PDA

View Full Version : বেশি লিভারেজ নিলে কি হয় ?



salim16
2015-06-28, 09:09 PM
বেশি লিভারেজ ব্যাবহার করে ট্রেড ওপেন করতে গিয়ে আমার লস যদি ক্যাপিটাল এর সমান হয়, তাহলে কি ফতুর হয়ে যাব নাকি ?

TselimRezaa
2015-07-03, 10:27 AM
লিভারেজ কে লোনের সাথে তুলনা করা যায়। এটা ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন। একজন ট্রেডার যদি ৫ডলার ডিপোজিট করে তবে সেটা দিয়ে সে ট্রেড করে বেশি প্রফিট পাবেনা। কিন্তু ব্রোকারের অধীনে লিভারেজ বেশি করে নিলে সে বেশি প্রফিট করতে পারবে। লিভারেজ ১ঃ১, ১ঃ১০, ১ঃ২০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি অনুপাতে হয়ে থাকে।

RichMahfuz
2015-07-03, 10:33 AM
বেশি লিভারেজ নিলে যেমন লাভ আছে তেমনই আবার আপানি ক্ষতির সম্মুখিন ও হতে পারেন। লিভারেজ মানে লোণ, আপনার বালেন্স এর চেয়ে বেশি পরিমান ট্রেড করতে পারবেন, যে সুবিধাটা আপনি পাবেন ব্রোকার এর নিকিত থেকে। আমার মতে কম লিভারেজ নিয়ে ট্রেড করাই ভাল।

mamun93
2015-08-29, 07:22 PM
আপনি যখন ফরেক্সে কোন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার উচিত বেশি লিভারেজ নেওয়া কারন আপনি যদি বেশি লিভারেজ নেন তা হলে আপনি ফরেক্স মার্কেটে বেশি বেশি ট্রেড ধরার জন্য ব্রোকারের কাছ থেকে সেই ভাবে অর্থনৈত্তিক সাপোর্ট পাবেন।

Imran1995
2015-09-06, 03:27 AM
লিভারেজ কে লোনের সাথে তুলনা করা যায়। এটা ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন। একজন ট্রেডার যদি ৫ডলার ডিপোজিট করে তবে সেটা দিয়ে সে ট্রেড করে বেশি প্রফিট পাবেনা। কিন্তু ব্রোকারের অধীনে লিভারেজ বেশি করে নিলে সে বেশি প্রফিট করতে পারবে। লিভারেজ ১ঃ১, ১ঃ১০, ১ঃ২০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি অনুপাতে হয়ে থাকে।

swadip chakma
2015-09-06, 07:44 AM
আমার জানা মতে লিভারেজ বেশি নেওয়া টিক না।কারন বেশি লিভারেজ নিতে গিয়ে যদি লস করে ফেলেন তাহলে ত অসুবিদা হবে।তাই আমার মতে ১ঃ৫ নেওয়াতা ভাল।তবে জানিনা হয়ত অনেকের আর ও আলাদা মতামত থাকতে পারে।কারম একেকজন একেক রকম ভাবএ আয় করতে চাই,একেক রকম টেকনিক এপ্লাই করে থাকে।

pips
2015-09-17, 11:39 PM
আমরা আমাদের প্রত্যাহিক জীবনে যেটাকে লোন হিসেবে চিনি সেইটাই ফরেক্স এর ভাষায় লিভারেজ বলে। বেশি লিভারেজ নিলে যেমন লাভ বেশি হয় তেমন বেশি লিভারেজ নিলে লস এর পরিমান ও বেশি হয়। এই লিভারেজ ব্রোকার রা ট্রেড করা জন্য দিয়ে থাকে। বেশি লিভারেজ নিলে লাভ এর সম্ভাবনা থাকলে ও লস এর পরিমানটা ও অনেক বড় থাকে। তাই লিভারেজ নেওয়ার আগে দেখেশুনে নেওয়া উচিত।

Jobless
2015-09-18, 12:51 PM
লিভারেজ আপনি কত নিবেন তা আগে আপনার ট্রেড এর স্টাইল এর উপর ডিপেন্ড করে।লিভারেজ মানে ব্রকার এর কাছ আপনি ট্রেড করার জন্য যেই ডলার নিচ্ছেন তাই আপনি বেশি নিলে অযি ভাল ট্রেড করতে পারেন তা হলে সমস্যা নাই কিন্তু বেশি না নেওয়াই ভাল।

shakawath
2015-10-18, 04:06 PM
বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে গেলে মার্জিন কম লাগে। অল্প ব্যালেন্স দিয়েও তখন বড় লট সাইজের ট্রেড অপেন করা যায়। এর ফলে বেশি লাভের আশায় আমার বোকা আর লোভী ট্রেডার রা বারবার ট্রেডে প্রবেশ করে। লাভ হলে তো কোন কথাই নেই। কিন্তু যখন লস হয় তখন ছোট ব্যালেন্স এর উপর বড় লসের প্রভাব প্রকোপ হয়। যার ফলশ্রুতি তে বাবার একাউন্ট ক্রাস করে।

basaki
2016-01-15, 07:09 PM
বেশি লিভারেজ নিলে আপনি বেশি করে ট্রেড ওপেন করতে পারবেন কিন্তু আমি মনে করি বেশি লিভারেজ না নেওয়াই ভাল। কারন আপনি যদি বেশ লিভারেজ নেন তবে আপনার যখন লস হবে তখন আপনার একাউন্ট স্টপ আউট খাবার সম্ববনা থাকতে পারে এতে করে আপনার অনেক লস হবে বলে আমি মনে করি।

Selim BU
2016-01-15, 09:38 PM
বেশি লিভারেজ এর সুবিধা হলো আপনাকে বেশি লটে ট্রেড ওপেন করার সুযোগ দেবে। এতে আপনি এক ট্রেডেই অনেক বেশি প্রফিট করতে পারবেন। কিন্তু শিক্ষানবিশ পর্যায়ে বেশি লট ব্যবহার করা মোটেও উচিত নয়। অল্প লিভারেজই ভালো আমার মতে।

maziz6989
2016-01-15, 09:46 PM
বেশি লিভারেজ ব্যাবহার করে ট্রেড ওপেন করতে গিয়ে আমার লস যদি ক্যাপিটাল এর সমান হয়, তাহলে কি ফতুর হয়ে যাব নাকি ?

বেশি লিভারেজ ব্যবহারের সব থেকে বড় সুবিধা হল কম ডলারে বড় ট্রেড খোলা যায়। আর আপনার পরের প্রশ্ন হল যদি ওপেন লস আপনার ক্যাপিটাল এর সমান হলে আপনি ফতুর হয়ে যাবেন কিনা? আসলে তারও আগে আপনি ফতুর হয়ে যাবেন। তাই মানি ম্যানেজমেন্ট ফলো করেন।

Md Akter Hossain
2016-01-15, 10:04 PM
বেলি লিভারেজ নিলে আপনি কম ব্যালেন্স নিয়েও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন । তবে বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা নতুনদের জন্য আত্নহত্যার মতোই কাজ । ফলে বেশি লিভারেজ নিয়ে ট্রে করলে আপনার অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা থাকে বেশি । লিভারেজ সম্পর্কে আরো জানতে গুগল মামার সাগায্য নিতে পারেন ।

Marufa
2016-02-08, 07:18 PM
আসলে আমি মনে করি বেশি লিভারেজ নিলে তেমন কোন ক্ষতি নেই । তবে লিভারেজটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে । লিভারেজ যদি সঠিকভাবে ব্যবহার করা না যায় তাহলে লিভারেজ অনেক সময় মারাত্মক সমস্যার কারন হয় । লিভারেজ কে শুধুমাত্র একাউন্ট যখন শূর্ণ হয়ে যাওয়াার উপক্রম হবে তখন ব্যবহার কার যেতে পারে ।

MotinFX
2016-02-08, 07:42 PM
লিভারেজ হল ব্রোকার থেকে লোন নেওয়া। ফরেক্স মার্কেটে আমরা সবাই কম বেশি লোন নিয়ে থাকি। আমাদের পক্ষে সম্বাভনা বেশি ডলার ইনভেস্ট করা তার জন্য আমাদের কে বেশি ট্রেড কররার জন্য লোন দিয়ে থাকে। আমরা সাধারনত ব্রোকার থেকে লিভারেজ নিতে পারি ১ঃ১থেকে ১ঃ১০০০পর্যন্ত। আমি মনে করি আমাদের কে বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে হবে তাহলে আমরা বেসি করে ট্রেড করতে পারব।

razu777
2016-02-09, 07:03 PM
আমি যতটুকু জানি লিভারেজ কে লোনের সাথে তুলনা করা যায়। এটা ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন। একজন ট্রেডার যদি ৫ডলার ডিপোজিট করে তবে সেটা দিয়ে সে ট্রেড করে বেশি প্রফিট পাবেনা। কিন্তু ব্রোকারের অধীনে লিভারেজ বেশি করে নিলে সে বেশি প্রফিট করতে পারবে। লিভারেজ ১ঃ১, ১ঃ১০, ১ঃ২০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি অনুপাতে হয়ে থাকে।

md mehedi hasan
2016-02-09, 08:42 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ হচ্ছে মূলত একধরনের লোন।আপনি যত লিভারেজ নিবেন বোকার সাঈইড আপনাকে ততো বেশি ট্রেড ওপেন করার সুযোগ দিবে।ফরেক্স মার্কেটে এটাই বেশি লিভারেজ নেওয়ার সুবিধা।ফরেক্স মার্কেটে বেশি লিভারেজ নেওয়ার যেমন বেশি সুবিধা আছে তেমনি অসুবিধা ও আছে।আপনি যদি বেশি লিভারেজ নেওয়া হয়।তাহলে আপনি বেশ ট্রেড ওপেন করার সুযোগ পাবেন।ফলে আপনি লোভে পরে একাধিক ট্রেড ওপেন করবেন।ফলে আপনি ওভার ট্রেডারে খাতায় নাম লিখাবেন।

younus
2016-02-09, 10:02 PM
কি আর হবে একটু সুবিধা হবে ।

Realifat
2016-02-10, 07:57 AM
লিভারেজ যতই নিন না কেন ইক্যুইটি যদি ব্যালেন্সকে অতিক্রম করে অর্থাত ব্যালেন্সের সমান হয়ে যায় তবে ফতুর হয়ে যাবেন।এখানে বেশি লিভারেজ নিন আর কম নিন সেটা আসল কথা না। মূল কথা হচ্ছে আপনি বেশি লিভারেজ নিলে বড় লটে ট্রেড করতে পারবেন আর বড় লটে ট্রেড করলে লস ব্যালেন্সকে অতিক্রম করতে বেশি দেরি হবেনা।

RUBEL MIAH
2016-02-11, 04:25 PM
বেশী লিভারেজ নিলে অবশ্যই ট্রেডারগণ সমস্যার সন্মুখীন হতে হয় । যে ট্রেডারগণ যত বেশী লিভারেজ কমিয়ে নিতে পারবে সে তত বেশী সফলবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ট্রেড করার আগে লিভারেজ কমিয়ে নেব তাহলে অবশ্যই সফরকাম হতে পারব ।

abdulguffer
2016-02-11, 04:41 PM
লেভারেজ নিয়ে টরেড করলে যেমন লাভ বেশি হয় , তেমনি লস ও বেশি হয় । আর বেশি লেভারেজ মানে বেশি লছ ? আপনি ফতুর হতে য়দি না চান তাহলে প্রতি ১০০$ এ ১:২০ এর বেশি লাভারেজ নিবেন না ?

sharifulbaf
2016-05-13, 05:16 PM
ফরেক্স মার্কেটে ডিপোজিটের উপরে আমরা বেশি লিভারেজ নিয়ে থাকি এর ফলে আমরা বড় লটে ট্রেড করতে পারি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের লিভারেজ নিতেই হবে তাই বেশি লিভারেজ নিলে কম ব্যালেন্স দিয়ে অনেক তারা তারি মার্কেট হতে অনেক বেশি ইনকাম করা যায়,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে ট্রেন্ডের দিকে।

amin rabby
2016-05-13, 06:02 PM
লিভারেজ আপনি যাই নেন না কেন , ট্রেড খোলার সময় ব্যলেন্স এর অনুপাতের বেশি বড় ট্রেড খুলবেন না। কারন লস যদি আপনার কেপিটাল এর সমান হয় তাহলে স্বয়ংক্রিয় ভাবে আপনার ট্রেড টি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আপনি ফুতুর হয়ে যাবেন।

Mrs.SaoudiaIslam111989
2016-05-13, 06:18 PM
আসলে লিভারেজ হল ব্রোকার হাউজকতৃক ট্রেডারদের প্রদত্ত এক প্রকার লোন যার ফলে ট্রেডারের ডিপোজিটের পরিমান কম হরেও সে অনেক বেশি ট্রেড ধরতে পারবে এবং প্রফিট লাভ করতে পারবে। ইন্সটা ফরেক্স নামক ব্রোকার হাউজে লিভারেজ মূলত ১:১,১:১০,১:২০,১:৫০,১:১০০,১:২০০,১:৫০০,১:১০০০ এই আকারে থাকে।

dwipFX
2016-05-14, 10:38 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে অনেক কিছু জানতে হয় কারন ফরেক্স মার্কেটে লিভারেজ কম বা বেশি নিলে লাভ হবে না লস হবে। তাই আমাদের কে লিভারেজ নেওয়ার সময় মাথায় রাখতে হবে।আমার মনে হয় লিভারেজ কম নিলে ভাল হবে কারন না বুঝে বড় ট্রেড করা যাবেনা।

জ্যাক কয়েন
2016-05-14, 03:29 PM
আমি একজন নতুন ট্রেডআর আমি যতটুকু জানি ফরেক্স এ অ্যাকাউন্ট লিভারেজ বেশি নিলে বেশি করে ট্রেড ওপেন করা যায় তবে এ ক্ষেত্রে অ্যাকাউন্ট ভানিশ হওয়ার সম্ভবনা বেশি থাকে। এছাড়া আমি মনে করি ফরেক্স অ্যাকাউন্ট এ বেশি লিভারেজ নিতে হলে বড় ধরনের ইনভেস্ত করতে হয় তাহলে অ্যাকাউন্ট সেভ রাখা যায়।

md samsul huq
2016-05-20, 09:50 AM
আমি বলবো লিভারেজ কে লোনের সাথে তুলনা করা যায়। এটা ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন। একজন ট্রেডার যদি ৫ডলার ডিপোজিট করে তবে সেটা দিয়ে সে ট্রেড করে বেশি প্রফিট পাবেনা। কিন্তু ব্রোকারের অধীনে লিভারেজ বেশি করে নিলে সে বেশি প্রফিট করতে পারবে। লিভারেজ ১ঃ১, ১ঃ১০, ১ঃ২০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি অনুপাতে হয়ে থাকে।

HKProduction
2016-05-20, 02:56 PM
সবচেয়ে কম লিভারেজ নিয়ে ট্রেড করাটাই ভাল। বেশি লিভারেজ শুধু মাত্র ভাল ট্রেডারদের জন্য। কেননা তারা জানে কোথায় কিভাবে রিস্ক নিতে হয়। নতুনদের জন্য কম লিভারেজে ট্রেড করলে তারা চাইলেও বড় লটে ট্রেড দিতে পারবে না যদি না লিভারেজ পরিবর্তন করে।

uzzal05
2016-05-20, 03:33 PM
ফরেক্স এ অন্যতম এক্তী সুবিধা হছে লোন বা লিভারেজ। আপনি এটির মাধ্যমে বেশি গুনে ট্রেড ওপেন করতে পারেন আপনার ক্যপিটাল এর চেয়ে বেশি। লিভারেজ যেমনি সুবিধা পাওয়া যায় তেমনি অসুবিধাও আছে। শুধু লিভারেজ বারিয়ে লট বারালেই হবে না সেই সাথে দক্ষতা বারাতে হবে।

Sahed
2016-07-31, 03:14 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

SUMANMISTRY1993
2016-07-31, 03:30 PM
আপনি জানতে চেয়েছেন বেশি লিভারেজ নিলে কি হয় । আমার মতে বেশি লিভারেজ নিলে হয় কি আপনি যদি কম টাকা ডিপজিট করেন আর লিভারেজ না নেন তাহলে আপনার প্রফিট তেমন আসবে না । লিভারেজ হচ্ছে ব্রোকার কতৃক প্রদত্ত সুবিধা । যেখানে আপনি কম টাকা বিনিয়গ করে লাভের অনুপাতকে বাড়াতে পারেন । এথেকে আপনি যেমন তাড়াতাড়ি লাভ করতে পারেন তেমনি লসের সম্খী্ন হতে পারেন ।

mdshowkat
2016-07-31, 03:47 PM
লিভারেজ অর্থ লোন নেওয়া। যখন ব্যালেন্স অল্প থাকে আমরা ব্যালেন্স দিয়ে বড় লটে ট্রেড করতে পারি না তখন ব্রোকারের কাছ থেকে লিভারেজ বা লোন নিয়ে ট্রেড করে থাকি। আমার মতে বড় কোন লিভারেজ নিয়ে বেশি লটে ট্রেড না করাই ভাল কারন এত যেমন বেশি লাভ হয় তেমনি বড় ধরনের লস হওয়ার ও সম্ভাবনা থাকে।

qumrul
2016-07-31, 10:11 PM
লিভারেজ হলো লোন । আপনি ব্যংক থেকে ব্যবসার জন্য লোন নিলে যেমন চিন্তা থাকে কিভাবে ব্যবসায়ে তা কাজে লাগাবেন, ঠিক ফরেক্স ব্রোকার থেকেও লোন বা লিভারেজ নিলে একই রকম ভাবে চিন্তা থাকতে হবে উহা হতে কতটুকু লাভবান হবেন।

SAHADAT
2016-08-14, 08:52 PM
লিভারেজ মানে ব্রকার এর কাছ আপনি ট্রেড করার জন্য যেই ডলার নিচ্ছেন তাই আপনি বেশি নিলে অযি ভাল ট্রেড করতে পারেন তা হলে সমস্যা নাই কিন্তু বেশি না নেওয়াই ভাল। লিভারেজ মানে ব্রকার এর কাছ আপনি ট্রেড করার জন্য যেই ডলার নিচ্ছেন তাই আপনি বেশি নিলে অযি ভাল ট্রেড করতে পারেন তা হলে সমস্যা নাই কিন্তু বেশি না নেওয়াই ভাল।

monirapk
2016-08-14, 10:56 PM
লিভারেজ খুব মূল্যবান একটা বিষয় । আমি মনে করি কম লিভারেজ খারাপ আমার বেশি লিভারেজ ও ভাল না । কারন বেশি লিভারেজ বেশি রিস্ক । তাই আমরা সব সময়ে মিডিয়াম লিভারেজ ব্যবহার করবো । যারা ভাল ট্রেডার তারা মিডিয়াম লিভারেজ ব্যবহার করে থাকে । কারন তারা সবাই জানে যে বেশি লিভারেজ ফরেক্স মার্কেট এর জন্য খুব খারাপ বা রিস্ক ।

cloud
2016-08-14, 11:28 PM
আমার মনে হয় বেশি লিভারেজ নিলে যেমন লাভ আছে তেমনই আবার আপানি ক্ষতির সম্মুখিন ও হতে পারেন। লিভারেজ মানে লোণ, আপনার বালেন্স এর চেয়ে বেশি পরিমান ট্রেড করতে পারবেন, যে সুবিধাটা আপনি পাবেন ব্রোকার এর নিকিত থেকে। আমার মতে কম লিভারেজ নিয়ে ট্রেড করাই ভাল।

sujon30
2016-08-15, 12:30 PM
ফরেক্স লিভারেজ হল ট্রেড করার জন্য আপনি আপনার মূলধনের উপর কত গুন লোন বা ঋণ ব্রোকার থেকে পাবেন তা এই লিভারেজ বা মার্জিন দ্বারা নির্ধারিত হয় । ফরেক্স মার্কেটে লিভারেজে ব্যাবহার যেমন আপনার জন্য সুবিধাদায়ক তেমনি ক্ষতিকারকও। একাউন্ট এ ৫০০ লিভারেজ দিয়ে ৫০০ গুল হারে লভ ঠিকই হবে কিন্তু ভুলে গেলে চলবে না যে ট্টেড যদি আপনার প্রতিকূলে যায় তাহলে সেই ৫০০ গুন হরে লসে আপনাকেই বহন করতে হবে।

Tanmoi
2016-08-15, 12:50 PM
লিভারেজ মানে লোন।ফরেক্স মার্কেটে আমি যত বেশি লিভারেজ নিবেন সেটার উপর ভিত্তি করে আপনার লাভ লস হবে।বেশি লিভারেজ নিলে যেমন বেশী লাভ হয় তেমনি ট্রেড যদি আপনার প্রতিকূলে যায় তখন লস ও হয়।

fardin222333
2016-08-15, 01:03 PM
লিভারেজ হল ব্রোকার কর্তৃক লোন দেয়া। আপনার যদি ডিপোজিট কম হয় তাহলে আপনি প্রফিট বেশি করতে পারবে না। তাই ব্রোকার আপনাকে লোন দিচ্ছে তাহলে আপনি ট্রেড করে বেশি লাভ করতে পারবেন।

Afroza
2016-08-15, 09:09 PM
বেশী লেভারেজের কারনে একাউন্ট এ অনেক ঝুকি থাকে , বেশী লেভারেজ নিলে সুবিধা হল বেশী লট নিয়ে ট্রেড ওপেন করা যায় , কিন্ত ঝুঁকি অনেক বেড়ে যায় , অনেক সময় অতিরিক্ত লোভের কারনে অনেকেই আমরা বেশী লিভারেজ দিয়ে ট্রেড করি পরে সব মুল্ধন হারিয়ে ফেলি । সুতুরাং বেশী লিভারেজ নিয়ে ট্রেড না করে কম নিয়ে করাটাই ভাল ।

Rana mollah
2016-08-16, 09:48 PM
বেশি লেভারেজ নিয়ে কাজ করলে বেশি লাভ হয় ফরেক্সে ট্রেড করে । কিন্তু সব ক্ষেত্রে আবার এরকম হয় না কখনো কখনো লেভারেজ নিয়ে কাজ করে লস হলে ছোট ট্রেডের উপর ও অনেক বেশি প্রভাব পরে । কিন্তু সেটা সব ক্ষেত্রে না । লেভারেজ নেওয়ার মাধ্যমে ব্রোকারের সাথে ট্রেডারের ভালো বোঝা পরা থাকে । এতে অর্থনৈতিক অবস্থা ভাল থাকে । সব সময় লেভারেজ না নেওয়াই ভাল । কারন লেভারেজ অনেকটা লোনের মতো । লোনের মাধ্যমে যেমন সুবিধা পাওয়া যায় তেমনি লেভারেজ ব্যবহার করে ট্রেড করলেও ভালো লাভ করা যায় ।

uzzal05
2016-08-17, 10:00 AM
হ্যা, অব্যশই আপনার একাউন্ট এর লস আপনার ক্যপিটাল থেকে ব্রকার কখনোই হতে দিবে না। তার আগেই আপনার একাউন্ট জিরো করে দিবে। ফরেক্স মার্কেট লিভারেজ বেশি না নেওয়াই ভালো। লিভারেজ বেশি রাখলে আপনি বেশি লটে ট্রেড ওপেন করে তা যে কোন সময় বড় ধরনের লসের কারন হতে পারে।

fardin222333
2016-08-17, 01:04 PM
বেশি লিভারেজ নিলে আপনি বড় ট্রেড করতে পারেন তাতে মার্জিন কম লাগে। যদি আপনার ব্যালেন্স কমও হয় তাহলে আপনি বড় ট্রেড দিতে পারেন। এবং এই বেশি লাভের আশায় আবার আপনি আপনার সব ব্যালেন্স হারাতে পারেন। আপনাকে বার বার ট্রেড করতে মনে চাবে ফলে আপনার মুলধন হারানোর সম্ভাবনা বেশি।

md arif khan
2016-08-17, 02:44 PM
আসলে আমরা আমাদের প্রত্যাহিক জীবনে যেটাকে লোন হিসেবে চিনি সেইটাই ফরেক্স এর ভাষায় লিভারেজ বলে। বেশি লিভারেজ নিলে যেমন লাভ বেশি হয় তেমন বেশি লিভারেজ নিলে লস এর পরিমান ও বেশি হয়। এই লিভারেজ ব্রোকার রা ট্রেড করা জন্য দিয়ে থাকে। বেশি লিভারেজ নিলে লাভ এর সম্ভাবনা থাকলে ও লস এর পরিমানটা ও অনেক বড় থাকে। তাই লিভারেজ নেওয়ার আগে দেখেশুনে নেওয়া উচিত।

uzzal05
2016-08-18, 09:22 AM
বেশি লিভারেজ নিলে আপনি আপনার ব্যলেন্স এর বেশি অনুপাতে ট্রেড করতে পারেন। আর বেশি লিভারেজ না নেওয়াই ভাল। কারন এতে ক্যপিটাল এর দিকে লক্ষ্য থাকে না। বড় লটে ট্রেড করে একাউন্ট এর রিস্ক বাড়ান হয়। আর কম লিভারেজ দেয়া থাকলে আপনি চাইলেও একটা নির্দিষ্ট পরিমান লট ব্যবহার করতে পারেন।

RUBEL MIAH
2017-02-08, 07:22 AM
বেশী লিভারেজ নিলে অবশ্যই সেখানে একটা বিপদের সন্মুখীন হয়ে থাকে । আমরা বেশী বেশী ধৈর্য্যের সহিত কাজ করে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় এই ব্যবসা লিভারেজ নিয়ে তারপর করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nbfx
2017-02-09, 07:27 PM
লিভারেজ নিয়ে ট্রেড করলে বেশি লাভ হয় এ কথাটি আমি মানতে পারলাম না। যেমন আমার একাউন্টে ১০০ ডলার আছে।মনে করুন লিভারেজ ছাড়া আমি ট্রেড ওপেন করতে পারব ০.১০ লটে , আর লিভারেজ নিলে আমি ট্রেড ওপেন করতে পারব ২.০০ লটে। এখন আসুন লাভ -লসের হিসাব করি। লিভারেজ ছাড়া ট্রেড করলে আপনার ব্যাকআপ পিপস থাকবে ১০০০ পিপস। অর্থাৎ ১০০০ পিপস বিপরীত দিকে মুভ করলে আপনার একাউন্ট জিরো হবে। অপরদিকে লিভারেজ নিয়ে ট্রেড করলে আপনার ব্যাকআপ পিপস থাকবে ৫০ পিপস। এখন ভাবুন এত বড় ঝুকি নিয়ে আপনি ট্রেড করতে প্রস্তুত। যেখানে আপনার মূলধনের নিরাপত্তা ০ %। মূলত লাভ হয় ব্রোকারেজ হাউজের বেশি লটে ট্রেড করলে বেশি ট্যাক্স কেটে নিতে পারে। তাই আমি আবারও বলছি লিভারেজ না নিয়ে ট্রেড করুন কখনও একাউন্ট জিরো হবে না।

Md Masud
2017-05-24, 11:26 PM
একজন ট্রেডার যদি ৫ ডলার ডিপোজিট করে তবে সেটা দিয়ে সে ট্রেড করে বেশি প্রফিট পাবে না । অাপনি যদি বেশ লিভারেজ নেন তবে আপনার যখন লস হবে তখন আপনার এ্যাকাউন্ট স্টপ আউট খাবার সম্ববনা থাকতে পারে । যখন লস হয় তখন ছোট ব্যালেন্স এর উপর বড় লসের প্রভাব প্রকোপ হয় । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে সময় দিব ।