PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং ব্যবসা করে আমি বাড়ি-গাড়ি করতে চাই।



MdRubelShaikh
2020-06-18, 10:39 PM
আমার অনেক শখ যে ভালো মতো একটি বাড়ি এবং ভালো মতো একটি থাকবে আমার।কিন্তুু আমির যে চাকুুরি করি তাতে এগুুলো হয়তবা করা সম্ভব না।বন্ধুরা আপনারা আমার জন্য দুয়া করবেন যাতে ফরেক্স ট্রেডিং ব্যবসার মাধ্যমে বাড়ি-গাড়ি করতে পাড়ি।

Emarif
2020-06-29, 12:32 AM
ভাই, ফরেক্স ট্রেডিং ব্যবসা পৃথীবিতে এমন একটি ব্যবসা যেটার সজ্ঞে দীর্ঘদিন বা একটা নির্দিষ্ট সময়কাল লেগে থাকতে পারলে অবশ্যই সেই ব্যক্তি ফরেক্স ট্রেডিং ব্যবসার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে সক্ষম হবেন আমি আশা করি আর এটাই সত্য।

mahmudfx84
2020-07-23, 11:55 AM
কে না চায় ফরেক্স ট্রেডিং করে বাড়ী,গাড়ী করতে। তবে চাইলেই তো আর হয়ে যাবে না ,প্রয়োজন কঠোর পরিশ্রম। একদিকে যেমন ফরেক্স শেখার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, ইন্টারনেটে হোক ,ফরেক্স ফোরামে হোক,সরাসরি হোক আব যেখানেই হোক না কেন প্রচুর সাধনা করতে হবে। অপরদিকে ডেমোসহ রিয়েল ট্রেডিংয়ে দীর্ঘ্যদিন ট্রেড করে প্রচুর অভিজ্ঞতা আর দক্ষতা অর্জন করতে হবে। সব কিছু জানার পরে নিয়ম মেনে ট্রেড করতে পারলে অবশ্যই একদিন বাড়ী-গাড়ীসহ সব স্বপ্ন পূরণ করা সম্ভব ফরেক্সের মাধ্যমে। ফরেক্সে একদিনে এক বিলিয়ন ডলার প্রফিট করার রেকর্ডও আছে যা অন্য কোন ব্যবসায় বা পেশায় বিরল।