PDA

View Full Version : ট্রেডিংয়ে ১০০% সাক্সেস টেকনিক



FXBD
2020-06-03, 12:45 PM
আজকে আমার অভিজ্ঞতার আলোকে একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করতেছি,আশা করি ১০০% সাক্সেস হবেন।
দৈনিক টার্গেট ফিলাব ঃ-
১/ প্রথমে নিজের টার্গেট ঠিক করে ফেলুন।যেমনঃ ২% এর বেশি যেন না হয়।
২/ এমন একটি পেয়ার নির্বাচন করুন যেটি প্রতিদিন (১৫০০-২৫০০) পিপ মুভমেন্ট করে।
৩/ এবাব ঠিক ভোর ৬ টার সময় নির্বাচিত pair এ একই সময় এ buy & sell করেন।যেভাবে লট সিলেক্ট করবেনঃ
১০০$ এর জন্য ০.০২সেনট টার্গেট ২$ এর জন্য ১৫০ পিপ।
২০০$ এর জন্য ০.০৫সেন্ট টার্গেট ৫$ এর জন্য ১৫০ পিপ।
আর যাদের blance বেশি তারা সর্বোচ্চ ৩ টি, pair নিতে পারবেন।
৪/ Buy & Sell complete এখন টার্গেট ফিলাব এর অপেক্ষা।
বাই- সেল হওয়ার পর মার্কেট থেকে বের হয়ে যান।কারন ট্রেডিং সবসময় করতে হয় না।
৫/ ঠিক দুপুর ১২ টার পর একবার চোখ বুলাবেন আপনার pair টির মুভমেন্ট। যদি মুভমেন্ট কম্পিলিট না হয় তবে বিকাল ৪ টার পর মার্কেট এ প্রবেশ করবেন তখন ও যদি না যায় তাহলে ৬ টার পর নজর দেন,
১/ আপনার প্রফিট টি যদি বাই হয় তবে কি হাই এ অবস্থান করতেছে না প্রতিনিয়ত সেখানে নতুন হাই এর রেকর্ড করতেছে।
তবে খেয়াল রাখবেন যেখান থেকে ট্রেড করেছেন সেখান থেকে অন্তত ১০০০-১৫০০পিপস ডিস্টেন্স তৈরি হয়েছে কি না।
২/ যখন দেখবেন হাই এর রেকর্ড আর ভাঙ্গতে পারতেছেনা ঠিক তখন আপনার বাই ট্রেডটি ক্লোজ করেন।
২/ যখন দেখবেন হাই এর রেকর্ড আর ভাঙ্গতে পারতেছেনা ঠিক তখন আপনার বাই ট্রেডটি ক্লোজ করেন।
৩/ এবর অপেক্ষা করেন কখন ১৫০/২০০ পিপ কমে যাবে।আপনার টার্গেট এ আসার সাথে সাথে সেল ট্রেডটি ক্লোজ করে দেন।
এবার বিয়োগ ফল দেখেন...............
11139

Mahmud1984fx
2020-06-04, 11:27 AM
আপনার এই কৌশল যদিও আমি ভোর ৬টায় দিয়ে দেখি নাই কারণ ভোর ৬টায় স্প্রেড খুব বেশী থাকে। ঐ সময় সেল বাই দুটি এ্যান্ট্রি দিলে অনেক ডলার সাথে সাথেই লস হবে। তবে আমি আমি অনেক সময় রাতে শোবার সময় দিয়ে রাখি এবং সকালে যদি সেল বা বাই হাই রেকর্ড হয় প্রফিট হিসাবে তাহলে সেটি ক্লোজ করি এবং দিনের বেলায় ওয়েট করি যখন দেখি লসটা লাভে মেকাপ হয়েছে তখন সম্পূর্ণ প্রফিট না অবধি ক্লোজ করি না। সেটা দিনশেসে বা রাতে যখনই হয় তখন ক্লোজ করি। অনেক সময় লস বাড়তে থাকে।

Montu Zaman
2020-06-07, 04:00 PM
ট্রেডিং এ ১০০% সফলতা নির্ভর করে- # সঠিক এনালাইসিস, # মানি ম্যানেজমেন্ট এবং # নিজের সাইকোলজির উপর।
ফরেক্স ট্রেডিং এর পরিসংখ্যান বলে ৯০% ট্রেডার লুজার।নিয়মিত ভাবে প্রফিট করতে পারে না।তার মানে ৯০% ট্রেডার সঠিক এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি ঠিক করতে পারেনা। নিজেই নিজেকে প্রশ্ন করুন ১০% ট্রেডার কি ফলো করে? কিভাবে তারা ৯০% লুজার ট্রেডারের মাঝ থেকে নিয়মিতভাবে প্রফিট বের করে নেয়?
সংখ্যায় বেশি দলের দিকে যাওয়া পরিহার করুন।আপনাকে চেষ্টা করতে হবে ১০% কোন দিকে যায়,তারা কিভাবে ট্রেড করে সেটা শিখার,সেটা জানার। আপনি রাতারাতি সফল হতে পারবেন না,যদি রাতারাতি সফল হওয়ার ইচ্ছে থাকে তাহলে ফরেক্স ট্রেডিং আপনার জন্য নয়।
এটার জন্য দরকার নিয়মানুবর্তিতা, ধৈর্য এবং পর্যাপ্ত পরিমাণে প্রাকটিস।এই তিনের সমন্বয়ে আপনার প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে হবে।ট্রেডিং এর সঠিক এনালাইসিস/পদ্ধতি,প্রপার মানি ম্যানেজমেন্ট এবং নিজের সাইকোলজি যদি স্ট্রং থাকে,আর সঠিক ভাবে ধৈর্য ধরে প্রাকটিস করতে পারেন,তাহলে সফলতা আপনার হাতে ধরা দিবে ইনশাআল্লাহ।
আমার বিগত দিনের অভিজ্ঞতা এটাই বলে।সকলের জন্য শুভকামনা ও দোয়া রইলো।

Hasinapx
2020-06-27, 07:50 PM
টার্গেটভিত্তিক ট্রেড করলে কমবেশী লস হলেও যোগ বিয়োগ করে দেখা যায় প্রফিট হয়েছে। আপনার সিস্টেমটি যদিও ফলো করা হয়নি তবুও মনে হয় ভাল ফল আসতে পারে। তবে আমিও রাতে হয়ত এভাবে বাই সেল দুটি এ্যান্ট্রি দিয়ে রাখি সকালে চেক করার পরে যেটিতে প্রফিট হয়েছে সেটি ক্লোজ করে মার্কেট রিটার্ণ হওয়ার অপেক্ষায় থাকি। যখন দেখি লসের পরিমাণ বেশ কমে এসেছে বা লসটা লাভে পরিণত হয়েছে তখন ক্লোজ করে ফেলি। এভাবে মাঝে মাঝে প্রফিট ও হয় আবার কখনো হয় না।