PDA

View Full Version : আপনি কি প্রতিদিনই ট্রেডিং করেন নাকি সপ্তাহে একটা দিন বাদ দেন ?



IFXmehedi
2020-06-18, 04:31 PM
বর্তমান সময়ে যুবকদের অতি আগ্রহের বিষয় হল ফরেক্স ট্রেডিং । তাদের এই অতি উৎসাহের কারণ হলো ফরেক্স ট্রেডিং খুবই লাভজনক একটা ট্রেডিং ব্যবসা । আর এটা একটা স্মার্ট ব্যবসা । ফরেক্স মার্কেটে আমরা সপ্তাহের 5 দিন দিন রাত 24 ঘন্টা যেকোন সময় ট্রেডিং করতে পারি । আমার প্রশ্ন হলো আপনারা কি সপ্তাহের 5 দিনই ট্রেড করেন নাকি এই পাঁচ দিনের ভেতরেও দু-একটা দিন বাদ দিয়ে ট্রেডিং করেন । আসলে আমাদের কি প্রতিদিন চ্যাট করা উচিত নাকি সপ্তাহে তিনদিন ট্রেড করা উচিত নাকি চারদিন এ বিষয়ে আপনার অভিমত কি ?

Suriya Sultana Hira
2020-06-18, 04:55 PM
সপ্তাহে সাত দিনের মধ্যে মেটা ট্রেডার ৪ ট্রেডিং মার্কেট খোলা থাকে পাঁচ দিন আর বাকি দুই দিন ট্রেডিং মার্কেট বন্ধ থাকে । তার মানে শনিবার ও রবিবার এই দুই দিন ট্রেডিং মার্কেট বন্ধ থাকে । আমি ওই ছুটির দুই দিন অর্থাৎ শনিবার ও রবিবার বাদে সব দিনই ট্রেডিং মার্কেটে কাজ করে থাকি । আমার ইচ্ছা আছে ট্রেডিং মার্কেটে নিয়মিত কাজ করে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানোর ইনশাআল্লাহ ,,, বাকিটা আল্লাহর ইচ্ছা,,,,, ধন্যবাদ ।

Soh1952
2020-06-18, 05:49 PM
না আমি প্রতি দিন ট্রেড করি।তবে মাঝে মাঝে মার্কেটের অবস্থা খারাপ মনে হলে ট্রেড থেকে বিরত থাকি।কিন্তু আমি মনে করি মাঝে মাঝে ট্রেড না করা ভালো তাতে একটুপ্রসার কম থাকে একটু টেনশন থেকে মুক্ত থাকতে পারি।

FREEDOM
2020-06-18, 07:43 PM
বর্তমান সময়ে যুবকদের অতি আগ্রহের বিষয় হল ফরেক্স ট্রেডিং । তাদের এই অতি উৎসাহের কারণ হলো ফরেক্স ট্রেডিং খুবই লাভজনক একটা ট্রেডিং ব্যবসা । আর এটা একটা স্মার্ট ব্যবসা । ফরেক্স মার্কেটে আমরা সপ্তাহের 5 দিন দিন রাত 24 ঘন্টা যেকোন সময় ট্রেডিং করতে পারি । আমার প্রশ্ন হলো আপনারা কি সপ্তাহের 5 দিনই ট্রেড করেন নাকি এই পাঁচ দিনের ভেতরেও দু-একটা দিন বাদ দিয়ে ট্রেডিং করেন । আসলে আমাদের কি প্রতিদিন চ্যাট করা উচিত নাকি সপ্তাহে তিনদিন ট্রেড করা উচিত নাকি চারদিন এ বিষয়ে আপনার অভিমত কি ?

ফরেক্স মার্কেটে আপনি প্রতিদিন ট্রেড করতে পারেন আবার সপ্তাহে একটি দুটি ট্রেডও করতে পারেন। তবে যেভাবেই করেন আপনাকে ভালো করে এনালাইসিস করেই ট্রেড করতে হবে। আপনি মার্কেট এনালাইসিস করার পরে যখনই ভালো পজিশন পাবেন তখন ট্রেড করতে পারেন। তবে ধৈর্য্য ধরে ট্রেড এর জন্য সঠিক পজিশন খুজে বের করাটাই ভালো হবে আর এতে করে যদি দুই একদিন ট্রেডে গেপ পরে তাও ভালো হবে অন্তত যত কম ট্রেড করবেন বুঝেশুনে লস হবার চান্স তত কম থাকবে।

NEWVISION2020
2020-06-18, 07:43 PM
আপনি জানেন যে ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে এবং দুই দিন বন্ধ থাকে যার ফলে ওই দুই দিনে আমরা আমাদের সারা সপ্তাহের ক্লান্তি গুলো দূর করে নতুন করে আমাদের কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারি। তাছাড়া যে দুই দিন মার্কেট বন্ধ থাকে ওই দুই দিনে আমরা কোন ট্রেড করতে পারিনা তাই পার্সোনালি আমি নিজে ওই দুই দিন ছাড়া বাকি পাঁচ দিন ই-ট্রেড করে থাকি অর্থাৎ বাড়তি কোনো দিন আমি অপচয় করতে চাই না। তবে হ্যাঁ আমি যদি কখনো শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে থাকি তাহলে সুস্থ হওয়ার আগ পর্যন্ত ট্রেডিং থেকে বিরত থাকি। কেননা অসুস্থ শরীর বা মন মানসিকতা নিয়ে ট্রেডিং করলে লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে।

sanjida
2020-06-18, 09:00 PM
যদিও ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন আর ২৪ ঘন্টার জন্য ই খোলা থাকে তবে আমার মনে হয় না যে প্রতিদিন ই আমাদের ট্রেড করা উচিৎ। ট্রেড করার জন্য একটা পরিবেশ দরকার হয়ে থাকে আর সে পরিবেশ টা মনে হয় সব দিন এক রকম ভাবে আসে না। আমি বেশ কয়েক দিন আমার পরিবেশ না পেয়েও ট্রেড নিয়েছি আর সেখানেই আমি লস করেছি। ফরেক্সে অনেকেই এখনো ফলস মুমেন্ট টা ধরতেই পারি না যার জন্য মনে করি যে না সত্যি ই বুঝি এবার আমার ট্রেডের জন্য উপযুক্ত সময় কিন্তু না সব সময় ই ট্রেডের উপযুক্ত সময় নয়

EmonFX
2021-06-29, 08:22 PM
বর্তমান সময়ে যুবকদের অতি আগ্রহের বিষয় হল ফরেক্স ট্রেডিং । তাদের এই অতি উৎসাহের কারণ হলো ফরেক্স ট্রেডিং খুবই লাভজনক একটা ট্রেডিং ব্যবসা । আর এটা একটা স্মার্ট ব্যবসা । ফরেক্স মার্কেটে আমরা সপ্তাহের 5 দিন দিন রাত 24 ঘন্টা যেকোন সময় ট্রেডিং করতে পারি । আমার প্রশ্ন হলো আপনারা কি সপ্তাহের 5 দিনই ট্রেড করেন নাকি এই পাঁচ দিনের ভেতরেও দু-একটা দিন বাদ দিয়ে ট্রেডিং করেন । আসলে আমাদের কি প্রতিদিন চ্যাট করা উচিত নাকি সপ্তাহে তিনদিন ট্রেড করা উচিত নাকি চারদিন এ বিষয়ে আপনার অভিমত কি ?

হ্যাঁ আমি সপ্তাহের শনি-রবি বাদে বাকি পাঁচ দিনই ট্রেড করে থাকি। তবে মার্কেট ওপেনিং ডে অর্থাৎ সোমবার ট্রেড করার ক্ষেত্রে অনেক বেশি সর্তকতা অবলম্বন করি। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সপ্তাহের পাঁচ দিনের 24 ঘন্টাই খোলা থাকে। তবে তার মধ্যে বিশেষ কিছু সময় আছে যে সময় মার্কেটের মুভমেন্ট ভালো থাকে তখন ট্রেড করা ভালো। সাধারণত বাংলাদেশ টাইম দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে ট্রেড করা ভালো। ট্রেড করার জন্য সবথেকে সংক্ষিপ্ত সময় হলো সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা। এই সময়টায় মার্কেট সবচেয়ে বেশি মুভমেন্ট করে। তাছাড়া ভোর রাতের দিকে যখন মার্কেট ওপেন হয় তখনো ট্রেড করার উপযুক্ত সময়। এই সময়টায় মার্কেটে মোটামুটি একটা ভালো মুভমেন্ট থাকে।

সবথেকে বড় কথা হলো আপনি যদি একজন অভিজ্ঞ ট্রেডার হন তাহলে 24 ঘন্টাই ট্রেড করার জন্য আপনার উপযুক্ত সময়। একজন অভিজ্ঞ ট্রেডার যেকোনো অবস্থা থেকে প্রফিট বের করে আনতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত ফরেক্স ট্রেডিং দক্ষতা বাড়ানোর প্রতি বেশি গুরুত্ব দেয়া। মার্কেটে বেশি সময় দিয়ে মার্কেট মুভমেন্ট, মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি সম্পর্কে প্রচুর দক্ষতা অর্জন করা উচিত। একই সাথে ডেমো ট্রেডিং এ দক্ষতা বাড়ানো উচিত, যেটা আপনাকে রিয়েল ট্রেডিং এ বড় ধরনের সুবিধা এনে দিতে পারে।

Starship
2021-06-29, 10:18 PM
আমরা সবাই জানি সপ্তাহে পাঁচদিন ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় বাকি দুইদিন সাপ্তাহিক বন্ধ থাকে কিন্তু আপনি চাইলেও উক্ত দিনে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে পারেন। তবে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করা অনেকটা ঝুঁকিপূর্ণ ও পর্যাপ্ত ব্যালেন্স এর প্রয়োজন তাই অভিজ্ঞ ট্রেডার ব্যতিত ট্রেড করা উচিত নয়। আমি সাধারণত মার্কেট এনালাইসিস করে ট্রেড করে থাকি অনেক সময় প্রতিদিন করি না গ্যাপ যায়। মার্কেট নিশ্চিত না হয়ে ট্রেড করলে ব্যালেন্স হারানোর ভয় থাকে আর আমার ব্যালেন্স টিকিয়ে রাখাই মূল উদ্দেশ্য।

Mas26
2021-06-30, 08:34 PM
সপ্তাহে সাত দিনের মধ্যে ফরেক্স মার্কেটে 5 দিন ট্রেডিং মার্কেট খোলা থাকে পাঁচ দিন আর বাকি দুই দিন ট্রেডিং মার্কেট বন্ধ থাকে । তার মানে শনিবার ও রবিবার এই দুই দিন ট্রেডিং মার্কেট বন্ধ থাকে। লাভজনক একটা ট্রেডিং ব্যবসা। আর এটা একটা স্মার্ট ব্যবসা।ফরেক্স মার্কেটে আমরা সপ্তাহের 5 দিন দিন রাত 24 ঘন্টা যেকোন সময় ট্রেডিং করতে পারি । আমার প্রশ্ন হলো আপনারা কি সপ্তাহের 5 দিনই ট্রেড করেন নাকি এই পাঁচ দিনের ভেতরেও দু-একটা দিন বাদ দিয়ে ট্রেডিং করেন।আমি ওই ছুটির দুই দিন অর্থাৎ শনিবার ও রবিবার বাদে সব দিনই ট্রেডিং মার্কেটে কাজ করে থাকি। কিন্তু আমি মনে করি মাঝে মাঝে ট্রেড না করা ভালো তাতে একটুপ্রসার কম থাকে একটু টেনশন থেকে মুক্ত থাকতে পারি।আমার ইচ্ছা আছে ট্রেডিং মার্কেটে নিয়মিত কাজ করে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানোর ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা, ধন্যবাদ।