PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং কি চিরন্তন ব্যবসা ?



IFXmehedi
2020-06-18, 04:35 PM
বর্তমান বিশ্ব পুঁজিবাদের বিশ্ব । এই বিশ্বে যে যত পুঁজিবাদের অর্থনীতি কায়েম করতে পারবে সেই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে ।আমেরিকা, জাপান, ইংল্যান্ড, সুইডেন, ফ্রান্স , ইতালি, সুইজারল্যান্ড ইত্যাদি রাষ্ট্রগুলো পুঁজিবাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন অর্থনৈতিক পলিসি গ্রহণ করে । আমি মনে করি ফরেক্স ট্রেডিং সেটারই একটা শাখা । সেই দিক থেকে আমরা নিশ্চিন্ত থাকতে পারি বিশ্ব যতদিন পুঁজিবাদ টিকে থাকবে ততদিন ফরেক্স ট্রেডিং থাকবে । তাই ফরেক্স ট্রেডিংকে আমরা নিঃসন্দেহে একটা চিরন্তন ব্যবসা বলতেই পারি কারণ এটা হুটহাট করে কখনো চলে যাবে না । আপনারা কি মনে করেন ফরেক্স কে নিয়ে ?

FREEDOM
2020-06-18, 08:00 PM
হ্যা আপনি ঠিকই বলেছেন ফরেক্স ট্রেডিং একটি চিরন্তন ব্যাবসা। বিশ্বে যতগুলো পুজিবাজার রয়েছে তার চেয়ে অনেক চাহিদা বেশি ফরেক্স মার্কেটের আমি এমনটাই মনে করি। আর তাছারা ফরেক্স একটি কারেন্সী মার্কেট যেখানে মুদ্রা বিনিময় হয় এবং মুদ্রা নিয়ন্ত্রণ করা হয়। আর ফরেক্সের জনপ্রিয়তা দিন দিন এতো বেশি বেড়ে চলেছে ভভিষ্যতে এই ব্যাবসা আরো ভালো অবস্হানে থাকবে বলেই আশা করি।

sanjida
2020-06-18, 09:16 PM
ফরেক্স অনেক পুরোনো একটি ব্যাবসা। আমরা বর্তমানে ফরেক্স বলতে শুধুই মুদ্রার আদান প্রদান কে বুঝে থাকি। কিন্তু এটা আদিম যুক থেকেই চলে আসছে যেটাকে আমরা বিনিময় প্রথা হিসেবে চিনে থাকি। যখন মুদ্রার পচলন ছিলো না , মুদ্রার কোন আইডল বা মাপক ছিলো না তখন ও কিন্তু সব কিছুই বেচা কেনা হতো আদান প্রদান হতো। আসতে আসতে প্রয়োজনের তাগিদে মানুষ মুদ্রা আবিষ্কার করলো তারপর আসতে আসতে মুদ্রার পচলন হলে বিস্বব্যাপি us ডলার কে মুদ্রা আদান প্রদানের আইডল বা মাপক হিসেবে বেছে নিলো । সে থেকে আরো উন্নয়নের মাধ্যমে এখন আমরা ফরেক্স করছি ঘরে বসে বসে।
ফরেক্স কখনো বিলিন হয়ে যাবে না । যত দিন পৃথিবী আছে তত দিন ফরেক্স টা চলতেই থাকবে । কারন আমাদের বাচার জন্য বাণিজ্য অপরিহার্য্য