PDA

View Full Version : শর্ট টার্ম ট্রেডিং স্ট্র্যটেজি



maziz6989
2015-06-28, 11:58 PM
আজ আমি যে স্ট্রাটেজি শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই সহজ কিন্তু বেশ প্রফিটেবল। মোটামুটি ৭০% থেকে ৮০% উইন রেশিও। কিন্তু শুধু মাত্র একটা পেয়ারে এটা খুব ভাল কাজ করে আর তা হল ইউরো ইউএসডি। এটা মোটামুটি ২০ থেকে ৫০ পিপস দেবে প্রতিটা সেট আপে।এটা মুলত দুটো ডিফল্ট ইনডিকেটর এর মাধ্যমে করতে হবে। নিচের চিত্র দেখেন আর যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট করেন। ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Mokaram
2015-06-29, 04:06 PM
সর্ট টাইমে খুব বেশি লাভ করতে হইলে ইন্ডিকেটর পরিবর্তন করতে হবে। ডি ফল্ড ইন্ডিকেটর টা বেশি কার্যকরী হয়।

maziz6989
2015-06-29, 06:00 PM
সর্ট টাইমে খুব বেশি লাভ করতে হইলে ইন্ডিকেটর পরিবর্তন করতে হবে। ডি ফল্ড ইন্ডিকেটর টা বেশি কার্যকরী হয়।

জি এখানে ব্যবহৃত দুটো ইনডিকেটর ই ডিফল্ট শুধু একটু সেটিংটা চেন্জ করে নিতে হবে। আর এর ফলাফল খুব একটা খারাপ না। মোটামুটি দিনে দু তিনটা এন্ট্রি পাওয়া যায়। বিপরীতে খুব কম সময়ই যায় যদি দুটোতে কনফার্ম হয়। সব চেয়ে বড় কথা বুঝতে কোন সমস্যা হয় না কারো।

maziz6989
2015-06-29, 06:01 PM
সর্ট টাইমে খুব বেশি লাভ করতে হইলে ইন্ডিকেটর পরিবর্তন করতে হবে। ডি ফল্ড ইন্ডিকেটর টা বেশি কার্যকরী হয়।

জি এখানে ব্যবহৃত দুটো ইনডিকেটর ই ডিফল্ট শুধু একটু সেটিংটা চেন্জ করে নিতে হবে। আর এর ফলাফল খুব একটা খারাপ না। মোটামুটি দিনে দু তিনটা এন্ট্রি পাওয়া যায়। বিপরীতে খুব কম সময়ই যায় যদি দুটোতে কনফার্ম হয়। সব চেয়ে বড় কথা বুঝতে কোন সমস্যা হয় না কারে।

RichMahfuz
2015-07-03, 11:53 AM
ইনডিকেটর দিয়ে ট্রেড করে সব সময় লাভক রা যায়না। যদি ইন্ডিকেটর সঠিক তথ্য দিত এবং লাভ করা যেত তবে যিনি ইনডিকেটর টি তৈরি করেছেন তিনি প্রতি সেকেন্দ এ কেয়েক হাজার বিল গেটস জন্ম দিতে পারত। আমি বলছি না ইন্ডীকেটর খারাপ তবে আমার পরামশ হচ্ছে আপনি ইন্দি কেটোর থেকে এনালাইসিস করে ট্রেড করতে পারেন। তবে আপনি ইনডিকেটর দিয়ে লাভ করলে আপনি চালিয়ে যান। ভাল লাগল আপনার পোস্ট আমরা নতুন দে র জন্য অনেক বেশি উপকারী পোস্ট।

maziz6989
2015-07-04, 01:17 PM
ইনডিকেটর দিয়ে ট্রেড করে সব সময় লাভক রা যায়না। যদি ইন্ডিকেটর সঠিক তথ্য দিত এবং লাভ করা যেত তবে যিনি ইনডিকেটর টি তৈরি করেছেন তিনি প্রতি সেকেন্দ এ কেয়েক হাজার বিল গেটস জন্ম দিতে পারত। আমি বলছি না ইন্ডীকেটর খারাপ তবে আমার পরামশ হচ্ছে আপনি ইন্দি কেটোর থেকে এনালাইসিস করে ট্রেড করতে পারেন। তবে আপনি ইনডিকেটর দিয়ে লাভ করলে আপনি চালিয়ে যান। ভাল লাগল আপনার পোস্ট আমরা নতুন দে র জন্য অনেক বেশি উপকারী পোস্ট।

এজন্যই এটা স্ক্যল্পিং কারণ এখানে ট্রেডার দেখে ও না যে গত চার ঘন্টাতে কি ঘটেছে। তার সব সময় নজর থাকে বড় জোর ১৫ মিনিটের ক্যান্ডেলে আর এটা হল শুধু মাত্র অভিজ্ঞদের জন্য । তাই এটা সবাই ব্যবহার কারার কোন মানেই হয় না। এটা খুবই ঝুকিপূর্ণ।

swadip chakma
2015-09-12, 11:27 PM
আমার মতে শট্ব টাম ট্রেড এর ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা দরকার ,আমি যতটুকু জানি এগুলো ব্যবহার করে হছে অভিজ্ঞ ট্রেডার রা কারন অভিজ্ঞ ট্রেডারগন টাইম ফ্রেম কম হলে এনালাইসিস করে ভাল করতে পারে যার কারন তারা দক্ষ।আমি মনে করি নিউ ট্রেডাদের কিন্তু শট টাইম ফ্রেম ব্যবহার ভাল মনে করিনা।তাদের দরকার মিনিমাম লং টাইম ফ্রেম।

Defender
2015-09-14, 04:59 PM
এটা সম্পকে আমি বেশি কিছু জানি না অমি শুধু একটায় কথা বলতে চায় যে এটাতে কাজ করার সময় বেশি কোন লোভ করা ঠিক নয় । এটা আমি মনে করি ফরেক্স ফোরাম আর্শীবাদ স্বরূপ ।

ShariyarSojib
2016-01-10, 02:11 PM
আমি ও ডিফল্ট ইন্ডিকেটর ব্যাবহার করি যা আমাকে খুবইই ভালো ফল দেয় যেমন অসিলেটর এবং মুভিং এভারেজ

maziz6989
2016-01-15, 05:33 PM
আসলে আমরা সব সময়ই কোন কিছুর নেগেটিভ দিক নিয়ে আগে ভাবি। কেউ আমাকে বলল না যে সে এই সিস্টেমটা ডেমোতে টেস্ট করে দেখেছেন এই সমস্যা বা সেই সমস্যা। সবার একটাই কথা তা হল ইনডিকেটর *খুব খারাপ একটা জিনিস। যদি তাই হত বড় বড় অনেক ট্রেডার এনালাইসিস করার জন্য নিজেদের প্লাটফর্মে ডিফল্ট ইনডিকেটর যেমন মেকডি, স্টকেসটিক, বা মুভিং এভারেজ ব্যবহার করত না। আমি মনে করি যে কোন সিস্টেম টেস্ট করে দেখা যেতে পারে। চাই তা যত ফালতু সিস্টেম হোক না কেন।

basaki
2016-03-15, 02:27 PM
সর্ট টাইম ট্রেড আমি মনে করি সব সময়ের জন্য অনেক ভাল হবে। কারন আপনি যদি লং টার্ম ট্রেড করতে চান তবে আপনার একাউন্টে অনেক বেশি ব্যব্লেন্স থাকতে হবে না হলে দেখবেন আওঅঅনার একাউন্ট এক্সময়ের জন্য আপনার একাউন্ট শুন্য হতে বেশি সময় লাগবে না।

Sahed
2016-07-29, 03:57 PM
আপনার এই স্ট্রেট্রেজিটাও অনেক সুন্দর । তবে অামি যতটুকু বুঝলাম অাপনার এই স্ট্রেট্রেজিতে ট্রেডিং করতে হলে কোন অবস্থাতেই লোভ করা যাবে না । যেমন বেশি পিপস নেওয়ার ধান্দা করা একেবারে উচিত হবে না । আমি আপনার এই স্ট্রেট্রেজিটিও ফলো করবে । ধন্যবাদ আপনাকে ।

md mehedi hasan
2016-11-01, 01:02 PM
ফরেক্স মার্কেটে আমি প্রথমে শর্ট টাইম স্ট্রেজিতে ট্রেড করতাম।আমার লাভের চাইতে লসই সবসময় বেশি হত।কারন শর্ট টাইম ট্রেড করার মত আমার ধৈর্য ছিলোনা।একটু লস হলেই ট্রেডটি ক্লোস করে দিতাম এবং পরবর্তীতে দেখতাম ট্রেডটি আমার পক্ষে গেছে।এসব কারনে ফরেক্স মার্কেটে লং টাইম ট্রেড করার পদ্ধতি অনুসরন করে আসছি।

RUBEL MIAH
2016-12-25, 12:16 PM
আমরা যদি শর্ট টাইমফ্রেমে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমরা ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা কখনোই শর্ট টাইমফ্রেমে কাজ করব না তাহলেই আমরা ক্ষতিগ্রস্থ হব না । যে ট্রেডার লোভ বেমী করবে স অবশ্যই লসে পড়ে যাবে । অতএব আমরা লোভ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

maziz6989
2016-12-30, 08:48 PM
আমরা যদি শর্ট টাইমফ্রেমে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমরা ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা কখনোই শর্ট টাইমফ্রেমে কাজ করব না তাহলেই আমরা ক্ষতিগ্রস্থ হব না । যে ট্রেডার লোভ বেমী করবে স অবশ্যই লসে পড়ে যাবে । অতএব আমরা লোভ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

আসলে শর্ট টার্ম স্ট্রাটেজিই অনেকে পছন্দ করে তাই এটা শেয়ার করা । যে কেউ শর্ট টার্ম স্ট্রাটেজি ব্যবহার করতে পারে কেননা আমি মনে করি সব সময় লং টার্ম এর ট্রেড সাকসেসফুল হবে না। তাই আমি মনে করি সব ধরনের সিস্টেম কম বেশি টেস্ট করে দেখা দরকার।

shohanjacksion
2017-01-21, 07:02 PM
ধন্যবাদ ভাই, খুব ভাল একটি পোষ্ট করেছেন। 70-80 % *উইন রেশিও তো খুব ভাল এবং অনেক ট্রেডারই আপনার এই স্ট্রাটেজি পছন্দ করবে, কেননা আপনি ইউরো-ইউএসডি পেয়ার এ ট্রেডিং পদ্ধতি দেখিয়েছেন।20 থেকে 50 পিপস এর এই স্ট্রাটেজি খুবই ভাল। আশাকরি আপনি এই পদ্ধতি ব্যবহার করে খুব ভাল ফলাফল পাচ্ছেন।

riponinsta
2017-01-22, 06:29 PM
আমি আপনার টেড ইং সিস্টেম তা দেখলাম আমার কাছে অনেক ভাল লাগছে আপনার এই সিস্টেম তা আমি আপনার এই সিস্টেম এ ডেমো টেড শুরু করলাম যেহেতু ৭০ থেকে ৮০ % টেড লাভ এ যাই তাই আমি মনে করছি এটা ভাল হবে আপনার টেড ইং সিস্টেম এর ভাল দিক হল ১ঃ২ এর ও বেশি লাভ করা যাবে এই সিস্টেম এ টেড করতে গেলে কোন সমস্যা হবে আমি আপনাকে জানাবো

RUBEL MIAH
2017-02-27, 02:54 PM
আমরা শর্ট টাইম ফ্রেমে ট্রেড করলে অবশ্যই আমাদের দক্ষতা অর্জন করতে হবে । যে যদ বেশী এ্যানালাইসসি করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা আগে ডেমো ট্রেডের মাধ্যমে মার্কেট এ্যানালাইসিস করে নেব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে দক্ষতা অর্জন করা যায় ।

Md Masud
2017-05-24, 04:23 PM
বিপরীতে খুব কম সময়ই যায় যদি দুটোতে কনফার্ম হয় । সব চেয়ে বড় কথা বুঝতে কোন সমস্যা হয় না কারে । বড় অনেক ট্রেডার এনালাইসিস করার জন্য নিজেদের প্লাটফর্মে ডিফল্ট ইনডিকেটর যেমন মেকডি, স্টকেসটিক, বা মুভিং এভারেজ ব্যবহার করত না । অভিজ্ঞ ট্রেডাররা কারন অভিজ্ঞ ট্রেডারগন টাইম ফ্রেম কম হলে এ্যানালাইসিস করে ভাল করতে পারে ।

zobairi007bd
2017-05-31, 03:42 PM
আসলে আমরা সব সময়ই কোন কিছুর নেগেটিভ দিক নিয়ে আগে ভাবি। কেউ আমাকে বলল না যে সে এই সিস্টেমটা ডেমোতে টেস্ট করে দেখেছেন এই সমস্যা বা সেই সমস্যা। সবার একটাই কথা তা হল ইনডিকেটর *খুব খারাপ একটা জিনিস। যদি তাই হত বড় বড় অনেক ট্রেডার এনালাইসিস করার জন্য নিজেদের প্লাটফর্মে ডিফল্ট ইনডিকেটর যেমন মেকডি, স্টকেসটিক, বা মুভিং এভারেজ ব্যবহার করত না। আমি মনে করি যে কোন সিস্টেম টেস্ট করে দেখা যেতে পারে। চাই তা যত ফালতু সিস্টেম হোক না কেন।

আমি আপনার কথার সাথে একমত।আমিও মনে করি যে কোন সিস্টেম টেস্ট করে দেখা যেতে পারে। চাই তা যত ফালতু সিস্টেম হোক না কেন।
কিন্ত সে রকম কিছু পাই না।

Mamun13
2017-05-31, 08:34 PM
আমি নতুনদের শর্ট ট্রেডিং বা স্ক্যাল্পিং করতে কখোনোও উৎসাহ দেইনা৷আমি নিজে স্ক্যাল্পিং করি না এবং সবাইকে তা করতে নিষেধ করি৷স্ক্যাল্পিং অত্যন্ত শর্ট ট্রেড এবং ছোট ছোট টাইম ফ্রেম-5,15,30 বা 60 মিনিটের চার্ট দেখে ট্রেড করতে হয় যা খুবই রিস্কি৷প্রচুর প্রফিট করা যায় সত্যি কিন্তু তা কখোনোই নতুন ট্রেডারদের জন্য প্রযোজ্য নয়৷কারণ তারা মার্কেটের গতিবিধি কিছুই জানে না৷বেশী লাভের লোভে পড়ে এই স্ক্যাল্পিং করে করে পুরো ব্যালেন্সটাই শুন্য করে ফেলে৷তাই স্ক্যাল্পিং চিন্তা বাদ দিয়ে লং টাইম ফ্রেমে ট্রেড করার অভ্যাস তৈরি করুন৷এতে প্রফিট কম হলেও আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন৷মনে রাখবেন স্ক্যাল্পিং শুধুমাত্র দক্ষ ট্রডারদেরই শোভা পায়৷

Nur Alam
2017-06-10, 04:02 PM
আম্র মতে শর্ট টাইমে ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতা দরকার। ফরেক্সে একমাত্র অভিজ্ঞ ট্রেডার রাই শর্ট টাইম ট্রেড করে থাকেন। শর্ট টাইম ট্রেড করার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। শর্ট টাইম ট্রেড করলে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং বলা যায় যে ফরেক্সে তেমন অভিজ্ঞতা না থাকলে শর্ত টাইম ট্রেড করার সরকার নাই।

uzzal05
2017-06-10, 10:09 PM
ফরেক্স এ ছোট ছোট ট্রেড করার মাঝে ও আনন্দ আছে। কারন এই ট্রেড গুলো সীমিত সময়ের জন্য অপেক্ষা করতে হয়। শর্ট টাইম এ মার্কেট থেকে বেশী প্রফিট উলা যায়। তবে নতুন ট্রেডাররা শর্ট টাইম এ ত্রেড না করাই ভালো।

uzzal05
2017-06-11, 05:05 AM
আসলে ইন্ডিকেতর দিয়ে ফরেক্স মার্কেট এ ভালই প্রফিট করা যায়। তবে এ ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা লাগবে। তা না হলে ইন্ডিকেটর ভুল সিগ্নাল দিলে আমরা ধরতে পারব না। ইন্ডিকেটর এর ভুল সিগ্নাল তখন ধরতে পারব যখন আমরা মার্কেট এ দক্ষ হইয়ে যাব।

Mahidul84
2017-08-22, 08:31 PM
আসলে আপনি যদি শর্ট টার্ম ট্রেডিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন। শুধুমাত্র ইন্ডিকেটর দিয়ে আপনাকে ট্রেড করলেই হবে না তার পাশাপাশি আপনাকে ভাল অভিজ্ঞও হতে হবে। আর তা না হলে যদি ইন্ডিকেটর আপনাকে ভুল ধারনা দেয় তাহলে আপনার ব্যবসায় মুলধন হারাতে পারবেন। আপনি তখনই ইন্ডিকেটর ব্যবহার করবেন যখন ফরেক্স থেকে আপনি ইন্ডিকেটর সম্পর্কে অধিক বেশি দক্ষ হয়ে উঠবেন তখনি এর ব্যবহার উচিত। এবং তারপরেই আপনি শর্ট টার্ম ট্রেডিং স্ট্যটেজিতে ভাল কিছু আশা করতে পারবেন।

FREEDOM
2020-09-30, 11:55 AM
আসলে আমরা সব সময়ই কোন কিছুর নেগেটিভ দিক নিয়ে আগে ভাবি। কেউ আমাকে বলল না যে সে এই সিস্টেমটা ডেমোতে টেস্ট করে দেখেছেন এই সমস্যা বা সেই সমস্যা। সবার একটাই কথা তা হল ইনডিকেটর *খুব খারাপ একটা জিনিস। যদি তাই হত বড় বড় অনেক ট্রেডার এনালাইসিস করার জন্য নিজেদের প্লাটফর্মে ডিফল্ট ইনডিকেটর যেমন মেকডি, স্টকেসটিক, বা মুভিং এভারেজ ব্যবহার করত না। আমি মনে করি যে কোন সিস্টেম টেস্ট করে দেখা যেতে পারে। চাই তা যত ফালতু সিস্টেম হোক না কেন।