআর ফরেক্স এ স্ক্যাল্পিং করে অনেক টাকা উপার্জন করতে পারে।

Mamun13
2017-06-13, 03:52 PM
স্ক্যাল্পিং অত্যন্ত শর্ট ট্রেড এবং ছোট ছোট টাইম ফ্রেম-5,15,30 বা 60 মিনিটের চার্ট দেখে ট্রেড করতে হয় যা খুবই রিস্কি৷প্রচুর প্রফিট করা যায় সত্যি কিন্তু তা কখোনোই নতুন ট্রেডারদের জন্য প্রযোজ্য নয়৷মনে রাখবেন স্ক্যাল্পিং শুধুমাত্র দক্ষ ট্রডারদেরই শোভা পায়৷

uzzal05
2017-06-13, 10:07 PM
ফরেক্স মার্কেট এ অনেকে ফুল টাইম সময় দিতে পারেন না। তারা মার্কেট এ স্কাল্পিং করে ট্রেড করতে পারেন। কারন স্ক্লাপিং আপনি কিছু সময়ের মধ্য ট্রেড ওপেন করে তা ক্লোজ করে দিতে পারেন। আর লং টার্ম ট্রেড এ আপনাকে দীর্ঘ সময় বসে থাকতে হতে পারে প্রফিট ক্লোজ করতে।

sofi
2018-07-18, 10:51 AM
স্কাল্পিং হলো শর্ত টাইম ট্রেডিং এই ট্রেড গুলো একদিনের মধে বন্ড হয়ে যায়, বা এই ট্রেড গুলো একদিনের বেশি চলে না. তবে অনেক এ এটাকে আবার পিপস এ হিসেব করে থাকে আপনার ট্রেড যদি ২০ / ২৫ পিপস এর নিচে বন্ড হয়ে যায় বা আপনি ক্লাসে করে দেন তবে তাকে আমরা স্কাল্পিং অথবা শর্ত টাইম ট্রেডিং বলা হয়ে থাকে. সাধারণত নতুনরা স্কাল্পিং বেশি করে থাকে.

KANIZFATEMA1997
2019-09-25, 05:40 PM
সংক্ষিপ্ত সময়ে ট্রেড করাকে স্কালিং বলে।সটটাইম ট্রেডিং করার আরেক নাম হলো স্কালিং।অল্প অল্প বা ছোট ছোট করে ট্রেড করাকে স্কালিং বলে।যারা নতুন ট্রেডার তাদের স্কালিং না করা ভালো।অল্প টাইম ট্রেড করলে ভালো কিঢ়ু বুঝা যায়না।
ফরেক্সে ট্রেডার মূলত দুই ধরনের। ১। স্ক্যাল্পার, ২। সুইং ট্রেডার। সুইং ট্রেডার বলতে মূলত লং টার্ম ট্রেডার কে বোঝায়। স্ক্যল্পার বলতে যারা স্ক্যাল্পিং করে তাদের বোঝায়। স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে স্বল্প প্রফিট করা। সাধারনত ১-২০ পিপস প্রফিট করা হয় এতে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম ব্যবহার করা হয়। তবে এই সিস্টেমের ট্রেডে রিস্কও আছে।

MANIK6642
2019-09-25, 07:16 PM
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত দুই ধরনের ট্রেডার। এদের মধ্যে এক ধরনের ট্রেডার হল সুইং ট্রেডার।সুইং ট্রেডার মুলত লং টার্ম ট্রেডার।এরা লং টাইমফ্রেম নিয়ে ট্রেড করে।আর দুই নং যে ট্রেডার তারা হল স্ক্যাল্পার।স্ক্ াপার বলতে যারা স্ক্যাপ্লিং তাদের বোজায়।স্ক্যাপ্লি হল অল্প সময়ের মধ্যে ট্রেড করে স্বপ্ল পরিমাণ লাভ করা।অর্থাৎ ছোট ছোট সাইজের ট্রেডগুলো করে খুব কম সময়ে ১৫থেকে ২০ পিপস আয় করা।এগুলো মার্কেটের ১০-১৫ মিনিটের মুভমেন্ট দেখে ট্রেডার রা করে থাকে।তবে স্ক্যাপ্লিং অনেক রিস্কি।নতুন ট্রেডারদের স্ক্যাপ্লিং করা একদমই উচিত নয়।স্ক্যাল্পিং করতে অনেক বেশি এনালাইসিস করতে হয় যা নতুন ট্রেডারদের জন্য একদমই সম্ভব না।তাই তাদের স্ক্যাল্পিং থেকে দুরে থাকা উচিত।

KF84
2019-09-25, 07:46 PM
স্কেল্পিং হল সল্প সময়ে বেশী লাভ করার একটি কার্যকরী স্ট্রেটেজি । এই স্ট্রেটেজি সঠিকভাবে ব্যবহার করতে পারলে সল্প সময়ে ভাল পরিমানের পিপ্স লাভ করা সম্ভব । আমিও এই স্ট্রেটেজি প্রয়োগ করে থাকি বিশেষ করে নিউজ আওয়ারের সময় এবং নির্দিষ্ট কিছু পেয়ারের উপর আমি এই স্ট্রেটেজি প্রয়োগ করতে বেশী পছন্দ করি যেমন গোল্ড , usd-jpy , gbp-jpy, nzd-usd । এই পেয়ার গুলোতে মুভমেন্ট অনেক বেশী হওয়ায় সল্প সময় অধিক পিপ্স লাভ করা যায় ।

nurulazim
2019-09-25, 09:43 PM
ফরেক্সের ভাষায় অল্প সময়ের জন্য ট্রেডিং করার প্রক্রিয়াকে স্ক্যাল্পিং বলে । সাধারণত নতুন ট্রেডাররা স্ক্যাল্পিং করে থাকে। তবে স্ক্যাল্পিং করতে গেলে ঝুকিঁর পরিমাণ বেশি থাকে তাই উপযুক্ত সিগনাল পাওয়ার পর আমাদের স্ক্যাল্পিং করা উচিত।

TanjirKhandokar1994
2019-11-13, 10:07 PM
ফরেক্স ট্রেডিংএ স্কালপিং হলো সর্ট টাইম ট্রেড এর একটি। এখানে অনেক ট্রেডার আছেন যারা অনেক অভিজ্ঞতা ও দক্ষতা াসম্পন্ন ট্রেডার তারা এখানে স্কালপিং করেন। তবে এখানে অনেক নতুন ট্রেডারও আছেন যারা অল্প সময়ে বেশি লাভ করতে চায় আর সেই অনুসারে এখানে স্কালপিং করেন আর তার ফলাফল হয় একাউন্ট জিরো না হলে বরো ধরনের লস। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিংএ সবার জন্য স্কালপিং ট্রেডিং না। এখানে দীর্ঘ দিন টিকে থাকতে হলে অবশ্যই নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে। তাহলে এখানে ভালো প্রফিট অর্জন করা সম্ভব হবে।

ARD
2019-11-13, 10:21 PM
ফরেক্স ট্রেড মার্কেটিং সম্পর্কে আপনার যদি কোন জ্ঞান না থাকে তবে আপনি যেদিকে কোথায় বিনিয়োগ করতে চান এবং বনভূমি এবং ট্রেড স্কেল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যেখানে আপনি কোথায় বিনিয়োগ করতে চান এবং ডেমো কাউন্টে চেষ্টা করার আগে আপনাকে কী করতে হবে বেসিক দক্ষতাগুলি উত্তরের জন্য আপনার আসল অ্যাকাউন্টে প্রয়োগ করার জন্য জ্ঞানের ক্ষমতা যদি আপনি বিশ্বাস করেন যে আপনি যদি ফরেক্সে কাজ করতে চান তবে আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রাথমিক জ্ঞানটি জানতে হবে

abilkis7
2019-11-14, 09:54 AM
অল্প সময়ের জন্য যে সব ছোট ছোট ট্রেড করা হয় সেগুলোকেই স্ক্যাল্পিং বলা হয় । যে সব ট্রেড ১০ পিপস এর মধ্যে প্রফিট নিয়ে ক্লোজ করা হয় সেগুলোই স্ক্যাল্পিং । আপনার যদি একাউন্ট ব্যালেন্স বেশি না থাকে তাহলে আপনি স্ক্যাল্পিং করে অল্প অল্প করে আপনার একাউন্ট ব্যালেন্স বাড়াতে পারেন । নিশ্চিত না হয়ে কোন ট্রেড এ এন্ট্রি নেয়া উচিত নয় । যেহেতু আমাদের একাউন্ট ব্যালেন্স কম তাই নিশ্চিত না হয়ে ট্রেড করা যাবে না আর মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ।

Hredy
2020-01-16, 10:09 AM
ফরেক্সে ট্রেডার মূলত দুই ধরনের। ১। স্ক্যাল্পার, ২। সুইং ট্রেডার। সুইং ট্রেডার বলতে মূলত লং টার্ম ট্রেডার কে বোঝায়। স্ক্যল্পার বলতে যারা স্ক্যাল্পিং করে তাদের বোঝায়। স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে স্বল্প প্রফিট করা। সাধারনত ১-২০ পিপস প্রফিট করা হয় এতে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম ব্যবহার করা হয়। তবে এই সিস্টেমের ট্রেডে রিস্কও আছে।

Sohagzaman22
2020-01-16, 02:48 PM
স্কেলপিক ট্রেডিং করে যেমন লাভবান হওয়া যায় তেমন লস হয়ে থাকে। অল্প সময়ে অধিক লাভ হয়ে থাকে আবার লস হয়ে থাকে। ৫/১০ পিপ সাধারণত নিতে হয় স্কেলপিং ট্রেডিং। আবার টাইম ফ্রেম ১/৫/১৫ চাট ব্যবহার করে ট্রেড করতে হয়। তবে স্কেলপিং ট্রেডিং খুব কম সংখ্যক লোক লাভবান হয়ে থাকে

PK_SHIKDER
2020-01-16, 10:34 PM
স্ক্যাল্পিং হলো একটি ট্রেড ওপেন করে সেই ট্রেড থেকে ১ - ২০ পিপস লাভ করাটাকে বোঝায় । ২০ পিপস এর বেশি লাভ হলে সেটাকে কখনো স্ক্যাল্পিং পদ্ধতি বলা যায় না,,,, ধন্যবাদ ।

fxarif
2020-01-16, 10:55 PM
স্ক্যাল্পিং হলো ছোট ছোট ট্রেড করা।অল্প কিছু পিপস লাভ অথবা লসে ট্রেড ক্লোজ করাকে স্ক্যাল্পিং বলে।

IFXmehedi
2020-01-16, 11:50 PM
স্কাল্পিং হল ফরেক্স মার্কেট থেকে খুব কম সময়ের ব্যবধানে ট্রেড করে মুনাফা তুলে নেয়া । এটা একটা ট্রেডিং কৌশল । এই কৌশলটা বেশিরভাগ নতুন ট্রেডাররা ব্যাবহার করে থাকে , কারণ এতে অল্প সময়ে লাভ পাওয়া যায় । কিন্তু এটা হল আপাত দৃষ্টি , যদি আপনি কোন সুদূরপ্রসারী চিন্তা করেন ফরেক্স ট্রেডিং নিয়ে তাহলে আপনাকে অবশ্যই স্কাল্পিং ট্রেডিং কৌশল বাদ দিয়ে লং টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করতে হবে । কারণ স্কাল্পিং করে ফরেক্স মার্কেট থেকে নিয়মিত লাভ করা সম্ভব নয় ।

amreta
2020-01-17, 06:49 PM
স্কাল্পিং ট্রেডিং সিস্টেমটি আসলে কোনওভাবেই উচ্চ ঝুঁকিতে নয়, বরং এটি এমন একটি স্কাল্পার যা বড় ঝুঁকি ব্যবহার করে শেষ করে এবং তাদের ব্যবসায়ের সাথে আপস করে এবং ক্ষতির দিকে নিয়ে যায়। বৈদেশিক মুদ্রার ঝুঁকিগুলি কোনও ফরেক্স জুটি বা একটি ফরেক্স সিস্টেম বা একটি ফরেক্স কৌশল বা ট্রেডিং স্টাইল দ্বারা উপস্থাপন করা হয় না, বরং মানি ম্যানেজমেন্ট এবং ঝুঁকি ব্যবস্থাপনা হ'ল ঝুঁকি নিয়ন্ত্রণ করে।

KGF
2020-01-18, 10:51 AM
স্ক্যাপিং হচ্ছে একটি বিশেষ ট্রেডিং পদ্ধতি । যার মাধম্যে আপনি খুব সহজেই কয়েকপিপস্ নিয়ে মার্কেট থেকে বের হযে আসতে পারেন । এই পদ্ধতি ট্রেড করার যেমন সুবিধাও আছে তেমনি কিচু আসুবিধাও আছে । স্ক্যাল্পিং করলে মার্কেট থেকে যেমন লাভ হয় অনেক সময় অনেক লসও হয়ে যেতে পারে । আগে বিস্তারিত জেনে নিতে হবে ।

Emarif1992
2020-01-18, 11:12 AM
স্ক্যালপিং, মুলত ১-২০ পিপস এর মধ্যে ৫ মি, ১৫ মি: এই সকল ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড করে ১০ পিপস, ৫ পিপস এবং ১৫ পিপস প্রফিট বা লস নেওয়াকেই বোঝানো হয়। স্ক্যালপিং অনেক জনপ্রিয় একটি সিস্টেম। স্ক্যালপিং করে না বা কখনোই করনি এমন কোন ট্রেডারই নেই ফরেক্স মার্কেটে আমার জানা মতে।

KGF3010
2020-01-18, 11:14 AM
স্কাল্পিং হলো শর্ত টাইম ট্রেডিং এই ট্রেড গুলো একদিনের মধে বন্ড হয়ে যায়, বা এই ট্রেড গুলো একদিনের বেশি চলে না. তবে অনেক এ এটাকে আবার পিপস এ হিসেব করে থাকে আপনার ট্রেড যদি ২০ / ২৫ পিপস এর নিচে বন্ড হয়ে যায় বা আপনি ক্লাসে করে দেন তবে তাকে আমরা স্কাল্পিং অথবা শর্ত টাইম ট্রেডিং বলা হয়ে থাকে. সাধারণত নতুনরা স্কাল্পিং বেশি করে থাকে

Fxhuman
2020-01-29, 01:04 AM
স্ক্যাল্পিং হল ট্রেডার ।ফরেক্স র্মাকেটিং দুই ধরণের ট্রেডার আছে ।১.স্ক্যাল্পিং এবং ২.সুইং ট্রেডার সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেওয়া হয় । এর বেশি হলে এটা দীর্ঘমেয়াদী টার্ম এর মধ্য অর্ন্তভুক্ত করা যায় ।

jahid50005
2020-01-29, 08:12 AM
স্কাল্পিং হলো ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র ট্রেড নিয়ে , মার্কেটর নয়েজ থেকে বের হয়ে আসা ও প্রফিট করা। স্কাল্পিং এর অর্থ হলো সমগ্র অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ , এবং যারা এই ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেড নেয় ,তাদের স্কাল্পার বলা হয়। ফরেক্সে স্কাল্পিং করতে হলে প্রয়োজন দীর্ঘ অভিজ্ঞতার, অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে লাভ করা কষ্ট সাধ্য , তাই স্কাল্পিং করতে হলে প্রথমে প্রয়োজন ট্রেড শেখা তারপরে স্কাল্পিং করা।

saraa
2020-03-15, 11:18 AM
আমি মনে করি এটি ব্যবসায়ীর জ্ঞান এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে, আমি দেখতে পাই তাদের অনেক কম ট্রেডারের মাত্র স্বল্প মূলধন রয়েছে তবে তাদের ভাল বাণিজ্য অভিজ্ঞতা রয়েছে তাই তারা কেবলমাত্র তাদের জ্ঞান এবং অভিজ্ঞতার কারণে স্বল্প সময়ে তাদের মূলধনকে আরও শক্তিশালী করে তোলে, এবং অনেক ব্যবসায়ীর ভাল মূলধন থাকে তবে অভিজ্ঞতা নেই তাই তারা ভুল বাণিজ্যে তাদের মূলধন হারাবে

martin
2020-03-15, 01:00 PM
স্ক্যাল্পিং হলো মূলত ছোট আকারের ট্রেডিং। ট্রেড মূলত দুই ধরনের। যেমন- ১। স্কল্পার, ২। সুইং ট্রেডার। সুইং ট্রেডার বলতে মূলত বড় টার্মের বা সময় নিয়ে করা ট্রেডকে বোঝায়। স্ক্যাল্পার বলতে বুঝায়- স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে অল্প পরিমানে প্রফিট করা। সাধারণত ১-২০ পিপস প্রফিট করা হয় এখানে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম ব্যবহার করা হয়। যারা নতুন ট্রেডার তারাই মূলত এই সিস্টেমে বেশি ট্রেড করে থাকেন। এই সিস্টেমে ট্রেডে রিস্কও আছে।

DEARMUM100
2020-04-08, 11:22 AM
ছোট ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলে।ছোট ছোট ট্রেডগগুলোকে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে।কয়েক মিনিটের জন্য ছোট ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলে।স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1.m5.m15 টাইম ফ্রেমঅনুসরণ করে

XXXTentacion
2020-04-08, 12:43 PM
কাজ করিন গে তু ও ভী ক্ষতি হো গা হ্যা লিয়ে হ্যায় ছাই কা হম ক্ষতি কা খারাপ ব্যবসা না কারিন অর কুছ সময় বাজারে দর দরহাঁ জব হুমরা মন তাজা হো জায়ে ট্যাব আবার তাজা মন সা কাম শুরু করিন। আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হ'ল বাজারের অনুভূতিগুলি বোঝা এবং আমাদের ট্রেন্ডগুলির সাথে বাণিজ্য করতে হবে এবং যদি আমরা ট্রেন্ডগুলির সাথে ট্রেড করতে পারি তবে 10 টি ট্রেডের মধ্যে আমরা 6-7 ট্রেড জিততে পারি

FREEDOM
2020-04-08, 01:09 PM
হয়ত অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মুলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

স্ক্যাল্পিং মুলত শর্ট টাইম ট্রেডাররা করে থাকে। এখানে খুব দ্রুত প্রফিট অথবা লস নিয়ে বের হতে হয়। স্ক্যাল্পিং এর টাইমফ্রেম সাধারনত ১ থেকে ১৫ মিনিটের মধ্যেই হয়ে থাকে। স্ক্যালপাররা মার্কেটের মুভমেন্ট বুজে ট্রেড করে থাকে এবং ৫ থেকে ১৫ মিনিটের মধ্যেই সচরাচর ট্রেড ক্লোজ করে দেয় তাতে যতটুকু লাভ বা লস হয়ে থাকে। তবে বেশিরভাগ স্ক্যালপারের টার্গেট থাকে ১০ থেকে ২০ পিপসের মধ্যেই। স্ক্যালপাররা দৈনিক কয়েকটি ট্রেড করে থাকে যে কারনে তাদেড সার্বক্ষনিক মার্কেট এনালাইসিস করতে হয়।

Rajib_Biswas
2020-04-08, 01:16 PM
ফরেক্স মার্কেটে ক্ষুদ্র টাইমফ্রেমে ট্রেডে এন্ট্রি নিয়ে অল্প সময়ের ব্যবধানে ট্রেড থেকে প্রফিট গ্রহণ করাকে স্কাল্পিং বলা হয়। স্ক্যাল্পিং করতে হলে দক্ষ ট্রেডার হওয়া প্রয়োজন। মূলত যাদের মূলধন কম থাকে তারাই স্কাল্পিং করে থাকে। স্ক্যাল্পিং করার জন্য সঠিক ভাবে মার্কেট এনালাইসিস এর প্রয়োজন হয়। যদি কোন কারনে ট্রেডে ভুল এন্ট্রি নেওয়া হয় তাহলে অনেক লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

smbiplob
2020-04-08, 02:02 PM
স্কাল্পিং হলো সর্ট টার্ম ট্রেডিং এর ফলে এই কৌশলে ট্রেডগুলো খুবই শর্ট টাইম এর জন্য ওপেন করা হয় এবং এই ট্রেড গুলো একদিনের বেশি চলে না । তবে স্কাল্পিং বলতে অনেকেই এটাকে আবার পিপস এ হিসেব করে থাকে যেমন প্রতি ট্রেডে ১৫ / ২০ পিপস এর মধ্যে ট্রেড ক্লোজ করে দেয়া হয় । স্কাল্পিং কৌশল অনেক রিস্কি তাই নতুন ট্রেডারদের স্ক্যাপ্লিং করা একদমই উচিত নয় । তাই যারা স্ক্যাল্পিং করতে অনেক বেশি আনাল্যসিস করতে হবে যা নতুন ট্রেডারদের জন্য কঠিন । আমার মতে তাই নতুনদের স্ক্যাল্পিং থেকে দুরে থাকা উচিত।

muslima
2020-08-25, 09:32 PM
এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। এখানে অনেক নতুন ট্রেডারও আছেন যারা অল্প সময়ে বেশি লাভ করতে চায় আর সেই অনুসারে এখানে স্কালপিং করেন আর তার ফলাফল হয় একাউন্ট জিরো না হলে বরো ধরনের লস। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিংএ সবার জন্য স্কালপিং ট্রেডিং না।

Soh1952
2020-08-26, 04:37 PM
যে সব ট্রেড ২০ পিপস এর মধ্যে প্রফিট নিয়ে ক্লোজ করা হয় সেগুলোই স্ক্যাল্পিং বলা হয়। সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেওয়া হয় ।অর্থাৎ ছোট ছোট সাইজের ট্রেডগুলো করে খুব কম সময়ে ১৫থেকে ২০ পিপস আয় করা।এগুলো মার্কেটের ১০-১৫ মিনিটের মুভমেন্ট দেখে ট্রেডার রা করে থাকে।তবে স্ক্যাপ্লিং অনেক রিস্কি।নতুন ট্রেডারদের স্ক্যাপ্লিং করা একদমই উচিত নয়।স্ক্যাল্পিং করতে অনেক বেশি এনালাইসিস করতে হয় যা নতুন ট্রেডারদের জন্য একদমই সম্ভব না।তাই তাদের স্ক্যাল্পিং থেকে দুরে থাকা উচিত।

Sid
2020-08-26, 05:14 PM
অল্প সময়ের মধ্য স্বল্প প্রফিট করাকেই সাধারণ অর্থে স্কাল্পিং বলা হয় । ফরেক্স ব্যবসায় স্কাল্পিং শব্দটি অনেক বহুল ব্যবহৃত । ফরেক্সে যারা এই ধররেন স্কাল্পিং করে তাদেরকে বলা হয় স্কাল্পার । সাধারণত খুব অল্প সময়ে মার্কেট মুভমেন্ট যথার্থরূপে বোঝার মাধ্যমে অল্প প্রফিট নিয়ে ওর্ডার ক্লোজ করে দেওয়াকে বলা হয় স্কাল্পিং । স্কাল্পিং করে সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেয়া যায় । এর বেশি হলে এটা লং টার্ম এর মধ্য অন্তভুক্ত হয়ে যায় ।

samun
2020-08-26, 05:26 PM
স্ক্যাল্পিং অত্যন্ত শর্ট টাইমট্রেড করা। ছোট ছোট টাইম ফ্রেম- যেমন: M1, m5, m15, m30 বা h1 মিনিটের চার্ট দেখে ট্রেড করতে হয় যা খুবই রিস্কি৷প্রচুর প্রফিট করা যায় সত্যি কিন্তু তা কখোনোই নতুন ট্রেডারদের জন্য প্রযোজ্য নয়৷মনে রাখবেন স্ক্যাল্পিং শুধুমাত্র দক্ষ ট্রেডারগনের শোভা পায়৷ নতুনদের জন্য স্ক্যাল্পিং মোটেও ঠিক নয়।

KAZIMAJHARULISLAM
2020-08-26, 06:01 PM
ফরেক্স এ যারা নবীন ট্রেডার আছেন,তাদের সকলকেই বলা হয় যে স্কাল্পার হিসেবে ট্রেডিং করতে। কেননা লার্নিং পিরিয়ডে আপনি কতটা উপার্জন করলেন,এটা মুখ্য নয়, মুখ্য হলো আপনি কতখানি জ্ঞান অর্জন করলেন এবং সেই সাথে আপনি কতখানি দক্ষ হয়ে উঠলেন।এবং সেইসাথে বলা হয় আপনি যদি প্রতিদিন 15 থেকে 20 পিপস লাভ করেন, এইটাই আপনার জন্য অনেক।আর 20 পিপসের নিচে সমস্ত ট্রেডকেই স্ক্যাল্পিং বলা হয়।

sss21
2020-08-26, 06:06 PM
স্ক্যাল্পিং শব্দটি আমরা অনেক জায়গায় শুনে থাকি। হ্যা, সেটা হয়তো শুধু ফরেক্স ই । কারন স্ক্যাল্পিং খুবই জনপ্রিয় একটি ট্রেডিং রেজাল্ট যা অল্প সময় প্রফিট করে মার্কেট থেকে বের হওয়া যায়। ফরেক্স এ স্ক্যাল্পিং করে অনেক ভালো প্রফিট করা। দ্রুত প্রফিট করার জন্য স্ক্যাল্পিং খুবই জনপ্রিয়।

Smd
2020-08-26, 06:39 PM
ফরেক্স বিভিন্ন ধরনের এনালাইসিস করে ট্রৈড নিতে হয় আর সাথে কিছু স্ট্যাটেজি ফলো করে চলতে হয় ।স্ক্যল্পার বলতে যারা স্ক্যাল্পিং করে তাদের বোঝায়। স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে স্বল্প প্রফিট করা। সাধারনত ১-২০ পিপস প্রফিট করা হয় এতে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম এম 5 থেকে এমন 30 ব্যবহার করা হয়। তবে এই সিস্টেমের ট্রেডে রিস্কও আছে। মানি ম্যানেজমেন্ট লক্ষ্য করে চলতে হয়।

Starship
2020-08-26, 11:05 PM
ফরেক্স মার্কেটে আমরা যে সকল টাইমফ্রেম m1, m5, m15 এই সকল টাইমফ্রেমে অল্প সময়ে ট্রেড করার পদ্ধতি হল স্ক্যাল্পিং। মূল কথা হলো আমরা ট্রেড করার জন্য যে অল্প সময়ে যে ট্রেড করে থাকি সেটাই হলো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং করতে গেলে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হতে হয়। এছাড়া স্ক্যাল্পিং অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমনও হতে পারে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই দক্ষতা অর্জন করার পূর্বে স্কিপিং করা উচিত নয়।

Rokibul7
2020-08-26, 11:32 PM
স্ক্যালপিং হল ছোট সাইজের ট্রেড গুলো । এই ট্রেডে আপনি ১-২০ পিপস আয় করবেন।

MISNIVA777
2020-08-26, 11:40 PM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। ফরেক্স জগতে বেশিরভাগ ট্রেডারই স্ক্যাল্পিং করে থাকেন। মূলত ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলই হল স্কাল্পিং।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারণ ট্রেড হয়ে যায়। মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিচু পিপস লুফে নিতে পারেন।কিন্তু স্ক্যাল্পিং ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিচু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত।কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেওয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভাবনাটাই তুলনামূলক বেশি থাকে।

milu
2020-08-29, 10:52 AM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ।

jimislam
2020-08-29, 12:02 PM
স্কাল্পিং ট্রেডিং সিস্টেমটি আসলে কোনওভাবেই উচ্চ ঝুঁকিতে নয়, বরং এটি এমন একটি স্কাল্পার যা বড় ঝুঁকি ব্যবহার করে শেষ করে এবং তাদের ব্যবসায়ের সাথে আপস করে এবং ক্ষতির দিকে নিয়ে যায়। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ।

FRK75
2021-03-23, 11:28 PM
স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে স্বল্প প্রফিট করা।যে সব ট্রেড ২০ পিপস এর মধ্যে প্রফিট নিয়ে ক্লোজ করা হয় সেগুলোই স্ক্যাল্পিং।স্ক্ াল্পিং এবং সুইং ট্রেডার সাধারণত ৫,১০,এবং ১০ পিপস এর মত নেওয়া হয় এর বেশি হলে এটা লং টার্ম এর মধ্য অন্তভুক্ত হয়ে হয়....।সুইং ট্রেডার বলতে মূলত লং টার্ম ট্রেডার কে বোঝায়। স্ক্যল্পার বলতে যারা স্ক্যাল্পিং করে তাদের বোঝায়। স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে স্বল্প প্রফিট করা। সাধারনত ১-২০ পিপস প্রফিট করা হয় এতে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম ব্যবহার করা হয়। তবে এই সিস্টেমের ট্রেডে রিস্কও আছে।

EmonFX
2021-03-24, 12:08 AM
হয়ত অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মুলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

ফরেক্সে স্ক্যাল্পিং বলতে শর্ট টাইম ট্রেডকে বোঝানো হয়ে থাকে। ছোট ছোট টাইমফ্রেমে ছোট ছোট প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়াকে স্কাল্পিং বলে। ফরেক্সে অনেকগুলো টাইমফ্রেকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- সর্ট টাইম টাইমফ্রেম এবং লং টাইম টাইমফ্রেম। আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো লং টাইমফ্রেমে ট্রেড করতে বলবো আর যদি ফরেক্সে নতুন হন তহলে অবশ্যই সর্ট টাইমফ্রেমে করা উচিত। নতুনদে ছোট ছোট লটে সর্ট টাইম ট্রেড করা উচিত এতে করে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, সময় ও মূলধনের উপর। আপনাকে নির্ধারন করতে হবে আপনি ফরেক্সে কতোটা সময় দিতে পারবেন। যদি সময় দিতে পারেন তাহলে ১ ঘন্টা বা ৩০ মিনিটের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন।

কিন্তু যদি সময় দিতে না পারেন তাহলে লং টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। যেমন- ৪ ঘন্টা, ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। উল্লেখ্য যে, লং টাইমের জন্য ট্রেড করতে অভিজ্ঞতা ও মুলধন একটু বেশি থাকা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ২০০ ডলার ক্যাপিটাল থাকার দরকার আছে। দক্ষ ট্রেডাররা ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করে থাকেন কারন সেখানে লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকে।

Smd
2021-05-29, 10:07 AM
ফরেক্স মার্কেটে আমরা অল্প সময়ে প্রফিট করার জন্য মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেডিং করে থাকি,এই সময় আমরা সর্ট টাইম ফ্রেম ব্যাবহার করে থাকি,এই সময় আমরা ২০ পিপসের নিচে প্রফিট করে থাকি। হ্যা, সেটা হয়তো শুধু ফরেক্স ই । কারন স্ক্যাল্পিং খুবই জনপ্রিয় একটি ট্রেডিং রেজাল্ট যা অল্প সময় প্রফিট করে মার্কেট থেকে বের হওয়া যায়। ফরেক্স এ স্ক্যাল্পিং করে অনেক ভালো প্রফিট করা।

FRK75
2021-08-12, 09:39 AM
মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল।

FREEDOM
2021-08-19, 03:24 PM
হয়ত অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মুলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

Smd
2021-11-05, 06:39 PM
মার্কেটর নয়েজ থেকে বের হয়ে আসা ও প্রফিট করা। স্কাল্পিং এর অর্থ হলো সমগ্র অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ , এবং যারা এই ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেড নেয় ,তাদের স্কাল্পার বলা হয়। ফরেক্সে স্কাল্পিং করতে হলে প্রয়োজন দীর্ঘ অভিজ্ঞতার, অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে লাভ করা কষ্ট সাধ্য। স্ক্যাল্পিং হলো স্বল্প সময়ে ট্রেড করে অল্প পরিমানে প্রফিট করা। সাধারণত ১-২০ পিপস প্রফিট করা হয় এখানে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম ব্যবহার করা হয়। যারা নতুন ট্রেডার তারাই মূলত এই সিস্টেমে বেশি ট্রেড করে থাকেন।

samun
2022-01-19, 05:18 PM
সল্প সময়ে বেশী লাভ করার একটি কার্যকরী স্ট্রেটেজির নামই স্ক্যাল্পিং। এই স্ট্রেটেজি সঠিকভাবে ব্যবহার করতে পারলে সল্প সময়ে ভাল পরিমানের পিপ্স লাভ করা সম্ভব । আমিও এই স্ট্রেটেজি প্রয়োগ করে থাকি বিশেষ করে নিউজ আওয়ারের সময় এবং নির্দিষ্ট কিছু পেয়ারের উপর আমি এই স্ট্রেটেজি প্রয়োগ করতে বেশী পছন্দ হয়। সাধারণত নতুন ট্রেডাররা স্ক্যাল্পিং করে থাকে। তবে স্ক্যাল্পিং করতে গেলে ঝুকিঁর পরিমাণ বেশি থাকে তাই উপযুক্ত সিগনাল পাওয়ার পর আমাদের স্ক্যাল্পিং করা উচিত।

FRK75
2022-04-22, 08:50 AM
অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত দুই ধরনের ট্রেডার। এদের মধ্যে এক ধরনের ট্রেডার হল সুইং ট্রেডার।সুইং ট্রেডার মুলত লং টার্ম ট্রেডার।এরা লং টাইমফ্রেম নিয়ে ট্রেড করে।আর দুই নং যে ট্রেডার তারা হল স্ক্যাল্পার।স্ক্ �াপার বলতে যারা স্ক্যাপ্লিং তাদের বোজায়।স্ক্যাপ্লি � হল অল্প সময়ের মধ্যে ট্রেড করে স্বপ্ল পরিমাণ লাভ করা।অর্থাৎ ছোট ছোট সাইজের ট্রেডগুলো করে খুব কম সময়ে ১৫থেকে ২০ পিপস আয় করা।এগুলো মার্কেটের ১০-১৫ মিনিটের মুভমেন্ট দেখে ট্রেডার রা করে থাকে।তবে স্ক্যাপ্লিং অনেক রিস্কি।নতুন ট্রেডারদের স্ক্যাপ্লিং করা একদমই উচিত নয়।স্ক্যাল্পিং করতে অনেক বেশি এনালাইসিস করতে হয় যা নতুন ট্রেডারদের জন্য একদমই সম্ভব না।তাই তাদের স্ক্যাল্পিং থেকে দুরে থাকা উচিত।

Starship
2022-04-22, 04:57 PM
সাধারণত দুই ধরণের ট্রেডার লক্ষ্য করা যায় তার মধ্যে একটি হলো স্ক্যাল্পিং অপরটি লং টাইম ট্রেডার। স্ক্যাল্পিং বলতে সাধারণত এক থেকে বিশ পিপসের মধ্যে যে ট্রেডগুলো ওপেন এবং ক্লোজ করা হয় সেই ট্রেডগুলো স্ক্যাল্পিং হিসেবে বিবেচিত। খুব সহজভাবে বলতে গেলে যে ট্রেডগুলো স্বল্প সময়ের জন্য সেট করা হয় সেগুলোই স্ক্যাল্পিং বলে। অনেকটা রয়েছে যারা স্ক্যাল্পিং করে থাকে আবার অনেকের লংটাইম ট্রেড করে থাকে। তবে উভয় ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।

Mas26
2022-04-23, 12:18 AM
ফরেক্সে ট্রেডার মূলত দুই ধরনের। ১। স্ক্যাল্পার, ২। সুইং ট্রেডার। সুইং ট্রেডার বলতে মূলত লং টার্ম ট্রেডার কে বোঝায়। স্ক্যল্পার বলতে যারা স্ক্যাল্পিং করে তাদের বোঝায়।
ফরেক্স এর ভাষায় স্ক্যালপিং হল ছোট সাইজের ট্রেড গুলো। এই ট্রেডে আপনি ১-২০ পিপস আয় করবেন। মার্কেটের ছোট ছোট মুভমেন্ট গুলো এনালাইসিস করে ১০মিনিট অথবা ১৫ মিনিট এর মাঝের মুভমেন্টগুলো ব্যবহার করে ১৫-২০ পিপ্স আয় করা। নতুনদের জন্য এটা খুবই উপকারি। অনেক বেশী এনালাইসিস এর প্রয়োজন হয় না। ট্রেডিং সফটওয়্যার এ যে ইনডিকেটর গুলো আছে শুধু সেগুলো এনালাইসিস করলেই মোটামোটি ভাবে ৮-১০ পিপস আয় করা যায়। তাই অনেকের কাছে এটা বেশ জনপ্রিয় ট্রেডিং সিস্টেম।স্ক্যাল্ িং হলো স্বল্প সময়ে ট্রেড করে স্বল্প প্রফিট করা। সাধারনত ১-২০ পিপস প্রফিট করা হয় এতে এবং টাইম ফ্রেম ব্যবহারের ক্ষেত্রে শর্ট টাইমফ্রেম ব্যবহার করা হয় তবে এই সিস্টেমের ট্রেডে রিস্কও আছে।

FRK75
2023-01-06, 11:42 PM
অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।অল্প সময়ের মধ্যে ট্রেড করে স্বপ্ল পরিমাণ লাভ করা।অর্থাৎ ছোট ছোট সাইজের ট্রেডগুলো করে খুব কম সময়ে ১৫থেকে ২০ পিপস আয় করা।এগুলো মার্কেটের ১০-১৫ মিনিটের মুভমেন্ট দেখে ট্রেডার রা করে থাকে।তবে স্ক্যাপ্লিং অনেক রিস্কি।নতুন ট্রেডারদের স্ক্যাপ্লিং করা একদমই উচিত নয়।স্ক্যাল্পিং করতে অনেক বেশি এনালাইসিস করতে হয় যা নতুন ট্রেডারদের জন্য একদমই সম্ভব না।তাই তাদের স্ক্যাল্পিং থেকে দুরে থাকা উচিত।

FRK75
2023-06-15, 09:56 AM
স্কেল্পিং হল সল্প সময়ে বেশী লাভ করার একটি কার্যকরী স্ট্রেটেজি । এই স্ট্রেটেজি সঠিকভাবে ব্যবহার করতে পারলে সল্প সময়ে ভাল পরিমানের পিপ্স লাভ করা সম্ভব । আমিও এই স্ট্রেটেজি প্রয়োগ করে থাকি বিশেষ করে নিউজ আওয়ারের সময় এবং নির্দিষ্ট কিছু পেয়ারের উপর আমি এই স্ট্রেটেজি প্রয়োগ করতে বেশী পছন্দ করি যেমন গোল্ড , usd-jpy , gbp-jpy, nzd-usd । এই পেয়ার গুলোতে মুভমেন্ট অনেক বেশী হওয়ায় সল্প সময় অধিক পিপ্স লাভ করা যায় ।স্কাল্পিং হল ফরেক্স মার্কেট থেকে খুব কম সময়ের ব্যবধানে ট্রেড করে মুনাফা তুলে নেয়া । এটা একটা ট্রেডিং কৌশল । এই কৌশলটা বেশিরভাগ নতুন ট্রেডাররা ব্যাবহার করে থাকে , কারণ এতে অল্প সময়ে লাভ পাওয়া যায় । কিন্তু এটা হল আপাত দৃষ্টি , যদি আপনি কোন সুদূরপ্রসারী চিন্তা করেন ফরেক্স ট্রেডিং নিয়ে তাহলে আপনাকে অবশ্যই স্কাল্পিং ট্রেডিং কৌশল বাদ দিয়ে লং টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করতে হবে । কারণ স্কাল্পিং করে ফরেক্স মার্কেট থেকে নিয়মিত লাভ করা সম্ভব নয়

Mas26
2023-06-15, 03:34 PM
ফরেক্স এর ভাষায় স্ক্যালপিং হল ছোট সাইজের ট্রেড গুলো । এই ট্রেডে আপনি ১-২০ পিপস আয় করবেন। মার্কেটের ছোট ছোট মুভমেন্ট গুলো এনালাইসিস করে ১০মিনিট অথবা ১৫ মিনিট এর মাঝের মুভমেন্টগুলো ব্যবহার করে ১৫-২০ পিপ্স আয় করা। নতুনদের জন্য এটা খুবই উপকারি। অনেক বেশী এনালাইসিস এর প্রয়োজন হয় না। ট্রেডিং সফটওয়্যার এ যে ইনডিকেটর গুলো আছে শুধু সেগুলো এনালাইসিস করলেই মোটামোটি ভাবে ৮-১০ পিপস আয় করা যায়। তাই অনেকের কাছে এটা বেশ জনপ্রিয় ট্রেডিং সিস্টেম ।

sss21
2023-08-06, 09:12 PM
স্কাল্পিং হলো ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র ট্রেড নিয়ে , মার্কেটর নয়েজ থেকে বের হয়ে আসা ও প্রফিট করা। স্কাল্পিং এর অর্থ হলো সমগ্র অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ , এবং যারা এই ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেড নেয় ,তাদের স্কাল্পার বলা হয়। ফরেক্সে স্কাল্পিং করতে হলে প্রয়োজন দীর্ঘ অভিজ্ঞতার, অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে লাভ করা কষ্ট সাধ্য , তাই স্কাল্পিং করতে হলে প্রথমে প্রয়োজন ট্রেড শেখা তারপরে স্কাল্পিং করা।