PDA

View Full Version : আন্তর্জাতিক ডেবিট কার্ড



FXBD
2020-06-17, 06:30 PM
11301
দেশে প্রথমবারের মত ব্যাংকগুলোকে আন্তর্জাতিক ডেবিট কার্ড চালু করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক। একজন গ্রাহকের অ্যাকাউন্টের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড দিতে পারবে ব্যাংক। ক্রেডিট কার্ডের মত এক্ষেত্রেও বার্ষিক ভ্রমণ কোটার ১২ হাজার ডলারের বেশি বিদেশে খরচ করতে পারবেন না গ্রাহক।
বিদেশে গিয়ে এই আন্তর্জাতিক ডেবিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ডের মতই কেনাকাটা, যাতায়াত, হোটেলের বিল পরিশোধসহ অনুমোদিত সবকিছু করা যাবে। সেজন্য বিদেশে যাওয়ার আগে বার্ষিক ভ্রমণ কোটার প্রাপ্য ডলার এন্ডোর্স করিয়ে নিতে হবে। “তবে বছরে একজন ১২ হাজার ডলারের বেশি খরচ করা যাবে না। তবে সুবিধা হল, ক্রেডিট কার্ডে যেমন খরচের সীমা বেঁধে দেওয়া হয়, এক্ষেত্রে তা থাকবে না। নিজের অ্যাকউন্টে টাকা থাকলে গ্রাহক ভ্রমণ কোটার ওই ১২ হাজার ডলারের পুরোটাই খরচ করতে পারবেন।”

amirkabir
2020-07-14, 01:25 AM
এটি নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য ভালো,তবে এটি সুবিধাপাবেন তারাই যারা বিদেশ ভ্রমনে যাবেন,তাছাড়া ইকমার্স সাইটে লেনদেন করতে পারবেন।তবে আমি যতটুকু শুনেছি এটি দিয়ে ফরেস্কে কোন ইনভেস্ট করা যাবে না বা স্ক্রিল এ ডিপোজিট করা যাবে না।এটির অনুমতি সরকার দিলে খুব ভাল হতো,তাহলে ডলার কিনতে গিয়ে যারা প্রতারণার স্বীকার হয়,তারা বাচত।অনলাইনে ডলারের দাম প্রচুর এবং সরকারী রেট এবং স্ক্রিল/ নেটেলার ডলারের দাম এর মধ্যে ব্যাপক ব্যবধান।আশা করি সরকার একদিন এটির অনুমতিও দিবে্ এবং আমরাও সহজেই ইনভেস্ট করতে পারব।

ABDUSSALAM2020
2020-08-07, 03:21 PM
আন্তর্জাতিক ডেবিট কার্ডে বাংলাদেশের জনগণের জন্য একটি সুখবর কারনে জনগণ এবং প্রবাসী যারা তারা অনেক প্রতারক ধারা হয়রানী হচ্ছে যার জন্য আন্তর্জাতিক ডেবিট কার্ডের প্রয়োজন ও গুরুত্ব অনেক রয়েছে আমরা সবাই চেষ্টা করবো আন্তর্জাতিক ডেবিট কার্ড নেওয়ার জন।