View Full Version : ফরেক্স সম্পর্কিত পোস্ট ফোরামে কখন ও প্রতিদিন গড়ে কয়টি দিতে পারেন ?
Mahmud1984fx
2020-06-17, 10:33 AM
ফরেক্স ফোরামে উপস্থিতি দেখা যায় সকালের চেয়ে সন্ধ্যা বেলায়ই বেশী। আবার কখনো কখনো দুপুর বেলায়ও অনেক বেশী উপস্থিতি দেখা যায়। আমি চেষ্টা করি ফরেক্স সম্পর্কিত পোস্টগুলি সকালের দিকে দেয়ার জন্য। মাঝে মাঝে দুপুর আবার কখনো সময় না পেলে সন্ধ্যার পরেও দিয়ে থাকি। আমি প্রতিদিন ৫ থেকে ১০টি পোস্ট দেয়ার চেষ্টা করি যদি আল্লাহ সুস্থ রাখেন। তবে ফরেক্স সম্পর্কে পোস্টগুলি চেষ্টা করি গুনগত মান ঠিক রাখতে এবং বানান ও তথ্যভিত্তিক দেয়ার । সকলের মতামত আশা করি।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
Soh1952
2020-06-17, 10:40 AM
বাংলা ফরেক্স ফোরামে কখন পোস্ট করবেন তার কোন সঠিক নির্দেশনা দেয়া নেই। আপনি দিন ২৪ ঘন্টার যে কোন সময় পোস্ট করতে পারেন।তবে কতটি পোস্ট করা যাবে তার নির্দেশনা দেয়া আছে প্রতিদিন ১০ টা পোস্টের বেশি করা যাবে না।তাছাড়া অন্যের পোস্ট কপি করা ঠিক নয়।তাই আমাদের উচিৎ ফোরামের নিয়ম মেনে উত্তম পোস্ট করা যাতে নতুনরাও কিছু শিখতে পারে জানতে পারে।ধন্যবাদ
Hasinapx
2020-06-17, 11:11 AM
ফরেক্স ফোরামে ২৪ঘন্টা যেহেতু পোস্ট করার সুযোগ আছে সেহেতু যে কোন সময় বা মনে যখন চাই তখনই পোস্টগুলি দেয়ার চেষ্টা করি আর প্রতিদিন গড়ে ৪/৫টি করে পোস্ট দেয়ার চেষ্টা করি। যদিও প্রতিদিন ফোরামের নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম ১০টি করে পোস্ট দেয়ার সুযোগ আছে। তবে পোস্টগুলি মানসম্মত দেয়ার চেষ্টা করা সকলেরই দায়িত্ব। দু:খজনক হলেও সত্য ২/১জন ভাইয়ের পোস্টগুলি হুবহু কপি করে দিতে দেখা যায়, এমনও দেখেছি উপরের অন্য ভাইয়ের পোস্ট হুবহু কপি করে এরপরেই দিয়ে দিয়েছে। এটা ঠিক নয়।
mamunjd97
2020-06-17, 12:22 PM
আমি সারাদিনের মধ্যে যখনই সময় পায় তখন ফরেক্স সম্পর্কিত পোস্ট ফোরামে পোস্ট করি। সারাদিনে কখনো ১টি ,কখনো ২টি কখনো৩টি আর বেশী সম্ভব হলে তা দেয়ার চেষ্টা করি। তবে আমার মনে হয় কয়টি পোস্ট গুরুত্বপূর্ণ নয় , গুরুত্বপূর্ণ হলো পোস্টগুলি মান সম্মত কিনা । মান সম্মত হলেই কেবল বোনাসও বেশী পাওয়া যায় আবার অন্যরা পড়ে বেশী উপকৃত হয়। এজন্য সকলেরই উচিত মান সম্মত পোস্টগুলি দেয়া।
lover222
2020-06-17, 12:37 PM
প্ল্যাটফর্মটি প্রতি আপন কিসি ভী সময় পোস্ট কর কর শক্তি হো 24 ঘাঁতে ওপেন হোতা হ্যায় আউর 24 ঘন্তে আপন কাম কর সকতে হো লেকীং আপকো তথ্য কা হোনা জারুরী হায় তথ্য ওয়ালি। ইয়াহান প্রতি আপনের তথ্য হাই শেয়ার করোগে বাহ ভী ট্রেডিং কর্নে ধাতবিকা আগর আপন ব্যবসায়িক কিচির তথ্য আওর জ্ঞান হৈ আপ বনওগে লাভ লাভ কো আপন ইয়াহান সে প্রত্যাহার কর সাকতে হো। আচির তথ্য পোস্ট করে হোগি অচি বোনাস এপকো মিল জেগি।
Ashiq12345
2020-06-17, 04:44 PM
Bcs প্রশ্নঃ
আপনি একটা ঘরের মধ্যে আছেন,এবং সেখানে আগুন লাগছে,আপনার সামনে বের হবার জন্য চারটি দরজা আছে।
1নং দরজায় একটি হিংস্র সিংহ আছে।
2নং দরজায় তিনমাসের ক্ষুধার্থ একটা বাঘ আছে।
3নং দরজায় বড় বড় বিষাক্ত কয়েকটা সাপ আছে।
4নং দরজায় অস্র হাতে নিয়ে কিছু ডাকাত দাড়িয়ে আছে।
*এখন আপনি বেড় হবেন কোন দরজা দিয়ে?:1f62c:
Ashiq12345
2020-06-17, 04:46 PM
পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যা-?
ক। বৌদ্ধদের
খ। হিন্দুদের
গ। মুসলমানদের
ঘ। খ্রিষ্টানদের
HASIBURRAHMAN
2020-06-17, 05:01 PM
আমি নিয়ম পড়ে দেখেছি দৈনিক সর্বোচ্চ 10 টি পোস্ট করা যায়। কিন্তু অনেকেই দেখি 10 টার বেশি ও পোস্ট করে থাকেন। ফোরাম নিয়ম পরিবর্তন করেছে কিনা এখনো পর্যন্ত সঠিক তথ্য কারো মাধ্যমে পায়নি।
sanjida
2020-06-17, 07:46 PM
আমি মনে করি যে থ্রেড গুলো আগে থেকেই ফোরামে বিধ্যমান আছে সেগুলো আবার নতুন করে পোষ্ট করার কোন প্রয়োজন নেই। অনেকেই শুধু বোনাসের জন্য নতুন করে আবার কিছু পুরাতন থ্রেড পোষ্ট করে থাকে। এতে করে আমাদের ফোরামের পরিবেশ নষ্ট হয় আর কিছুই নয়। অনেক সময় ভালো একটা পোষ্ট খুজে পেতেও সমস্যা হয়ে থাকে। কারন একই পোষ্ট বার বার আসে সামনে কিন্তু কাজের মত পোষ্ট আসে না।
আমি মনে করি প্রতি দিন ১০ টার বেশি পোষ্ট করা উচিত নয় কারন এতে করে পোষ্টের মানের অনেক টা ঘারতি হয়ে যায় বলে মনে হয়। তবে আমি প্রতিদিন ৫ টা করে পোষ্ট করে থাকি আর যথাযথ চেষ্টা করি যাতে পোষ্টের মান সঠিক থাকে।
Starship
2021-02-15, 10:31 PM
ফরেক্স ফোরামে ফরেক্স সম্পর্কীত পোস্ট দিনে ২৪ ঘন্টা সপ্তাহের 7 দিন করা যায়। এখানে কোন নির্দিষ্ট ধরাবাধা সময় নেই। তাই আপনার সুবিধামতো সময়ে বেছে নিয়ে পড়েছে পোস্ট করতে পারেন। মূলত ফরেক্স থেকে আমরা জানার জন্য উদ্দেশ্যে পোস্ট করে থাকি এবং আমাদের পোস্ট থেকে যাতে অপরে ফরেক্স বিষয়ে শিক্ষা নিতে পারে সে ক্ষেত্রে শিক্ষামূলক পোস্ট করতে হবে। এখানে কোন নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই পোস্ট করার ক্ষেত্রে। তবে মানসম্মত পোস্ট দৈনিক পাঁচ থেকে দশটি পোস্ট করতে পারেন। শুধু সংখ্যায় পোস্ট নীতিগুলি হবে না পোস্ট মান সম্মতও হতে হবে।
Sakib42
2021-02-15, 10:50 PM
ফরেক্স সম্পর্কে পোস্ট দিনে আমরা যেকোন সময় দিতে পারবো তার জন্য কোন সময় নির্ধারণ করা নেই যে আপনি এই সময়ে পোস্ট করতে পারবেন, কোন সাপ্তাহিক বন্ধ নেই ফোরামে পোস্ট করার জন্য, উত্তম এবং এ থেকে ভালো ফলাফল আশা করা যায়, তাই অহেতুক শুধু শুধু পোস্ট না করে আমাদের উচিত ভালো মানের পোস্টিং করা যাতে সবাই উপকৃত হয় সেদিকে খেয়াল রেখে পোস্টিং করা।
samun
2021-02-15, 11:44 PM
আমার অন্য সকল কাজের পাশপাশি ফোরামে খুব বেশি সময় দিতে পারি না। ফলে ৫ টা তার অধিক হলে ১০ টা পোস্ট করে থাকি। তবে এর বেশি করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
FRK75
2021-05-05, 11:04 PM
যদিও প্রতিদিন ফোরামের নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম ১০টি করে পোস্ট দেয়ার সুযোগ আছে। তবে পোস্টগুলি মানসম্মত দেয়ার চেষ্টা করা সকলেরই দায়িত্ব। দু:খজনক হলেও সত্য ২/১জন ভাইয়ের পোস্টগুলি হুবহু কপি করে দিতে দেখা যায়, এমনও দেখেছি উপরের অন্য ভাইয়ের পোস্ট হুবহু কপি করে এরপরেই দিয়ে দিয়েছে। এটা ঠিক নয়।
EmonFX
2021-05-06, 08:31 AM
আমি আমার সময়-সুযোগমতো দিনের যেকোনো সময় ফরেক্স ফোরামে পোস্ট করে থাকি। আমি সাধারণত দৈনিক সর্বোচ্চ 10 টির বেশি পোস্ট করিনা। আপনি চাইলে দৈনিক মতো খুশি পোস্ট করতে পারেন। তবে ফোরাম অথরিটি বোনাসের জন্য দৈনিক ৫-১০ টির বেশি পোস্ট কাউন্ট করে না। আসলে আমি ফোরামের রুলস এন্ড রেগুলেসনে এরকম কোন নির্দেশনা পাইনি যে দৈনিক ঠিক কতটি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অনেক বেশি পোস্ট করলে ফোরাম ঐ সদস্যকে বোনাস হান্টার হিসেবে মার্ক করে থাকে, এতে করে বোনাস পাওয়ার ব্যাপারে প্রবলেম হতে পারে। আপনার লেখার কোয়ালিটি ভালো, তথ্যবহুল, যথার্থ সত্য হলে আপনি প্রতি মাসে ২০০০ বলার পর্যন্ত বোনাস পেতে পারেন। আসল ব্যাপার হলো আপনার লেখার মান ভালো হলো ফোরাম আপনাকে ১টি পোস্টের এগেইনস্টে ৫০ ডলার পর্যন্ত বোনাস দিতে পারে। সেক্ষেত্রে কতটি পোস্ট করলেন সেটা আসল কথা নয়, আসল কথা হলো আপনার লেখার কোয়ালিটি কেমন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.