PDA

View Full Version : ফরেক্স যে ৫ টি ভুল প্রায় সবাই করে, এটা জানা খুবই জরুরি!!!



Emarif
2020-06-17, 12:23 AM
মানুষ মাত্রই ভুল! এই কথাটা আমরা সবাই জানি কিন্তু তার পরেও আমরা বার বার ভুল পথেই চলি আর ভুল করে থাকি। কিন্তু ফরেক্স মার্কেট একটি অপার সম্ভাবনাময় প্লাটফর্ম, যেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। ঠিক তেমনি সামান্য কিছু ভুলের কারনেই আবার খুব কম সময়ের মধ্যেই প্রচুর অর্থ হারানোও কোন কঠিন কাজ নয় এই ফরেক্স মারর্কেটে। তো চলন দেখে নেই ৫ টি সাধারণ ভুল, যে গুলো থেকে বিরত থাকতে পারলেই এই মার্কেট থেকে ইনকাম করাটা খুব সহজ হয়ে যায়.........

১। স্বল্প জ্ঞান
২। ওভার ট্রেডং
৩। এনালাইছিস ছারাই ট্রেডং
৪। মানি ম্যানেজমেন্ট না বুঝেই ট্রেড করা
৫। অতি লোভ

উপরের ভুল গুলো থেকে নিজেকে বিরত রাখতে পারলেই ফরেক্স এ উন্নতি করা সম্ভব।

FREEDOM
2020-06-17, 01:23 AM
আপনি যে পাচটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্সে এরকম হাজার হাজার বা লাখ লাখ ট্রেডার রয়েছে যারা ফরেক্স ঠিকমত বোঝার আগেই ছিটকে পড়ে এর কারন হিসেবে দেখা যায় ধৈর্য না ধরেই প্রফিট করার আশায় তারাহুরো করে ট্রেড করা, সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা, ওভার ট্রেডিং করা বেশি প্রফিটের আশায়, মানিম্যানেজমেন্ট না মানা, মুলত এসব কারনেই বেশিরভাগ ট্রেডার লসের কবলে পড়ে হারিয়ে যায়।

MINARULRFL100
2020-06-17, 06:01 AM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে আপনাকে অবশ্যই ভুল থেকে শিক্ষা নিতে হবে যদি একই ভুল বার বার করেন তাহে আপনি কখনো ফরেক্স মার্কেটে ব্যাবসা করে সফল হতে পারবেন না।আপনার ভুল করা স্বাভাবিক কিন্তু একই ভুল যখন বার বার করবেন তখন আপনি আপনার ব্যালেন্স হারাতে থাকবেন।নিচে যে ৫ টি বিষয় ভুল করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
১। ওভার ট্রেড।
২। মানিম্যানেজমেন্ট না মেনে ট্রেড।
৩। এনালাইসিস ছাড়া ট্রেড।
৪। অতিরিক্ত লোভ।
৫। না বুঝে ট্রেড।
এই গুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেটে ব্যাবসা করে সফল হতে পারবেন।

K.K.BABY
2020-06-17, 09:31 AM
মানুষ মাত্রই ভুল হবে।তবে ভুল যেনো সব সময় ভুল না হয় সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।আর অন্য যায়গায় ভুল করলে সংশোধন করতে পারবেন কিন্তু ফরেক্স মার্কেটে ভুল করলে আপনার ডলার কেটে নিবে তাই ভুল করলে আপনি লস করবেন।তবে সেই সকল ভুল করা যাবে নিচে সেই পয়েন্ট গুলো দেওয়া হলোঃঃ
১। অতিরিক্ত লোভের কারনে বেশি লটে ট্রেড এন্ট্রি নেওয়া।
২। মানিম্যানেজমেন্ট না মেনে ট্রেড এন্ট্রি নেওয়া।
৩। অভার ট্রেড করা।
৪।এনালাইসিস না করে ট্রেড করা।
৫। না বুঝে ট্রেড এন্ট্রি নেওয়া।
এই সব গুলো পয়েন্ট একটি আদর্শবান ট্রেডার গুনাগুন থাকতে হবে।

samun
2020-06-17, 09:52 AM
ফরেক্সের ভুল 5 টির মাঝেই সীমাবদ্ধ নয়। তবে আপনি যে ভুলগুলোর কথা উল্লেখ করেছেন সেটাও গুরুত্বপূর্ণ। হ্যা এভাবে কাজ করতে করতে ভুল করতে করতে এক সময় শিক্ষা অর্জন হবে এবং ভুল শুধরাতে সাহায্য হবে। ফরেক্সে শেক্ষার কোন শেষ নাই।

Mahmud1984fx
2020-06-17, 09:55 AM
আমার মতে যে ৫টি ভূল সবাই করে এবং প্রথম দিকে লুজার হয়। তাহলো- ফরেক্স সম্পর্কে ভালভাবে না জেনেই ট্রেড করা,মার্কেট এ্যানালাইসিস না করে এ্যান্ট্রি দেয়া, মানি ম্যানেজমেন্ট যথাযথভাবে অনুসরণ না করা,টেক প্রফিট-স্টপ লস ব্যবহার না করা এবং নিজের আবেগ তথা লোভকে নিয়ন্ত্রণ করতে না পারা। আমি ফরেক্সে দীর্ঘ্যদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে উপরোক্ত ৫টি কারণই সকল ট্রেডারের জীবনে ঘটে ,যার কারণে লুজার হয়। তবে অভিজ্ঞতার সাথে সাথে এসমস্যাগুলো কেটে যায়।

Hridoy6763
2020-06-17, 10:14 AM
আমার যানা মতে বেশির ভাগ ট্রেডার যে ৫ টি ভুল করে থাকে তাদের ফরেক্স ট্রেডিং এ তা হলো,

১।ভালো ভাবে ফরেক্স স্ট্যাডি না করে বিজিনেস শুরু করা।
২।সঠিক এন্যালাইসিস না করে এন্ট্রি নেওয়া।
৩।ওভার ট্রেডিং করা।
৪।স্টপ লস ব্যবহার না করা।
৫।ম্যানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে না ব্যবহার করা।

Hasinapx
2020-06-17, 11:18 AM
অল্প বিদ্যা ভয়ংকর- ফরেক্স সম্পর্কে অল্প জেনেই রিয়েল ট্রেড করতে দেখা যায় অনেকের, মার্কেট এ্যানালাইসিস তথা ফান্ডামেন্টাল-টেকনিক্যাল-সেন্টিমেন্টাল ইত্যাদি সম্পর্কে এ্যানালাইসিস না করে ট্রেড, মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ট্রেড, অল্পতেই অধৈর্য হয়ে যাওয়া,নিজের আবেগ বা লোভকে নিয়ন্ত্রণ করতে না পেরে লস করে ফরেক্স থেকে বিদায় নিয়ে নেওয়া ইত্যাদি। আমার মতে এই ৫টি সবাই ভূল করে। আমরা যদি এগুলি ঠিক রাখতে পারি তাহলে ফরেক্সে ভাল কিছু করা সম্ভব।

Soh1952
2020-06-17, 11:40 AM
ফরেক্স মার্কেটে অনেক ট্রেডাররা অনেক ধরনের ভুল করে থাকে।নিম্নে পাঁচটি ভুল উল্লেখ করা হলোঃ
১.অতিরিক্ত লোভ।
২.অধৈর্য্য, ধৈর্য্যরের অভাব।
৩.ওভার ট্রেড।
৪.বেশি লটে ট্রেড করা ।
৫.টেক প্রফিট ও স্টপলস ব্যবহার না করা।

mamunjd97
2020-06-17, 12:32 PM
ফরেক্সে যারা আসে তারা প্রত্যেকেই কম বেশী ভূল করে। কারণ ভূল করে করেই ফরেক্স সহ সকল ব্যবসা শিখতে হয়। ফরেক্সের ক্ষেত্রে মোটামুটি ৫টি ভূল বেশী হয়। তাহলো আবেগের বশবর্তী হয়ে ট্রেড করে, লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, মার্কেট এ্যানালা ইসিস না করেই ট্রেড করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে না এবং টেক প্রফিট বা স্টপ লস সঠিকভাবে ব্যবহার করে না।

sanjida
2020-06-18, 11:29 PM
মানুষ মাত্র ভুল হবে এটাই স্বাভাবিক ব্যাপার। আবার ভুল থেকেই শিখতে হবে এটাও মাথায় রাখতে হবে । তবে তারমানে যেনো এই না হয় যে আমরা শুধু ভুল করেই যাবো আর ভুল করার পরে সঠিক জিনিস টা শিখবো। ব্যাপার টা এমন হতে হবে যে কিছু জিনিস সবার ভুল হবেই সেটা আলাদা করে শিখতে হবে কিন্তু সব জিনিস ভুল করে শিখার কোন দরকার নেই। তবে আমাদের অধিকাংশের মধ্যেই কিছু কমন ভুল লখ্য করা যায়। যেমন

* শিখার প্রতি অনিহা
* অভার কনফিডেন্ট
* লোভ করা
* মানি ম্যানেজমেন্ট না মানা
* জলদি রিয়েল ট্রেডে চলে আসা ।

এই ব্যাপার গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারে কেও তাহলে তার সফলতার ভাগ অনেক বেড়ে যাবে

Md.shohag
2020-06-18, 11:57 PM
আপনি যে পাচটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্সে এরকম হাজার হাজার বা লাখ লাখ ট্রেডার রয়েছে যারা ফরেক্স ঠিকমত বোঝার আগেই ছিটকে পড়ে এর কারন হিসেবে দেখা যায় ধৈর্য না ধরেই প্রফিট করার আশায় তারাহুরো করে ট্রেড করা, সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা, ওভার ট্রেডিং করা বেশি প্রফিটের আশায়, মানিম্যানেজমেন্ট না মানা, মুলত এসব কারনেই বেশিরভাগ ট্রেডার লসের কবলে পড়ে হারিয়ে

milu
2020-09-14, 02:00 PM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে আপনাকে অবশ্যই ভুল থেকে শিক্ষা নিতে হবে যদি একই ভুল বার বার করেন তাহে আপনি কখনো ফরেক্স মার্কেটে ব্যাবসা করে সফল হতে পারবেন না।আপনার ভুল করা স্বাভাবিক কিন্তু একই ভুল যখন বার বার করবেন তখন আপনি আপনার ব্যালেন্স হারাতে থাকবেন।
১। ওভার ট্রেড।
২। মানিম্যানেজমেন্ট না মেনে ট্রেড।
৩। এনালাইসিস ছাড়া ট্রেড।
৪। অতিরিক্ত লোভ।
৫। না বুঝে ট্রেড।
এই ৫ টি বিষয় মাথায় রেখে আপনাকে ট্রেড করতে হবে।

KAZIMAJHARULISLAM
2020-09-14, 02:24 PM
ফরেক্সে সফলতা পাওয়ার প্রধান শর্তই হলো,ফরেক্স সম্পর্কে দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে, এবং নিয়মিত মার্কেট এনালাইসিস এর মাধ্যমে, ধৈর্য ধারণ করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা। সেইসাথে লোভকে নিয়ন্ত্রণে রাখা। যদি এই গুনাগুন গুলোর মধ্যে কোনো একটিও, আপনার ট্রেডিংয়ে মিসিং থাকে, তাহলে আপনি অবশ্যই যে কোন ভুল সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন।যা আপনার অ্যাকাউন্টের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।তাই ফরেক্স থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে, যত দ্রুত সম্ভব ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করুন। এবং পরবর্তীতে সঠিকভাবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে,এই দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করুন।

Sid
2020-10-28, 11:29 AM
আপনি যে পাচটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন
সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্সে এরকম হাজার
হাজার বা লাখ লাখ ট্রেডার রয়েছে যারা ফরেক্স
ঠিকমত বোঝার আগেই ছিটকে পড়ে এর কারন
হিসেবে দেখা যায় ধৈর্য না ধরেই প্রফিট করার
আশায় তারাহুরো করে ট্রেড করা, সঠিকভাবে
মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা, ওভার
ট্রেডিং করা বেশি প্রফিটের আশায়,
মানিম্যানেজমেন্ট না মানা, মুলত এসব কারনেই
বেশিরভাগ ট্রেডার লসের কবলে পড়ে হারিয়ে
যায়।

Starship
2021-04-18, 03:41 PM
একদম সঠিক বলেছেন আপনি ফরেক্সে মূলত গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম রয়েছে যেগুলো যদি আপনি সঠিকভাবে নিয়ম না মেনে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড সফল হবে না। তার মধ্যে অন্যতম হলো-

১. ফরেক্স সম্পর্কে স্বল্প জ্ঞান নিয়ে ট্রেড করা
২. যথাযথভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা
৩. অতিরিক্ত রোগ নিয়ন্ত্রণ করতে না পারা
৪. মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অ্যাডভান্স লেভেলের জ্ঞান না থাকা
৫. অপরের সিগনালে উপর নির্ভরশীল হয়ে বা অনুমানের ওপর ট্রেড করা

Smd
2021-08-21, 10:26 PM
ফরেক্স সম্পর্কে ভালভাবে না জেনেই ট্রেড করা,মার্কেট এ্যানালাইসিস না করে এ্যান্ট্রি দেয়া, মানি ম্যানেজমেন্ট যথাযথভাবে অনুসরণ না করা,টেক প্রফিট-স্টপ লস ব্যবহার না করা এবং নিজের আবেগ তথা লোভকে নিয়ন্ত্রণ করতে না পারা। আমি ফরেক্সে দীর্ঘ্যদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে উপরোক্ত ৫টি কারণই সকল ট্রেডারের জীবনে ঘটে ,যার কারণে লুজার হয়। কারণ ভূল করে করেই ফরেক্স সহ সকল ব্যবসা শিখতে হয়। ফরেক্সের ক্ষেত্রে মোটামুটি ৫টি ভূল বেশী হয়। তাহলো আবেগের বশবর্তী হয়ে ট্রেড করে, লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, মার্কেট এ্যানালা ইসিস না করেই ট্রেড করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে না ইত্যাদি।