View Full Version : ফরেক্স এ কেন বার বার হেরে যাই!!!
Emarif
2020-06-17, 11:58 PM
ফরেক্স এ নতুন ট্রডাররা কেন বার বার হেরে যায় এর কারণ রয়েছে অনেক, যে সব কারণে আমি নিজে হেরে যাই আবার নতুন করে শুরু করি সেটা হচ্ছে বন্ধু বা ইউটিউবে শুুনে বা দেখে মনে হয় ফরেক্স থেকে আর্ন করাটা মনে হয় খুবই সহজ কিন্তু তাই কিছু টাকা ইনভেস্ট করেই শুরু করে দেই ট্রেডিং অবশেষে লস করি এবং ফরেক্স কে ভুয়া মনে করে সরে যাই ফরেক্স মার্কেট থেকে কিন্তু কিছুদিন পর আবারও গল্পের সম্মুখীন হই কিভাবে সহজেই ফরেক্স থেকে উপার্জন করা যায়, পুনরায় পুর্বেই ন্যায় আবার একই ভুল করি। অবশেষে মনে হয় একেবারেই সরে যাই ফরেক্স থেকে। মুলত এগুলোই হচ্ছে ফরেক্স এ ব্যর্থ হওয়ার কারণ। তবে আসলেই ফরেক্স একটা বিশাল শিক্ষনীয় প্লাটফর্ম, এটা ভালভাবে শিখতে হলে প্রচুর সময় দিতে হবে নিয়মিত। তবেই ফরেক্স এ উন্নতি করা সম্ভব নতুবা সম্ভব নয়।
sanjida
2020-06-18, 11:19 PM
হার ছাড়া জিত আসে না আবার জিত ছাড়া হার আসে না। একটা অন্য এক্টার সাথে পরস্পর সম্পর্কযুক্ত। একটার পরে অন্য একটা আসে আবার একটা ছাড়া অন্য একটা অর্থহীন । মানুষ একবারেই হাটতে শিখে যায় নি। আগে হাগাগুড়ি দিয়েছে, পরে আসতে আসতে দাড়াতে শিখেছে, পরে এক পা দু পা ফেলেছে, পরে আছাড় খেয়েছে ফাইনালি গিয়ে হাটা শিখেছে। ফরেক্স ট্রেডিং এমন একটা ব্যাবসা যেখানে কেও একবারে খুব সহজেই সফলতা পায় না। এখানে সফলতা পাবার জন্য লেগে থাকা দরকার। অনেক বেশি পরিশ্রম করা দরকার, অনেক বেশি ইচ্ছা থাকা লাগবে ফরেক্স শেখার। তাহলে গিয়ে আপনি সফলতার একটু দেখা পাবেন
EmonFX
2021-06-29, 08:08 PM
ফরেক্স এ নতুন ট্রডাররা কেন বার বার হেরে যায় এর কারণ রয়েছে অনেক, যে সব কারণে আমি নিজে হেরে যাই আবার নতুন করে শুরু করি সেটা হচ্ছে বন্ধু বা ইউটিউবে শুুনে বা দেখে মনে হয় ফরেক্স থেকে আর্ন করাটা মনে হয় খুবই সহজ কিন্তু তাই কিছু টাকা ইনভেস্ট করেই শুরু করে দেই ট্রেডিং অবশেষে লস করি এবং ফরেক্স কে ভুয়া মনে করে সরে যাই ফরেক্স মার্কেট থেকে কিন্তু কিছুদিন পর আবারও গল্পের সম্মুখীন হই কিভাবে সহজেই ফরেক্স থেকে উপার্জন করা যায়, পুনরায় পুর্বেই ন্যায় আবার একই ভুল করি। অবশেষে মনে হয় একেবারেই সরে যাই ফরেক্স থেকে। মুলত এগুলোই হচ্ছে ফরেক্স এ ব্যর্থ হওয়ার কারণ। তবে আসলেই ফরেক্স একটা বিশাল শিক্ষনীয় প্লাটফর্ম, এটা ভালভাবে শিখতে হলে প্রচুর সময় দিতে হবে নিয়মিত। তবেই ফরেক্স এ উন্নতি করা সম্ভব নতুবা সম্ভব নয়।
ফরেক্স মার্কেটে আমাদের বারবার হেরে যাওয়ার আসল কারণ হলো আমরা অল্পতে খুশি না। আমরা যখন প্রথম ট্রেডিং শুরু করি তখন মনে করি এই মার্কেট থেকে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া সম্ভব। আর যখন এই চিন্তা ভাবনা নিয়ে ট্রেডিং করি তার প্রভাব পড়ে আমাদের ট্রেডিংয়ে বিধায় লাভের পরিবর্তে লসের পরিমাণটা বেশি হয়। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করতাম তাহলেই এই মার্কেট থেকে প্রফিট করা সম্ভব ছিল। ধরুন আপনার ১০০০ ডলার ইনভেস্ট আছে আপনি প্রতিদিন ১০/১৫ ডলার প্রফিট টার্গেট রাখেন যখন আপনার ১০/১৫ ডলার প্রফিট হবে এর পর আর ওইদিন ট্রেড করবেন না। যা পেয়েছেন আলহামদুলিল্লাহ । এভাবে যদি মেইনটেইন করেন তাহলে মাসে আপনার প্রফিট এবং লস মিলে এভারেজ ১৫০/২০০ ডলার প্রফিট থাকবে।
১০০০ ডলার একাউন্ট এ মাসে ১৫/২০% আসা টা অনেক বেশি। কিন্তু আমরা তাতে সুখী না। আমাদের আরো দরকার। একদিন ৫০০ ডলার প্রফিট লাগবে। তাই loss টা বেশি করি। আর বলি forex ভাল না।
Mas26
2021-06-30, 11:02 PM
জিততে জিততে বারবার হেরে যাচ্ছি আসলে এ যেন এক বিশাল বড় ধরনের একটা ব্যর্থতা। গত 3 মাস যাবত পোস্ট করতে সক্ষম হচ্ছি না আসলে বোনাসের পরিমাণ কম থাকার কারণে এটা হয়ে উঠছে নাই। এই তিন মাসে আল্লাহর রহমতে একবার আমার অ্যাকাউন্ট জিরো হয়নি কিন্তু যে পরিমাণ বোনাস আমি পেয়েছি তা দিয়ে আমি প্রফিট করতে সক্ষম হয়েওঠেনি কয়েকবারই আমি জিততে জিততে ফরেক্স মার্কেটের হেরে গিয়েছি এবং প্রফিট করতে করতে আমার লস করে ফেলেছি। যার ফলে আমি প্রফিট করতে সক্ষম হয়নি এবং চেষ্টা করছি এখনো সেই একই অবস্থা তেই আছে।
Devdas
2021-07-01, 04:25 PM
ফরেক্স এ হেরে যাওয়ার অনেক কারন থাকতে পারে। কেননা ফরেক্স যেমন কঠিন তেমন ই আবার সহজ। ফরেক্স এ হেরে যাওয়ার কারন হচ্ছে ফরেক্স এর আগে পরে ভাল করে না বুঝে ইচ্ছে মত করে ফরেক্স করা। তারাতারি লাভ করার জন্য ফরেক্স করার জন্যই লস গুলো হয় আর এর জন্যই গেরে যাওয়া হয়। তাই আগে ভাল করে ফরেক্স শিখুন, জানুন তারপর ফরেক্স করুন দেখবেন আপনি লাভবান হচ্ছেন এবং ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.