PDA

View Full Version : ফরেক্স ট্রেডিংয়ে মাঝে মাঝে বেশীদিন গ্যাপ দেওয়া উচিত নয় !!



Mahmud1984fx
2020-06-19, 11:32 AM
আমরা যারা নিয়মিত ট্রেড করি এবং ফরেক্সে দীর্ঘ্যদিন জড়িত আছি তারা অনেকেই মন্তব্য করে থাকেন মাঝে মাঝে ফরেক্সে ট্রেড গ্যাপ দেওয়া উচিত। এব্যাপারে আমার বক্তব্য হলো সপ্তাহে যেহেতু দুইদিন মার্কেট বন্ধ থাকে সেই দুইদিন ব্যক্তিগত অন্যান্য কাজ বা একটু রিফ্রেশ বা ফ্যামিলিতে সময় দেওয়া উচিত। এছাড়া অনেক সময় ব্যালেন্স জিরো হওয়ার কারণে বা একাধারে দীর্ঘ্যসময় প্রফিট করতে না পারা বা মার্কেট কোনভাবেই নিজের অনুকূলে না আসায় রাগে ক্ষোভে এবং দু:খে একাধারে দীর্ঘদিন ট্রেড গ্যাপ করে আবার মার্কেটে ফিরে আসে। আবার একই অবস্থা হয়। এভাবে আবেগতাড়িত না হয়ে সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে প্রয়োজনে মিনিমাম ট্রেড নিয়মিত চালিয়ে যাওয়া উচিত এবং ভূল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা উচিত। মরিচা পড়তে দেওয়া উচিত নয়। সকলের মতামত আশা করি। ধন্যবাদ।




ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

Md.shohag
2020-06-19, 11:57 AM
আমরা যারা নিয়মিত ট্রেড করি এবং ফরেক্সে দীর্ঘ্যদিন জড়িত আছি তারা অনেকেই মন্তব্য করে থাকেন মাঝে মাঝে ফরেক্সে ট্রেড গ্যাপ দেওয়া উচিত। এব্যাপারে আমার বক্তব্য হলো সপ্তাহে যেহেতু দুইদিন মার্কেট বন্ধ থাকে সেই দুইদিন ব্যক্তিগত অন্যান্য কাজ বা একটু রিফ্রেশ বা ফ্যামিলিতে সময় দেওয়া উচিত। এছাড়া অনেক সময় ব্যালেন্স জিরো হওয়ার কারণে বা একাধারে দীর্ঘ্যসময় প্রফিট করতে না পারা বা মার্কেট কোনভাবেই নিজের অনুকূলে না আসায় রাগে ক্ষোভে এবং দু:খে একাধারে দীর্ঘদিন ট্রেড গ্যাপ করে আবার মার্কেটে ফিরে আসে। আবার একই অবস্থা হয়। এভাবে আবেগতাড়িত না হয়ে সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে প্রয়োজনে মিনিমাম ট্রেড নিয়মিত চালিয়ে যাওয়া উচিত এবং ভূল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা উচিত। মরিচা পড়তে দেওয়া উচিত নয়। সকলের মতামত আশা করি। ধন্যবাদ।

mamunjd97
2020-06-19, 12:27 PM
আমরা অনেক সময় ব্যালেন্স জিরো করার কারনে প্রচন্ড রাগে ট্রেড বন্ধ করে রাখি এবং অনেকদিন গ্যাপ করে ফেলি। তাতে আমাদেরই লস হয় । কারণ অনেকদিন গ্যাপ করার কারণে অনেক কিছু ভূলে যায় বা দক্ষতায় মরিচা পড়ে যাওয়ার শংকা তৈরী হয় । এজন্য আমার মনে হয় কিছু কিছু করে নিয়মিত করে যাওয়া উচিত। এতে আমাদের দক্ষতা আরো ধারালো হতে থাকে। সবকিছুই স্বাভাবিক থাকে। ফরেক্সে রাগ বা আবেগ দেখিয়ে কোন লাভ হয় না বরং লস হয়।

Emarif
2020-06-19, 12:39 PM
হাম আপনার সাথে একমত, ফরেক্স রাগ, ক্ষোপ এগুলো চলে না। এগুলো করে ফরেক্স থেকে বেশ কিছু দিন গ্যাপ দেওয়া ঠিক নয় হেতে বিপরীতই বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ফরেক্স এ সফলতা অর্জন করতে চাইলে তাবে অবশ্যই নির্দিষ্ট সময় ফরেক্স এ নিয়মিত কাজ করতে হবে।

FREEDOM
2020-06-19, 12:48 PM
ফরেক্স মার্কেট সপ্তাহে পাচদিন ২৪ ঘন্টা খোলা থাকে যেহেতু দুইদিন বন্ধ থাকে তাই আলাদা করে গ্যাপের প্রয়োজন হয় না। আপনি যদি প্রফশেনাল ট্রেডার হয়ে থাকেন তবে আপনি নিয়মিতই প্রফিটেবল ট্রেড করতে পারবেন কারন মার্কেট প্রতিনিয়তই ট্রেড করার ভালো সুযোগ দেখা যায়। তবে যারা অনভিজ্ঞ তাদের উচিত কম ট্রেড করা এবং ভালো সুযোগের অপেক্ষা করে ট্রেড করা সেক্ষেত্রে দুই তিনদিন একটি ট্রেড করতে পারলে তাতেও ভালো হবে অন্তত লসে পড়ে থাকতে হবে না।

sanjida
2020-06-19, 08:00 PM
একটা কাজ সব সময় করতে গেলে কিছুটা চাপের মধ্যেই থাকা লাগে। আমি মনে করি ফরেক্স এমন একটা মার্কেট প্লেস যেখানে আমাকে সব সময় চিন্তামুক্ত হয়ে থাকতে হয়। আমি যদি চিন্তিত বা অন্য মনুষ্ক হয়ে এনালাইজ করি তাহলে আমি সঠিক এনালাইজ করতে পারবো না আর সঠিক এনালাইজ না করতে পারলে আমার ট্রেড ও সঠিক হবে না এটাই স্বাভাবিক। তাই সব সময় ট্রেড না নিয়ে নিজের জন্য কিছুটা সময় রাখা উচিৎ যে সময় টায় নিজেকে কিছুটা চাপ মুক্ত করা যাবে। আবার এত বেশি পরিমান গ্যাপ ও দেয়া ঠিক হবে না যাতে করে মন অন্য দিকে চলে যায়।

Hasinapx
2020-06-21, 11:50 AM
আমরা অনেক সময় শুনি বা অনেকে ফোরামে পোস্টও করেন যে, গত সপ্তাহে মার্কেট তার প্রতিকূল হওয়ায় বেশ লস করেছে এখন ট্রেড বন্ধ রেখেছে। অনেকে বলেন এত মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করেও লস করলাম ,এরপরে আর কী করবো। হতাশায় ট্রেড করা বন্ধ করে দেয়। আমরা জানি এত আবেগ দিয়ে আসলে কোন ব্যবসায়ই হয় না। মাঝে মাঝে বেশ ভাল প্রফিট হয় আবার কখনো কখনো লস হয় -হয়ত এটা সকলের ক্ষেত্রেই কম বেশী হয়। যখন অনুকূল তখন ট্রেড চালিয়ে যাওয়া এবং দেখা যায় ২-৩বার এ্যান্ট্রিতে লস তখন ঐদিনের মত ট্রেড ক্লোজ করা উচিত। কিন্তু একাধারে কোন কারণে গ্যাপ দেয়া উচিত নয়।