PDA

View Full Version : ফোরামে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত?



NEWVISION2020
2020-06-21, 01:47 AM
আমার জানামতে ফোরামের নিয়ম অনুসারে একদিনে পাঁচটা অথবা দশটা পোস্ট করার কথা বলা হয়েছে। কিন্তু আমি এমন অনেক ব্যক্তি কে দেখেছি যারা একদিনে দশের অধিক অর্থাৎ 20 থেকে 50 টা পর্যন্ত পোস্ট করেছে। তাই আসলে দক্ষ ও প্রবীণ ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি যে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত এবং ফোরাম কতগুলো পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকবে।আর ফোরাম যদি সর্বোচ্চ দশটি পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকে তাহলে বাকি পোস্টগুলো কি বাতিল বলে ঘোষণা করা হবে। এ বিষয়ে কারো পরিষ্কার ধারণা থাকলে অবশ্যই আমার কনফিউশন টা দূর করবেন তাহলে খুবই উপকৃত হব।

Emamul
2020-06-21, 02:43 AM
ফোরামে আপনি একদিনে ৪০ টা পর্যন্ত পোস্ট করতে পারবেন। এবং যুক্তি সংগত ও দিক নির্দেশনা মুলক সকল পোস্টের জন্য আপনি বোনাস পাবেন। কিন্তু একদিনে ৪০ টার মত পোস্ট করার ধৈর্য আর সময় আমাদের সবার থাকে না যদি আপনার থেকে থাকে আর আপনি যদি ৪০ টার মত মতো পোস্ট করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে ২৫০ থেকে ৩০০ ডলার পর্যন্ত বোনাস পাবেন।

Mahmud1984fx
2020-06-21, 05:47 AM
আমার জানামতে সর্বোচ্চ ১০টা পর্যন্ত পোস্ট করা যায়। কিন্তু ২/১জন ভাইয়ের পোস্ট থেকে জানতে পারলাম ৪০টা পর্যন্ত পোস্ট করা যায়। জানি না সঠিক কিনা ? তবে যদি সঠিক হয় তাহলে তো ভাল। কারণ যাদের সময় ও সুযোগ আছে তারা এটাকে কাজে লাগাতে পারে।তবে আমি যে বোনাস পেয়েছি মে মাসের ২২৬+। কিন্তু আমি কোনদিন এত পোস্ট দিইনি। সর্বোচ্চ ১০টা পর্যন্ত পোস্ট প্রতিদিন দেয়ার চেষ্টা করি। এতে আমার কাছে মনে হয়েছে পোস্ট যদি মানসম্মত হয় তাহলে অল্প পোস্টেও ভাল বোনাস পাওয়া সম্ভব।

samun
2020-06-25, 10:40 PM
ফোরামে পোস্ট করার নিয়ম হলো 5 টি পোস্ট করার পর 10 মিনিটের মধ্যে আর পোস্ট করতে পারবেন না। এভাবে 10 মিনিট বিরতির পর আবার 5 টি পোস্ট করতে পারবেন। তবে পোস্ট এর একটা লিমিট আছে। 24 ঘন্টায় 25 থেকে 30 তার বেশি পোস্ট না করাটাই উত্তম। আর কপি হইতে বিরত থাকা খুবি গুরুত্বপূর্ণ।

Starship
2020-06-25, 11:24 PM
অনেকে মনে করেন যে যতবেশী পোস্ট তত বোনাস। বিষয়টা এমন নয়। আপনি যদি দৈনিক ১০ থেকে ১৫ টা মান সম্মত পোস্ট করেন তাহলে আপনি মাসে ১৫০ থেকে ২৫০ পর্যন্ত বোনাস পেতে পারেন। আমার জানা মতে আমার অনেক ফ্রেন্ড এমন বোনাস পাচ্ছেন। তবে ভুলেও কপি করা যাবে না। তাই কোয়ালিটির উপর গুরুত্ব দিতে হবে সংখ্যার উপর নয়।

DEARMUM100
2020-12-17, 09:58 PM
সাধারণত ফোরাম এর নতুন রুল অনুযায়ী একজন সদস্য দিন এ ৫ থেকে ১০ টি পোস্ট দিতে পারবে,আর আমি প্রতেক দিন ৫ টি করে পোস্ট দিয়ে থাকি,আসলে অনেক এ বোনাস বেশি পাবার আশায় একাধিক পোস্ট দিয়ে থাকে,কিন্তু বোনাস এখন আর পোস্ট এর উপর দেওয়া হয় না,এখন বোনাস আপনার পোস্ট এর মান এর উপর দেওয়া হয়,আপনার পোস্ট যদি সুন্দর,নির্ভুল,এবং মান সন্মত হয়।

EmonFX
2020-12-18, 08:45 AM
আমার জানামতে ফোরামের নিয়ম অনুসারে একদিনে পাঁচটা অথবা দশটা পোস্ট করার কথা বলা হয়েছে। কিন্তু আমি এমন অনেক ব্যক্তি কে দেখেছি যারা একদিনে দশের অধিক অর্থাৎ 20 থেকে 50 টা পর্যন্ত পোস্ট করেছে। তাই আসলে দক্ষ ও প্রবীণ ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি যে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত এবং ফোরাম কতগুলো পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকবে।আর ফোরাম যদি সর্বোচ্চ দশটি পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকে তাহলে বাকি পোস্টগুলো কি বাতিল বলে ঘোষণা করা হবে। এ বিষয়ে কারো পরিষ্কার ধারণা থাকলে অবশ্যই আমার কনফিউশন টা দূর করবেন তাহলে খুবই উপকৃত হব।

সর্বোশেষ আপডেট নিয়ম অনুযায়ী ফোরাম অথরিটি বোনাসের জন্য দৈনিক ৫-১০ টির বেশি পোস্ট কাউন্ট করে না। অনেকে হয়তো ৩০-৪০ টি পোস্ট করে থাকেন। সবগুলো পোস্টের জন্য ফোরাম সে করবে কি না সেটা স্টপ নয়। তবে অনেক বেশি পোস্ট করলে ফোরাম ঐ সদস্যকে বোনাস শিকারী হিসেবে মার্ক করে থাকে, এতে করে বোনাস পাওয়ার ব্যাপারে প্রবলেম হতে পারে। আপনার লেখার কোয়ালিটি ভালো, তথ্যবহুল, যথার্থ সত্য হলে আপনি প্রতি মাসে ২০০০ বলার পর্যন্ত বোনাস পেতে পারেন। আসল ব্যাপার হলো আপনার লেখার মান ভালো হয় এবং সেটা পড়ে যদি অন্য সদস্য খুশি হয়ে লাইক দেয় তাহলে ফোরাম আপনাকে ১টি পোস্টের এগেইনস্টে ৫০ ডলার পর্যন্ত বোনাস দিতে পারে। সেক্ষেত্রে কতটি পোস্ট করলেন সেটা আসল কথা নয়, আসল কথা হলো আপনার লেখার কোয়ালিটি কেমন।

TanjirKhandokar1994
2020-12-21, 08:04 PM
আসলে ফরেক্সের নতুন নীতিমালা অনুযায়ী এক দিনে মানসম্মত ও ফরেক্স প্রাসঙ্গিক দশটি পোস্ট করার কথা বলা হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ চল্লিশ টি পোস্ট করা যেত। নতুন এই নীতিমালাতে আরও বলা হয়েছে প্রতিটি ভালো মানের পোস্ট এর জন্য সর্বোচ্চ পঞ্চাশ ডলার পর্যন্ত দেয়া হবে। তাই আমাদের উচিত ফরেক্স ফোরামে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক পোস্ট না করে ভালো মানের পোস্ট করা তাহলে মাসের শেষে ভালো বোনাস পাওয়া যাবে।

ABDUSSALAM2020
2020-12-21, 11:45 PM
ফোরামে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত?
আমার জানামতে ফোরামের নিয়ম অনুসারে একদিনে পাঁচটা অথবা দশটা পোস্ট করার কথা বলা হয়েছে। কিন্তু আমি এমন অনেক ব্যক্তি কে দেখেছি যারা একদিনে দশের অধিক অর্থাৎ 20 থেকে 50 টা পর্যন্ত পোস্ট করেছে। তাই আসলে দক্ষ ও প্রবীণ ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি যে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত এবং ফোরাম কতগুলো পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকবে।আর ফোরাম যদি সর্বোচ্চ দশটি পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকে তাহলে বাকি পোস্টগুলো কি বাতিল বলে ঘোষণা করা হবে। এ বিষয়ে কারো পরিষ্কার ধারণা থাকলে অবশ্যই আমার কনফিউশন টা দূর করবেন তাহলে খুবই উপকৃত হব।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

ANIK918
2020-12-22, 04:44 AM
আমি যতদূর জানি ফোরামে একদিনে সর্বোচ্চ 40 টার মত পোস্ট করা যায়। তবে অবশ্যই পোস্টগুলো যুক্তিসঙ্গত এবং সম্পর্কিত হতে হবে। তবে আমাদের বেশির ভাগ মানুষের এতটা ধৈর্য থাকে না যদি আপনার থেকে থাকে তবে আপনি সর্বোচ্চ 40 টা পোস্ট করতে পারেন। এতে করে মাসিক 250 থেকে 300 ডলারের মতো বোনাস পেতে পারেন।

sss21
2021-01-29, 09:36 PM
আমার মতে ফোরামে একদিনে ১০ টির বেশি পোস্ট করা উচিত না।

AMIR1
2021-01-29, 10:08 PM
আমি বাংলাদেশ ফরেক্স ফোরাম থেকে যেটুকু শিখেছি প্রতিদিন সর্বোচ্চ দশ-পনেরোটা পোস্ট করা যায়।কিন্তু এখন দেখছি প্রাই লোক ১৫-২০ টা বা ৩০-৪০টা পর্যন্ত পোস্ট করছে, পোস্ট করা ভালো,, কিন্তু একাধিক পোষ্ট করার জন্য ভুলেও কেউ কারো পোস্ট কপি করবেন না। অনেকগুলো পোস্ট করেন তাতে কোন সমস্যা না কিন্তু সে পোস্টগুলো নির্ভুল ও সম্মত হতে হবে

Mkhan0924
2021-01-29, 10:58 PM
আমার জানামতে ফোরামের নিয়ম অনুসারে একদিনে পাঁচটা অথবা দশটা পোস্ট করার কথা বলা হয়েছে। কিন্তু আমি এমন অনেক ব্যক্তি কে দেখেছি যারা একদিনে দশের অধিক অর্থাৎ 20 থেকে 50 টা পর্যন্ত পোস্ট করেছে। তাই আসলে দক্ষ ও প্রবীণ ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি যে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত এবং ফোরাম কতগুলো পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকবে।আর ফোরাম যদি সর্বোচ্চ দশটি পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকে তাহলে বাকি পোস্টগুলো কি বাতিল বলে ঘোষণা করা হবে। এ বিষয়ে কারো পরিষ্কার ধারণা থাকলে অবশ্যই আমার কনফিউশন টা দূর করবেন তাহলে খুবই উপকৃত হব।
ফোরামের নতুন নিয়ম অনুজায়ী আমরা ফোরাম সদস্যরা 10 টার বেশি পোস্ট করা যাবেনা। আর তাছাড়া বেশি পোস্ট করলেই এখন বেশি বোনাস পাওয়া যায় না বরং গুনগত মান সম্পন্ন অল্প পোস্ট করেই এখন অনেক বোনাস পাওয়া সম্ভব।

Sakib42
2021-01-29, 11:47 PM
বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনেছি যেমন পোষ্টের জন্য লিমিটেশন সম্পর্কে শুনেছি। কেউই সঠিকভাবে বলতে পারছে না যে একজন পোস্টার দিনে সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে। তবে আমার কাছে মনে হয়ভালো কোয়ালিটির সম্পুর্ন পোস্ট করতে পারি, সেই বিষয় লক্ষ্য রেখে আমাদের কাজ করা উচিত। আপনি সেটি ফল পাবেন তা নিয়ে কোনো চিন্তা নেই।

FRK75
2021-05-23, 09:15 AM
পোস্ট করার নিয়ম হলো 5 টি পোস্ট করার পর 10 মিনিটের মধ্যে আর পোস্ট করতে পারবেন না। এভাবে 10 মিনিট বিরতির পর আবার 5 টি পোস্ট করতে পারবেন। তবে পোস্ট এর একটা লিমিট আছে। 24 ঘন্টায় 25 থেকে 30 তার বেশি পোস্ট না করাটাই উত্তম।

Smd
2021-09-05, 06:55 PM
আপনি যদি দৈনিক ১০ থেকে ১৫ টা মান সম্মত পোস্ট করেন তাহলে আপনি মাসে ১৫০ থেকে ২৫০ পর্যন্ত বোনাস পেতে পারেন। আমার জানা মতে আমার অনেক ফ্রেন্ড এমন বোনাস পাচ্ছেন। তবে ভুলেও কপি করা যাবে না। তাই আসলে দক্ষ ও প্রবীণ ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি যে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত এবং ফোরাম কতগুলো পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকবে।আর ফোরাম যদি সর্বোচ্চ দশটি পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকে তাহলে বাকি পোস্টগুলো কি বাতিল বলে ঘোষণা করা হবে।