PDA

View Full Version : একজন ট্রেডারের উইকেন্ড যেভাবে কাটে।



Emamul
2020-06-20, 03:34 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা সবাই জানি যে, ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে। সোম থেকে শুক্র হলো আমাদের ওয়ার্কিং ডে আর শনি এবং রবিবার হচ্ছে আমাদের ছুটির দিন। আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমরা এই ছুটি উপভোগ করি। তবে আমরা চাইলে এই ছুটিটা ও কাজে লাগাতে পারি। সপ্তাহে যে ভুল গুলোর কারনে আমাদের যে ট্রেড গুলো লস হলো সেগুলো নিয়ে এনালাইসিস করতে পারি, মার্কেটের ট্রেন্ড লাইন গুলো ঘেটে দেখতে পারি তাহলে ক্যান্ডেলস্টিক এর আচরণ গুলো বুঝতে পারবো। নিউজগুলো এনালাইসিস করতে পারি যে কোন নিউজগুলো মার্কেটে কি কি প্রভাব ফেললো। ফরেক্স রিলেটেড কোনো ওয়েবসাইটে ঘুরে আসতে পারি। সর্বপরি নিজেকে নতুন মনে করে ফরেক্সকে শিখতে চাই এমন মনোভাব নিয়ে শিখলে অবশ্যই আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। নিজেকে অনেক বড় ট্রেডার ভাবা কখোনো ঠিক হবে । মনে রাখতে হবে "শিক্ষার কোনো শেষ নেই"। এ সময় আমরা সিনিয়র ভাইদের থেকেও পরামর্শ নিতে পারি।

Md.shohag
2020-06-20, 03:35 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা সবাই জানি যে, ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে। সোম থেকে শুক্র হলো আমাদের ওয়ার্কিং ডে আর শনি এবং রবিবার হচ্ছে আমাদের ছুটির দিন। আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমরা এই ছুটি উপভোগ করি। তবে আমরা চাইলে এই ছুটিটা ও কাজে লাগাতে পারি। সপ্তাহে যে ভুল গুলোর কারনে আমাদের যে ট্রেড গুলো লস হলো সেগুলো নিয়ে এনালাইসিস করতে পারি, মার্কেটের ট্রেন্ড লাইন গুলো ঘেটে দেখতে পারি তাহলে ক্যান্ডেলস্টিক এর আচরণ গুলো বুঝতে পারবো। নিউজগুলো এনালাইসিস করতে পারি যে কোন নিউজগুলো মার্কেটে কি কি প্রভাব ফেললো। ফরেক্স রিলেটেড কোনো ওয়েবসাইটে ঘুরে আসতে পারি। সর্বপরি নিজেকে নতুন মনে করে ফরেক্সকে শিখতে চাই এমন মনোভাব নিয়ে শিখলে অবশ্যই আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। নিজেকে অনেক বড় ট্রেডার ভাবা কখোনো ঠিক হবে । মনে রাখতে হবে "শিক্ষার কোনো শেষ নেই"। এ সময় আমরা সিনিয়র ভাইদের থেকেও পরামর্শ নিতে

FREEDOM
2020-06-20, 04:44 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা সবাই জানি যে, ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে। সোম থেকে শুক্র হলো আমাদের ওয়ার্কিং ডে আর শনি এবং রবিবার হচ্ছে আমাদের ছুটির দিন। আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমরা এই ছুটি উপভোগ করি। তবে আমরা চাইলে এই ছুটিটা ও কাজে লাগাতে পারি। সপ্তাহে যে ভুল গুলোর কারনে আমাদের যে ট্রেড গুলো লস হলো সেগুলো নিয়ে এনালাইসিস করতে পারি, মার্কেটের ট্রেন্ড লাইন গুলো ঘেটে দেখতে পারি তাহলে ক্যান্ডেলস্টিক এর আচরণ গুলো বুঝতে পারবো। নিউজগুলো এনালাইসিস করতে পারি যে কোন নিউজগুলো মার্কেটে কি কি প্রভাব ফেললো। ফরেক্স রিলেটেড কোনো ওয়েবসাইটে ঘুরে আসতে পারি। সর্বপরি নিজেকে নতুন মনে করে ফরেক্সকে শিখতে চাই এমন মনোভাব নিয়ে শিখলে অবশ্যই আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। নিজেকে অনেক বড় ট্রেডার ভাবা কখোনো ঠিক হবে । মনে রাখতে হবে "শিক্ষার কোনো শেষ নেই"। এ সময় আমরা সিনিয়র ভাইদের থেকেও পরামর্শ নিতে পারি।

হ্যা ফরেক্স মার্কেট সপ্তাহে পাচদিন খোলা থাকে দিনরাত ২৪ ঘন্টা তাই আমরা যেকোন সময়েই ট্রেড করতে পারি এই পাচদিন এবং আমরা অনেকেই ট্রেডিং নিয়ে ব্যাস্ত থাকি কখন ট্রেড করবো কীভাবে প্রফিট আসবে। আর ট্রেডগুলোতে যেগুলো লসে থাকবে বা লস করবো অবশ্যই চেষ্টা করবো সেগুলো নিয়ে এনালাইসিস করার যাতো করে পরবর্তীতে আর একই ভুলে না পড়ে যাই। তাছারা বন্ধের দুইদিন আমরা ফরেক্স এনালাইসিস ও ফরেক্স শেখার প্রতি ব্যায় করতে পারি।

K.K.BABY
2020-06-20, 05:37 PM
হ্যাঁ ভাই সপ্তাহে মার্কেট ৫ দিন খোলা থাকে আর দুই দিন বন্ধ থাকে আর এই দুই দিন আমরা আনন্দ করে কাটায় কিন্তু এই দিন গুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবো এবং আমরা আমাদের ট্রেডিং প্রফিট বাড়াতে পারবো।তাই সময় কখনো অপচয় করা ঠিক নয় সময়কে কাজে লাগাতে পারলে সেই গেইন হবে।

Mahmud1984fx
2020-06-21, 05:40 AM
একজন ট্রেডারের সপ্তাহ কাটে খুব ব্যস্ততার মধ্য দিয়ে। যারা ভাল ও সফল ট্রেডার তারা পরিকল্পিতভাবে সব কিছু ঠিক রেখে সপ্তাহের ৫দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত ট্রেড করে এবং ভূলগুলো বা মার্কেট সমস্যাগুলো নোট করে। আর শনিবার এবং রবিবার এই দুইদিন তারা আগের সপ্তাহের ট্রেডগুলো-ভূলগুলো এবং টার্গেট বাস্তবায়ন চূলচেরা বিশ্লেষণ করে, এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সপ্তাহের জন্য একটা ভাল পরিকল্পনা তৈরী করে। পাশাপাশি নিজে রিফ্রেশ হয় ও ফ্যামিলিতে প্রয়োজনী সময় দিয়ে তার সপ্তাহ পার করেন।

mamunjd97
2020-06-21, 05:59 AM
সোমবার হলো ফরেক্স মার্কেটের প্রথমদিন-এদিন প্রত্যেক ট্রেডারের খুবই আনন্দ-উত্তেজনার মধ্য দিয়ে দিন অতিবাহিত হয় । এরপরে সপ্তাহ বেশ ভালই কাটে কিন্তু শুক্রবার অনেকের মনটা খারাপ হয়ে যায়- ব্যালেন্স হারিয়ে। শনিবার এবং রবিবার মনটা আবার রিফ্রেশ করে ,ভূল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্দীপনায় আবার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ট্রেড চ্লে। এভাবেই ফরেক্স ট্রেডারের সপ্তাহ পার হয়ে যায়।

Hasinapx
2020-06-21, 11:35 AM
একজন ফরেক্স ট্রেডারের সাপ্তাহিক সময়গুলো বেশ আনন্দ এবং প্রত্যাশা পূরণের বিভোর অবস্থায় কাটে। শনিবার এবং রবিবার কাটে নিজের অতীতের ট্রেডিং এবং ফলাফল বিশ্লেষণ,নিজেকে একটু রিফ্রেশকরণ আর ফ্যামিলিকে দেয়া সময়ের সদ্ব্যবহার। সোমবার থেকে শুক্রবার চলে ফরেক্স মার্কেট এ্যানালাইসিস, আর ভাল ইনকামের জন্য নতুন নতুন কৌশল উদ্ভাবন ও প্রয়োগ। এভাবেই কেটে যায় সপ্তাহের প্রতিটি মুহুর্ত। কখনো একটু আনন্দ,হাসি,কষ্ট আর স্বপ্ন পূরণের অদম্য নেশায়।