PDA

View Full Version : ফরেক্সে এ আসতে হলে কিছ কথা মানতে হবে!



salim16
2015-06-29, 10:59 AM
নতুন কেউ ফরেক্সএ আসার আগে মাথায় রাখতে হবে যে- এটা খুবই রিস্কি একটি সেক্টর। এখানে বিনা কষ্টে বিনা পরিশ্রমে বিনা অভিজ্ঞতায় আয় করা যায় না।
কমপক্ষে ৬ মাস শিখতে হবে আর প্রথম ইনভেষ্টটি হবে সর্বোচ্চ ১০ ডলার তাও সেন্ট একাউন্টে ১০০০ সেন্ট

TselimRezaa
2015-07-02, 05:23 PM
হ্যা ফরেক্স অবশ্যই রিস্কি একটা সেক্টর যা নতুনদের বুঝতে হবে। তাদের সবকিছু মাথায় রেখেই আসতে হবে। যেহেতু এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিত।

RichMahfuz
2015-07-02, 06:11 PM
আসার আগে যে কথাটা মাথায় রাখতে হবে, যে পেশায় অনেক সহজে আয় করা যায় সেই পেশা অনেক কঠিন। শোনা অরথে ফরেক্স অনেক সহজ মনে হলেও আম্আর কাছে ফরেক্স অনেক কঠিন একটা বিষয়। কারন এখানে যে ভাবেই ট্রেড করেন না কেন তা কেবল অনুমান এর উপর ভিত্তি করেই। আর ভবিষ্যৎ সরবদাই অনিশ্চিত। তাই ফরেক্স কে সহজ ভাবে না নিয়ে কঠিন ভাবে নিয়ে ট্রেড করেন আপনি সফল হবেন।

azamin
2015-07-02, 07:45 PM
ফরেক্সে আসতে আসতে হলে এটা জায়গা হচ্ছে প্রচুর অধ্যবসায় ও পরিশ্রমের । এখানে টিকে থাকতে হলে অবশ্যই hard working হতে হবে। অন্ধের মত অন্যের কথা না শুনে নিজে পড়াশোনা করে নিজের বুদ্ধি ও প্রজ্ঞা খাটিয়ে ট্রেড করলে সফল হওয়া সম্ভব।

EngrMamun
2015-07-02, 08:07 PM
ফরেক্স এ আসতে হলে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে অধিক অনুশীলন করতে হবে । যেহেতু ফরেক্স খুব রিক্স এ জন্য ট্রেডার এর খুব ধৈর্যশীল মনমানসিকতা থাকতে হবে তা না হলে সে তার সঠিক লক্ষে পৌছাতে পারবে না । ট্রেডার কে অবশ্যই ফরেক্স মার্কেটে এনালাইসিস সম্পর্কে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে ।

Fxaziz
2015-07-03, 01:54 AM
ফরেক্স মার্কেট একটি সুন্দর মারকেট।জাথেকে আমরা খুব সহজেই সফল হতে পারব।তবে এর জন্য প্রয়োজন আপনার ধক্ষতা।আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জত জানবেন ততআপ্নি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আর জেহেতু ফরেক্স মার্কেট এ আস্তে হলে কিচু দিকনির্দেশনা মেনে ছোলতে হবে। যেমন আপনি ফরেক্স মার্কেট এ বেসি লোভ করতে পারবেন্না।কারন বেসি লোভ করলে আপনি হইত ফরেক্স মার্কেট এ লস এর দিকে জাবেন।

mamun93
2015-07-09, 07:44 PM
ফরেক্সে আসতে হলে আপনাকে অবশ্যই কিছু ফরেক্স সম্পর্কিত উপদেশ মানতে হবে আর তা হল মার্কেটের অনেক বড় বড় পরিবর্তন আপনার চোখের সামনে হবে কিন্তু পরিবর্তন দ্বারা প্রভাবিত না হয়ে মার্কেট অ্যানালাইসিস করে তার পরই ট্রেডের ব্যাপারে সিদ্ধান্ত নিন। ফরেক্সে আপনি অনেক ভাল করতে চাইলে আগে আপনার লোভ কে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রন করুন,আবেগ,উত্তেজনাকে নিয়ন্ত্রন করুন,মানি ম্যানেজমেন্টের প্রতি খেয়াল রাখুন,গুরুত্বের সাথে মার্কেট অ্যানালাইসিস করুন তবেই সফল হতে পারবেন।

bijoy121
2015-07-09, 08:00 PM
যদি কেউ প্রথম ফরেক্স এ আসতে চায় তাহলে তাকে মনে রাখতে হবে ফরেক্স সহজ নয়। এটি অনেক কঠিন কাজ। এ কাজে অনেক রিস্ক আছে। আর তাকে ধৈর্য্যশৗল হতে হবে।

AbuRaihan
2015-07-10, 03:03 AM
দুনিয়ায় কঠিন বলে কিছু নেই ৤ কারণ , যে কাজ আপনি জানেন না সেই কাজটা আপনার কঠিন মনে হবে ৤ তবে ফরেক্স নতুনদের জন্য অনেক কঠিন একটা বিষয় ৤ তাই যে কেউ এখানে আসার আগে অন্তত পক্ষে এটা যাচাই করা উচিত যে ফরেক্স কি তাদরে জন্য উপযুক্ত কিনা ৤ যদি যাচাই করার পর তাদের মনে হয় যে এটা আমরা পারব তবে অবশ্যই ফরেক্স-এ আপনাকে স্বাগতম ৤ তবে এটা সবার মনে রাখা উচিত যে ফরেক্স একটু কঠিন হলেও আপনার সাধনার কাছে পৃথিবীর যে কোন কিছু হার মানতে বাধ্য ৤

shakawath
2015-10-22, 09:30 AM
প্রথমেই আপনার সুন্দর এবং উপকারি পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ মার্কেট। প্রতি বছর লক্ষ লক্ষ ট্রেডার একাউন্ট নিল করে, শুধু তাদের ভুল ও খামখেয়ালির কারনে। তাই যেই ফরেক্সে আসবেন, যেনেশুনে আসবেন। আর কম্পক্ষে ৬ মাসের ডেমো ট্রেড এক্সপেরিমেন্ট আর পড়াশুনা করবেন। রিয়েল ট্রেডে নামার আগে ১:১০০০ লিভারেজে ১০ $ এর একটা ডিপোজিট করে ট্রেড করে লাইভ ট্রেডের এক্সপেরিয়েন্স নিন। তারপর বড় আকারের ডিপোজিট করুন।

Fxaziz
2015-10-22, 12:35 PM
হ্যাঁ ফরেক্স এ অনেক রিস্ক আছে । তবে আমার মতে যে কেও এই খানে আস্তে হলে জেনেশুনে আসা দরকার ।ফরেক্স এর জন্য দরকার ভালো অভিজ্ঞতা । আপনার আশেপাশের যে সব ট্রেড আর রা আছে আপনি তাদের কাস থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আপনি প্রথমে ডেমো তে ট্রেড করতে পারবেন । ওই খানে ট্রেড করে আপনি অনেক কিছু জনাতে পারবেন । এর ফলে আপনার রিয়াল ট্রেড এর জন্য অনেক অভিজ্ঞতা হবে । আমি মনে এটা আমাদের জন্য ভালো হবে।

M M RABIUL ISLAM
2015-11-20, 09:44 PM
যে পেশায় অনেক সহজে আয় করা যায় সেই পেশা অনেক কঠিন। ফরেক্স অনেক সহজ মনে হলেও আম্আর কাছে ফরেক্স অনেক কঠিন একটা বিষয়। কারন এখানে যে ভাবেই ট্রেড করেন না কেন তা কেবল অনুমান এর উপর ভিত্তি করেই। আর ভবিষ্যৎ সরবদাই অনিশ্চিত। তাই ফরেক্স কে সহজ ভাবে না নিয়ে কঠিন ভাবে নিয়ে ট্রেড করেন আপনি সফল হবেন।

dinner
2015-11-21, 03:38 PM
ফরেক্স একটি উনমুক্ত ব্যবসা যে কেউ এ ব্যবসা করতে পারে । তবে কিছু নিয়ম মেনে কাজ করলে লাভবান হতে পারবেন । যেমন মার্কেট অ্যানালাইসিস ,লিভারেজ কী , ট্রেড করার নিয়ম , এক সাথে অনেক কাজ করা যাবেনা । সাধারনত এগুলো মেনে কাজ করলে আপনি একজন সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন । তাই ফরেক্স যদি কেউ প্রথম ফরেক্স এ আসতে চায় তাহলে তাকে মনে রাখতে হবে ফরেক্স সহজ নয়। এটি অনেক কঠিন কাজ। এ কাজে অনেক রিস্ক আছে। আর তাকে ধৈর্য্যশৗল হতে হবে ,লোভ পরিহার করতে হবে ।

maziz6989
2015-11-21, 06:37 PM
এই মার্কেট এ থাকতে হলে কিছু কথা নয়, অনেক কথাই মানতে হবে। না হলে আপনার ভবিষ্যৎ আসলেই অন্ধকার। তাই নিজের জন্য কিছু নিয়ম বানান আর মেনে চলার চেষ্টা করুন। আশা করা যায় আজ অথবা কাল সফলতা আপনার হবেই । তবে কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না কবে নাগাদ আপনি সফল হবেন্।

palash
2015-11-21, 09:04 PM
ফরেক্স অবশ্যই রিস্কি একটা সেক্টর যা নতুনদের বুঝতে হবে। এটি অনেক কঠিন কাজ। এ কাজে অনেক রিস্ক আছে। আর তাকে ধৈর্য্যশৗল হতে হবে।ফরেক্সে আপনি অনেক ভাল করতে চাইলে আগে আপনার লোভ কে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রন করুন,আবেগ,উত্তেজনাকে নিয়ন্ত্রন করুন,মানি ম্যানেজমেন্টের প্রতি খেয়াল রাখুন,গুরুত্বের সাথে মার্কেট অ্যানালাইসিস করুন তবেই সফল হতে পারবেন।

sharifulbaf
2015-12-27, 12:03 PM
ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে চাইলে অনেক কিছু মেনে ফরেক্স ব্যাবসা করতে হবে,ফরেক্স মার্কেট এ ট্রেড দেওয়ার পুর্বে মার্কেট এনালাইসিস করে ট্রেড দেওয়া,ফরেক্স নিউজ নিয়মিত দেখা ট্রেন্ডের বিপরীত ট্রেড ওপেন না করা, ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা,অভার ট্রেড না করা।

Chor01
2015-12-27, 05:10 PM
হা অবশ্যই কিছু কথা মানতে হবে কারন আপনি কিছু না মানেনে তাহলে কাজ কি ভাবে করবেন ।তার মদ্ধে আমি প্রথমে রাখব আপনি লোভ কে কন্ট্রোল এ রাখুন। কিছু না বুজলে এনালাইসিস করুন , যে টা বুজেন না সেতা নিয়ে আলচনা করুন অন্নের সাথে । এতে আপনার সমসসা দূর হবে এবং আর একজন ও সুফল পাবে। ডেমো ট্রেড করে আপনি অভিজ্ঞতা অর্জন করুন । ট্রেড করুন ভারচুআল রিয়াল । ধন্যবাদ সবাই কে।

Selim BU
2015-12-27, 05:36 PM
ফরেক্সে আসার আগে অবশ্যই কিছু কথা মানতে হবে। নইলে অনেক বড় সমস্যা পড়তে হবে। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি যদি ভাসা ভাসা জানেন তবে ফরেক্স আপনার জন্য খুবই রিস্কি সেক্টর। এখানে আপনি মুহুর্তে হয়ে যেতে পারেন গেইনার আবার মুহুর্তের মাঝেই হয়ে যেতে পারেন লুজার।

Marufa
2015-12-27, 05:39 PM
ফরেক্স এ মানার জিনিসের অভাব নেই । কিন্তু অনেক সত্য কথা হল আমরা সবকিছু জানা সত্যেও কোন কিছু মেনে চলি না । এটাই সবচেয়ে বড় ভুল । সিন্ধান্ত নিয়েছি আর একটিও ভুল করব না ইনশাল্লাহ । তবে সফলতা আসবে ।

sumekus
2015-12-31, 12:07 AM
এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিত।

gazigazi
2015-12-31, 12:17 AM
ফরেক্স আয় করার একটি ভাল মাধ্যম। কিন্তু আয় করার আগে অবস্যই যেনে নিতে হবে কিভাবে আয় করা যায়। কি কি নিয়ম মেনে চললে ফরেক্স এ সফল হওয়া যায়। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল প্রশিক্ষণ না নিয়ে ফরেক্স এ আয় করতে চান তবে আপনার লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে।

anita
2015-12-31, 08:23 AM
ফরেক্স মার্কেটে আস্তে হলে কিছু কথা মান্ততে হবে কারন যেকোনো কাজে গেলে সেই কাজের যে নিয়ম আছে সেগুল মানতে হবে কারন যেকোনো কাজের আলাদা আলাদা একটি নিয়ম আছে সেই নিয়ম মেনে কাজ না করলে সেই সফলতা পাওয়া জায় না তাই ফরেক্স মার্কেটে আস্তে হলে সেই নিয়ম মেনে ফরেক্স মারকে.টে আস্তে হবে এবং ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ব্যবসা করতে হবে ।

raju0000
2015-12-31, 01:28 PM
রিস্ক ম্যানেজমেন্ট বুঝা অনেক জরুরি, রিস্ক ম্যানেজমেন্ট না বুঝে থাকলে আপনি চিন্তা ও করতে পারবেন না যে আপনার একাউন্ট কত দ্রুত শূন্য হয়ে যাবে. সুতরাং রিস্ক অমান্গেমেন্ট বুজাহ দরকার একাউন্ট এ লিভারেজ বুঝে নেয়া উচিত. সতর্ক থাকতে হবে যে আপনি কত বড় লত এর ট্রেড নিছেন, আপনার একাউন্ট কতটা ঝুকিতে যাছে, আপনি সেটা পোষাতে পারবেন কিনা !

RUBEL MIAH
2016-02-05, 10:01 PM
ফরেক্সে আসতে হলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে । এই নিয়ম যে মানতে পারবে সে অবশ্যই সফলবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ফরেক্স নিয়ম অবশ্যই মানতে হবে । যেমন : লিভারেজ কম থাকতে হবে , ফরেক্স নিউজ দেখতে হবে , মার্কেট এ্যানালাইসিস করতে বে তাহলে অবশ্যই সফলকাম হতে পারবে ।

razu777
2016-02-05, 10:24 PM
হ্যা অবশ্যই আমি মনে করি ফরেক্স অবশ্যই রিস্কি একটা সেক্টর যা নতুনদের বুঝতে হবে। তাদের সবকিছু মাথায় রেখেই আসতে হবে। যেহেতু এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিৎ।

MotinFX
2016-02-08, 11:40 AM
ফরেক্স মার্কেট অবস্যই রিস্কি তাই নতুন দের আসার আগে তাদের ফরেক্স মার্কেটের এই ঝুকি সম্পর্কে ভাল করে ধারনা নিতে হবে তাদের প্রথম একাউন্ট হতে হবে সেন্ট একাউন্ট তাহলে সে এটাদিয়ে ফরেক্স থেকে ভাল আয় করতে পারে দিরে দিরে সে এই মার্কেটে স্টেন্ডার্ড একাউন্ট করতে পারে তার নিজেকে সেবাবে গরে তুলতে হবে । এই মার্কেটে এন্তত আমাদের এক বছর সময় দিতে হবে।

Vision
2016-02-08, 06:48 PM
আপনি উপযুক্ত একটা বিষয় নিয়েই পোস্ট দিলেন । আমাদের মাঝে অনেক ট্রেডারকে দেখা যায় তারা অনেকটা ঝোঁকের বসে এই মার্কেটে চলে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ হল টাকার লোভ ! সে কারো থেকে হয়তবা শোনে ফরেক্সে অনেক লাভ করা যায় , আর এই ধারণা থেকে সে ফরেক্সে চলে আসে কিন্ত যখন আসে তখন দেখে টাকা আসার জণ্য অনেক কষ্ট ও কৈশল জানতে হয় ঠিক তখনই ওই ধরনের ট্রেডাররা হতাশ হয়ে পড়ে এবং ফরেক্সের নামে বদনাম করে । তাই যথাসম্ভব সার্বিক বিষয় জেনেশুনেই আসতে হবে ।

Moon
2016-05-29, 11:55 PM
কথা স্বল্প বললেও এই কথাগুলোর ব্যাপ্তি অনেক গভীর ছিল । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে লাভবান হতে হলে অবশ্যেই আমাদেরকে অনেক বেশি করে লেগে থাকতে হবে মার্কেটের পিছনে । তবে মনে রাখতে হবে যে এই সেক্টর অনেক বেশি ঝুঁকিপূর্ণ একটা সেক্টর । আর এই সেক্টরে যে যত ভাল ম্যানেজমেন্ট টেকনিক শিখতে পারবে তার অগ্রগতি সবচেয়ে বেশি হবে ।

amin rabby
2016-05-30, 12:02 AM
ফরেক্সে আসতে হলে আগেই জানা দরকার ফরেক্স কি,কিভাবে কাজ করে,ব্যবসায় ঝুঁকি কেমন। কারন এই ব্যবসায় লাভের থকে লসের পরিমাণই বেশি হয়। দক্ষতা না থাকলে ব্যবসায় টিকা সম্ভব না। এছাড়াও ফরেক্স ট্রেডে পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করতে হয় মার্কেটে টিকে থাকার জন্য। অনেকেই মনে করে ট্রেড করা সহজ এবং মুনাফা বেশি, তবে বাস্তবিক দিকে এটা তত সহজ না এবং মুনাফাদায়ক হয় না।

Audhidul
2016-05-30, 01:15 AM
ফরেক্স আসতে হলে শিখার মনোভাব নিয়ে আসতে হবে ।ট্রেড করা বড় কথা নয় । রুটিন করে ফরেক্স নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে ।ফরেক্স এমন একটা বিষয় যেখানে জ্ঞানের শেষ বলতে কিছু নেই ।যতই পড়বেন ততই নতুন নতুন বিষয় জানতে পারবেন ।

Mrs.SaoudiaIslam111989
2016-05-30, 02:28 AM
ফরেক্স ট্রেডিংয়ে নিশ্চই একটি স্বপ্ন নিয়ে আপনি আসবেন আর সেই স্বপ্ন যেন এক মূহুত্বের মধ্যে ভেঙ্গে না যায় তার জন্য আপনাকে ফরেক্সের রিয়াল ট্রেডিংয়ে ডিপোজিট করার পূর্বে অবশ্যই অনেক বেশি ট্রেডিংয়ে পারদর্শিতা লাভ করতে হবে অর্থাত নিজেকে ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ করে তুলতে হবে।

aida
2016-11-26, 12:39 AM
যে পেশায় অনেক সহজে আয় করা যায় সেই পেশা অনেক কঠিন। ফরেক্স অনেক সহজ মনে হলেও আম্আর কাছে ফরেক্স অনেক কঠিন একটা বিষয়। কারন এখানে যে ভাবেই ট্রেড করেন না কেন তা কেবল অনুমান এর উপর ভিত্তি করেই। আর ভবিষ্যৎ সরবদাই অনিশ্চিত। তাই ফরেক্স কে সহজ ভাবে না নিয়ে কঠিন ভাবে নিয়ে ট্রেড করেন আপনি সফল হবেন।

uzzal05
2016-11-26, 10:53 AM
বিনা পরিশ্রমে ফরেক্স কেন পৃথিবীর কোন কাজে সফলতা পাওয়া সম্ভব না। আর পরিশ্রম হছে সুভাবগ্যর প্রসূতি। ফরেক্স এ সময় দিলে অব্যশই এখানে ভাল কিছু করা সম্ভব। ফরেক্স নিয়ে স্টাডই করলে ফরেক্স এ ভাল আয় করা সম্ভব। আর ট্রেড করলে অভিজ্ঞতা বাড়বে।

ONLINE IT
2016-11-26, 11:00 AM
হ্যা ফরেক্স আসলেই একটি রিক্সি ব্যবসা। এ ব্যবসায় আসলে এ কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে। তবে আপনি যদি ফরেক্স বুঝতে পারেন এবং ঠিক মত এ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনার কাছে রিক্স অনেক কমে যাবে। ফরেক্সে এ এ্যানালাইসিসের কোন বিকল্প নাই। বেশি বেশি মার্কেট নিয়ে ঘাটতে হবে তবেই আপনি ফরেক্স শিখতে পারবেন।

spring
2016-11-26, 11:01 AM
ফরেক্সে আসা যত সহজ টিকে থাকা তত কঠিন।তাই ফরেক্স এ আসতে হলে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে অধিক অনুশীলন করতে হবে । যেহেতু ফরেক্স খুব রিক্স এ জন্য ট্রেডার এর খুব ধৈর্যশীল মনমানসিকতা থাকতে হবে তা না হলে সে তার সঠিক লক্ষে পৌছাতে পারবে না । ট্রেডার কে অবশ্যই ফরেক্স মার্কেটে এনালাইসিস সম্পর্কে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে ।

RUBEL MIAH
2017-02-17, 05:25 PM
ফরেক্স ব্যবসায় আসতে হলে অবশ্যই কিচু না কিছু নিয়ম মেনে চলতে হবে । যে ট্রেডার এই নিয়ম মেনে চলবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । অতএব বেশী বেশী আমরা ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস অবশ্যই আমাদের করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nbfx
2017-02-18, 04:19 PM
ফরেক্স একটি ব্যবসা । ফরেক্স শিখতে হলে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী দরকার ঃ-
(ক) যে কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা।
(খ) অতিরিক্ত লোভ থেকে বিরত থাকা।
(গ) নিয়ম মেনে চলা।
(ঘ) এনালাইসিস এবং যুক্তি দিয়ে ট্রেড করা
(ঙ) লিভারেজ যথাসম্ভব কমিয়ে ট্রেড করা।১:২৫ হলে ভাল হয়।
(চ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
(ছ) অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(জ) লং টাইম ট্রেড করা।

asik
2017-02-25, 01:13 PM
ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে ফরেক্সে আসতে হবে।যেহেতু ফরেক্স খুব রিক্স এ জন্য ট্রেডার এর খুব ধৈর্যশীল মনমানসিকতা থাকতে হবে তা না হলে সে তার সঠিক লক্ষে পৌছাতে পারবে না । ট্রেডার কে অবশ্যই ফরেক্স মার্কেটে এনালাইসিস সম্পর্কে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে ।

riponinsta
2017-02-25, 02:49 PM
ফরেক্স মার্কেট এ আপনাকে ট্রেড করতে হলে আপনাকে কিছু কথা মেনে ট্রেড করতে হবে তা না হলে আপনি ফরেক্স মার্কেট এ অনেক অনেক ডলার লস করবেন আর আপনি যদি ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে ট্রেড করলে আপনি লস করলেও আপনি পরে লাভ করতে পারবেন এই ফরেক্স মার্কেট থেকে যেমন আপনি ১০% রিস্ক নিয়ে ট্রেড করলেন তখন আপনার পরপর ১০ টা ট্রেড লস করলেই অ্যাকাউন্ট ০ হয়ে যাবে আবার আপনি যদি স্টপ লস না দিয়ে ট্রেড করলেন তখন আপনার এক ট্রেড এ অ্যাকাউন্ট ০ হয়ে জাইতে পারে

mdtorikul
2017-02-25, 03:39 PM
আমার মতে ফরেক্সে আসতে হলে প্রয়োজন প্রচুর অধ্যবসায় ও পরিশ্রমের । এখানে টিকে থাকতে হলে অবশ্যই hard working হতে হবে। অন্ধের মত অন্যের কথা না শুনে নিজে পড়াশোনা করে নিজের বুদ্ধি ও প্রজ্ঞা খাটিয়ে ট্রেড করলে সফল হওয়া সম্ভব।

anwaribrahim
2017-02-25, 03:49 PM
আমার মতে ফরেক্স এ আসতে হলে আপনাকে কিছু কথা মানতে হবে। আপনাকে ফরেক্স ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে তা না হলে আপনি ফরেক্স করে সুবিধা করতে পারবেন না । আমার মতে আপনাকে আগে ডেমো ট্রেড করে ফরেক্সের বাই ও সেল কোনটা কোরতে হবে তা জানতে হবে। এচাডা ফরেক্স এ আস্তে হলে ফরেক্স সিগ্নালের খোজ খোবর নিতে হবে । তাই আমার মতে ফরেক্স আসতে হলে কিছু কথা মানতে হবে।:woo:

biplopkumardas007
2017-02-25, 06:00 PM
আমি বলবো ফরেক্স অবশ্যই রিস্কি একটা সেক্টর যা নতুনদের বুঝতে হবে। তাদের সবকিছু মাথায় রেখেই আসতে হবে। যেহেতু এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিৎ।

Rana2017
2017-02-25, 06:01 PM
ফরেক্সে আসার আগে ফরেক্স নিয়ে গুগলে ভালোভাবে সার্চ দিয়ে ফরেক্স নিয়ে লেখা টপিকসগুলো খুব ভালোভাবে পরতে হবে। উইকিপিডিয়াতে ফরেক্সের ইতিবৃত্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। তাহলেই বুঝতে পারবেন ফরেক্স জিনিসটা কি। তারপর বেবিপিপস অথবা বিডিপিপস সাইটে গিয়ে প্রথম থেকে ভালোভাবে পড়লে ফরেক্সের এনালাইসিসগুলো খুব ভালোভাবে শেখা যায়।

shohanjacksion
2017-02-25, 06:09 PM
নতুন কেউ ফরেক্সএ আসার আগে মাথায় রাখতে হবে যে- এটা খুবই রিস্কি একটি সেক্টর। এখানে বিনা কষ্টে বিনা পরিশ্রমে বিনা অভিজ্ঞতায় আয় করা যায় না।
কমপক্ষে ৬ মাস শিখতে হবে আর প্রথম ইনভেষ্টটি হবে সর্বোচ্চ ১০ ডলার তাও সেন্ট একাউন্টে ১০০০ সেন্ট
অনেক সুন্দর এবং মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ফরেক্স মার্কেট খুবই ঝকিপূর্ন। এ আমরা সবাই জানি।

SheikhAshrafulIslam468
2017-02-25, 08:37 PM
আমি মনে করি ফরেক্স আয় করার একটি ভাল মাধ্যম। কিন্তু আয় করার আগে অবস্যই যেনে নিতে হবে কিভাবে আয় করা যায়। কি কি নিয়ম মেনে চললে ফরেক্স এ সফল হওয়া যায়। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল প্রশিক্ষণ না নিয়ে ফরেক্স এ আয় করতে চান তবে আপনার লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে।

Mamun13
2017-02-25, 08:46 PM
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷এর ব্যতিক্রম হলেই মার্কেটে টিকে থাকা ও লাভ করা খুব কঠিন,প্রায় অসম্ভব৷

H M R Al Amin
2017-03-03, 05:24 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে কিছু কথা এমার্জেন্সি মনে রাখতে হবে । প্রথমেই আপনাকে মাথা ঠান্ড রাখতে হবে । এই ব্যবসা করে প্রতি বছর অনেক লোক শেষ হয়ে যায় তাদর টাকা পয়সা শেষ করে দেয় । শুধু মাত্র তাদের ভূলের কারনে । আপনাকে প্রথমে মার্কেট বুঝতে হবে প্রথমে আপনাকে ডেমোতে কাজ করতে হবে কমকরে হলেও ০১ বছর তার পরে আপনাকে রিয়েল একাউন্টে আসতে হবে । আপনাকে বেশি করে মার্কেট এনালাইসেস করতে হবে ।

shohanjacksion
2017-03-03, 06:20 PM
নতুন কেউ ফরেক্সএ আসার আগে মাথায় রাখতে হবে যে- এটা খুবই রিস্কি একটি সেক্টর। এখানে বিনা কষ্টে বিনা পরিশ্রমে বিনা অভিজ্ঞতায় আয় করা যায় না।
কমপক্ষে ৬ মাস শিখতে হবে আর প্রথম ইনভেষ্টটি হবে সর্বোচ্চ ১০ ডলার তাও সেন্ট একাউন্টে ১০০০ সেন্ট
ভাই ,আপনাকে অসংখ্যা ধন্যবাদ। খুব ভাল একটি পরামর্শ দিয়েছেন ভাই। আমি যখন নতুন অবস্থায় ছিলাম তখন কউ আমাকে এইভাবে পরামর্শ দেয়নাই। সেন্ট একাউন্টে কম ব্যালেন্স নিয়ে ট্রেড করা ভাল। তবে ছয় মাসের জায়গায় সময়টা যদি দুই বা তিন বছর ডেমোতে করা যায় তবে সবচেয়ে ভাল অভিজ্ঞতা নিয়ে রিয়েল ট্রেডিং এ যাওয়া সম্ভব।

Tazul Islam
2017-03-04, 06:24 PM
তাই ফরেক্স কে সহজ ভাবে না নিয়ে কঠিন ভাবে নিয়ে ট্রেড করেন আপনি সফল হবেন।তবে ফরেক্স নতুনদের জন্য অনেক কঠিন একটা বিষয় ৤ তাই যে কেউ এখানে আসার আগে অন্তত পক্ষে এটা যাচাই করা উচিত যে ফরেক্স কি তাদরে জন্য উপযুক্ত কিনা ৤ যদি যাচাই করার পর তাদের মনে হয় যে এটা আমরা পারব তবে অবশ্যই ফরেক্স-এ আপনাকে স্বাগতম।এটি অনেক কঠিন কাজ। এ কাজে অনেক রিস্ক আছে। আর তাকে ধৈর্য্যশৗল হতে হবে।

reser
2017-03-14, 09:10 PM
ফরেক্স অবশ্যই রিস্কি ব্যাবসা তাই আমাদেরকে এখানে আসার আগে ভালোকরে ফরেক্স শিখে আসতে হবে।যাতেকরে আমরা এখান থেকে কোনরকম ক্ষতির সম্মুখীন না নই।সফল হবার জন্য পর্যাপ্ত অভিজ্ঞ হয়েই আমাদেরকে ফরেক্সে আসতে হবে।

monorom
2017-03-15, 04:28 PM
আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং এ অনেক ঝুঁকি রয়েছে । প্রতিটি ব্যবসায় ঝুঁকি রয়েছে । তাই আমাদের এই ঝুঁকি কমিয়ে আনতে আমাদের আগে ফরেক্স ট্রেডিং ভালো করে শিখতে হবে । আপনি ফরেক্স ট্রেডিং এ যত বেশী অনুশীলন করবেন আপনার তত বেশী অভিজ্ঞতা অর্জন হবে । ফরেক্স এ নতুনদের জন্য আগে ডেমো ট্রেডিং কম পক্ষে ৬ মাস করতে হবে এবং সঠিক নিয়মে ধৈর্যশীল হয়ে ফরেক্স ট্রেডিং চালিয়ে যেতে হবে ।

asaa
2017-03-15, 07:24 PM
আমার মতে ফরেক্স অবশ্যই রিস্কি একটা সেক্টর যা নতুনদের বুঝতে হবে। তাদের সবকিছু মাথায় রেখেই আসতে হবে। যেহেতু এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিৎ।

Md Masud
2017-03-17, 10:41 PM
যেকোন কাজ করতে হলে কিছু নিয়ম মানতে হয় । অামরা নিয়মের বাহিরে থাকিলেই সমস্যায় পড়ে যেতে পারি । বেশী করে এ্যানালাইসিস প্রয়োজন টিকে থাকার জন্য অথবা অসিত্ব ধরে রাখার জন্য । অামরা লস করি নিজেদের জন্য । নিজেরা লোভ সামলাতে পারি না বিদায় সমস্যায় পড়ে যাই ।

Competitor
2017-06-25, 06:33 PM
ফরেক্স আসলেই একটা রিস্ক সেক্টর । এখানে যে কেউ ট্রেডার হিসেবে অাসলে ট্রেডার পরিচয়ে দীর্ঘদিন এই মার্কেটে টিকে থাকা অনেক কষ্টকর । তাই টিকে থাকার প্রধান শর্ত হলো আপনাকে দক্ষতা অর্জণ করতে হবে । যে যত বেশি দক্ষ সে তত বেশি পরিমানে এই মার্কেটে টিকে থাকবে । এটাই হয়ে আসছে । আর ফরেক্সকে সর্বদা নিজের মার্কেট হিসেবেই দেখতে হবে ।

morshed naim
2017-06-26, 01:28 AM
ফরেক্স অনেক সহজ মনে হলেও আম্আর কাছে ফরেক্স অনেক কঠিন একটা বিষয় কারন যত আপনার অভিজ্ঞতা বারবে তত আপনি ভালো ফলাফল পাবেন।এখানে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে চলতে হবে এবং এনালাইসিস এবং যুক্তি দিয়ে ট্রেড করতে হবে সে অবশ্যই সফলকাম হতে পারবে।

Md_MhorroM
2018-12-30, 09:44 PM
ধন্যবাদ আপনি উপযুক্ত একটা বিষয় নিয়েই পোস্ট দিলেন । আমাদের মাঝে অনেক ট্রেডারকে দেখা যায় তারা অনেকটা ঝোঁকের বসে এই মার্কেটে চলে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ হল টাকার লোভ ! সে কারো থেকে হয়তবা শোনে ফরেক্সে অনেক লাভ করা যায় , আর এই ধারণা থেকে সে ফরেক্সে চলে আসে কিন্ত যখন আসে তখন দেখে টাকা আসার জণ্য অনেক কষ্ট ও কৈশল জানতে হয় ঠিক তখনই ওই ধরনের ট্রেডাররা হতাশ হয়ে পড়ে এবং ফরেক্সের নামে বদনাম করে । তাই যথাসম্ভব সার্বিক বিষয় জেনেশুনেই আসতে হবে ।

Rider
2018-12-30, 09:48 PM
অবশ্যই আমি মনে করি ফরেক্স অবশ্যই রিস্কি একটা সেক্টর যা নতুনদের বুঝতে হবে। তাদের সবকিছু মাথায় রেখেই আসতে হবে। যেহেতু এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিৎ।

ruman
2018-12-30, 09:54 PM
ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে চাইলে অনেক কিছু মেনে ফরেক্স ব্যাবসা করতে হবে,ফরেক্স মার্কেট এ ট্রেড দেওয়ার পুর্বে মার্কেট এনালাইসিস করে ট্রেড দেওয়া,ফরেক্স নিউজ নিয়মিত দেখা ট্রেন্ডের বিপরীত ট্রেড ওপেন না করা, ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা,অভার ট্রেড না করা।

Ronesh186
2018-12-31, 07:23 AM
সকল ব্যবসাতে কম বেশি ঝুকি আছে। ফরেক্সও সেইক্ষেত্রে ব্যতিক্রম নয়। ফরেক্সে আসতে হলে সর্বপ্রথম কাজ হল ফরেক্সের কার্যক্রমগুলি সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকতে হবে। এর জন্য আপনাকে মিনিমাম ৬ মাস ডেমো ট্রেডিং করা উচিৎ। এতে আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান বাড়বে। কিন্তু অদক্ষ হয়ে কাজ করলে এখান থেকে আপনার সফলতা নাও আসতে পারে। তাই অবশ্যই ফরেক্সে আসতে হলে এখানকার কাজগুলি গুরুত্বসহকারে শিখে নেওয়া জরুরী।

TanjirKhandokar1994
2019-01-09, 11:52 AM
আমি মনে করি মনুষের পক্ষে এই দুনিয়ায় কঠিন বলে কিছু নেই। কারণ মানুষ চাইলে সবই করতে পারে। এখানে যে কাজটি আপনি জানেন না সেই কাজটা হয়তো আপনার কাছে কঠিন মনে হবে। তবে ফরেক্স ট্রেডিং নতুনদের জন্য কিছুটা কঠিন একটা বিষয়। তাই এখানে নতুন কেউ আসার আগে অন্তত পক্ষে এটা যাচাই করা উচিত যে ফরেক্স ট্রেডিং কি তাদরে জন্য উপযুক্ত কিনা। যদি যাচাই করার পর আপনাদের মনে হয় যে এটা আমরা পারব তবে অবশ্যই ফরেক্স-এ আপনাকে স্বাগতম। এখানে শুরুতেই বলেছি যে মানুষের কাছে কোন কাজই কঠিন কাজ না। মানুষ চাইলেই পুরো পৃথিবী জয় করতে পারে। ধন্যবাদ

Jony Shill
2019-01-09, 03:47 PM
নতুনরা যখন এখানে আসবে।তাদেরকে অনেকটা কাজ শিখতে হবে এমনকি ৬ মাস তাদেরকে কাজ করেই জেতে হবে।অভিজ্ঞতা লাভ করার পর আপনি কতটুকু পরিশ্রম করতে পারছেন এটা দেখে তারপর আপনাকে ১০ ডলার ইনভেস্ট করতে হবে এবং তা কাজে লাগিয়ে আপনি অনেক টাকা লাভ করতে পারবেন।

fxjaman
2019-01-09, 04:02 PM
হ্যাঁ ভাই আমিও আপনার সাথে একমত। এখানে ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই সবসময় একটা কথা মনে রেখে কাজ করতে হবে যে এই মার্কেট-টা অনেক রিসকি/কঠিন একটা ব্যবসা। তাই এখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে ভেবে-চিন্তে নিতে হবে, ধৈর্য্য ধারন করে ট্রেডগুলো সঠিক পজিশনে নিতে হবে, মানি ম্যানেজম্যান্ট ও স্টপ লস সেট করে কাজ করতে হবে।

Mahidul84
2019-01-09, 06:19 PM
হ্যা আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। কারণ পৃথিবীতে এমন কোন কাজ নেই যেটা বৈধ পথে সহজভাবে টাকা ইনকাম করতে পারবেন। আর বৈধভাবে উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং দক্ষ ও অভিজ্ঞতা খাটিয়ে উপার্জন করতে হবে। আর তার জন্য আপনাকে ধৈর্য্য সহকারে মার্কেটের পজিশন বুঝতে হবে এবং মানি ম্যনেজমেন্ট ঠিক রেখে ট্রেডিং কৌশল পরিচালনা করতে হবে।

samirarman
2019-11-09, 03:12 PM
সাধারনত আমার মতে, ফরেক্সে আসতে হলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে । এই নিয়ম যে মানতে পারবে সে অবশ্যই সফলবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ফরেক্স নিয়ম অবশ্যই মানতে হবে । যেমন : লিভারেজ কম থাকতে হবে , ফরেক্স নিউজ দেখতে হবে , মার্কেট এ্যানালাইসিস করতে বে তাহলে অবশ্যই সফলকাম হতে পারবে।

KAZIMAJHARULISLAM
2019-11-09, 03:41 PM
হ্যাঁ ফরেক্স ব্যবসায় আসতে হলে বা ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। কারণ ফরেক্স একটি লাভজনক ঝুঁকিপূর্ণ ব্যবসা অর্থাৎ এখান থেকে যেমন লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফরেক্স মার্কেটে ব্যবসা শুরু করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী অধ্যাবসায়ী এবং ধৈর্যশীল হতে হবে। সেই সাথে ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে পাশাপাশি ফরেক্স ডিপোজিট করার মত মানসিকতা এবং অর্থ দুটোই থাকতে হবে। এবং তারপরেই আপনি ফরেক্স ব্যবসায় আসতে পারেন বা ফরেক্সে ব্যবসা আরম্ভ করতে পারেন। তবেসব সময় আপনাকে সতর্ক থেকে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করতে হবে। না হলে লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এমনকি অতিরিক্ত লস করে ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হবেন।

ARD
2019-11-09, 05:12 PM
আমি এখানে ফরেক্সে প্রবীণ এবং প্রতিবারই আমি এটি সম্পর্কে শিখতে শুরু করে নিজেকে শুরুতে পেয়েছি এবং আমি মনে করি যে আমি এখানে দীর্ঘসময় ধরে বাণিজ্য করতে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমার প্রয়োজন এবং এটি আমাকে হতাশ করেছে এবং এই সমস্ত নিয়মগুলিকে এই সমস্ত নিয়ন্ত্রণগুলিতে সহায়তা করতে পারে না আমি বুঝতে পারছি না এটি এই সময়ের চেয়ে সহজ ছিল আমি এটি খুব শক্ত খুঁজে পেয়েছি।

PK_SHIKDER
2019-11-09, 05:27 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম । আমি ও আপনাদের উপরিউক্ত মতামতের প্রসঙ্গে একমত আছি । আমি মানি যে,,, এই ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে এবং এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে । তারপর রিয়েল ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।

এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,, ধন্যবাদ ।

ARD1
2019-12-31, 08:31 PM
মুদ্রায় আমাদের খুব কঠোর পরিশ্রম করা উচিত কারণ কঠোর পরিশ্রম ছাড়া আমরা কখনই তা অর্জন করতে পারি না এবং নতুন সদস্যকে যথাসম্ভব কঠোর পরিশ্রম করা দরকার ফরেক্স একটি ভাল ব্যবসা লোকেরা এর সদ্ব্যবহার করেছে, সুতরাং আপনার কাছ থেকে একই পরামর্শ নিয়ে, আপনার যত বেশি জ্ঞান

KF84
2019-12-31, 11:54 PM
নতুন কেউ ফরেক্সএ আসার আগে মাথায় রাখতে হবে যে- এটা খুবই রিস্কি একটি সেক্টর। এখানে বিনা কষ্টে বিনা পরিশ্রমে বিনা অভিজ্ঞতায় আয় করা যায় না।
কমপক্ষে ৬ মাস শিখতে হবে আর প্রথম ইনভেষ্টটি হবে সর্বোচ্চ ১০ ডলার তাও সেন্ট একাউন্টে ১০০০ সেন্ট
হ্যাঁ আমিও একমত আপনার সাথে এই ব্যপারে যে প্রত্যেক ব্যক্তিই যারা ফরেক্স ব্যবসাটি করতে আগ্রহী হবে তাদের কিছু বিষয়ের কথা মাথায় রেখে এবং তা সঠিক ভাবে পালন করতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তারপর ফরেক্স শুরু করতে হবে । এখানে আমি বলব যে একটি ট্রেডার শুরুর প্রথমেই মনে করবে যে ফরেক্স খুবই রিস্ক ব্যবসা তা নয় তবে আমরা যারা ট্রেডার তাদের ভুলের কারনেই এই ব্যবসায় অনেক রিস্ক তৈরি হয় । তাই আমাদের একজন প্রফেশনাল দৃষ্টিকোণ নিয়ে এই ব্যবসাটি পরিচালনা করতে হবে তা হলেই কেবল আমরা এখানে আমাদের ক্যরিয়ার গড়তে পারব ।

MINARULRFL100
2020-01-01, 09:22 AM
ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতে হলে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে আর তাহলো নিজের প্রতি আত্ববিশ্বাস।সব সময় মনে করতে হবে আমি পারবো।আর সেই বিশ্বাস একদিন আপনাকে উপরে উঠতে সাহায্য করবে।আর পাশাপাশি ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে এনালাইসিস করতে হবে এবং কখনো লোভ করা যাবে না।ফরেক্স মার্কেটে যদি কেউ লোভ সংবরণ করতে পারে তাহলে সে সাকসেস হবেই এইটা আমি বিশ্বাস করি।তাই সকলের লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে।

expkhaled
2020-01-01, 12:00 PM
ফরেক্স ট্রেড এ আসতে হলে অবশ্যই আমাদের কিছু নিয়মকানুন জেনে এবং অনেক অনেক স্টাডি এবং প্র্যাকটিস করে আসতে হবে। ফরেক্স ট্রেড হলো ১০০ভাগ রিস্কি ব্যবসা লস হলে সব যাবে কোন কিছু অবশিষ্ঠ থাকে না। তাই ফরেক্স ট্রেড করার আগে ভালভাবে শিখতে হবে এবং তারপর ট্রেড করতে হবে। তবে কিছু নিয়ম কানুন অবশ্যই জানা উচিত যেমন : মার্কেট এনালাইসিস করা এবং যত বেশী পরিমানে সুক্ষ ভাবে এনালাইসিস করা শিখতে পারবেন তত বেশী আইডিয়া করতে পারবেন মার্কেট কোন দিকে যেতে পারে। কারন আমাদের কিন্তু আইডিয়া করার যোগ্যতা থাকতে হয়ে ফরেক্স এ ট্রেড করার জন্য। মানিম্যানেজমেন্ট এর উপর দক্ষতা থাকতে হবে এবং অনেক অনেক ধৈর্য্য থাকতে হবে।

samun
2020-01-01, 12:02 PM
ফরেক্স অবশ্যই রিস্কি একটা সেক্টর যা নতুনদের বুঝতে হবে। তাদের সবকিছু মাথায় রেখেই আসতে হবে। যেহেতু এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিত।

Hredy
2020-01-01, 05:30 PM
কথা স্বল্প বললেও এই কথাগুলোর ব্যাপ্তি অনেক গভীর ছিল । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে লাভবান হতে হলে অবশ্যেই আমাদেরকে অনেক বেশি করে লেগে থাকতে হবে মার্কেটের পিছনে । তবে মনে রাখতে হবে যে এই সেক্টর অনেক বেশি ঝুঁকিপূর্ণ একটা সেক্টর । আর এই সেক্টরে যে যত ভাল ম্যানেজমেন্ট টেকনিক শিখতে পারবে তার অগ্রগতি সবচেয়ে বেশি হবে ।

IFXmehedi
2020-01-03, 08:54 PM
ভাই ফরেক্স মার্কেটে আমরা সবাই ট্রেড করি অর্থ উপার্জনের জন্য । কিন্তু ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করা কিন্তু খুব একটা সহজ কোন বিষয় নয় । তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ আস্তে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে । যেমন ঃ আপনি যতই ব্যস্ত থাকুন না কেন দিনে একবার হলেও মার্কেটের খোঁজ নিতে হবে , আপনি ফরেক্স ট্রেডিং শেখার পরে নিয়মিত অনুশীলনের উপরে থাকতে হবে এবং ধৈর্যশীল হয়ে নিজের জ্ঞানের উপর নির্ভর করে ফরেক্স মার্কেট আনাল্যসিস করে ট্রেডিং করতে হবে ।

saraa
2020-02-25, 01:26 PM
আমার প্রিয় আপনি কেন ফরেক্সের মতো বাজার এবং ব্যবসায় কেন একটি ছোট উচ্চাকাঙ্ক্ষা রাখছেন যেখানে আপনি খুব দীর্ঘ উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্ন দেখতে পারেন এবং এটি সত্য করে তুলতে পারেন, সামান্য উচ্চাকাঙ্ক্ষা থাকা ভাল নয় কারণ মানুষের সক্ষমতাটির কোনও সীমা নেই এটি আমাদের অভ্যন্তরীণ অংশে তা অর্জন করতে পারে না যদি আমরা এটিকে প্রকাশ করার সুযোগ দিই, তাই ঘুম থেকে উঠুন এবং আমার প্রিয়তাকে বড় স্বপ্ন দেখুন এবং এই ব্যবসায় এবং জীবনেও সেরা হয়ে উঠুন।

Fardin02
2020-03-16, 11:55 PM
ফরেক্স ট্রেডিংয়ে নিশ্চই একটি স্বপ্ন নিয়ে আপনি আসবেন আর সেই স্বপ্ন যেন এক মূহুত্বের মধ্যে ভেঙ্গে না যায় তার জন্য আপনাকে ফরেক্সের রিয়াল ট্রেডিংয়ে ডিপোজিট করার পূর্বে অবশ্যই অনেক বেশি ট্রেডিংয়ে পারদর্শিতা লাভ করতে হবে অর্থাত নিজেকে ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ করে তুলতে হবে।

Lubna1212
2020-03-16, 11:59 PM
সত্যই ফরেক্স অবশ্যই বিপদের একটি অংশ যা নতুনদের বোঝার প্রয়োজন। তাদের সব কিছু মনে রাখা দরকার। যেহেতু এটি বিপদের ক্ষেত্র, তাই এটি সম্পর্কে আমাদের ভাবতে হবে। ফরেক্স আরও ভাল শিখুন। আপনাকে ডেমো ব্রোকারে ধারাবাহিকভাবে রিহার্সাল করতে হবে। এই মুহূর্তে তদন্ত চারপাশে সুস্থ হওয়া উচিত। এই মুহূর্তে আসল আসল বিনিময় ফরেক্স।

black-hill
2020-03-17, 10:30 AM
যেহেতু ফরেক্স একটি অনলাইন বিজনেস আর মোটামুটি রিস্কি তাই ফরেক্স এ আসতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে অন্যথায় ফরেক্স এ আসলেও ফরেক্স হতে লাভবান হওয়া যাবে না ম

Fxxx
2020-03-17, 12:00 PM
ফরেক্স অবশ্যই রিস্কি একটা সেক্টর যা নতুনদের বুঝতে হবে। তাদের সবকিছু মাথায় রেখেই আসতে হবে। যেহেতু এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিৎ।

Rx100
2020-03-17, 12:48 PM
ফরেক্স আয় করার একটি ভাল মাধ্যম। কিন্তু আয় করার আগে অবস্যই যেনে নিতে হবে কিভাবে আয় করা যায়। কি কি নিয়ম মেনে চললে ফরেক্স এ সফল হওয়া যায়। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল প্রশিক্ষণ না নিয়ে ফরেক্স এ আয় করতে চান তবে আপনার লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে।

Md.Nasim Uddin
2020-03-17, 01:48 PM
ফরেক্স মার্কেটে আসতে হলে অবশ্যই পরে সম্পর্কে কিছু কথা আগে থেকেই জেনে রাখা ভালো। ফরেক্স সম্পর্কে সব ধারণাগুলো জেনেশুনে মার্কেটে অংশগ্রহণ করলে অবশ্যই একজন ট্রেডার সফলতা অর্জন করতে পারবে। কারণ মার্কেটে প্রচুর পরিমাণে ঝুঁকিপূর্ণ একটি জায়গা। যেখানে আপনি ইচ্ছা করলেই লাভ করতে পারবেন না। তাই আপনাকে ঝুঁকি নেওয়ার প্রত্যেকটা জায়গা কে চিহ্নিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে ফরেক্স মার্কেট সম্পর্কে সবকিছু জেনেশুনে কাজ করলে লাভবান হতে পারবেন।,,,,,ধন্যবাদ।

amreta
2020-03-17, 08:46 PM
নতুন কেউ ফরেক্সএ আসার আগে মাথায় রাখতে হবে যে- এটা খুবই রিস্কি একটি সেক্টর। এখানে বিনা কষ্টে বিনা পরিশ্রমে বিনা অভিজ্ঞতায় আয় করা যায় না।
কমপক্ষে ৬ মাস শিখতে হবে আর প্রথম ইনভেষ্টটি হবে সর্বোচ্চ ১০ ডলার তাও সেন্ট একাউন্টে ১০০০ সেন্ট

বিলকুল সর প্রধান কৃষি হুন কিমি ফরেক্স প্রধান কাম কর রহ হুন অর মৈং ইয়াহান সে বহুত হি আচ্ছা কাউন সা শাসক করনে কি কোশিশ ভী কর রাহা হুন লেকিন মুঝে পাত হ্যায় কি মৈ যাহ মেহনাত নাহিন করুঙ্গা থেকে মুঝে কাম হৈ অভি নাহি মাইলগী

Sapna1212
2020-03-17, 08:51 PM
এখন আপনি ঠিক বলেছেন i আমরা আমাদের দুর্দান্ত জ্ঞান থেকে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করি যাতে এতে সফলতার সাথে কাজ করে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি।

khadiza
2020-03-17, 09:42 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন সদস্য তবে এখানে ব্যাবসা করতে এসে আমি বুজতে পেরেছি যে, সবাই যেমন বলে এখানে অর্থ উপার্যন করা খুব সহজ কিন্তু আসলেই এইকথা সত্য নয়।কারন এখানে অর্থ উপার্যন করা খুব কঠিন।অর্থ উপার্জন করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই সাথে আপনাকে আরো একটি কথা মনে রাখতে হবে যে এই ফরেক্স মার্কেটে অনেক বড় বড় পরিবর্তন আপনার চোখের সামনে হবে কিন্তু পরিবর্তন দ্বারা প্রভাবিত না হয়ে মার্কেট এনালাইসিস করে তার পরই ট্রেডের ব্যাপারে সিধান্ত নিতে হবে এখানে যদি আপনি আবেগ ও লোভ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো ফল পাবেন সেই সাথে মানিম্যানেজমেন্ট র প্রতি খেয়াল রাখতে হবে গুরুত্বের সাথে মার্কেট এনালাইসিস করে জীবনে সফল হওয়া যায়।

Runil
2020-03-17, 09:44 PM
ফরেক্স আয় করার একটি ভাল মাধ্যম। কিন্তু আয় করার আগে অবস্যই যেনে নিতে হবে কিভাবে আয় করা যায়। কি কি নিয়ম মেনে চললে ফরেক্স এ সফল হওয়া যায়। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল প্রশিক্ষণ না নিয়ে ফরেক্স এ আয় করতে চান তবে আপনার লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে।

forex_fighter
2020-03-17, 09:47 PM
ফরেক্সে আসতে হলে আপনাকে অবশ্যই কিছু ফরেক্স সম্পর্কিত উপদেশ মানতে হবে আর তা হল মার্কেটের অনেক বড় বড় পরিবর্তন আপনার চোখের সামনে হবে কিন্তু পরিবর্তন দ্বারা প্রভাবিত না হয়ে মার্কেট অ্যানালাইসিস করে তার পরই ট্রেডের ব্যাপারে সিদ্ধান্ত নিন। ফরেক্সে আপনি অনেক ভাল করতে চাইলে আগে আপনার লোভ কে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রন করুন,আবেগ,উত্তেজনা কে নিয়ন্ত্রন করুন,মানি ম্যানেজমেন্টের প্রতি খেয়াল রাখুন,গুরুত্বের সাথে মার্কেট অ্যানালাইসিস করুন তবেই সফল হতে পারবেন।

sofiz
2020-03-17, 09:49 PM
এটা রিস্কি একটা সেক্টর তাই এটার সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। ভালোভাবে ফরেক্স শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে ডেমো ট্রেডারে। তারপর এনালাইসিস ভালো করে রপ্ত করতে হবে। তারপরই ফরেক্সে রিয়েল ট্রেড করতে আসা উচিত।

uzzal05
2020-03-17, 10:55 PM
ফরেক্স এ টিকে থাকতে হলে আপনাকে আগে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। আপনান কম ব্যালেন্ থাকলও আপনার একাউন্ট কখনোই জিরো হবে না। সেজন্য আপনাকে সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে। আর অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।

Habibur shaikh
2020-03-28, 07:10 PM
ফরেক্স আন্তর্জাতিক পর্যায়ের একটি ব্যবসায় মাধ্যম। এই মাধ্যমে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে। ফরেক্স বাজারে কাজ করার জন্য এই সকল নিয়ম-কানুন সঠিকভাবে মেনে চলার গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে এই সকল নিয়ম-কানুন মেনে না চললে ফরেক্স বাজারে সফলতা অর্জন করা সম্ভব নয়.... ধন্যবাদ।

Kane
2020-03-28, 07:15 PM
আসার আগে যে কথাটা মাথায় রাখতে হবে, যে পেশায় অনেক সহজে আয় করা যায় সেই পেশা অনেক কঠিন। শোনা অরথে ফরেক্স অনেক সহজ মনে হলেও আম্আর কাছে ফরেক্স অনেক কঠিন একটা বিষয়। কারন এখানে যে ভাবেই ট্রেড করেন না কেন তা কেবল অনুমান এর উপর ভিত্তি করেই। আর ভবিষ্যৎ সরবদাই অনিশ্চিত। তাই ফরেক্স কে সহজ ভাবে না নিয়ে কঠিন ভাবে নিয়ে ট্রেড করেন আপনি সফল হবেন।

SR12
2020-03-28, 08:03 PM
ফরেক্সে আসতে হলে আপনাকে হতে হবে কঠোর মনোযোগী এবং সঠিক ধৈর্য্য ধারন করার ক্ষমতা । তাছরা এখানে আপনাকে লোভ পরিহার করতে হবে এবং ফরেক্স শেখার জন্য কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো প্রাকটিস এর পিছনে সময় ব্যায় করতে হবে এবং একটি সঠিক স্ট্রাটেজি তৈরি করতে হবে পারফেক্ট ট্রেডিং এর জন্য।

martin
2020-03-28, 08:24 PM
হ্যাঁ ফরেক্স এ অনেক রিস্ক আছে । তবে আমার মতে যে কেও এই খানে আস্তে হলে জেনেশুনে আসা দরকার ।ফরেক্স এর জন্য দরকার ভালো অভিজ্ঞতা । আপনার আশেপাশের যে সব ট্রেড আর রা আছে আপনি তাদের কাস থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আপনি প্রথমে ডেমো তে ট্রেড করতে পারবেন । ওই খানে ট্রেড করে আপনি অনেক কিছু জনাতে পারবেন । এর ফলে আপনার রিয়াল ট্রেড এর জন্য অনেক অভিজ্ঞতা হবে । আমি মনে এটা আমাদের জন্য ভালো হবে।

Mdsofizuddin
2020-03-28, 08:32 PM
ফরেক্স ট্রেডিংয়ে নিশ্চই একটি স্বপ্ন নিয়ে আপনি আসবেন আর সেই স্বপ্ন যেন এক মূহুত্বের মধ্যে ভেঙ্গে না যায় তার জন্য আপনাকে ফরেক্সের রিয়াল ট্রেডিংয়ে ডিপোজিট করার পূর্বে অবশ্যই অনেক বেশি ট্রেডিংয়ে পারদর্শিতা লাভ করতে হবে অর্থাত নিজেকে ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ করে তুলতে হবে।

Jid13
2020-03-28, 08:43 PM
রিস্ক ম্যানেজমেন্ট বুঝা অনেক জরুরি, রিস্ক ম্যানেজমেন্ট না বুঝে থাকলে আপনি চিন্তা ও করতে পারবেন না যে আপনার একাউন্ট কত দ্রুত শূন্য হয়ে যাবে. সুতরাং রিস্ক অমান্গেমেন্ট বুজাহ দরকার একাউন্ট এ লিভারেজ বুঝে নেয়া উচিত. সতর্ক থাকতে হবে যে আপনি কত বড় লত এর ট্রেড নিছেন, আপনার একাউন্ট কতটা ঝুকিতে যাছে, আপনি সেটা পোষাতে পারবেন কিনা !

Sarder
2020-03-29, 04:35 AM
আমি দক্ষ বণিক নই বরং এই ব্যাখ্যা সম্পর্কে জানতে পারি যে কীভাবে বিশেষজ্ঞ ব্রোকারে পরিণত হতে হয়। বিশেষজ্ঞ ব্রোকারের কেবল একটি ইঙ্গিতটি হ'ল তিনি মোমবাতি ডায়াগ্রামে এই একক শিখা আচরণটি জানেন। একমাত্র শিখার পরিচালনা একটি বিশেষজ্ঞ ডিলার বুঝতে পারবেন যে এখন ক্রেতার পরিস্থিতি কী এবং বাজারে বিক্রেতার পরিস্থিতি যা দুর্দান্ত উপার্জন পাওয়ার জন্য খাঁটি বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ

বৈদেশিক মুদ্রার বিনিময়ে একটি শালীন ব্রোকার হওয়ার জন্য, আমাদের ক্রমবর্ধমান আরও বেশি কঠিন কাজ দরকার, তাই বিদেশি ক্ষেত্রে আমাদের কার্যকর হওয়া অবধি ফরেক্সে আমাদের কঠিন কাজ সম্পাদন করা এবং আমাদের কঠিন কাজটি চালিয়ে নেওয়া উচিত to আরও কী, বৈদেশিক মুদ্রার বিনিময় গ্রহণযোগ্যতার জন্য, আমাদের আমাদের অভিজ্ঞতা এবং তথ্য যথাযথভাবে প্রত্যাশিতভাবে তৈরি করা উচিত, যার সহায়তায় আপনি বৈদেশিক মুদ্রার বিনিময়ে ফরেক্স এবং একটি মার্জিত ডিলার ক্রমাগত উত্সাহ থেকে দূরে থেকে কাজ করে কাজ করতে পারেন।

একজন বিশেষজ্ঞ ব্রোকার এমন ফলস্বরূপ আতঙ্কে পরিণত হয় না, তবে তার সমৃদ্ধি তার সমৃদ্ধির পেছনে তাঁর কাজ। যা বাদ দিয়ে কণ্ঠস্বর সফল I আপনি যদি একজন বিশেষজ্ঞ ডিলার হিসাবে রূপান্তর করতে চান তবে সেই মুহুর্তে আপনারও একইভাবে বিশেষজ্ঞের ট্রেলারটিতে থাকা গুণটি থাকা উচিত। আরও কী, আপনি যে মানেরটি আপনার মধ্যে রেখেছেন সেই সুযোগে আপনি একইভাবে বিশেষজ্ঞ ডিলারে পরিণত হতে পারেন।

uzzal05
2020-03-29, 07:00 AM
আমরা ফরেক্স এ এসে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করি। আসলে আপনি যদি মার্কেট এ টিকে থাকতে চান তাহলে আস্তে আস্তে ট্রেড করতে হবে। খুব দ্রুত এখান থেকে কোটিপতি হওয়ার চিন্তা করা যাবে না। আপনাকে ছোট ছোট লাভ করে বড় হতে হবে।

Fxhuman
2020-03-29, 08:54 PM
ফরেক্সে আসতে হলে আগেই জানা দরকার ফরেক্স কি,কিভাবে কাজ করে,ব্যবসায় ঝুঁকি কেমন। কারন এই ব্যবসায় লাভের থকে লসের পরিমাণই বেশি হয়। দক্ষতা না থাকলে ব্যবসায় টিকা সম্ভব না। এছাড়াও ফরেক্স ট্রেডে পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করতে হয় মার্কেটে টিকে থাকার জন্য। অনেকেই মনে করে ট্রেড করা সহজ এবং মুনাফা বেশি, তবে বাস্তবিক দিকে এটা তত সহজ না এবং মুনাফাদায়ক হয় না।

smbiplob
2020-04-22, 11:31 PM
অনেক ট্রেডারকে দেখা যায় তারা অনেকটা ঝোঁকের বসে এই মার্কেটে চলে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ হল টাকার লোভ ! সে কারো থেকে হয়তবা শোনে ফরেক্সে অনেক লাভ করা যায় আর এই ধারণা থেকে সে ফরেক্সে চলে আসে মার্কেট এনালাইসিস করা এবং যত বেশী পরিমানে সুক্ষ ভাবে এনালাইসিস করা শিখতে পারবেন তত বেশী আইডিয়া করতে পারবেন মার্কেট কোন দিকে যেতে পারে কারন আমাদের কিন্তু আইডিয়া করার যোগ্যতা থাকতে হয়ে ফরেক্স এ ট্রেড করার জন্য ।

IslamMdMerajul
2020-04-22, 11:42 PM
প্রতিটি প্রতিষ্ঠানের কিছু বাধ্যবাধকতা থাকে। বা কিছু নিয়ম থাকে। তেমনি ফরেক্স মার্কেটে ও কিছু নিয়ম-কানুন রয়েছে। যেমন ফরেক্স ফোরামে প্রতিদিন 10 টার বেশি পোস্ট করা যাবে না। একই পোস্ট বারবার করা যাবে না। এছাড়া একসাথে দুইটা আইডি চালানো যাবে না। এ ছাড়া অন্য কোনো তথ্য ভুল প্রমাণ হলে ফরেক্স আইডি বন্ধ করে দেয়া হয় ইত্যাদি।

Mas26
2023-04-25, 12:08 PM
ফরেক্সে আসতে হলে আপনাকে অবশ্যই কিছু ফরেক্স সম্পর্কিত উপদেশ মানতে হবে আর তা হল মার্কেটের অনেক বড় বড় পরিবর্তন আপনার চোখের সামনে হবে কিন্তু পরিবর্তন দ্বারা প্রভাবিত না হয়ে মার্কেট অ্যানালাইসিস করে তার পরই ট্রেডের ব্যাপারে সিদ্ধান্ত নিন। ফরেক্সে আপনি অনেক ভাল করতে চাইলে আগে আপনার লোভ কে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রন করুন,আবেগ,উত্তেজনা কে নিয়ন্ত্রন করুন,মানি ম্যানেজমেন্টের প্রতি খেয়াল রাখুন,গুরুত্বের সাথে মার্কেট অ্যানালাইসিস করুন তবেই সফল হতে পারবেন।