PDA

View Full Version : ইন্ডিকেটর কি ?



salim16
2015-06-28, 09:43 AM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে ।যদি আপনার অজানা থাকে যে প্রাইজ কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে।

salvy
2015-06-28, 10:16 AM
ইনডিকেটর হল একটি নির্দেশক । যে কখন প্রাইস বারবে আবার কখন প্রাইস কমবে।

TselimRezaa
2015-06-28, 01:54 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

RichMahfuz
2015-06-29, 02:28 PM
ইন্ডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটা নির্দেশনা, যা কখনই সফল ফলাফল দিতে পারেনা। তবে আপনি ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস এর অভিজ্ঞটা নিতে পারেন, কিন্তু সরাসরি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা থেকে বিরত থাকবেন। কারন ইন্ডিকেটর দেখাএ ট্রেড দিলে আপনি লাভের চেয়ে বেশি লসের সম্মুখিন হতে পারেন। তাই ইন্ডিকেটর হতে সাবধান থাকতে হবে।

Tamim Al Mamun
2015-06-30, 04:12 AM
ইন্ডিকেটর হলো একধরনের নির্দেশনা কারী যন্ত্রের মত। যা ট্রেড করার সময় আপনাকে নির্দেশনা দিবে কখন মার্কেট উপরে উঠবে আর কখন মার্কেট নিচে নামবে কিন্তু আমার মতে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল কারন এই সব ইন্ডিকেটর মাঝে মাঝে ভূল সিগনাল দেয় যার কারনে আমাদের ট্রেড করায় ভুল হয় আর আমরা লস করি। তাই আমি বলবো যারা এই ইন্ডিকেটর ব্যবহার করেন তারা বুঝে শুনে তারপর ব্যবহার করবেন এবং পারলে এই সব ইন্ডিকেটর ব্যবহার করবেন না।

monorom
2015-06-30, 05:04 PM
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর আমাদের মার্কেট আনালাইসিস করতে সাহায্য করে । মার্কেট এখন কোন দিকে যাবে তা ইন্ডিকেটর এর মাধ্যমে সাহায্য নেয়া যাই । যেমন ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ এবং বলেংগার বেন্ড দিক নির্দেশ করতে অনেক সাহায্য করে । কোন ইন্ডিকেটর এ কি কাজ তা আগে ভালো ভাবে জানতে হবে ।

Tamim Al Mamun
2015-06-30, 08:15 PM
ইন্ডিকেটর হলো একধরনে নির্দেশনা কারী যন্ত্রের মত। এই ইন্ডিকেটর আপনাকে ট্রেড করার পূর্বে মার্কেটে কি চলছে সেগুলো যানাবে এই সিগনাল অনুযাই আপনি ট্রেড করতে পারবেন আর এই ইন্ডিকেটর আপনাকে বুঝিয়ে দিবে কোন যায়গায় ট্রেড করা ভাল আর কোন যায়গায় ট্রেড করা খারাপ। কিন্তু আমার মতে এই ইন্ডিকেটর গুলো ব্যবহার না করাই ভাল কারন এই ইন্ডিকেটর গুলো মাঝে মাঝে ভুল সিগনাল দেয় যার কারনে আমাদের ট্রেড করা ভুল হয় এবং আমরা লস করি।

Fxaziz
2015-07-02, 03:57 PM
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটোর বলতে আমরা সাধারণত নির্দেশক কে বুজি।আমরা ফরেক্স মার্কেট এ ভিবিন্ন ইন্ডিকেটর নিয়ে ফরেক্স মারকেট এ ট্রেড করি।ইনডিকেটর এর মদ্দে আমরা সাধারনত এম এফ লাইন/আর এস আই/মেকডী ইত্যাদি নিয়ে ফরেক্স মারকেট এ ট্রেড করে থাকি।তাছাড়া আমরা ফরেক্স মারকেট এ ট্রেড কোরার আগে ইকুনুমি এর দিকে দেখে তারপর আমরা ট্রেড করব।তাই আমাদের ট্রেড এর ক্ষেত্রে আমরা ইনডিকেটর বেবহার করব।ধন্নবাদ।।

mamun93
2015-08-29, 06:59 PM
আসলে ইন্ডিকেটর হল কিছু দিকনির্দেশক যা আমাদের ফরেক্স ট্রেডিংয়ে সহায়তা করে থাকে তবে কোন ভাবেই ইন্ডিকেটরের উপর অধিক নির্ভরশীল হয়ে ফরেক্স ট্রেডিং করা উচিত না কারন অনেক সময় ইন্ডিকেটর সঠিক ভাবে কাজ করতে বা মার্কেট ট্রেন্ড ধরতে পারে না।

Imran1995
2015-09-06, 03:27 AM
ইন্ডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটা নির্দেশনা, যা কখনই সফল ফলাফল দিতে পারেনা। তবে আপনি ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস এর অভিজ্ঞটা নিতে পারেন, কিন্তু সরাসরি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা থেকে বিরত থাকবেন। কারন ইন্ডিকেটর দেখাএ ট্রেড দিলে আপনি লাভের চেয়ে বেশি লসের সম্মুখিন হতে পারেন। তাই ইন্ডিকেটর হতে সাবধান থাকতে হবে।

pips
2015-09-17, 11:51 PM
ইনডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি নিদেশনা। এই ইনডিকেটর নিদেশ করে যে মুদ্রা এর দাম কখন বাড়ছে আর কখন আবার মুদ্রা এর দাম কমে যাচ্ছে। অথাত এটি লাভ ও লস হিসাবের একটি নিদেশক। তবে কেউ কখনোই শুধু মাত্র ইনডিকেটর দেখে ট্রেড দিবেন না কারন শুধু মাত্র ইনডিকেটর দেখে ট্রেড দিলে লাভ এর সম্ভাবনা থেকে লস এর সম্ভাবনা বেশি থাকে।

Defender
2015-09-17, 11:53 PM
আমার এটা নিয়ে সঠিক কোন ধারনা নায় কিন্তু আমি একটাই কথা বলতে পারি সেটা হল এখানে যে এবার কাজ করেছে সে আর অন্য কোন কাজ করবে না ।তবে আমরা জারা এখানে কাজ করি তারা যদি এটার নিয়ে প্রচার চালাই তাহলে একটি দেশ মানে আমাদের দেশের যত জন কাজ করতে চাই তারা সকলে কাজ করবে আমি মনে করি।

Imran2
2015-09-18, 12:02 AM
আপনি যদি আপনার ট্রেড এর লাভ-লস বুজতে চান তাহলে তা ইনডিকেটর এর সাহায্যে বুজতে পারবেন ।এতে করে আপনি যে ট্রেড করছেন তা কি লাভ হচ্ছে না লস হচ্ছে তা বুজতে পারবেন ।তবে আমার মতে সবসময় ইনডিকেটর ইউস করা ঠিক না ।ইনডিকেটর এর ব্যাবহার এর ফলে আপনি মাঝে মাঝে লাভ এর থেকে লস এর সম্মুখীন বেশি হবেন ।

Jobless
2015-09-19, 11:12 AM
আপনার প্রাইস বাড়বে না কমবে তা আপনি ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারবেন এটা হল এক ধরনের নির্দেশক যার মাধ্মে ,আমরা প্রাইসের মান সম্পর্কে ভাল ভাবে জানতে পারি। মার্কেট এর হ্রাস বৃদ্ধি গতিপথ ইত্যাদি অনেক কিওছু আমারা ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারি তাই এর গুরুত্ব অনেক।

Harun1650
2015-09-19, 12:15 PM
ইন্ডিকেটর এর দ্বারা আমরা বুঝতে পারি মার্কেট কি বাই এর দিকে যাচ্ছে নাকি সেল এর দিকে যাচ্ছে। ধরুন আপনি ক্যান্ডেল ইন্ডিকেটর নিয়েছেন আমি ক্যান্ডেল এর কালার বাই এর দিকে গেলে সাদা হবে আর সেল এর দিকে গেলে লাল হবে, তাহলে ইউরো/ইউএসডি পেয়ার এ ১.৪৫০০ তে বাই এ ট্রেড বসিয়েছেন এখন মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে ইউরো শক্তিশালী হচ্ছে ক্যান্ডেল সাদা হচ্ছে তার মানে মার্কেট আমার অনুকুলে আছে আর যদি ক্যান্ডেল লাল হতে থাকে তাহলে মার্কেট আমার বিপরীতে চলে গেচ্ছে। আর ইন্ডিকেটর এর দ্বারা আপনি অনেক সহজে বুঝতে পারেন আপনি কোন ধরনের ট্রেড বসাবেন।

onlyfx
2015-11-01, 08:31 AM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেটের বর্তমান এবং অতীত এনালাইসিসের মাধ্যমে পরবর্তীতে মার্কেট কোন দিকে যেতে পারে তার একটা নির্দেশ প্রদান করে থাকে । ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে । একেক ইন্ডিকেটর একেক বিষয়ের ফলাফল প্রদান করে । আপনি যত নিজে এনালাইসিস করবেন ততই আপনার জন্য ভালো । তাই চেষ্টা করেন নিজে এনালাইসিস করার । আর কোন ইন্ডিকেটর সফল না । তাই আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

Md Mamun Khan
2015-11-02, 10:46 AM
ইন্ডিকেটর হলো ফরেস্ক মারকেটের নিদেশক। ইন্ডিকেটরের মাধ্যমে জানা যাই কখন প্রাইজ বারবে আর কখন প্রাইজ কমবে। এর মাধ্যমে জানা যাই কখন শেয়ার মারকেটে লাভ অথবা লস হবে।ফরেস্ক মারকেটে ইন্ডিকেটরের ভুমিকা অপরিসিম। এর ভুমিকা অনেক।

syed_rana
2015-11-02, 03:16 PM
ইন্ডিকেটর মানে হল,এক ধরনের নির্দেশক । এটি আপনাকে প্রাইস বাড়বে কি কমবে সেই সমপর্কে নির্দেশনা প্রদান করে । তবে কখনোই ইন্ডিকেতর দেখে ট্রেড করা উচিৎ নয়,তাহলে লসের সম্ভাবনা বেশি । মেটাট্রেডারে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়,আপনি চাইলে সেগুলি যোগ করে নিতে পারেন ।

Md Mirazul
2015-11-03, 09:01 AM
ইন্ডিকেটর বলতে আমরা সাধারনত নির্দেশককে বুঝে থাকি । যিনি আমাদের ফরেক্স মার্কেট সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশ করে । আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি বাজার কোন দিকে মুভ করবে তার উপর ভিত্ত করে । অনেক সময় আমরা বুঝতে পারিনা যে ফরেক্স মার্কেট এর বাজার কোনদিকে যেতে চলেছে , বাজার কি উপরে উঠবে নাকি নিচে নামবে । তখন ইন্ডিকেটর আমাদের সেই বিষয় সম্পর্কে নিউজ দিয়ে সাহায্য করে । এতে করে আমাদের ট্রেড করতে সুবিধা হয় । ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করতে পারলে ট্রেডে ঝুকি কম থাকে ।

MotinFX
2015-11-03, 11:31 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটরের ভুমিকা অনেক আর ইন্ডিকেটর অর্থ নির্দেশক । মার্কেট বাড়বে না কমবে তা ইন্ডিকেটর মাধ্যমে ধারনা করা যায় আর এম টি ফোর সফটয়্যারে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে ।আর সবসময় ইন্ডিকেটর দেখে ট্রেড না করাই উচিত নিউজ দেখে ট্রেড করলে ভাল লাভ করা যায় ।

AbuRaihan
2015-11-03, 09:09 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বহুল ব্যবহৃত একটা শব্দ৤ এই ইন্ডিকেটর এর আভিধানিক অর্থ হল নির্দেশক ৤ অর্থ্যাৎ ফরেক্সে মার্কেটে এমন কিছু নির্দেশক আছে যা আমাদেরকে মার্কেটের গতি সম্পর্কে একটা আনুমানিক ধারণা প্রদান করে ৤ তবে ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেটের গতিবিধি সম্পর্কে যে একদম নিশ্চিত হওয়া যাবে তা নয় বরং ইন্ডিকেটর শুধু আমাদেরকে একটা আনুমানিক ধারণা প্রদান করে মাত্র৤ অর্থ্যাৎ ইন্ডিকেটর শুধু মার্কেটের গতিবিধি এবং কিছু আনুষাঙ্গিক বিষয়ে আমাদেরকে ধারণা প্রদান করে মাত্র যা বিশ্লেষন করার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা বাই করব নাকি সেল করব ৤

sumon37
2015-11-04, 08:48 AM
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর হলো এক ধরনের নিরদেশক। আপনি যখন ফরেক্স এ ট্রেড করবেন তখন ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারবেন কখন প্রাইস বাড়বে না কমবে। কিন্তু ইন্ডিকেটর সব সময় সঠিক তথ্য দেয় না। মাঝে মাঝে ভুল তথ্যও দেয় আর যার ফলে যারা ইন্ডিকেটর দেখে ট্রেড করেন তারা লস এর সম্মুখিন হয়। এই জন্য সব সময় ইন্ডিকেটর দেখে ট্রেড করার উচিত নয়। নিজে এনালাইস করে ট্রেড করা ভালো।

Naju
2015-11-04, 04:36 PM
ইনডিকেটর বলতে সাধারনত আমারা কোন সিগনাল যেমন আর,এস,আই, অথবা এম এ সি ডি, সিগনাল কে বুঝে থাকি , যা আমাদেরকে ট্রেডের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে যা দিয়ে আমারা সহজে ট্রেডের প্রস্ততি নিতে পারি তাকেই আমারা ইনডিকেটর বলে থাকি।

M M RABIUL ISLAM
2015-11-19, 08:52 PM
ইন্ডিকেটর ট্রেড করার সময় আপনাকে নির্দেশনা দিবে কখন মার্কেট উপরে উঠবে আর কখন মার্কেট নিচে নামবে ।কিন্তু আমার মতে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল কারন এই সব ইন্ডিকেটর মাঝে মাঝে ভূল সিগনাল দেয় যার কারনে আমাদের ট্রেড করায় ভুল হয় আর আমরা লস করি। তাই আমি বলবো যারা এই ইন্ডিকেটর ব্যবহার করেন তারা বুঝে শুনে তারপর ব্যবহার করবেন এবং পারলে এই সব ইন্ডিকেটর ব্যবহার করবেন না।

hasan019
2015-11-19, 09:26 PM
ইন্ডিকেটর ব্যাবহার করে আপনি বুঝবেন আপনি বাই করবেন না সেল করবেন। এটি টেকনিক্যাল এনালাইসিস এর একটা নির্দেশনা। আপনি চাইলে বাইরে থেকে ইন্ডিকেটর ইন্সটল দিতে পারেন। সহজ করে বললে ইন্ডিকেটর হল নির্দেশক।

maziz6989
2015-11-19, 10:33 PM
ইনডিকেটর হল সেই বিশেষ টুল যা তৈরী করা হয়েছে সাধারণ ট্রেডারদের মুরগী বানানোর জন্য। সোজা কথায় আসি।যদি ইনডিকেটর দিয়েই প্রফিট করা সম্ভব হত তবে এই মার্কেট এ এত লুজার থাকত না। এখানে ইনডিকেটর হল ট্রেডারদের সেন্টিমেন্ট নিয়ে খেলার বিশেষ উপকরণ। এটা সম্পুর্ণ আমার অভিমত।

selena
2015-11-20, 06:48 AM
ফরেক্সে এ ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অর্থ হলো নির্দেশক। ইন্ডিকেটর আমাদের
ফরেক্স মার্কেট আনালাইসিস করতে সাহায্য করে ।
মার্কেট এখন কোন দিকে যাবে

basaki
2016-01-14, 04:11 PM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেটে ট্রেড করার দিক নির্দেশক। আপনি যদি ভাল করে ট্রেড করতে যান তাহলে আপনাকে কোন না কোন ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। যে মন আমি ফররেক্স মার্কেটে ট্রেড করি কেন্ডেল স্টিক ব্যবহার করে ট্রেড করে থাকি। মনে হচ্ছে এটা আমাকে ভালই লাভ দিচ্ছে।

Marufa
2016-02-11, 07:55 PM
ইন্ডিকেটর হচ্ছে মার্কেটের বিভিন্ন ধরনের মুভমেন্ট এর গাণিতিক চিত্র যার মা্ধম্যে মার্কেট এর অতীত বিভিন্ন মুভমেন্ট এর পরিসংখ্যান প্রকাশ করা হয় । ইন্ডিকেটর শুধু মাত্র আমাদের অতীত দেখায় কিন্তু ভবিষৎত দেখাতে পারে না । আমাদের ইন্ডিকেটর দেখে ভবিষৎ মুভমেন্ট সম্পর্কে ধারনা করতে হয় ।

Md Sanuwar Hossain Hossai
2016-02-11, 09:30 PM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন প্রতিক বা সাংকেতিক যার সাহায়ে মার্কেট মুমমেন্ট সম্পর্কে আগে থেকেই বুঝা যায়্ ৤ এদের সাহায্যে মার্কেট অতীতে কেমন ছিল , বর্তমানে কেমন আছে এবং ভবিশ্যতে কেমন মুভ করবে তা জানা যায়৤ এদের মধ্যে মুভিং এভারেজ , পিভাট পয়েন্ট, বলিংগার ব্যান্ড , জিগজ্যাগ এমন আরও অনেক ইন্ডিকেটর রয়েছে৤

tanzilfx
2016-02-12, 01:00 AM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

MdMintuHossen2016
2016-02-12, 01:31 AM
ইন্ডিকেটর হল এক ধরনের দিকনির্দেশক যা ফরেক্স মার্কেটের ট্রেন্ড নির্দেশ করে থাকে ফরেক্স ট্রেডিংয়ে এই ইন্ডিকেটর অনেক বেশি ট্রেড সহায়ক উপাদান হিসাবে সকলের কাছেই অনেক বেশি পরিচিত। ইন্ডিকেটরের মাধ্যমে আমরা খুব সহজে মার্কেট মুভমেন্ট বুঝতে পারি যা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা প্রদান করে থাকে।

poly khatun900
2016-02-12, 04:31 AM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

forexboy
2016-02-12, 06:13 AM
ইন্ডিকেটর কি ? এটা কিভাবে ব্যবহার করতে পারি আমি। আপনারা কি এটা ব্যবহার করেন।আমি নতুন এজন্য আমি কি ব্যবহার করতে পারি।

razu777
2016-02-12, 09:33 AM
আমি যতটুকু বুঝি ইন্ডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটা নির্দেশনা, যা কখনই সফল ফলাফল দিতে পারেনা। তবে আপনি ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস এর অভিজ্ঞটা নিতে পারেন, কিন্তু সরাসরি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা থেকে বিরত থাকবেন। কারন ইন্ডিকেটর দেখাএ ট্রেড দিলে আপনি লাভের চেয়ে বেশি লসের সম্মুখিন হতে পারেন। তাই ইন্ডিকেটর হতে সাবধান থাকতে হবে।

majidiqbal
2016-02-24, 04:09 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে সেটা নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

fatemaakhter
2016-02-24, 04:18 PM
ইন্ডিকেটর ফরেক্স মার্কেটে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমি ইন্ডিকেটরের সাহায্য ছাড়া কোন ট্রেড করতে পারি না। আমাদেরকে এদের ব্যবহার খুব ভাল করে শেখা উচিত। এ জন্য ডেমোতে বেশি বেশি প্রাকটিস করে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত। ব্রকারে বিভিন্ন ধরনের ইনডিকেটর রয়েছে ।যেমন ফিবনাসি , পিভট পয়েন্ট ।

majidiqbal
2016-02-24, 05:43 PM
ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে।এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ। ইন্ডিকেটরের মাধ্যমে আমরা খুব সহজে মার্কেট মুভমেন্ট বুঝতে পারি যা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা প্রদান করে থাকে।

raju0000
2016-02-26, 12:47 AM
ইনডিকেটর একধরনের নির্দেশক যা ট্রেডিং সম্পর্কে ত্রাদের দের পুর্বনির্দেশনা দিয়ে থাকে.আইটি ত্রাদের দের জন্য অনেক সহায়ক একটি প্রক্রিয়া.নতুন ত্রাদের হিসেবে আপনি ইনডিকেটর বেবহার করতে পারেন.কিন্তু ইনডিকেটর ও বের্থ হতে পারে.তাই আপনি আপনার অভিজ্ঞতা দিয়েই সিদ্দাহ্ন্ত নিন এবং ইনডিকেটর দিয়ে তা নিশ্চিত করুন এইভাবে এগিয়ে যান.

golam0000
2016-02-26, 01:21 AM
ত্রাদার দের জন্য ইনডিকেটর অনেক সহায়ক একটি মাধ্যম.ইতির মাধ্যমে ত্রাদার রা জানতে পারে ট্রেড এর দুম কি বাড়বে নাকি কমবে.যাদের অভিজ্ঞতা কম তারা এই ইনডিকেটর বেবহার করতে পারে.কারণ একেবারে লস করার চেয়ে খানিকটা লস করা একটু ভালো বলা যায়.এই ইনডিকেটর এর দ্বারা ত্রাদের রা মার্কেট সম্পর্কে ধারণা ও অর্জন করতে পারবে.

Vision
2016-02-28, 10:16 PM
ঈন্ডিকেটর ফরেক্স মার্কেটের এক ধরনের নির্দেশক । আর এটার কাজ শুধু নিজের মত করেই স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনা দেওয়া । আর এটা অনেক বেশি গুরুত্বপূর্ন একটা জিনিস । ফরেক্স মার্কেটে ঈন্ডিকেটর এর আলাদা একটা তাৎপর্য আছে বলে আমি মনে করি । ঈন্ডিকেটর মূলত মার্কেটের গতিপ্রকৃতি প্রাইস উঠানামা ও হ্রাস বৃদ্ধি এসব বিষয় সম্পর্কে নির্দেশ দিয়ে থাকে । টার্মিনালে অনেক ধরনের ঈন্ডিকেটর আছে এসব ঈন্ডিকেটর ব্যবহার করেই আমরা এনালাইসিস করতে পারি ।

sharifulbaf
2016-03-25, 05:14 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য যে দিক নিদ্রেশনা যার মাধ্যমে পাওয়া যায় তাকে আমরা ইন্ডিকেটর বলে থাকি,ফরেক্স মার্কেটে ভাল প্রফিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকিএই ইন্ডিকেটির দ্বারা আমরা মার্কেটের মুভমেন্ট বুঝে থাকি তাই আমরা বাই বা সেল ট্রেড করতে পারি।

Realifat
2016-03-25, 05:26 PM
হ্যা,আপনি ঠিকই বলেছেন। ফরেক্সের প্রাইস বাড়ড়বে না কমবে তা বোঝার জন্য আমরা যে নির্দেশক ব্যবহার করিরি তাকে ইন্ডিকেটর বললে। ইন্ডিকেটরের সবসময়ই যে ভালো সিগনাল দেয় তা না হলে দক্ষ ট্রেডাররা ইন্ডিকেটর ব্যবহার করে ফায়দা লুটে থাকে।যেমন মুভিং এভারেজ,আরএসআই,বোলিংজার ব্যান্ডস ইত্যাদি অনেক ভালো ইন্ডিকেটর।

Audhidul
2016-03-25, 06:04 PM
ফরেক্স এ ইন্ডিকেটর আমাদের মার্কেট আনালাইসিস করতে সাহায্য করে । ভবিষ্যতে প্রাইস বাড়বে নাকি কমবে তা আমরা ইন্ডিকেটর হতে জানতে পারি । ইন্ডিকেটর হতে সহযোগিতা নেওয়া ভাল ,কিণ্তু এনালাইসিস করে ট্রেড করলে ভাল প্রফিট আশা করা যায় ।

Mamun13
2017-05-27, 07:12 PM
আমরা যখন ট্রেড করার পূর্বে ট্রেডিংইনডিকেটর চার্টে টেকনিক্যাল এনালাইসিস করি তখন বিভিন্ন রকমের ইনডিকেটর ব্যাবহার করি৷ইনডিকেটরের উপর সম্পূর্ণ নির্ভর না করে কিছুটা সহযোগিতা নেওয়া ভালো৷যেমন সর্বাধিক ব্যাবহৃত ইনডিকেটর হলো মুভিং এভারেজ,ট্রেন্ড লাইন,চ্যানেল,ফিবোনাকি রেশিও,আর-এস-আই,এম-এ-সি-ডি....ইত্যাদি৷যার যেমন প্রয়োজন ও সুবিধা সে তেমনটিই ব্যাবহার করে থাকে৷তবে ইনডিকেটর সর্বদা মার্কেটের বর্তমান প্রাইসের অবস্হাকেই দেখায়, বুঝায়৷ভবিষ্যত সে নিজেও জানেনা৷তাই তার উপর ভরসা করে ট্রেড করা যাবে না৷

Rugal
2017-05-27, 07:15 PM
আমরা জানি ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

nahida
2017-10-29, 11:32 PM
ইনডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি নিদেশনা। এই ইনডিকেটর নিদেশ করে যে মুদ্রা এর দাম কখন বাড়ছে আর কখন আবার মুদ্রা এর দাম কমে যাচ্ছে। অথাত এটি লাভ ও লস হিসাবের একটি নিদেশক। তবে কেউ কখনোই শুধু মাত্র ইনডিকেটর দেখে ট্রেড দিবেন না কারন শুধু মাত্র ইনডিকেটর দেখে ট্রেড দিলে লাভ এর সম্ভাবনা থেকে লস এর সম্ভাবনা বেশি থাকে।

reser
2017-10-30, 12:52 AM
ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

riponinsta
2017-10-30, 01:02 PM
ফরেক্স মার্কেট এ ইনডিকেটর মানে হল দিকনিরদেসনা ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দেখে ট্রেড করা যাই ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দেখে ট্রেড করে অনেকে অনেক ডলার ইনকাম করে আপনি যদি ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দিয়ে ভাল করে ট্রেড শিখতে পারেন তা হলে আপনি ও ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দিয়ে ট্রেড করে

expkhaled
2017-10-30, 01:15 PM
ফরেক্স এন্ডিকেটর হচ্ছে মানদন্ড। মার্কেট এর কতটুকু অবস্থান সম্পর্কে ধারনা করার জন্য যে টুল ব্যবহার করা হয় সে সগুলোকে এন্ডিকেটর বলে। সব চেয়ে বেশী ব্যবহ্রত টুল মুভিং এভারেজ, ফিবোনাচ্চি, । আমাদের টুল গুলো ব্যবহার করে মার্কেট এনালিসিস করতে হবে। এবং এ অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে সময় দিতে হবে প্রচুর। অন্তত ৬ মাস ডেমো তে প্রাকটিস করতে হবে।

01797733223
2017-12-26, 07:12 PM
ভাই এখানে ইন্ডিকেটর হল আপনার ফরেক্স মার্কেটে চলার জন্য এক ধরনের হাতিয়ার বা সহযোগী বন্ধু। যেটা আপনাকে ফরেক্স মার্কেটে দিক নির্দেশনা প্রদান করবে যে মার্কেটটা আসলে উপরে না ডাউন ট্রেন্ডে আছে শুধু এতটুকুই তার ক্ষমতা। এটা আপনাকে মার্কেটের এভারেজ একটা ধারনা দিতে পারে। কিন্তু শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করা ঠিক হবে না, আপনাকে সবজায়গা থেকে ধারনা নিয়ে নিজের সিস্টেমে ট্রেড করা শিখতে হবে।

Fahad Hossain
2017-12-26, 10:51 PM
ইন্ডিকেটর হচ্ছে মার্কেট এর মুভমেন্ট এনালাইসিস করার টুল। যা দিয়ে আপনার ট্রেড করতে সয়তা করে। কখন বাই / সেল করবেন এমন ইন্ডিকেটর ও আছে। ৫০০ এর বেশি ইন্ডিকেটর আছে ফরেক্স মার্কেট এ।

iloveyou
2018-09-15, 09:59 PM
ভাই ইন্ডিকেটর হলো মার্কেটের ভেতরে আপনার প্রবেশের একটা রাস্তা। যেটা এখানে আপনাকে সাময়ীক একটা ডিসিসন নিতে সহযোগিতা প্রদান করবে। তবে ফরেক্স মার্কেটে দু-ধরনের ইন্ডিকেটর রয়েছে ১ নাম্বার লেগিং ইন্ডিকেটর এবং দ্বিতীয়ত হলো লিডিং ইন্ডিকেটর। লেগিং ইন্ডিকেটর আপনাকে মার্কেটের বিগত মুভমেন্টগুলো এভারেজ একটা ধারণা দেবে এবং লিডিং ইন্ডিকের আপনাকে ভবিষ্যৎ* সম্পর্কে আংশিক ধারণা প্রদান করবে ইত্যাদি।

Md_MhorroM
2018-09-16, 03:18 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা প্রত্যেকেই ইন্ডিকেটরের ব্যবহার সম্পর্কে জানি। ইন্ডিকেটর ট্রেড করার সময় আপনাকে নির্দেশনা দিবে কখন মার্কেট উপরে উঠবে আর কখন মার্কেট নিচে নামবে ।কিন্তু আমার মতে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল কারন এই সব ইন্ডিকেটর মাঝে মাঝে ভূল সিগনাল দেয় যার কারনে আমাদের ট্রেড করায় ভুল হয় আর আমরা লস করি। তাই আমি বলবো যারা এই ইন্ডিকেটর ব্যবহার করেন তারা বুঝে শুনে তারপর ব্যবহার করবেন এবং পারলে এই সব ইন্ডিকেটর ব্যবহার করবেন না।

sr ritu
2018-09-16, 05:47 PM
আপনার প্রাইস বাড়বে না কমবে তা আপনি ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারবেন এটা হল এক ধরনের নির্দেশক যার মাধ্মে ,আমরা প্রাইসের মান সম্পর্কে ভাল ভাবে জানতে পারি। মার্কেট এর হ্রাস বৃদ্ধি গতিপথ ইত্যাদি অনেক কিওছু আমারা ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারি তাই এর গুরুত্ব অনেক।

martin
2018-09-24, 01:43 PM
হ্যা,আপনি ঠিকই বলেছেন। ফরেক্সের প্রাইস বাড়ড়বে না কমবে তা বোঝার জন্য আমরা যে নির্দেশক ব্যবহার করিরি তাকে ইন্ডিকেটর বললে। ইন্ডিকেটরের সবসময়ই যে ভালো সিগনাল দেয় তা না হলে দক্ষ ট্রেডাররা ইন্ডিকেটর ব্যবহার করে ফায়দা লুটে থাকে।যেমন মুভিং এভারেজ,আরএসআই,বোলি ংজার ব্যান্ডস ইত্যাদি অনেক ভালো ইন্ডিকেটর।

al amin
2018-09-24, 01:55 PM
ইন্ডিকেটর আমাদের মার্কেট আনালাইসিস করতে সাহায্য করে । মার্কেট এখন কোন দিকে যাবে তা ইন্ডিকেটর এর মাধ্যমে সাহায্য নেয়া যাই । যেমন ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ এবং বলেংগার বেন্ড দিক নির্দেশ করতে অনেক সাহায্য করে । কোন ইন্ডিকেটর এ কি কাজ তা আগে ভালো ভাবে জানতে হবে ।

Yousuf Habib
2018-09-24, 02:30 PM
ইনডিকেটর মানে হচ্ছে নির্ধারিত এক ধরণের যন্ত্র যে যন্ত্রে মাধ্যোমে আপনি অনু মান করতে পারবেন যে আমি ফরেস্ক মার্কেটে ট্রেড করার সময় কেনডেল গুলা বা মোমবাতি ধরণের যা ফরেস্ক মার্কেট চালু থাকা কালিন উঠানামা করে এ গুলা ইন্ডিকেটর ,এই ইন্ডিকেটর আপনাকে ফরেস্ক মার্কেট বুঝতে সাহায্য করবে এবং আপনিও এ ইন্ডিকেটর দেখেট্রেড করতে পারবেন, ধন্যবাদ

fardin
2018-10-20, 11:30 PM
ইন্ডিকেটর হল কিছু দিকনির্দেশক যা আমাদের ফরেক্স ট্রেডিংয়ে সহায়তা করে থাকে তবে কোন ভাবেই ইন্ডিকেটরের উপর অধিক নির্ভরশীল হয়ে ফরেক্স ট্রেডিং করা উচিত না কারন অনেক সময় ইন্ডিকেটর সঠিক ভাবে কাজ করতে বা মার্কেট ট্রেন্ড ধরতে পারে না।

saha
2018-10-20, 11:34 PM
ইন্ডিকেটর ব্যাবহার করে আপনি বুঝবেন আপনি বাই করবেন না সেল করবেন। এটি টেকনিক্যাল এনালাইসিস এর একটা নির্দেশনা। আপনি চাইলে বাইরে থেকে ইন্ডিকেটর ইন্সটল দিতে পারেন। সহজ করে বললে ইন্ডিকেটর হল নির্দেশক।

abcdilip
2019-09-13, 08:09 PM
ইন্ডিকেটর দিয়ে মার্কেটের ধারনা পাওয়া যায়। ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

badboy
2019-09-13, 11:17 PM
এটি একটি নির্দেশক ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য যে দিক নিদ্রেশনা যার মাধ্যমে পাওয়া যায় তাকে আমরা ইন্ডিকেটর বলে থাকি,ফরেক্স মার্কেটে ভাল প্রফিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকিএই ইন্ডিকেটির দ্বারা আমরা মার্কেটের মুভমেন্ট বুঝে থাকি তাই আমরা বাই বা সেল ট্রেড করতে পারি।

IFXmehedi
2019-09-13, 11:39 PM
ফরেক্স এ ইনডিকেটর হচ্ছে মার্কেট সম্পর্কে ধারণা পাবার একটা উপায় । ইনডিকেটর ব্যবহার এর মাধ্যমে আপনি মার্কেট দেখে কিছুটা বুঝতে পারবেন যে Buy এ ট্রেড দিবেন নাকি Sell এ ট্রেড দিবেন । আপনি যদি একেবারে নতুন ট্রেডার হন তাহলে RSI ইনডিকেটর টা ব্যবহার করে দেখতে পারেন । আমার কাছে ভালই মনে হয় । মোটামুটি ৪০% এর বেশি সময় আপনাকে ট্রেড করার ভাল নির্দেশনা দিবে । তবে কোন রকম ইনডিকেটর ছাড়াই অনেকেই ট্রেড করে তাদের আনাল্যসিস আর অভিজ্ঞতার বলে ।

Rion
2019-09-15, 12:28 AM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেটের বর্তমান এবং অতীত এনালাইসিসের মাধ্যমে পরবর্তীতে মার্কেট কোন দিকে যেতে পারে তার একটা নির্দেশ প্রদান করে থাকে । ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে । একেক ইন্ডিকেটর একেক বিষয়ের ফলাফল প্রদান করে । আপনি যত নিজে এনালাইসিস করবেন ততই আপনার জন্য ভালো । তাই চেষ্টা করেন নিজে এনালাইসিস করার । আর কোন ইন্ডিকেটর সফল না

sofiz
2019-09-15, 01:58 AM
ইন্ডিকেটর ট্রেড সহায়ক এটি ট্রেড করার সময় আপনাকে নির্দেশনা দিবে কখন মার্কেট উপরে উঠবে আর কখন মার্কেট নিচে নামবে ।কিন্তু আমার মতে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল কারন এই সব ইন্ডিকেটর মাঝে মাঝে ভূল সিগনাল দেয় যার কারনে আমাদের ট্রেড করায় ভুল হয় আর আমরা লস করি। তাই আমি বলবো যারা এই ইন্ডিকেটর ব্যবহার করেন তারা বুঝে শুনে তারপর ব্যবহার করবেন এবং পারলে এই সব ইন্ডিকেটর ব্যবহার করবেন না।

MANIK6642
2019-09-15, 05:26 AM
ইন্ডিকেটর হল একধরনের নির্দেশক।ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ণ। এটা মার্কেটের হ্রাস বৃদ্ধি সম্পর্কে ট্রেডারকে সংকেত দেয়।অনেকেই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে।আমি কখনোই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করার পক্ষে নই কারণ ইন্ডিকেটর সব সময় সঠিক সিগন্যাল দিতে পারেনা বেশিরভাগই আমার কাছে মনে হয় ইন্ডিকেটর ভুল সিগন্যাল।আমার কাছে যেটা পারফেক্ট উপায় মনে হয় সেটা হল নিজে এনালাইসিস করে ট্রেড করা।আপনি ফরেক্স এ সব ধরনের এনালাইসিস করুন আর নিউজগুলো ফলো করুন দেখবেন আপনি লাভ করতে পারবেন।এজন্য আমি ইন্ডিকেটর ব্যবহার না করে আগে দক্ষ হতে চাইতেছি তারপর ফরেক্সবএ ট্রেড করব।

Hredy
2019-09-15, 05:35 AM
ইন্ডিকেটর অর্থ নির্দেশক। ফরেক্স মার্কেট এর প্রাইস হ্রাস, বৃদ্ধি ইত্যাদি আমরা ইন্ডিকেটর এর সাহায্য জানতে পারি। এছাড়া মুভিং এভারেজ, মার্কেট এ প্রাইসের অবস্থান হাই না লো ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি বিভিন্ন প্রকারের ইন্ডিকেটর এর মাধ্যমে যেমন আর, এস, আই, এম, এফ লাইন, ইত্যাদি। একটা সফল ট্রেডিং প্ল্যান করতে ইন্ডিকেটর এর গুরুত্ব অপরিসীম।

KGF
2019-09-15, 12:32 PM
ইনডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি নিদেশনা। এই ইনডিকেটর নিদেশ করে যে মুদ্রা এর দাম কখন বাড়ছে আর কখন আবার মুদ্রা এর দাম কমে যাচ্ছে। অথাত এটি লাভ ও লস হিসাবের একটি নিদেশক। তবে কেউ কখনোই শুধু মাত্র ইনডিকেটর দেখে ট্রেড দিবেন না কারন শুধু মাত্র ইনডিকেটর দেখে ট্রেড দিলে লাভ এর সম্ভাবনা থেকে লস এর সম্ভাবনা বেশি থাকে।তাই ইনডিকেটর ব্যবহারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

KANIZFATEMA1997
2020-01-13, 05:44 PM
ইন্ডিকেটর হলো একধরণের নিদের্শক যা আপনাকে প্রাইজ বাড়বে কি কমবে তা নিদের্শ করে।যদি আপনার অজানা বা ধারণা না থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে তবে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্রে সাহায্য করে।ইন্ডিকেটর নিদির্ষ্ট কিছু ফমুর্লা দিয়ে কাজ করে।অনেক ইন্ডিকেটর রয়েছে। আপনার হয়তোও ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে।কারণ হয়তোও আপনি নিজেইঅনেক ভালো মাকের্ট এনালাইসিস করতে পারেন।অথবা আপনার আগে থেকেই পছন্দের কিছু ইন্ডিকেটর থাকতে পারে।

Goearn.info
2020-01-13, 08:22 PM
ইন্ডিকেটর হল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একটি সহায়ক সফটওয়্যার এটির মাধ্যমে আমরা সাধারণত মার্কেট এনালাইসিস করে থাকি এবং ফরেক্স মার্কেটে সাধারণ সহযোগিতা নিয়ে থাকি। ইন্ডিকেটর স্যার আমরা সাধারণভাবে কোন ট্রেড করতেই পারি না ইন্ডিকেটর ছাড়া মার্কেটকে একদম একটি সাধারণ চিত্র বলে মনে হয়।

Rajib_Biswas
2020-04-04, 10:53 PM
ইন্ডিকেটর শব্দের অর্থ হলো নির্দেশ করা। ফরেক্স মার্কেটের বর্তমান পরিস্থিতি, ভোলাটিলিটি, ট্রেন্ড, রিট্রেসমেন্ট, পুল ব্যাক, সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল নির্দেশ করার জন্য বিভিন্ন ধরনের নির্দেশক বা ইন্ডিকেটর ব্যবহার করা হয়। একেকটি ইন্ডিকেটর এক এক রকম মান প্রকাশ করে থাকে। এ সকল ইন্ডিকেটর ব্যবহার করে আমরা ট্রেডিং করতে পারি। ফরেক্স মার্কেটের জনপ্রিয় কিছু ইন্ডিকেটর হলঃ মুভিং এভারেজ, রিলেটিভ স্ট্রেঙ্থ ইন্ডিকেটর, স্বোয়াস্টিক ইন্ডিকেটর, বলিঙ্গার ব্যান্ড, এভারেজ ট্রু রেঞ্জ, প্যারাবোলিক সার ইত্যাদি।

Mas26
2020-04-04, 11:51 PM
আসলে ইন্ডিকেটর হল কিছু দিকনির্দেশক যা আমাদের ফরেক্স ট্রেডিংয়ে সহায়তা করে থাকে তবে কোন ভাবেই ইন্ডিকেটরের উপর অধিক নির্ভরশীল হয়ে ফরেক্স ট্রেডিং করা উচিত না কারন অনেক সময় ইন্ডিকেটর সঠিক ভাবে কাজ করতে বা মার্কেট ট্রেন্ড ধরতে পারে না

Md.Moniruzzaman
2020-04-05, 01:34 AM
ইনডিকেটর বলতে নির্দেশকে বুঝায়। ফরেক্স ট্রেডিং এ কারেন্সির বিনিময় হার কমা বা বাড়ার সাথে চিহ্ন বা প্রতিক ব্যবহার করা হয়। ইনডিকেটর ফরেক্সে বিনিয়োগ করতে সাহায্য করে।

uzzal05
2020-04-05, 06:54 AM
ফরেক্স মার্কেট এ প্রথম অবস্থায় সবাই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে থাকে। কারন ইন্ডিকেটর দিয়ে মার্কেট এ ডিরেকশন নির্ধারন করা যায়। আমরা কোথায় বাই এবং সেল করব সেটা জানতে পারব। তাছাড় ওভার ব্রোথ এবং ওভার সোল্ড সম্পর্কেও আমরা সম্যক ধারনা পাই।

XXXTentacion
2020-04-09, 01:11 PM
মূল্যবান ধাতব কারণ হতে পারে, যদি আমরা প্রত্যেকে প্রচার করি যে যার উপর নির্ভরযোগ্য বিক্রয়মূল্য আমাদের প্রত্যেকে দুর্দান্ত উপার্জন করতে সহায়তা করে। সোনার অস্থিরতা খুব বেশি এবং সোনার ব্যবসায়ীর বাজারের গভীর জ্ঞান থাকা উচিত। স্বর্ণের জন্য একটি শক্তিশালী মৌলিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্বর্ণের দামগুলি অনেকগুলি কারণে প্রভাবিত হয়। এ কারণেই সোনার চার্ট প্যাট্রেনগুলি বহুবার ভেঙে দেয়। সোনার ব্যবসা আমার কাছে খুব ঝুঁকিপূর্ণ বলে

smbiplob
2020-04-10, 01:07 AM
আমরা জানি ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বহুল ব্যবহৃত একটা শব্দ আর এর আভিধানিক অর্থ হল নির্দেশক । অর্থাৎ ফরেক্সে মার্কেটে এমন কিছু নির্দেশক আছে যার সাহায্যে আমরা মার্কেটের গতি সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেতে পারি । কিন্তু ইন্ডিকেটর ব্যাবহারের ফলে যে আমরা মার্কেটের গতিবিধি সম্পর্কে একদম নিশ্চিত ধারণা পাবো তা কিন্তু ঠিক নয় । ইন্ডিকেটর এর সাহায্যে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবো ।

FREEDOM
2020-04-10, 11:48 AM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে ।যদি আপনার অজানা থাকে যে প্রাইজ কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে।

ইন্ডিকেটর মার্কেটের প্রাইস মুভমেন্ট বুজতে সাহায্য করে। ইন্ডিকেটরের সাহায্যে মার্কেটের ট্রেন্ড নির্ধারন করা যায়, সাপোর্ট রেজিস্টান্স লেভেল বোঝা যায়, হাই এবং লো পয়েন্ট বোঝা যায়। তবে শুধু ইন্ডিকেটরই আপনাকে সঠিক সিগন্যাল দিবে না আপনাকে নিজেকেও এনালাইসিস করতে হবে। আপনি শুধু ইন্ডিকেটরকে নিজের সাহায্যকারী হিসেবে মনে করতেই পারবেন।

KF84
2020-04-18, 11:23 PM
ফরেক্স মার্কেটে ঈন্ডিকেটর এর আলাদা একটা তাৎপর্য আছে বলে আমি মনে করি । ঈন্ডিকেটর মূলত মার্কেটের গতিপ্রকৃতি প্রাইস উঠানামা ও হ্রাস বৃদ্ধি এসব বিষয় সম্পর্কে নির্দেশ দিয়ে থাকে । মার্কেট এর কতটুকু অবস্থান সম্পর্কে ধারনা করার জন্য যে টুল ব্যবহার করা হয় সেগুলোকে এন্ডিকেটর বলে । সব চেয়ে বেশী ব্যবহ্রত টুল মুভিং এভারেজ, ফিবোনাচ্চি, আরএসআই ইত্যাদি ।

KGF3010
2020-04-24, 02:27 PM
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর হলো এক ধরনের নিরদেশক। আপনি যখন ফরেক্স এ ট্রেড করবেন তখন ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারবেন কখন প্রাইস বাড়বে না কমবে। কিন্তু ইন্ডিকেটর সব সময় সঠিক তথ্য দেয় না। মাঝে মাঝে ভুল তথ্যও দেয় আর যার ফলে যারা ইন্ডিকেটর দেখে ট্রেড করেন তারা লস এর সম্মুখিন হয়। এই জন্য সব সময় ইন্ডিকেটর দেখে ট্রেড করার উচিত নয়। নিজে এনালাইস করে ট্রেড করা ভালো।

Rion83
2020-04-24, 02:31 PM
ইন্ডিকেটর হল আপনার ফরেক্স মার্কেটে চলার জন্য এক ধরনের হাতিয়ার বা সহযোগী বন্ধু। যেটা আপনাকে ফরেক্স মার্কেটে দিক নির্দেশনা প্রদান করবে যে মার্কেটটা আসলে উপরে না ডাউন ট্রেন্ডে আছে শুধু এতটুকুই তার ক্ষমতা। এটা আপনাকে মার্কেটের এভারেজ একটা ধারনা দিতে পারে। কিন্তু শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করা ঠিক হবে না, আপনাকে সবজায়গা থেকে ধারনা নিয়ে নিজের সিস্টেমে ট্রেড করা শিখতে হবে।

Fardin02
2020-04-24, 02:58 PM
ইন্ডিকেটর হল এক ধরনের দিকনির্দেশক যা ফরেক্স মার্কেটের ট্রেন্ড নির্দেশ করে থাকে ফরেক্স ট্রেডিংয়ে এই ইন্ডিকেটর অনেক বেশি ট্রেড সহায়ক উপাদান হিসাবে সকলের কাছেই অনেক বেশি পরিচিত। ইন্ডিকেটরের মাধ্যমে আমরা খুব সহজে মার্কেট মুভমেন্ট বুঝতে পারি যা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা প্রদান করে থাকে।

Fxxx
2020-04-25, 02:31 AM
ঈন্ডিকেটর ফরেক্স মার্কেটের এক ধরনের নির্দেশক । আর এটার কাজ শুধু নিজের মত করেই স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনা দেওয়া । আর এটা অনেক বেশি গুরুত্বপূর্ন একটা জিনিস । ফরেক্স মার্কেটে ঈন্ডিকেটর এর আলাদা একটা তাৎপর্য আছে বলে আমি মনে করি । ঈন্ডিকেটর মূলত মার্কেটের গতিপ্রকৃতি প্রাইস উঠানামা ও হ্রাস বৃদ্ধি এসব বিষয় সম্পর্কে নির্দেশ দিয়ে থাকে । টার্মিনালে অনেক ধরনের ঈন্ডিকেটর আছে এসব ঈন্ডিকেটর ব্যবহার করেই আমরা এনালাইসিস করতে পারি ।

Jid13
2020-04-25, 02:35 AM
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর হলো এক ধরনের নিরদেশক। আপনি যখন ফরেক্স এ ট্রেড করবেন তখন ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারবেন কখন প্রাইস বাড়বে না কমবে। কিন্তু ইন্ডিকেটর সব সময় সঠিক তথ্য দেয় না। মাঝে মাঝে ভুল তথ্যও দেয় আর যার ফলে যারা ইন্ডিকেটর দেখে ট্রেড করেন তারা লস এর সম্মুখিন হয়। এই জন্য সব সময় ইন্ডিকেটর দেখে ট্রেড করার উচিত নয়। নিজে এনালাইস করে ট্রেড করা ভালো

SR12
2020-04-25, 02:39 AM
ইন্ডিকেটর হলো নির্দেশক যা মার্কেটে ট্রেড করতে সহায়তা প্রদান করে। ফরেক্স মার্কেটে বহুবিদ ইনডিকেটর দেখা যায় যার মধ্যে অনেক ইনৃডিকেটরই খুবই কার্যকর। আমি সাধারনত মুভিং এভারেজ ইনডিকেটরটা ব্যাবহার করতে পছন্দ করি এবং এটা ভালো কাজেও দেয় ট্রেড করার ক্ষেত্রে।

Soh1952
2020-07-24, 10:18 AM
ইন্ডিকেটর হল আপনার ফরেক্স মার্কেটে চলার জন্য এক ধরনের হাতিয়ার বা সহযোগী বন্ধু। যেটা আপনাকে ফরেক্স মার্কেটে দিক নির্দেশনা প্রদান করবে যে মার্কেটটা আসলে উপরে না ডাউন ট্রেন্ডে আছে শুধু এতটুকুই তার ক্ষমতা। এটা আপনাকে মার্কেটের এভারেজ একটা ধারনা দিতে পারে। আপনি চাইলে বাইরে থেকে ইন্ডিকেটর ইন্সটল দিতে পারেন। সহজ করে বললে ইন্ডিকেটর হল নির্দেশক।

muslima
2020-07-26, 02:00 AM
ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। আপনাকে মার্কেটের এভারেজ একটা ধারনা দিতে পারে। কিন্তু শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করা ঠিক হবে না, আপনাকে সবজায়গা থেকে ধারনা নিয়ে নিজের সিস্টেমে ট্রেড করা শিখতে হবে।

konok
2020-08-16, 11:29 AM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। আপনার হয়তোও ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে।কারণ হয়তোও আপনি নিজেইঅনেক ভালো মাকের্ট এনালাইসিস করতে পারেন।অথবা আপনার আগে থেকেই পছন্দের কিছু ইন্ডিকেটর থাকতে পারে।

milu
2020-08-16, 02:52 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বহুল ব্যবহৃত একটা শব্দ।এই ইন্ডিকেটর এর আভিধানিক অর্থ হল নির্দেশক।অর্থ্যা ফরেক্সে মার্কেটে এমন কিছু নির্দেশক আছে যা আমাদেরকে মার্কেটের গতি সম্পর্কে একটা আনুমানিক ধারণা প্রদান করে।তবে ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেটের গতিবিধি সম্পর্কে যে একদম নিশ্চিত হওয়া যাবে তা নয় বরং ইন্ডিকেটর শুধু আমাদেরকে একটা আনুমানিক ধারণা প্রদান করে মাত্র

Sid
2020-08-16, 02:54 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

samun
2020-08-28, 03:47 PM
যখন ট্রেড করার পূর্বে ট্রেডিং ইন্ডিকেটর চার্টে টেকনিক্যাল এনালাইসিস করি তখন বিভিন্ন রকমের ইন্ডিকেটর ব্যাবহার করি৷ ইন্ডিকেটরের উপর সম্পূর্ণ নির্ভর না করে কিছুটা সহযোগিতা নেওয়া ভালো৷ যেমন সর্বাধিক ব্যাবহৃত ইন্ডিকেটর হলো মুভিং এভারেজ, ট্রেন্ড লাইন, চ্যানেল, ফিবোনাকি রেশিও, rsi, macd ইত্যাদি৷ যার যেমন প্রয়োজন ও সুবিধা সে তেমনটিই ব্যাবহার করে থাকে৷ তবে ইন্ডিকেটর সর্বদা মার্কেটের বর্তমান প্রাইসের অবস্থানকে বোঝায়৷ ভবিষ্যত সে নিজেও জানেনা৷ তাই তার উপর ভরসা করে ট্রেড করা যাবে না৷

jimislam
2020-09-03, 04:01 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। আপনি চাইলে বাইরে থেকে ইন্ডিকেটর ইন্সটল দিতে পারেন। সহজ করে বললে ইন্ডিকেটর হল নির্দেশক।

Starship
2020-09-03, 04:07 PM
ইন্ডিকেটর হলো এক ধরনের অনুমানকারী যন্ত্র যা মার্কেট সম্পর্কে পূর্বে থেকে নির্দেশনা ইঙ্গিত প্রদান করে থাকেন। আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে কিন্তু অনেক সময় ফরেক্স মার্কেট এনালাইসিস করে সঠিক মুভমেন্ট সম্পর্কে ধারনা পাওয়া যায় না। মার্কেট সম্পর্কে সঠিক ধারণা বা অনুমান করার জন্য আমরা যে সকল টুলস ব্যবহার করার থাকে তা হল ইন্ডিকেটর।
ফরেক্স ট্রেড করার জন্য অনেক ধরনের ইন্ডিকেটর পাওয়া যায়। যা আমরা ট্রেড করার ক্ষেত্রে নির্দেশনা প্রদান করে আমাদের সাহায্য করে থাকে। তবে পরিপূর্ণভাবে ইন্ডিকেটরের উপর বিশ্বাস রেখে আমাদের ট্রেড করা ভুল।

sss21
2020-09-15, 07:48 PM
ইন্ডিকেটর মানে হল,এক ধরনের নির্দেশক । এটি আপনাকে প্রাইস বাড়বে কি কমবে সেই সমপর্কে নির্দেশনা প্রদান করে । তবে কখনোই ইন্ডিকেতর দেখে ট্রেড করা উচিৎ নয়,তাহলে লসের সম্ভাবনা বেশি । মেটাট্রেডারে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়,আপনি চাইলে সেগুলি যোগ করে নিতে পারেন ।

FRK75
2020-09-15, 09:36 PM
ইন্ডিকেটর হল আপনার ফরেক্স মার্কেটে চলার জন্য এক ধরনের হাতিয়ার বা সহযোগী বন্ধু। যেটা আপনাকে ফরেক্স মার্কেটে দিক নির্দেশনা প্রদান করবে যে মার্কেটটা আসলে উপরে না ডাউন ট্রেন্ডে আছে শুধু এতটুকুই তার ক্ষমতা। এটা আপনাকে মার্কেটের এভারেজ একটা ধারনা দিতে পারে। কিন্তু শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করা ঠিক হবে না, আপনাকে সবজায়গা থেকে ধারনা নিয়ে নিজের সিস্টেমে ট্রেড করা শিখতে হবে।এটি টেকনিক্যাল এনালাইসিস এর একটা নির্দেশনা। আপনি চাইলে বাইরে থেকে ইন্ডিকেটর ইন্সটল দিতে পারেন। সহজ করে বললে ইন্ডিকেটর হল নির্দেশক।

ABDUSSALAM2020
2020-09-15, 10:17 PM
ইন্ডিকেটর কি ?
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে ।যদি আপনার অজানা থাকে যে প্রাইজ কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এবং ফরেক্স মার্কেট থেকে নিজেকে দিক নির্দেশনা দেবে এবং বিভিন্ন পেজের মাধ্যমে একজন ফরেক্স ট্রেডার কে কাজের প্রতি আগ্রহ বোধ করবে এবং ফরেক্স ট্রেডার দক্ষতার সাথে কাজ করে সফলতা অর্জন করবে ফরেক্স এর মাধ্যমে।

tutul07
2020-09-15, 10:21 PM
আমরা জারা এখানে কাজ করি তারা যদি এটার নিয়ে প্রচার চালাই তাহলে একটি দেশ মানে আমাদের দেশের যত জন কাজ করতে চাই তারা সকলে কাজ করবে আমি মনে করি। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

samun
2020-09-15, 10:35 PM
আসলে আমার জানা মতে, যে সকল ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করে তারা প্রত্যেকেই ইন্ডিকেটরের ব্যবহার সম্পর্কে জানে। ইন্ডিকেটর ট্রেড করার সময় নির্দেশনা দিবে কখন মার্কেট উপরে উঠবে আর কখন মার্কেট নিচে নামবে ।কিন্তু আমার মতে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল কারন এই সব ইন্ডিকেটর মাঝে মাঝে ভূল সিগনাল দেয় যার কারনে আমাদের ট্রেড করায় ভুল হয় আর আমরা লস করি। তাই আমি বলবো যারা এই ইন্ডিকেটর ব্যবহার করেন তারা বুঝে শুনে তারপর ব্যবহার করবেন এবং পারলে এই সব ইন্ডিকেটর ব্যবহার করবেন না।

Md.shohag
2020-09-17, 07:02 AM
ইন্ডিকেটর হলো একধরনের নির্দেশনা কারী যন্ত্রের মত। যা ট্রেড করার সময় আপনাকে নির্দেশনা দিবে কখন মার্কেট উপরে উঠবে আর কখন মার্কেট নিচে নামবে কিন্তু আমার মতে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল কারন এই সব ইন্ডিকেটর মাঝে মাঝে ভূল সিগনাল দেয় যার কারনে আমাদের ট্রেড করায় ভুল হয় আর আমরা লস করি। তাই আমি বলবো যারা এই ইন্ডিকেটর ব্যবহার করেন তারা বুঝে শুনে তারপর ব্যবহার করবেন এবং পারলে এই সব ইন্ডিকেটর ব্যবহার করবেন না।

EmonFX
2020-09-17, 10:33 AM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক যা টেকনিক্যাল এনালাইসিসের একটা অংশ। এটি ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে একটা ধারনা দিয়ে থাকে। ভবিষতে মার্কেট নামতে পারে নাকি উঠতে পারে সে ব্যাপারে একটা ইঙ্গিত দিয়ে থাকে। ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে, যেমন- মুভিং ইন্ডিকেটর, এম এফ লাইন, আর এস আই, মেডকী ইত্যাদি। অনেকেই ইন্ডিকেটর ব্যবহার করে সফল হয়েছেন আবার কেউ ব্যর্থ হয়েছেন। ইন্ডিকেটর যে আপনাকে ১০০% সঠিক ধারনা দিবে এমন নয়। এটি বেশিরভাগ সময়েই ব্যর্থ হয়ে থাকে। ইন্ডিকেটরের উপর নির্ভর করে কোন ক্রমেই ট্রেড নেয়া ঠিক হবে না। ইন্ডিকেটর ব্যবহার করে লসের মুখোমুখি হয়েছেন এমন নজির অহরহো আছে। তাই ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস এর সাথে নিজের বুদ্ধিমত্তার সংমিশ্রন করে ট্রেড নিতে হবে। এখান থেকে শুধু টেকনিক্যাল এনালাইসিসের ধারনা পাওয়া যেতে পারে। ইন্ডিকেটরের দেয়া নির্দেশনা থেকে ট্রেড নিলে আপনি লাভের থেকে লসই বেশি করবেন।

Smd
2020-11-26, 10:23 AM
ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম।ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। ফরেক্স ট্রেডিংয়ে সহায়তা করে থাকে তবে কোন ভাবেই ইন্ডিকেটরের উপর অধিক নির্ভরশীল হয়ে ফরেক্স ট্রেডিং করা উচিত।

ForexStar
2020-11-26, 11:30 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হলো এক ধরনের নির্দেশক। যেটা ভবিষ্যতে মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে তার একটা ধারনা দিয়ে থাকে। মার্কেট প্রাইস আপে যেতে পারে নাকি ডাউনে যেতে পারে তার একটি আনুমানিক ধারনা দিয়ে থাকে। ফরেক্স মার্কেটে একদম নতুর যারা ট্রেডার তারা খুঁজতে থাকে কোন ট্রেডিং ইন্ডিকেটর খুঁজে পেলে তারা সবসময় প্রফিট করতে পারবে কোনো কিছু না শিখেই। যারা একটু ট্রেড করতে শিখেছে তারা মনে করে ট্রেডিং ইন্ডিকেটর কখনোই কাজ করে না, তারা কাস্টম ট্রেডিং ইন্ডেকেটরের পিছনে ঘোরা শুরু করে দেয়। যারা অনেক দিন ধরে ট্রেড করছেন কিন্ত সফল হতে পারছেন না তারা মনে করেন ট্রেডিং ইন্ডিকেটর লেগিং টুলস হওয়ায় এটা দিয়ে ধারাবাহিক ভাবে সফল হওয়া সম্ভব নয়। কিন্ত যারা ট্রেড করতে পারে তারা আসলেই জানে কিভাবে ট্রেডিং ইন্ডিকেটর সফলভাবে কাজে লাগানো যায় এবং যে কোনো ট্রেডিং ইন্ডিকেটর দিয়েই তারা প্রফিট করতে পারে। আমি মনে করি পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেডিং করা ঠিক নয়। বরং নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করে ট্রেডিং করা উচিত। তাতে করে নিজের ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে।

Tariq
2020-11-26, 12:28 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটরের ভুমিকা অনেক আর ইন্ডিকেটর অর্থ নির্দেশক । মার্কেট বাড়বে না কমবে তা ইন্ডিকেটর মাধ্যমে ধারনা করা যায় আর এম টি ফোর সফটয়্যারে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে ।আর সবসময় ইন্ডিকেটর দেখে ট্রেড না করাই উচিত নিউজ দেখে ট্রেড করলে ভাল লাভ করা যায় ।

FRK75
2021-06-25, 12:11 PM
ফরেক্স মার্কেটের এক ধরনের নির্দেশক । আর এটার কাজ শুধু নিজের মত করেই স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনা দেওয়া । আর এটা অনেক বেশি গুরুত্বপূর্ন একটা জিনিস । ফরেক্স মার্কেটে ঈন্ডিকেটর এর আলাদা একটা তাৎপর্য আছে বলে আমি মনে করি । ঈন্ডিকেটর মূলত মার্কেটের গতিপ্রকৃতি প্রাইস উঠানামা ও হ্রাস বৃদ্ধি এসব বিষয় সম্পর্কে নির্দেশ দিয়ে থাকে । টার্মিনালে অনেক ধরনের ঈন্ডিকেটর আছে এসব ঈন্ডিকেটর ব্যবহার করেই আমরা এনালাইসিস করতে পারি ।

Smd
2021-09-25, 11:09 AM
ফরেক্স মার্কেটের ট্রেন্ড নির্দেশ করে থাকে ফরেক্স ট্রেডিংয়ে এই ইন্ডিকেটর অনেক বেশি ট্রেড সহায়ক উপাদান হিসাবে সকলের কাছেই অনেক বেশি পরিচিত। ইন্ডিকেটরের মাধ্যমে আমরা খুব সহজে মার্কেট মুভমেন্ট বুঝতে পারি। আমি ইন্ডিকেটরের সাহায্য ছাড়া কোন ট্রেড করতে পারি না। আমাদেরকে এদের ব্যবহার খুব ভাল করে শেখা উচিত। এ জন্য ডেমোতে বেশি বেশি প্রাকটিস করে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত। ব্রকারে বিভিন্ন ধরনের ইনডিকেটর রয়েছে ।

samun
2021-11-16, 06:04 PM
ইন্ডিকেটর হল ফরেক্স ট্রেডার কর্তৃক প্রদত্ত মারপিটের নির্দিষ্ট একটি পয়েন্ট থেকে বাই অথবা সেল এর ইন্ডিকেট করাকে ইন্ডিকেটর বলে থাকে আমার মতে একজন নতুন ট্রেডার এর জন্য ইন্ডিকেটর হলো খুবই ক্ষতিকর একটি বিষয় একজন নতুন ট্রেডার ইন্ডিকেটর ব্যবহারের ফলে তার নিজের অর্জিত ট্রেডিং দক্ষতা কি ধ্বংস করে দেয় তাই আমি মনে করি একজন ট্রেডারের নিজের ক্ষমতায় ট্রেক করে প্রফিট অর্জন করতে হবে তাহলে একদিন ভবিষ্যতে সে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে উঠবে

FRK75
2022-06-25, 11:45 AM
এখানে ইন্ডিকেটর হল আপনার ফরেক্স মার্কেটে চলার জন্য এক ধরনের হাতিয়ার বা সহযোগী বন্ধু। যেটা আপনাকে ফরেক্স মার্কেটে দিক নির্দেশনা প্রদান করবে যে মার্কেটটা আসলে উপরে না ডাউন ট্রেন্ডে আছে শুধু এতটুকুই তার ক্ষমতা। এটা আপনাকে মার্কেটের এভারেজ একটা ধারনা দিতে পারে। কিন্তু শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করা ঠিক হবে না, আপনাকে সবজায়গা থেকে ধারনা নিয়ে নিজের সিস্টেমে ট্রেড করা শিখতে হবে।ইন্ডিকেটর হল কিছু দিকনির্দেশক যা আমাদের ফরেক্স ট্রেডিংয়ে সহায়তা করে থাকে তবে কোন ভাবেই ইন্ডিকেটরের উপর অধিক নির্ভরশীল হয়ে ফরেক্স ট্রেডিং করা উচিত না কারন অনেক সময় ইন্ডিকেটর সঠিক ভাবে কাজ করতে বা মার্কেট ট্রেন্ড ধরতে পারে না।ব্যাবহার করে আপনি বুঝবেন আপনি বাই করবেন না সেল করবেন। এটি টেকনিক্যাল এনালাইসিস এর একটা নির্দেশনা। আপনি চাইলে বাইরে থেকে ইন্ডিকেটর ইন্সটল দিতে পারেন। সহজ করে বললে ইন্ডিকেটর হল নির্দেশক।যেমন ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ এবং বলেংগার বেন্ড দিক নির্দেশ করতে অনেক সাহায্য করে । কোন ইন্ডিকেটর এ কি কাজ তা আগে ভালো ভাবে জানতে হবে ।

FRK75
2023-05-07, 03:29 PM
ইন্ডিকেটর হল আপনার ফরেক্স মার্কেটে চলার জন্য এক ধরনের হাতিয়ার বা সহযোগী বন্ধু। যেটা আপনাকে ফরেক্স মার্কেটে দিক নির্দেশনা প্রদান করবে যে মার্কেটটা আসলে উপরে না ডাউন ট্রেন্ডে আছে শুধু এতটুকুই তার ক্ষমতা। এটা আপনাকে মার্কেটের এভারেজ একটা ধারনা দিতে পারে। কিন্তু শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে ট্রেড করা ঠিক হবে না, আপনাকে সবজায়গা থেকে ধারনা নিয়ে নিজের সিস্টেমে ট্রেড করা শিখতে হবে।ইন্ডিকেটর ব্যাবহার করে আপনি বুঝবেন আপনি বাই করবেন না সেল করবেন। এটি টেকনিক্যাল এনালাইসিস এর একটা নির্দেশনা। আপনি চাইলে বাইরে থেকে ইন্ডিকেটর ইন্সটল দিতে পারেন। সহজ করে বললে ইন্ডিকেটর হল নির্দেশক।

Mas26
2023-05-11, 06:33 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

uzzal05
2023-05-13, 09:59 AM
ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক। যা দেখে আমরা মার্কেট কোথায় যেতে পারে তা নির্নয় করে থাকি। আমরা ইন্ডিকেটর সিগ্নাল দেখে ট্রেড ও নিতে পারি। আমরা যারা নতুন ট্রেডার তারা অব্যশয়িই ইন্ডিকেটর দিয়ে ট্রেড নিতে পারে।

Ronaldray
2023-05-21, 12:26 PM
ট্রেডিংয়ে, একটি সূচক হল একটি গাণিতিক গণনা বা ভিজ্যুয়াল উপস্থাপনা যা মার্কেটের অবস্থা বিশ্লেষণ করতে এবং ট্রেডিং সিদ্ধান্তগুলিকে গাইড করতে ব্যবহৃত হয়। এটি ঐতিহাসিক মূল্য ডেটার উপর ভিত্তি করে এবং প্রবণতা, গতিবেগ, অস্থিরতা এবং অন্যান্য ্মার্কে কারণ চিহ্নিত করতে সাহায্য করে। ট্রেডাররা সিগন্যাল নিশ্চিত করতে, প্রবেশ ও প্রস্থান পয়েন্ট খুঁজে পেতে এবং ট্রেডিং কৌশল বিকাশ করতে সূচক ব্যবহার করে। উদাহরণগুলির মধ্যে রয়েছে চলমান গড়, অসিলেটর এবং সমর্থন/প্রতিরোধের মাত্রা। মার্কেট সম্পর্কে গভীরভাবে বোঝার জন্য এবং জ্ঞাত ট্রেডিং পছন্দ করতে অন্যান্য বিশ্লেষণ টুলের পাশাপাশি সূচকগুলি ব্যবহার করা হয়।

Mas26
2023-07-30, 12:45 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

sss21
2023-08-19, 09:10 PM
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর হলো এক ধরনের নিরদেশক। আপনি যখন ফরেক্স এ ট্রেড করবেন তখন ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারবেন কখন প্রাইস বাড়বে না কমবে। কিন্তু ইন্ডিকেটর সব সময় সঠিক তথ্য দেয় না। মাঝে মাঝে ভুল তথ্যও দেয় আর যার ফলে যারা ইন্ডিকেটর দেখে ট্রেড করেন তারা লস এর সম্মুখিন হয়। এই জন্য সব সময় ইন্ডিকেটর দেখে ট্রেড করার উচিত নয়। নিজে এনালাইস করে ট্রেড করা ভালো।