View Full Version : ফরেক্সে যারা কোনভাবেই প্র্রফিট অর্জন করতে পারছেন না তাদের জন্য পরামর্শ :
Mahmud1984fx
2020-06-18, 09:34 AM
ফরেক্স ট্রেডিংয়ে যারা কোনভাবেই প্রফিট অর্জন করতে পারছেন না তাদের উদ্দেশ্যে : ফরেক্স বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মানের বৈদেশিক মুদ্রার ব্যবসা। কম্পিউটার/মোবাইল,ইন্টারনেটে ব্যবহার এবং ফরেক্স সম্পর্কে ভালভাবে জানুন। বিশেষ করে মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,ট্রে ্ড,টেক-প্রফিট,স্টপ লস,লট/ভলিউম ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং তা যথাযথ অনুসরণ করুন। ফরেক্স ট্রেডিং কোন আবেগের যায়গা নয় বলবো না তবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, লোভকে যেকোন ভাবে দূরে রাখুন,অন্যের উপর নির্ভরতা কমিয়ে নিজের উপর আস্থা রাখুন এবং নিজস্ব কৌশল উদ্ভাবন করুন। ইন্ডিকেটর,রোবট বা অন্য কারোর উপর ডিপেন্ড করে এ্যান্ট্রি না দিয়ে মার্কেট এ্যানালাইসিস করে ,ট্রেন্ড বুঝে নিজের সিদ্ধান্ত অনুযায়ী মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এ্যান্ট্রি দিন। আশা করি অবশ্যই আপনি সফল হবেন । ইনশা আল্লাহ। কারণ ফরেক্স ট্রেডিং কোন ব্যর্থতার যায়গা নয় এটা সফলতার সোনালী সিঁড়ি। ধন্যবাদ সবাইকে।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
Soh1952
2020-06-18, 10:10 AM
ফরেক্সে প্রফিট করা সহজ নাশ আবার কঠিন ও নায়। ভাল ভাবে চেস্টা করলে প্রফিট অর্জন কারা যায়। তাই ফরেক্সে হতাস হলে চলবে না।ফরেক্সে দক্ষতার পরিচয় দিতে হবে।বেশি বেশি ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে। লোভ থেকে বিরত থাকতে হবে এবং ধৈর্য্য দরে মার্কেটে পরে থাকতে হবে তাহলেই সফলতা একদিন না একদিন ধরা দিবেই।
mamunjd97
2020-06-18, 11:12 AM
ফরেক্সে যারা কোনভাবেই প্রফিট অর্জন করতে পারেন না আমার তো মনে হয় তারা নিজেদের আবেগকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেন নাই এবং লোভকে কোনভাবেই দূরে রাখতে পারছেন না। তাদের উচিত প্রথমে নিজের লোভহীন আবেগকে কন্ট্রোল করা এবং ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা, নিয়মগুলো ফলো করা এবং বেশী লাভের আশা না করে অল্প অল্প করে প্রফিট করে দীর্ঘসময় টিকে থাকার চেষ্টা করতে হবে। তাড়াতাড়ি ধনী হতে চাইলে ফরেক্স দিয়ে সম্ভব নয়।
alamsat
2020-06-18, 11:49 AM
এখানে শেখার কোন বিকল্প নেই আপনি যতই শিখবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর অভিজ্ঞতা থাকলেই আপনি সহজে মার্কেট থেকে আয় করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে ফরেক্স শেখার জন্য অনেক সময় প্রদান করতে হবে এবং শেখার মানসিকতা তৈরি করতে হবে একটা কথা মনে রাখতে হবে যে আপনি কোন ক্রমেই লস করে মন খারাপ করলে চলবে না। কারন এখানে প্রতিনিয়ত লস হতেই থাকবে তাই মন খারাপ করে যদি আপনি সরে আসেন তাহলে ভুল করবেন লস করলে আরও মনোযোগ দিয়ে ট্রেড করতে হবে এবং খুজতে হবে কেন লস হল তাহলে আপনি সফল হতে পারবেন।
Mas26
2020-06-18, 11:56 AM
ফরেক্সে যারা কোনভাবেই প্রফিট অর্জন করতে পারেন না আমার তো মনে হয় তারা নিজেদের আবেগকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেন নাই এবং লোভকে কোনভাবেই দূরে রাখতে পারছেন না। তাদের উচিত প্রথমে নিজের লোভহীন আবেগকে কন্ট্রোল করা এবং ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা, নিয়মগুলো ফলো করা এবং বেশী লাভের আশা না করে অল্প অল্প করে প্রফিট করে দীর্ঘসময় টিকে থাকার চেষ্টা করতে হবে। তাড়াতাড়ি ধনী হতে চাইলে ফরেক্স দিয়ে সম্ভব নয়।
FREEDOM
2020-06-18, 02:06 PM
ফরেক্স থেকে প্রফিট করতে হলে অবশ্যই ফরেক্স ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ফরেক্সের কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রফিট করার জন্য যেমন মার্কেট এনালাইসিস করে ট্রেড করা, ছোট লটে ট্রেড করা, ওভার ট্রেডিং থেকে বিরত থাকা, ট্রেড করার ক্ষেত্রে লসে পড়লেও যেন আবেগে পড়ে আরে এন্ট্রি না নিয়ে নেন, বিশেষ করে ধৈর্য সহকারে ট্রেড করার চেষ্টা করতে হবে।
sanjida
2020-06-18, 08:53 PM
ফরেক্স করতে হলে সবার আগে নিজেকে স্থির করতে হবে। নিজের মধ্যে যদি কোন ভাবে অস্থিরতা থেকে থাকে তবে ফরেক্স থেকে সফলতা পাবেন না। ফরেক্সে সফল হতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। তবে সে সবের ই একটা নিয়মের মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে নয়তো আবার উল্ট হয়ে যাবে। বলা হয়ে থাকে যে ফরেক্সে যত বেশি সময় দিবেন তত বেশি কিছু শিখতে পারবেন। মানে মার্কেটের গতি বিধি, মার্কেটের ইমোশন । মানি ম্যানেজমেন্ট টা সঠিক হওয়া চাই। সঠিক মানি ম্যানেজমেন্ট না হলে ব্যালেন্স দিয়ে সার্ভাইব করতে পারবেন না। সব চাইতে বড় ব্যাপার হলো আপনার একটা স্ট্যাটিজি বানাতে হবে আর সুন্দর একটা ট্রেডিং পরিকল্পনা থাকা লাগবে।
Emamul
2020-06-18, 09:24 PM
সহজ কথায় যারা ফরেক্স সম্পর্কেএখনো তেমন কিছু জানেনা তারাই প্রফিট অর্জন করতে পারেনা । সর্বদা মনে রাখতে হবে ফরেক্স কোন আবেগের জায়গা নয়। এখানে প্রতিটি ট্রেডে আপনাকে এক প্রকার লড়াই করে প্রফিট আদায় করে নিতে হবে। আপনার আমার মত অনেক ট্রেডার আছে এখানে মার্কেটকে তাদের নিজের অনুকূলে আনার জন্য। এজন্য নিজেকে তৈরী করতে হবে মার্কেটে টিকে থাকার জন্য। প্রতিদিনের ভুল গুলো নোট করে রাখতে হবে। যাতে করে একই ভুল বার বার না হয়।
Hasinapx
2020-06-19, 10:25 AM
অধৈর্য্য হওয়া , অতিরিক্ত লোভ ,নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা অথবা হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করার অভিপ্রায়ই কোনভাবেই প্রফিট করতে দেয় না । আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি উল্লেখিত বিষয়গুলো কেউ যদি পরীক্ষা করেই দেখেন আমার মতামত কতটুকু বাস্তব সম্মত তা দেখতে পারেন। মনে চাই প্রফিট করি কিন্তু ঐবিষয়গুলো বার বার লস করিয়ে দেয়। তবে ফরেক্স ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান না থাকা এবং দক্ষতার অভাবেও এটা হতে পারে। ধৈর্য্য ধরে ফরেক্সে টিকে থাকতে পারলে একদিন সফলতা আসবে ইনশা আল্লাহ।
Md.shohag
2020-06-19, 12:00 PM
ফরেক্সে প্রফিট করা সহজ নাশ আবার কঠিন ও নায়। ভাল ভাবে চেস্টা করলে প্রফিট অর্জন কারা যায়। তাই ফরেক্সে হতাস হলে চলবে না।ফরেক্সে দক্ষতার পরিচয় দিতে হবে।বেশি বেশি ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে। লোভ থেকে বিরত থাকতে হবে এবং ধৈর্য্য দরে মার্কেটে পরে থাকতে হবে তাহলেই সফলতা একদিন না একদিন ধরা দিবেই।
Emarif
2020-06-19, 12:53 PM
ফরেক্স থেকে আর্ন করাটা আসলেই একটা অধিক দক্ষতার পরিচয় আর এটা সবাই পারে না যারা প্রচুর লার্নিং করতে পারে, অনেক ধৈয্যের অধিকারী, এনালাইছিস করেই প্রতিটা এন্ট্রি দেয়, মানিম্যানেজমেন্ট মেনে চলে, টেক প্রফিট এবং স্টপ ল।স সেট করে, ফরেক্স এ আসলে তারাই মুলত সফলতা অর্জন করতে সক্ষম হয়।
ফরেক্সে যারা কোনভাবেই প্রফিট অর্জন করতে পারেন না আমার তো মনে হয় তারা নিজেদের আবেগকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেন নাই এবং লোভকে কোনভাবেই দূরে রাখতে পারছেন না। তাদের উচিত প্রথমে নিজের লোভহীন আবেগকে কন্ট্রোল করা এবং ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা, নিয়মগুলো ফলো করা এবং বেশী লাভের আশা না করে অল্প অল্প করে প্রফিট করে দীর্ঘসময় টিকে থাকার চেষ্টা করতে হবে। তাড়াতাড়ি ধনী হতে চাইলে ফরেক্স দিয়ে সম্ভব নয়।
Tapujyoti
2020-12-16, 05:57 PM
আপনার তথ্যবহুল পরামর্শমূলক থ্রেডটির জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ফরেক্সে নতুন। সত্যি বলতে গেলে লোভের বশবর্তী হয়েই আমি ফরেক্সে আসি। প্রথমত আমি যে মাসে শুরু করি সে মাসের পোস্টিং বোনাস দিয়েই রিয়েল ট্রেড শুরু করি। অবশ্য তার আগে অল্প কিছুদিন ডেমোট্রেড করি। ফলাফল যা হবার তাই হয়েছে। লস আর লস। তবে আমি এই অল্প কয়েকদিনে এটা বুঝতে পেরেছি যে ফরেক্স থেকে সত্যি ভালো আয় করা সম্ভব এবং সেটা আপনাদের মতো অভিজ্ঞ ফরেক্সারদের দেখানো পথেই। পাশাপাশি আমাকে আরো প্রচুর ডেমোট্রেড করতে হবে। এ বিষয়ে আপনার আরো কোনো পরামর্শ আছে কি?
ফরেক্স মার্কেট এ নিয়মিত কোন ট্রেডার যদি প্রফিট করতে চায় তাহলে তার জন্য আমার একটিই পরামর্শ থাকবে তাহল ফরেক্স ভাল করে শিখুন এবং প্রচুর এনালাইসিস করুন । সাথে প্র্যাকটিস তো করতেই হবে । আর নিজের জন্য একটি কার্যকরী স্ট্রেটেজি তৈরি করুন যা আপনি ট্রেড করার সময় অবশ্যই ফলো করবেন । আরেকটি বিষয় তা হল যখন যে পেয়ার এ খুশি ট্রেড না করে ২ থেকে ৩ টি পেয়ারে ট্রেড করুন ফলে আপনার ঐ পেয়ারের মুভমেন্ট সম্পর্কে অনেক স্পষ্ট ধারনা হবে ।
FRK75
2021-04-13, 10:24 AM
প্রফিট অর্জন করতে পারেন না আমার তো মনে হয় তারা নিজেদের আবেগকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেন নাই এবং লোভকে কোনভাবেই দূরে রাখতে পারছেন না। তাদের উচিত প্রথমে নিজের লোভহীন আবেগকে কন্ট্রোল করা এবং ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা, নিয়মগুলো ফলো করা এবং বেশী লাভের আশা না করে অল্প অল্প করে প্রফিট করে দীর্ঘসময় টিকে থাকার চেষ্টা করতে হবে।ফরেক্সে দক্ষতার পরিচয় দিতে হবে।বেশি বেশি ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে। লোভ থেকে বিরত থাকতে হবে এবং ধৈর্য্য দরে মার্কেটে পরে থাকতে হবে তাহলেই সফলতা একদিন না একদিন ধরা দিবেই।
Starship
2021-04-13, 03:16 PM
আমার মতে ফরেক্সে প্রফিট করার জন্য খুব বেশি করার প্রয়োজন হয় না। শুধু মাত্র কয়েকটি নিয়ম অনুসরণ করলেই ফরেক্স থেকে প্রফিট করা সম্ভব। তার মধ্যে অন্যতম হলো ফরেক্স বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা ও ফরেক্স সম্পর্কে তাত্বীক জ্ঞান লাভ করা। পর্যাপ্ত ট্রেডিং দক্ষতা অর্জন করা। সবচেয়ে বড় বিষয় অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করা জানতে হবে। অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ ব্যতিত লাভের বিপরীতে লসের সম্মুখীন হতে হবে। পর্যাপ্ত মার্কেট এনালাইসিস ব্যতিত ফরেক্স থেকে ট্রেড করে প্রফিট করা সম্ভব নয়।
EmonFX
2021-04-13, 03:54 PM
আসলে শুরুতে ফরেক্স মার্কেটে কেউই প্রফিট করতে পারে না। ধীরে ধীরে ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার পরে ট্রেডিং করলে প্রফিট করা যেতে পারে। যারা কোনভাবেই প্রফিট করতে পারছেন না তাদের জন্য পরামর্শ হলো ধৈর্যের সাথে ধীর-স্থির ভাবে লোভ নিয়ন্ত্রণ করে নিয়ম মেনে ট্রেডিং করুন। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই নিয়ম মেনেই ফরেক্স ট্রেডিং করতে হবে। প্রতিটি এন্ট্রি নেয়ার আগে ম্যানেজমেন্ট করে রিস্ক রেশিও নির্ধারণ করে ট্রেডিং করুন। ফরেক্স এর রুলস এন্ড রেগুলেশনগুলো ভালো করে মেনে চলতে হবে। নিজের খেয়াল খুশি মতো এলোমেলো ট্রেড নেয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বুঝে ট্রেড করতে হবে। ফরেক্স কেউ এসেই সফলতা পায় না। প্রথমে সবাইকেই লস করতে হয়। এটা কোন গেইম নয় যে আপনি ভাগ্যের উপর ডিপেন্ড করেই ট্রেড নিবেন আর আপনি প্রফিট অর্জন করবেন। এখানে প্রফিট করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে এবং ডেমো ট্রেডিং করতে হবে।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি উল্লেখিত বিষয়গুলো কেউ যদি পরীক্ষা করেই দেখেন আমার মতামত কতটুকু বাস্তব সম্মত তা দেখতে পারেন। মনে চাই প্রফিট করি কিন্তু ঐবিষয়গুলো বার বার লস করিয়ে দেয়। তবে ফরেক্স ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান না থাকা এবং দক্ষতার অভাবেও এটা হতে পারে। তবে সে সবের ই একটা নিয়মের মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে নয়তো আবার উল্ট হয়ে যাবে। বলা হয়ে থাকে যে ফরেক্সে যত বেশি সময় দিবেন তত বেশি কিছু শিখতে পারবেন। মানে মার্কেটের গতি বিধি, মার্কেটের ইমোশন । মানি ম্যানেজমেন্ট টা সঠিক হওয়া চাই।
Devdas
2021-07-28, 08:45 PM
আমি আপনার সাথে একমত। আমি নিজেই এই কৌশল অবলম্বন করেছিলাম। এতে আমার প্রায় ৮০% জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে আমি ফরেক্স করেছিলাম এতে আমার প্রায় ৭০% সাফলতা অর্জন করেছিলাম। আর বাকি ৩০% সাফলতা পাওয়ার জন্য আমি বর্তমান ও ফরেক্স এ সময় দিয়ে ফরেক্স করে যাচ্ছি। যারা নতুন তাদের জন্য বিশেষ করনীয় হল মার্কেট এর সকল টুল ও টেকনিক্যাল এনালাইসিস ভাল করে প্রাকটিস করা, ধৈর্য্য ধরে প্রতিদিন প্রতিনিয়ন ফরেক্স এর সকল বিষয় গুলো অনুশীন করা। এছাড়া মার্কেট এর নিউজ দেখা, ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য চাই মানি ম্যানেজমন্টে মেনে চলা। এই ধরনের কলা-কৌশল অবলম্বন করলে যে কোন অসফল ট্রেডারগন মোটামাটি সফল এর দিকে আসতে পারে।
আমার তো মনে হয় তারা নিজেদের আবেগকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেন নাই এবং লোভকে কোনভাবেই দূরে রাখতে পারছেন না। তাদের উচিত প্রথমে নিজের লোভহীন আবেগকে কন্ট্রোল করা এবং ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা, নিয়মগুলো ফলো করা এবং বেশী লাভের আশা না করে অল্প অল্প করে প্রফিট করে দীর্ঘসময় টিকে থাকার চেষ্টা করতে হবে। সর্বদা মনে রাখতে হবে ফরেক্স কোন আবেগের জায়গা নয়। এখানে প্রতিটি ট্রেডে আপনাকে এক প্রকার লড়াই করে প্রফিট আদায় করে নিতে হবে। আপনার আমার মত অনেক ট্রেডার আছে এখানে মার্কেটকে তাদের নিজের অনুকূলে আনার জন্য। এজন্য নিজেকে তৈরী করতে হবে মার্কেটে টিকে থাকার জন্য।
samun
2021-10-30, 03:21 PM
এ সকল আলোচনা গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ নতুন ট্রেড আর্গন সাধারণত জানেন না তারা কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয় তাই আমি মনে করি এসকল বিষয় সমূহ তাদের জামাটা খুব বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং এই অনুযায়ী কাজ করতে পারলে অবশ্যই ভালোভাবে ট্রেডিংয়ে টিকে থাকতে পারবে
আমার তো মনে হয় তারা নিজেদের আবেগকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেন নাই এবং লোভকে কোনভাবেই দূরে রাখতে পারছেন না। তাদের উচিত প্রথমে নিজের লোভহীন আবেগকে কন্ট্রোল করা এবং ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা, নিয়মগুলো ফলো করা। সর্বদা মনে রাখতে হবে ফরেক্স কোন আবেগের জায়গা নয়। এখানে প্রতিটি ট্রেডে আপনাকে এক প্রকার লড়াই করে প্রফিট আদায় করে নিতে হবে। আপনার আমার মত অনেক ট্রেডার আছে এখানে মার্কেটকে তাদের নিজের অনুকূলে আনার জন্য।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.