PDA

View Full Version : করোনায় আয় বেড়েছে জুমের



BDFOREX TRADER
2020-06-04, 04:08 PM
http://forex-bangla.com/customavatars/1832263733.jpg
করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে ভিডিও কলের ব্যবহার বেড়েছে। এতে ভিডিও মিটিং সেবাদাতা জুমের আয় বেড়ে গেছে বলে এক প্রতিবেদনে তারা জানিয়েছে। জুম কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ এপ্রিল শেষ হওয়া প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আয় বেড়েছে ১৬৯ শতাংশ। গত প্রান্তিকে ৩২ কোটি ৮০ লাখ ডলারের বেশি আয় করেছে তারা। গত বছরের একই সময়ে জুমে শেয়ার প্রতি মূল আয় ছিল শূন্যের কোঠায়। জুমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিক ইউয়ান বলেন, কোভিড-১৯ সংকট জুম ব্যবহারে বেশ চাহিদা সৃষ্টি করেছে। গত প্রান্তিকের হিসাব অনুযায়ী, জুমে ২ লাখ ৬৫ হাজার ৪০০ অর্থের বিনিময়ে সেবা গ্রহণকারী গ্রাহক সৃষ্টি হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ৩৫৪ শতাংশ বেশি।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং সেবা হিসেবে জুমের ব্যবসা বহু গুণ বেড়েছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন গ্রুপের আহ্বানের ভিত্তিতি তারা স্কুলের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে এ ধরনের সুবিধা বিনা মূল্যে দিলেও ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের এ সুবিধা দেবে না।

FXBD
2020-07-06, 11:59 AM
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের আয় বেড়েছে ১৬৯%, যা পুরো অর্থবছরের আয় হিসেবে প্রায় দ্বিগুণ। তবে আয় বাড়লেও প্রতিষ্ঠানটির শেয়ারদরের পতন হয়েছে। রাজস্ব আয়ের এ হিসাব প্রকাশ পাওয়ার কয়েক ঘণ্টা মধ্যেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়। এর কারণ হলো বাড়তি পরিচালন ব্যয়। লকডাউন সময়ে জুম অ্যাপের চাহিদা বাড়লেও এ সময় প্রতিষ্ঠানটিকে কম্পিউটিং খরচ প্রত্যাশার চেয়ে বেশি এসেছে, যা প্রতিষ্ঠানটির শেয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছে। কভিড-১৯ মহামারীর ফলে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় এক ধাক্কায় এত বেশি হওয়ায় এখন পুরো অর্থবছরে প্রতিষ্ঠান তাদের রাজস্ব আয়ের প্রক্ষেপণে পরিবর্তন আনছে। সে অনুযায়ী, চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি তাদের শেয়ারপ্রতি অ্যাডজাস্টেড আর্নিংসের লক্ষ্য ধরেছে ১ ডলার ২১ সেন্ট থেকে ১ ডলার ২৯ সেন্টের মধ্যে। অন্যদিকে পুরো অর্থবছরের আয়ের লক্ষ্য ধরা হয়েছে ১৭৮ কোটি ডলার থেকে ১৭০ কোটি ডলার। যদিও এর আগে গত মার্চে প্রতিষ্ঠান প্রাক্কলনে শেয়ারপ্রতি আয় ধরা হয়েছিল ৪২ থেকে ৪৫ সেন্ট। আর প্রান্তিক হিসাবে আয় ধরা হয় ৯০ কোটি ৫০ লাখ থেকে ৯১ কোটি ৫০ লাখ ডলার।
http://forex-bangla.com/customavatars/972488878.gif