Log in

View Full Version : কিছু সত্য কথা



Dibakar Biswas
2020-06-09, 05:32 PM
১। লোন করে ট্রেড করবেন না।
২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
৬। কম্পিটিশন করবেন না।
৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।


মানলে সুফল পাবেন না মানলে দুর্ভোগে পড়তে হতে পারে।