PDA

View Full Version : বোনাস এর পরিমান কম কেন?



alamsat
2020-06-13, 01:03 PM
আমার একাউন্টে গত ২ মাস ধরে এমন একটি ম্যাসেস এসে বসে আছে যার দরুন বোনাস ও কম পাচ্ছি এর কারন ও প্রতিকার এর উপায় কি? এবং কার কার এমন অবস্থা হয়েছে? জানালে বিশেষ উপকৃত হতাম। 11246

rakib.r
2020-06-13, 01:48 PM
ভাই এমন ম্যাসেজ মেবি সবার কাছেই গিয়েছে সিস্টেম থেকে। এর জন্য মেনি বোনাস কম আসছে না ব্যাপার বোধ হয় অন্য কোথাও । আমি নিজেও ভালো করে পোষ্ট করে বোনাস নাই না আর । গত দুই মাস যাবত ই এই সমস্যা টা দেখছি। ফেব্রুয়ারি পর্যন্ত আমার মতে আমি পোষ্টের বোনাস ঠিক ঠাক ভাবেই পেয়েছি। মানে আমি যেমন আশা করে ছিলাম ঠিক তেমন পরিমান বোনাস পেয়েছি। কিন্তু তারপর আর ভালো বোনাস পাই নি। হয়তো রুলসে কিছু পরিবর্তন এনেছে বা আনছে যার জন্য আমাদের বোনাসের পরিমান টা কমে গিয়েছে

sanjida
2020-06-13, 08:16 PM
আমি গত মাসেই প্রথম বোনাসে টাকা পাইছি কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। আমি সবার সাথে মিলিয়ে দেখেছি আর নিজেই আশা হত হয়েছি এই ব্যাপারে যে কিছুটা অপেক্ষাকৃত মান সম্মত পোষ্ট করেও আমি সামান্য বোনাস পেয়েছি আর যারা কোন কিছুর তোয়াক্কা না করেই শুধু বোনাসের আশায় কোন ভাবে একটা পোষ্ট শেষ করেছে তারাই অনেক বেশি বোনাস পেয়েছে । আমি মনে করি এই ব্যাপারে ফোরাম ম্যাজেন্মেন্টের দৃষ্টি দেয়া প্রয়োজন রয়েছে

alamsat
2020-06-14, 11:41 AM
আমি গত মাসেই প্রথম বোনাসে টাকা পাইছি কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। আমি সবার সাথে মিলিয়ে দেখেছি আর নিজেই আশা হত হয়েছি এই ব্যাপারে যে কিছুটা অপেক্ষাকৃত মান সম্মত পোষ্ট করেও আমি সামান্য বোনাস পেয়েছি আর যারা কোন কিছুর তোয়াক্কা না করেই শুধু বোনাসের আশায় কোন ভাবে একটা পোষ্ট শেষ করেছে তারাই অনেক বেশি বোনাস পেয়েছে । আমি মনে করি এই ব্যাপারে ফোরাম ম্যাজেন্মেন্টের দৃষ্টি দেয়া প্রয়োজন রয়েছে

আমিও কম ভাল পোষ্ট করি না যতদুর সম্ভব সুন্দর পোষ্ট করে থাকি যার দরুন সকলেই উপকৃত হয় কিন্তু আমি পোষ্টের দরুন মাত্র ১৩ ডলার পেয়েছি যেটা এ যাবৎ পর্যন্ত এতকম বোনাস আমি কখনও পাইনী আর লাইক পেয়েছি ১০০ এর বেশি কিন্তু তার বিনিময়ে কোন বোনাস পায়নী তাই জানিনা ফোরামের কোন নিয়মে আমাদের বোনাস কমিয়ে দিল। নিয়মগুলি জানতে পারলে আমাদের জন্য অনেক ভাল হত। আমরা সে গুলি মেনে পূর্বের ন্যয় আর ও বেশি বোনাস পেতাম আর আরও ভাল মানের পোষ্ট করার জন্য চেষ্টা করতাম।

LIMAFX
2020-06-14, 01:25 PM
আমিও কম ভাল পোষ্ট করি না যতদুর সম্ভব সুন্দর পোষ্ট করে থাকি যার দরুন সকলেই উপকৃত হয় কিন্তু আমি পোষ্টের দরুন মাত্র ১৩ ডলার পেয়েছি যেটা এ যাবৎ পর্যন্ত এতকম বোনাস আমি কখনও পাইনী আর লাইক পেয়েছি ১০০ এর বেশি কিন্তু তার বিনিময়ে কোন বোনাস পায়নী তাই জানিনা ফোরামের কোন নিয়মে আমাদের বোনাস কমিয়ে দিল। নিয়মগুলি জানতে পারলে আমাদের জন্য অনেক ভাল হত। আমরা সে গুলি মেনে পূর্বের ন্যয় আর ও বেশি বোনাস পেতাম আর আরও ভাল মানের পোষ্ট করার জন্য চেষ্টা করতাম।


ভাই এমন ম্যাসেজ মেবি সবার কাছেই গিয়েছে সিস্টেম থেকে। এর জন্য মেনি বোনাস কম আসছে না ব্যাপার বোধ হয় অন্য কোথাও । আমি নিজেও ভালো করে পোষ্ট করে বোনাস নাই না আর । গত দুই মাস যাবত ই এই সমস্যা টা দেখছি। ফেব্রুয়ারি পর্যন্ত আমার মতে আমি পোষ্টের বোনাস ঠিক ঠাক ভাবেই পেয়েছি। মানে আমি যেমন আশা করে ছিলাম ঠিক তেমন পরিমান বোনাস পেয়েছি। কিন্তু তারপর আর ভালো বোনাস পাই নি। হয়তো রুলসে কিছু পরিবর্তন এনেছে বা আনছে যার জন্য আমাদের বোনাসের পরিমান টা কমে গিয়েছে


আমি গত মাসেই প্রথম বোনাসে টাকা পাইছি কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। আমি সবার সাথে মিলিয়ে দেখেছি আর নিজেই আশা হত হয়েছি এই ব্যাপারে যে কিছুটা অপেক্ষাকৃত মান সম্মত পোষ্ট করেও আমি সামান্য বোনাস পেয়েছি আর যারা কোন কিছুর তোয়াক্কা না করেই শুধু বোনাসের আশায় কোন ভাবে একটা পোষ্ট শেষ করেছে তারাই অনেক বেশি বোনাস পেয়েছে । আমি মনে করি এই ব্যাপারে ফোরাম ম্যাজেন্মেন্টের দৃষ্টি দেয়া প্রয়োজন রয়েছে

প্রিয় ফোরাম সদস্য,
ফোরামে আমাদের ফোরমের প্রতিটি কন্টেন্ট বা পোষ্ট ইন্টেলিজেন্ট কন্টেন্ট সিস্টেমের আনাল্যসিস এর মাধ্যমে (ISCA) যাচাই করা হয়। আর *ISCA হল স্বয়ংক্রিয়ভাবে কোন ফোরামের সদস্যদের পোস্ট কতটুকো আকর্ষণীয় এবং প্রয়োজনীয় কন্টেন্ট সেটা মূল্যায়ন করে বোনাস প্রদান করে থাকে। আর আপনি কয়টি পোষ্ট এর জন্য বোনাস পেয়েছেন সেটা Accumulated bonus বিভাগে দেখানো হয় এবং যে পোষ্টগুলোর জন্য কোন বোনাস পাননি সেটা No-bonus posts (the bonus for them isn't counted) বিভাগে দেখানো হয়। যদিও এই পোষ্টগুলো আগামীতে আকর্ষণীয় এবং প্রয়োজনীয় হয় তাহলে আপনি সেটার জন্যও বোনাস পাবেন। ধন্যবাদ