PDA

View Full Version : মূলধন অনুযায়ী টাইমফ্রেম নির্ধারণ করা উচিত



BangaliBabu
2020-06-05, 07:40 PM
আসসালামু আলাইকুম। আশাকরি সকলে ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বেশকিছু দিন যাবৎ নানান কারণে ফরেক্সে সক্রিয় ছিলাম না, পূনরায় কিছুটা সময় পেলাম আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগীতা অব্যাহত রাখার। ফরেক্স-এর সঠিক পথ পাবার রাস্তা কিছুটা কণ্টকময়, কিন্তু কঠিন কিছু নয়। সময় আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে যদি আপনার ধৈর্যকে কাজে লাগাতে পারেন। কথায় আছে গোড়ায় গন্ডগোল, এ কথার অর্থ আমাদের সকলেরই জানা। এর আগে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে একটি ছিল ”ডেমো ট্রেডিং শুরু করার সঠিক উপায়”। এই আলোচনায় বলেছিলাম আপনি যে পরিমান ডলার নিয়ে রিয়েল ট্রেডিং শুরু করবেন ঠিক সেই পরিমান ডেমো ডলার নিয়ে ডেমো প্রাকটিস করবেন। এবার আসি মূলধন অনুযায়ী টাইমফ্রেম নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ?

অধিকাংশ নতুন ট্রেডার জানেন না ফরেক্স-এ কিভাবে একটার পর একটা জিনিস সাজাতে হয়। তাই তাদের ভুলের মাশুলগুলো ভয়াবহ হয়। আপনার মূলধন যদি কম হয়, যেমন- ৫০০ ডলার, তাহলে আপনাকে অবশ্যই শর্ট টাইমফ্রেম নির্বাচন করা বাঞ্ছনীয়। যেমন - m15 থেকে h4 পর্যন্ত যথার্থ বলে আমি মনে করি। এখানে আপনি যদি ছোট লটে ট্রেড করেন তাহলে ঠিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। আর যদি বড় লটে ট্রেড করেন তাহলে ফলাফল খুবই ভয়ানক। ধরুন, আমাদের মূলধন ৫০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ আর যদি আমরা ট্রেড করি ৩০ পিপস/৫০ পিপস রেশিওতে। মিনি একাউন্টে ০.১০ লটে যদি ট্রেড করি তাহলে স্টপলস খেলে লস হবে ৩ ডলার আর লাভ হলে ৫ ডলার। যেটা এই মূলধনে স্বাভাবিক এবং সহনীয় ট্রেডিং প্লান। কিন্তু যদি ১.০০ লটে ট্রেড করি তাহলে লস হলে ৩০ ডলার আর লাভ হলে ৫০ ডলার, যেটা এই কম মূলধনে অবাস্তবিক ও অসামঞ্জস্য। শুরুতেই ডেমোতে যদি এমনভাবে ট্রেড করে আসি তাহলে মূলধন অনুযায়ী ট্রেডিং প্লানটা অনেক বেশি কার্যকারীতা দেখাবে। এটা সকলেরই জানা বেশি লটে ট্রেড করলে দ্রুত মূলধন হারাবে সেটা যেকোনে একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু মূলধন যদি ৫০০০ ডলার হয় তাহলে বড় লটে ট্রেড করলেও ৫০০ ডলারের ব্যালেন্সের থেকে অনেক বেশি সময় ঠিকে থাকবে আপনার মূলধন। এটা একটা বাস্তবিক গাণিতিক হিসাব।

আমি ষ্ট্যান্ডার্ড লটের ব্যাখ্যায় যাচ্ছি না কারণ নতুন ট্রেডাররা এটি দিয়ে ট্রেডিং শুরু করে না। শুরু করে মিনি লট একাউন্ট দিয়ে, তাই মিনি লটের উদাহরণটাই তুলে ধরলাম। হয়তো আমার এই তথ্যের সাথে অনেকেই একমত হবেন না, তাদেরকে বলছি আপনারা গাণিতিক হিসাব করে দেখুন ফলাফলটা খুব সহজেই চোখে ধরা পড়বে।
ধন্যবাদ!

K.K.BABY
2020-06-06, 07:33 AM
আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না কারন আমি মনে করি আমাদের মূলধন অনুযায়ী টাইল ফ্রেম নির্বাচন না করে করে বরং নিজের দক্ষতার উপর টাইম ফ্রেম নির্বাচন করা উচিত।মনে করেন আপনি সর্ট টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করে আপনি সাকসেস হয়েছেন তাহলে আপনি সর্ট টাইম ফ্রেম নিয়ে ট্রেড করেন কিন্তু যদি আপনি সফল হতে না পারেন তাহলে কি আপনি সর্ট টাইম ফ্রেম নিয়ে ট্রেড করবেন?
আবার যদি আপনি লং টার্ম টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করে সাকসেস না হত্র পারেন তাহলে কি আপনি লং টার্ম টাইম ফ্রেমে ট্রেড করবেন?
মোট কথা আপনি ডেমোতে অনুশীলন করে যেই টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করে সাকসেস হতে পারবেন সেই টাইম ফ্রেম নিয়ে ট্রেড করবেন।

HASIBURRAHMAN
2020-06-06, 07:40 AM
একাউন্টের ব্যালেন্স অনুযায়ী আমাদের ইনকামের টার্গেট করা উচিত। অতিরিক্ত টার্গেট মাথা ঠান্ডা রাখতে বাধা দেয়। আর মাথা ঠান্ডা না রাখতে পারলে অনিয়ন্ত্রিত ট্রেক্ট করা বন্ধ হয় না। অনিয়ন্ত্রিত টেট কখনোই সুফল বয়ে আনতে পারে না।

Hridoy6763
2020-06-06, 08:54 AM
না ভাই আপনার মূলধন যাই হোক না কেন,আপনি যে কোন টাইম ফ্রেম ব্যবহার করতে পারবেন,সাধারনত আপনার যাই ব্যালেন্স হোক না কেন,আপনি লং টাইম ফ্রেম কে অনুসরন করুন এতে আপনার লাভ হবে,লং টাইম ফ্রেম এ মার্কেট এন্যালাইসিস করে কমপক্ষে সবার ৪ ঘন্টার টাইম ফ্রেম এ ট্রেড করা উচিত,এটি আমার কাছে নিরাপদ মনে হয়।

rakib.r
2020-06-06, 04:24 PM
আসসালামু আলাইকুম। আশাকরি সকলে ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বেশকিছু দিন যাবৎ নানান কারণে ফরেক্সে সক্রিয় ছিলাম না, পূনরায় কিছুটা সময় পেলাম আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগীতা অব্যাহত রাখার। ফরেক্স-এর সঠিক পথ পাবার রাস্তা কিছুটা কণ্টকময়, কিন্তু কঠিন কিছু নয়। সময় আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে যদি আপনার ধৈর্যকে কাজে লাগাতে পারেন। কথায় আছে গোড়ায় গন্ডগোল, এ কথার অর্থ আমাদের সকলেরই জানা। এর আগে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে একটি ছিল ”ডেমো ট্রেডিং শুরু করার সঠিক উপায়”। এই আলোচনায় বলেছিলাম আপনি যে পরিমান ডলার নিয়ে রিয়েল ট্রেডিং শুরু করবেন ঠিক সেই পরিমান ডেমো ডলার নিয়ে ডেমো প্রাকটিস করবেন। এবার আসি মূলধন অনুযায়ী টাইমফ্রেম নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ?

অধিকাংশ নতুন ট্রেডার জানেন না ফরেক্স-এ কিভাবে একটার পর একটা জিনিস সাজাতে হয়। তাই তাদের ভুলের মাশুলগুলো ভয়াবহ হয়। আপনার মূলধন যদি কম হয়, যেমন- ৫০০ ডলার, তাহলে আপনাকে অবশ্যই শর্ট টাইমফ্রেম নির্বাচন করা বাঞ্ছনীয়। যেমন - m15 থেকে h4 পর্যন্ত যথার্থ বলে আমি মনে করি। এখানে আপনি যদি ছোট লটে ট্রেড করেন তাহলে ঠিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। আর যদি বড় লটে ট্রেড করেন তাহলে ফলাফল খুবই ভয়ানক। ধরুন, আমাদের মূলধন ৫০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ আর যদি আমরা ট্রেড করি ৩০ পিপস/৫০ পিপস রেশিওতে। মিনি একাউন্টে ০.১০ লটে যদি ট্রেড করি তাহলে স্টপলস খেলে লস হবে ৩ ডলার আর লাভ হলে ৫ ডলার। যেটা এই মূলধনে স্বাভাবিক এবং সহনীয় ট্রেডিং প্লান। কিন্তু যদি ১.০০ লটে ট্রেড করি তাহলে লস হলে ৩০ ডলার আর লাভ হলে ৫০ ডলার, যেটা এই কম মূলধনে অবাস্তবিক ও অসামঞ্জস্য। শুরুতেই ডেমোতে যদি এমনভাবে ট্রেড করে আসি তাহলে মূলধন অনুযায়ী ট্রেডিং প্লানটা অনেক বেশি কার্যকারীতা দেখাবে। এটা সকলেরই জানা বেশি লটে ট্রেড করলে দ্রুত মূলধন হারাবে সেটা যেকোনে একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু মূলধন যদি ৫০০০ ডলার হয় তাহলে বড় লটে ট্রেড করলেও ৫০০ ডলারের ব্যালেন্সের থেকে অনেক বেশি সময় ঠিকে থাকবে আপনার মূলধন। এটা একটা বাস্তবিক গাণিতিক হিসাব।

আমি ষ্ট্যান্ডার্ড লটের ব্যাখ্যায় যাচ্ছি না কারণ নতুন ট্রেডাররা এটি দিয়ে ট্রেডিং শুরু করে না। শুরু করে মিনি লট একাউন্ট দিয়ে, তাই মিনি লটের উদাহরণটাই তুলে ধরলাম। হয়তো আমার এই তথ্যের সাথে অনেকেই একমত হবেন না, তাদেরকে বলছি আপনারা গাণিতিক হিসাব করে দেখুন ফলাফলটা খুব সহজেই চোখে ধরা পড়বে।
ধন্যবাদ!

আমি আপনার সাথে এক মত হতে পারলাম না। একজন ট্রেডার যখন নতুন আসে তখন তার মধ্যে এত টা জ্ঞ্যান থাকেই না যে সে ১৫ মিনিটি বা ৩০ মিনিটের চার্ট দেখে কিছু বুঝতে পারবে। আপনার মূল ধন যেটাই হোক আপনার লট সাইজ আগে ঠিক করা লাগবে মানি ম্যানেজমেন্ট মেনে। নতুনদের জন্য ১ ঘন্টা, ৪ ঘন্টা আর ১ দিনের চার্ট দেখে এনালাইজ করাটা খুব ই সেইফ। আর আমার দিনে তো ৩ ডলার লাভের দরকার নাই। আমি নতুন হয়েই যদি হাতি ধরতে চাই তাহলে পারবো না। আমার আগে ছোট কিছু দিয়ে শিকার করা শিখতে হবে আগে ।
ছোট টাইম ফ্রেমে না গিয়ে কিছুটা বড় টাইম ফ্রেম নিয়ে এনালাইজ করুন, সল্প সময় ট্রেড না করে মানে স্ক্যাল না করে বরং ডে ট্রেড করুন।

EmonFX
2020-10-03, 03:47 PM
আমি মনে করি টাইমফ্রেম নির্ধারনের ক্ষেত্রে একই সাথে মূলধন ও অভিজ্ঞতার উপর নির্ভর করে টাইমফ্রেম নির্ধারন করা উচিত। আপনার যত বেশি মূলধনই থাকুক না কেনো আপনার যদি অভিজ্ঞার ভান্ডার কম হয় তাহলে যে টাইমফ্রেমই নির্বাচন করেন না কেনো সফল হওয়ার সম্ভাবনা খুব কম। সাধারনত নতুন ট্রেডারদের অতো জ্ঞান থাকেনা যে সে ছোট ছোট টাইমফ্রেম এনালাইসিস করেই সব বুঝে যাবে। আপনার মূলধন যাই হোক না কেনো মানি ম্যানেজমেন্ট মেনে আপনাকে লট সাইজ ঠিক করতে হবে। আমি মনে করি নতুনদের ১ ঘন্টা, ৪ ঘন্টা ও ১ দিনের টাইমফ্রেম দেখে ট্রেড করা উচিত। ছোট ছোট টাইমফ্রেম না গিয়ে কিছুটা বড় টাইমফ্রেমে এনালাইসিস করে নিজের এনালাইসিস দক্ষতা বাড়িয়ে নেয়া যেতে পারে। এর থেকেও বড় কথা আপনাকে ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে তার পরে ট্রেড নিতে হবে। বেশি বেশি মার্কেট এনালাইসিস ও ডেমো প্রাকটিস করতে হবে।

ABDUSSALAM2020
2020-10-03, 09:16 PM
আসসালামু আলাইকুম। আশাকরি সকলে ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বেশকিছু দিন যাবৎ নানান কারণে ফরেক্সে সক্রিয় ছিলাম না, পূনরায় কিছুটা সময় পেলাম আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগীতা অব্যাহত রাখার। ফরেক্স-এর সঠিক পথ পাবার রাস্তা কিছুটা কণ্টকময়, কিন্তু কঠিন কিছু নয়। সময় আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে যদি আপনার ধৈর্যকে কাজে লাগাতে পারেন। কথায় আছে গোড়ায় গন্ডগোল, এ কথার অর্থ আমাদের সকলেরই জানা। এর আগে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে একটি ছিল ”ডেমো ট্রেডিং শুরু করার সঠিক উপায়”। এই আলোচনায় বলেছিলাম আপনি যে পরিমান ডলার নিয়ে রিয়েল ট্রেডিং শুরু করবেন ঠিক সেই পরিমান ডেমো ডলার নিয়ে ডেমো প্রাকটিস করবেন। এবার আসি মূলধন অনুযায়ী টাইমফ্রেম নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ?

অধিকাংশ নতুন ট্রেডার জানেন না ফরেক্স-এ কিভাবে একটার পর একটা জিনিস সাজাতে হয়। তাই তাদের ভুলের মাশুলগুলো ভয়াবহ হয়। আপনার মূলধন যদি কম হয়, যেমন- ৫০০ ডলার, তাহলে আপনাকে অবশ্যই শর্ট টাইমফ্রেম নির্বাচন করা বাঞ্ছনীয়। যেমন - m15 থেকে h4 পর্যন্ত যথার্থ বলে আমি মনে করি। এখানে আপনি যদি ছোট লটে ট্রেড করেন তাহলে ঠিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। আর যদি বড় লটে ট্রেড করেন তাহলে ফলাফল খুবই ভয়ানক। ধরুন, আমাদের মূলধন ৫০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ আর যদি আমরা ট্রেড করি ৩০ পিপস/৫০ পিপস রেশিওতে। মিনি একাউন্টে ০.১০ লটে যদি ট্রেড করি তাহলে স্টপলস খেলে লস হবে ৩ ডলার আর লাভ হলে ৫ ডলার। যেটা এই মূলধনে স্বাভাবিক এবং সহনীয় ট্রেডিং প্লান। কিন্তু যদি ১.০০ লটে ট্রেড করি তাহলে লস হলে ৩০ ডলার আর লাভ হলে ৫০ ডলার, যেটা এই কম মূলধনে অবাস্তবিক ও অসামঞ্জস্য। শুরুতেই ডেমোতে যদি এমনভাবে ট্রেড করে আসি তাহলে মূলধন অনুযায়ী ট্রেডিং প্লানটা অনেক বেশি কার্যকারীতা দেখাবে। এটা সকলেরই জানা বেশি লটে ট্রেড করলে দ্রুত মূলধন হারাবে সেটা যেকোনে একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু মূলধন যদি ৫০০০ ডলার হয় তাহলে বড় লটে ট্রেড করলেও ৫০০ ডলারের ব্যালেন্সের থেকে অনেক বেশি সময় ঠিকে থাকবে আপনার মূলধন। এটা একটা বাস্তবিক গাণিতিক হিসাব।

আমি ষ্ট্যান্ডার্ড লটের ব্যাখ্যায় যাচ্ছি না কারণ নতুন ট্রেডাররা এটি দিয়ে ট্রেডিং শুরু করে না। শুরু করে মিনি লট একাউন্ট দিয়ে, তাই মিনি লটের উদাহরণটাই তুলে ধরলাম। হয়তো আমার এই তথ্যের সাথে অনেকেই একমত হবেন না, তাদেরকে বলছি আপনারা গাণিতিক হিসাব করে দেখুন ফলাফলটা খুব সহজেই চোখে ধরা পড়বে।
সফলতা হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Suriya Sultana Hira
2020-10-04, 12:40 AM
আরে তাই মুলধনের সঙ্গে টাইম ফ্রেমের কোনো সংযুক্ত নাই বা মিল নাই । মুলধন হলো আপনার ডিপোজিট অর্থ আর টাইম ফ্রেম হলো আপনার সময়ের চ্যাপ্টার । আপনার মুলধন কম থাকলে ও আপনি লং টাইম ফ্রেম নির্বাচন করে ট্রেড করতে পারবেন,,,তাতে করে আপনার কোনো প্রকার সমস্যার সৃষ্টি হবে না । আবার আপনার মুলধন বেশি থাকা সত্বেও আপনি শর্ট টাইম ফ্রেম নির্বাচন করে ট্রেড করতে পারবেন,,,, তাতে করে ও আপনার কোনো প্রকার সমস্যা হবে না । তাই মুলধনের সঙ্গে টাইম ফ্রেমের সামঞ্জস্যতা করলে হবে না,,,, ধন্যবাদ ।

Sid
2020-10-28, 04:43 PM
আবার যদি আপনি লং টার্ম টাইম ফ্রেম নিয়ে
এনালাইসিস করে সাকসেস না হত্র পারেন তাহলে
কি আপনি লং টার্ম টাইম ফ্রেমে ট্রেড করবেন?
মোট কথা আপনি ডেমোতে অনুশীলন করে যেই টাইম
ফ্রেম নিয়ে এনালাইসিস করে সাকসেস হতে
পারবেন সেই টাইম ফ্রেম নিয়ে ট্রেড করবেন।

jasminbd
2020-10-29, 09:38 AM
প্রতিটি ট্রেডার তার নিজের বা কোন স্ট্রেটেজি নিয়ে ট্রেড করে। তাই এক এক জনের কাছে এক এক ধরনের টাইমফ্রেম প্রিয় এবং তারা সেই টাইম ফ্রেমে ট্রেড করে থাকে। তবে হা বেশির ভাগ পেশাদার ফরেক্স ট্রেড এই দিনের টাইম ফ্রেমে ট্রেড করে থাকে। তাই ফরেক্সের সেরা টাইমফ্রেমটি হল ১দিনের টাইমফ্রেম। এখানে কারণগুলি হল: প্রাইস অ্যাকশন স্ট্রেটেজি শর্ট টাইম ফ্রেমের চেয়ে বড় টাইমফ্রেমে ভাল কাজ করে। দৈনিক এবং দীর্ঘ টাইমফ্রেমের সাপোর্ট এবং রেসিস্টেন্স বেশি কার্যকরভাবে কাজ করে। যখন কোনও সাপোর্ট বা রেসিস্টেন্স ব্রেক হয়, এর সত্যিকার অর্থে প্রাইসগুলি হ্রাস বা বৃদ্ধি পেতে থাকে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলিও খুব ভালভাবে কাজ করে। তাই আমি বলব যে যদি ফরেক্স মার্কেটে স্থায়ীভাবে প্রফিট করতে চান তাহলে বড় টাইমফ্রেমে নজর দিন এবং এর থেকে আপনি ব্যবহতভাবে প্রফিট করতে পারবেন।

md mehedi hasan
2020-10-29, 10:25 AM
ফরেক্স মার্কেটে মূলধনের উপর নির্ভর করে ট্রেড করার জন্য টাইম ফ্রেম নির্ধার করা হয় না।বরং আপনি কি ট্রেডিং স্ট্রেজিতে ট্রেড করবেন তার উপর নির্ভর করে টাইম ফ্রেম নির্ধারন করতে হয়।আপনি যদি ফরেক্স মার্কেটে স্কালাপিং করেন তাহলে পাচ মিনিট এর টাইম ফ্রেমে ব্যবহার করতে পারেন।আর শর্ট টাইম ট্রেডের জন্য ত্রিশ মিনিট টাইম ফ্রেম ভালো।আর যদি আপনি লং ট্রেড করেন তাহলে চার ঘন্টা ও ডেলী টাইম ফ্রেম বেস্ট।আপনি কত মূলধন দিয়ে ট্রেড করবেন তা রিক্স মেনেজমেন্ট এর উপর নির্ভর করে।

FREEDOM
2020-10-31, 03:53 PM
টাইমফ্রেম মুলত মার্কেট এনালাইসিস করতে লাগে এর সাথে মুলধনের কোন সম্পর্ক আমি দেখি না। টাইমফ্রেম দেখে আমরা সাপোর্ট, রেজিস্টান্স, ট্রেন্ড লাইন ড্র করে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি এক একজনের কাছে এক এক ধরনের টাইমফ্রেম পছন্দনীয়।

FRK75
2021-05-01, 09:02 PM
একাউন্টের ব্যালেন্স অনুযায়ী আমাদের ইনকামের টার্গেট করা উচিত। অতিরিক্ত টার্গেট মাথা ঠান্ডা রাখতে বাধা দেয়। আর মাথা ঠান্ডা না রাখতে পারলে অনিয়ন্ত্রিত ট্রেক্ট করা বন্ধ হয় না। আপনি লং টার্ম টাইম ফ্রেম নিয়ে
এনালাইসিস করে সাকসেস না হত্র পারেন তাহলে
কি আপনি লং টার্ম টাইম ফ্রেমে ট্রেড করবেন?
মোট কথা আপনি ডেমোতে অনুশীলন করে যেই টাইম
ফ্রেম নিয়ে এনালাইসিস করে সাকসেস হতে
পারবেন সেই টাইম ফ্রেম নিয়ে ট্রেড করবেন।

samun
2023-11-30, 07:07 PM
একজন ট্রেডার এর জন্য টাইম ফ্রেম নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং এই টাইম ফ্রেম নির্বাচন করতে হবে অবশ্যই মূলধনের উপর নির্ভর করে কারণ অনেকেই আছে শর্ট টাইম আবার কেউ আছে লং টাইম এই দুই ফ্রেমে রেড করে থাকে সেক্ষেত্রে ট্রেডিং এর লট অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে সাধারণত আমি চার ঘন্টার টাইম ফ্রেমে সবথেকে বেশি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে

Mas26
2023-11-30, 08:56 PM
আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না কারন আমি মনে করি আমাদের মূলধন অনুযায়ী টাইল ফ্রেম নির্বাচন না করে করে বরং নিজের দক্ষতার উপর টাইম ফ্রেম নির্বাচন করা উচিত।মনে করেন আপনি সর্ট টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করে আপনি সাকসেস হয়েছেন তাহলে আপনি সর্ট টাইম ফ্রেম নিয়ে ট্রেড করেন কিন্তু যদি আপনি সফল হতে না পারেন তাহলে কি আপনি সর্ট টাইম ফ্রেম নিয়ে ট্রেড করবেন?
আবার যদি আপনি লং টার্ম টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করে সাকসেস না হত্র পারেন তাহলে কি আপনি লং টার্ম টাইম ফ্রেমে ট্রেড করবেন?
মোট কথা আপনি ডেমোতে অনুশীলন করে যেই টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করে সাকসেস হতে পারবেন সেই টাইম ফ্রেম নিয়ে ট্রেড করবেন।