PDA

View Full Version : ফরেক্স ব্যবসাতে লাভের মুখ দেখলাম দেখি কতদিন ধরে রাখতে পারি।



MdRubelShaikh
2020-06-19, 08:53 AM
আমি অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা করে আসছি।আসলে আমার মনে হয় ফরেক্স ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।ফরেক্স ব্যবসার মাধ্যমে আপনি যদি আয় করতে চান তাহলে আপনাকে অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা ধরে রাখতে হবে।আমি শুুধু লস করতাম, প্রায় ৭ মাস ধরে লস করতে করতে আজ লাভের মুখ দেখলা।দেখি এখুন আবার কতদিন লাভ ধরে রাখতে পারি।আপনারা কতদিন পরে থেকে লাভে আছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।আমি মনে করি ধর্য্য ধরে যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা ধরে রাখা যায় তাহলে এখান থেকে অনেক টাকা আয় করা সম্ভব।

Mahmud1984fx
2020-06-19, 09:31 AM
৭মাস পরে একদিন লাভ করা এটা লটারীতেও হতে পারে কিন্তু ফরেক্স কোন লটারী নয়। দেখতে হবে ৭মাস কেন লাভ করা সম্ভব হয় নাই। যদি কারণগুলো খুজে বের করতে পারি তাহলে একদিন না ৭মাসে গড়ে ৪মাসই লাভ করা সম্ভব। তাহলে লাভ লস মিনি মাইনাস করলে ১মাস লাভ থাকত। অবশ্য দক্ষতা বা অভিজ্ঞতার একটা মূল্য আছে। আপনার ৭মাস লস করার কারনে যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে ট্রেড করায় হয়ত লাভ হয়েছে। আশা করি এটা আপনি ধরে রাখতে পারবেন।

Md.shohag
2020-06-19, 12:16 PM
আমি অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা করে আসছি।আসলে আমার মনে হয় ফরেক্স ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।ফরেক্স ব্যবসার মাধ্যমে আপনি যদি আয় করতে চান তাহলে আপনাকে অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা ধরে রাখতে হবে।আমি শুুধু লস করতাম, প্রায় ৭ মাস ধরে লস করতে করতে আজ লাভের মুখ দেখলা।দেখি এখুন আবার কতদিন লাভ ধরে রাখতে পারি।আপনারা কতদিন পরে থেকে লাভে আছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।আমি মনে করি ধর্য্য ধরে যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা ধরে রাখা যায় তাহলে এখান থেকে অনেক টাকা আয় করা সম্ভব।

Emarif
2020-06-19, 12:46 PM
ফরেক্স এ অনেক লার্নিং এর পরই সফলতা পাওয়া পজিটিভ হিসেবে নিতে হবে কারণ ফরেক্স আসলেই লটারি নয় যে ১ বার ধরলাম আর দ্বিগুণ লাভ হয়ে গেল। ফরেক্স আসলেই একটা অনেক বড় মার্কেটপ্লেস যেখানে অনেক জ্ঞান অর্জন করার পরই সফলতা পাওয়া সম্ভব।

FREEDOM
2020-06-19, 12:53 PM
আমি অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা করে আসছি।আসলে আমার মনে হয় ফরেক্স ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।ফরেক্স ব্যবসার মাধ্যমে আপনি যদি আয় করতে চান তাহলে আপনাকে অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা ধরে রাখতে হবে।আমি শুুধু লস করতাম, প্রায় ৭ মাস ধরে লস করতে করতে আজ লাভের মুখ দেখলা।দেখি এখুন আবার কতদিন লাভ ধরে রাখতে পারি।আপনারা কতদিন পরে থেকে লাভে আছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।আমি মনে করি ধর্য্য ধরে যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা ধরে রাখা যায় তাহলে এখান থেকে অনেক টাকা আয় করা সম্ভব।

ফরেক্স মার্কেটে প্রথমদিকে লাভ করাটা কিছুটা কষ্টকর বলেই মনে হয় তবে ধীরে ধীরে দক্ষতা বাড়ার সাথে সাথে লাভের পরিমানও দেখা যায়। তবে আমার মনে হয় প্রায় সকল ট্রেডারের পক্ষেই ফরেক্স থেকে লাভ করা সম্ভব যদি তারা অল্প রিস্কে এবং সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারে। আমি এরকম অনেকেই দেখেছি যারা ওভার ট্রেডিং করে এবং মার্জিন লেভেলে নেগেটিভে নিয়ে যায় সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই একাউন্ট খালি হবার সম্ভাবনা থাকে।

K.K.BABY
2020-06-19, 01:40 PM
বাংলায় একটা অতি সত্য প্রবাদ আছে প্রবাদটি হলোঃ স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন।আপনি হয়তো ফরেক্স মার্কেটে ব্যাবসা করে লাভ করতে শুরু করেছেন কিন্তু এই লাভ কতো দিন ধরে রাখতে পারবেন? যদি ধরে রাখতে পারেন তাহলে আপন গেইন হবেন কিন্তু যদি ধরে রাখতে না পারেন তাহলে আপনি আপনার ব্যালেন্স হারাবেন।তাই যখন ট্রেড করবেন তখন অবশ্যই আপনাকে ফরেক্স এর নিয়ম নীতি না মেনে ট্রেড করা উচিত নয়।আর কিছু সিস্টেম এর ভিতর আপনাকে ট্রেড করতে হবে।

sanjida
2020-06-19, 07:52 PM
ফরেক্স ব্যাবসা একটা চলমান প্রকৃয়া। এখানে প্ররিদিন সবার ভাগ্যে লাভ জোটে না আবার সবার ভাগ্যে লস ও জোটে না। হয়তো কেও কিছু কম লাভ করে আবার কেও হয়তো একটু বেশি লাভ করে, কারো লসের পরিমান অনেক বেশি হয় আবার অনেকে সামান্য লস মেনেই ট্রেড ক্লোজ করেন যাতে অনেক বেশি লস হয়ে না যায়। এখানে সবার ই আলাদা আলাদা একেক টা বৈশিষ্ট আছে। সবার মাঝেই কিন্তু হুট করেই কোন একটা বৈশিষ্ট বা কৌশল চলে আসে না। মার্কেটে থাকতে থাকতে দেখতে দেখতে এটা নিজের ভিতরে আসে। মুল কথা হলো যত দিন মার্কেটে থাকবো শুধু একটা ধৈর্য আর মনোযোগ দিয়ে থাকা চাই। তাহলে বুঝা যাবে যে মার্কেটে কি হচ্ছে কেনো হচ্ছে। লাভ করতে না পারলেও অনেক টা সময় মার্কেটে থাকার জন্য নিজের অভিজ্ঞতা আর দক্ষতার ঝুলিটা কিন্তু বড় ই হবে যা আমাদের একদিন দক্ষ করে তুলবে

FATEMARUMA
2020-06-19, 08:03 PM
ফরেক্সে লাভ করা খুবই কঠিন। তবে যদি কেউ কাজ ভালবাসতে পারে তার জন্য লাভ করাটা খুবই সহজ বলেই মনে হয়।

FATEMAKHATUN
2020-06-19, 08:04 PM
আমার অভিজ্ঞতা নিজে বলতে পারি ফরেক্সে লাভ করা খুব সহজ। তবে যদি আপনি কাজ না শিখাই করতে চান তাহলে এর চেয়ে কঠিন কিছু আর নেই

NEWVISION2020
2020-06-19, 08:16 PM
বাংলায় একটা প্রবাদ আছে তা হল স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ফরেক্স মার্কেট ও এর বিপরীতে নয় অর্থাৎ ফরেক্স মার্কেটে ট্রেডিং করে দুই একবার লাভবান হওয়ার থেকে কন্টিনিউ সেই লাভ টাকে ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ এমন অনেক ট্রেডার আছে যারা প্রথম অবস্থায় ট্রেডিং করে প্রফিট করতে পারলেও পরবর্তীতে সেটাকে ধরে রাখতে পারে না এমনকি অতিরিক্ত লস করার মাধ্যমে ব্যালান্স শূন্য করে ফেলে।তাই আমার মতে দু-একবার লাভ করে খুব বেশি আনন্দিত না হয়ে এই লাভ টাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে এবং তার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিটা ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করতে হবে। স্টপ লস বা টেক প্রফিটের ব্যবহার করতে হবে। আশা করি তাহলে আমরা আমাদের লাভ টাকে ধরে রাখতে পারব।

HASIBURRAHMAN
2020-06-19, 08:23 PM
আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ফরেক্স যদি কেউ লাভ করার কৌশল অর্জন করতে পারে, তার জন্য স্থায়ী সফলতা কঠিন কিছু নয়।

Devdas
2020-07-17, 08:09 PM
আসলে ফরেক্স থেকে আয় করা খুব একটা সহজ নয় আবার খুব একটা কঠিন ও নয়। ফরেক্স থেকে আয় করতে হলে মোট কথা ফরেক্স সম্পর্কে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। ফরেক্স মার্কেট সম্পর্কে যার দক্ষতা ও অভিজ্ঞতা আছে সে কখনোই লস করতে পারে না। আমি ফরেক্স মার্কেট এ প্রায়ে ২ বছর ৩ মাস হল সময় দিচ্ছি। আমার ধারনা মতে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। আমি প্রথমে ট্রেড করে লস করেছিলাম। তারপর এই লস থেকে আমি সাফলতা অর্জন করার চেষ্টা করে আমি সাফলতা অর্জন করতে পেরেছি। তাই আমি এখন সাফলতা অর্জন করে বেশীর ভাগ। তাই আমি চাই ফরেক্স থেকে আমি ভাল ক্যারিয়ার ও ব্যবসা হিসেবে বেছে নিলাম। তাই আমি চাই ফরেক্স আমি করেই যাব যতদিন বেছে থাকি এই পৃথিবীতে। ধন্যবাদ।

IFXmehedi
2020-07-22, 09:53 AM
আমি অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা করে আসছি।আসলে আমার মনে হয় ফরেক্স ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।ফরেক্স ব্যবসার মাধ্যমে আপনি যদি আয় করতে চান তাহলে আপনাকে অনেকদিন ধরে ফরেক্স ব্যবসা ধরে রাখতে হবে।আমি শুুধু লস করতাম, প্রায় ৭ মাস ধরে লস করতে করতে আজ লাভের মুখ দেখলা।দেখি এখুন আবার কতদিন লাভ ধরে রাখতে পারি।আপনারা কতদিন পরে থেকে লাভে আছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।আমি মনে করি ধর্য্য ধরে যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা ধরে রাখা যায় তাহলে এখান থেকে অনেক টাকা আয় করা সম্ভব।

ভাই ফরেক্স মার্কেটে ক্লাস করতে হলে আমাদেরকে ধৈর্যধারণ করতে হবে । আপনি দীর্ঘ ৭ মাস ধরে ধৈর্য ধারণ করে ট্রেডিং করেছেন বলেই আজ প্রফিট করতে পেরেছেন এবং আশা করি ভবিষ্যতেও পারবেন । আসলে আমরা যারা ফরেক্স মার্কেটের ধৈর্য ধারণ করে অনেকদিন টিকে থাকতে পারে তারাই ফরেক্স মার্কেট থেকে নিজের সফলতা খুঁজে পায় । আর যারা কয়েকবার লস করার পরে ফরেক্স ট্রেডিং বাদ দিয়ে দেয় তারা ফরেক্স মার্কেট নিজের সফলতা কখনো খুঁজে পাবেনা ।