View Full Version : ফরেক্স মার্কেটে সফল হতে আপনার কত দিন প্রয়োজন হয়েছে ?
IFXmehedi
2020-06-17, 09:56 AM
আসলে আমরা সবাই জানি ফরেস্ট মার্কেটে কখন কে সফল হবে বা সফল হয় এটা সম্পূর্ণ নির্ভর করে তার ট্রেডিং কৌশল এবং জ্ঞানের উপরে । তারপরও অনেকেই বলে যে আপনি যতই বোঝেন না কেন ফরেক্স ট্রেডিং আপনাকে ফরেক্স মার্কেটে সফল হতে হলে ৪/৫ বছর ট্রেডিং করতে হবে । তবে আমি মনে করি এই ধারণাটি ভুল ,আপনার যদি ট্রেডিং ক্যাপাবিলিটি ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন যদিও সফল হতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তবুও চেষ্টা করলে অনেক জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব । যদিও আমি ৩/৪ বছর ফরেক্স মার্কেটে ট্রেড করে এখনো সফল হতে পারেনি তবে আপনারা কি মনে করেন কত সময় লাগে একজন ট্রেডার এর সফল হতে ?
samun
2020-06-17, 10:17 AM
সফলতা অর্জন করতে আসলে একেক জনের একেক রকম সময় লাগে। সবার মেধাতো আর সমান নয়। আমার ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে সময় লেগেছিল প্রায় এক/দুই মাস এর মত। তারপরও কিছুই যেন জানতাম না। ডেমো ট্রেড শিখে রিয়েলে আসতে প্রায় আরো 2 মাস সময় দিয়েছি। মোট কথা মার্কেট এনালাইসিস, নিউজ বোঝা, ফরেক্স ট্রেডিং, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বুঝতে আমার অনেক দিন সময় লেগেছে। আর সময় বেশি নিয়ে শিখেছি যেন বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এখন আমি ফরেক্সে নিজের চাহিদা পূরণ করতে সক্ষম।
ফরেক্স ব্যবসার সাথে জড়িত আছি প্রায় ৭ বছর হল কিন্তু এখনো নিজেকে সফলতার কাছাকাছি নিয়ে যেতে পারি নি । এখনো মনে করি যে আমি শুধুমাত্র ফরেক্স মার্কেট টি বুঝার চেষ্টা করছি । তবে শুরুতে শুধু লাভের আশায় কোন কিছু না বুঝেই ট্রেড ওপেন করতাম কিন্তু এখন তাও ট্রেড করার জন্য যে সাধারন অঘোষিত নিয়মগুলি আছে সেগুলো মেনে চলার চেষ্টা করি । ফলে প্রতিনিয়ত অল্প অল্প করে লাভ করতে পারছি ।
Devdas
2020-07-01, 06:34 PM
আমি ফরেক্স মার্কেট এ ডেমোতে অনেক সফলতা অর্জন করেছি। ফরেক্স এ আমি নতুন সদস্য। আমি এখনো রিয়েল একাউন্ট এ ইনভেস্ট করি নি। তবে আমি যেহেতু ডেমোতে অনেকটা সাফলতা অর্জন করেছি তাই আমার বিশ্বাস যে আমি রিয়েল একাউন্ট এ ও অনেকটা সফলতা পাব। আমি এই পর্যন্ত ডেমোতে ২৫-৩০ বার এর মত সাফলতা অর্জন করেছি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.