PDA

View Full Version : চীনের অফশোর মার্কেটে বন্ড খেলাপি বাড়ছে



kohit
2020-06-23, 05:35 PM
নভেল করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক পতনে চীনের ডলার বন্ড বাজারে খেলাপি বাড়ছে। এখন পর্যন্ত চলতি বছর দেশটির অফশোর মার্কেটে মোট খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৪০০ কোটি ডলার, এক বছর আগের তুলনায় যা ১৫০ শতাংশ বেশি। তবে সরকারের প্রচেষ্টার কারণে এ সময়ে অনশোর খেলাপির পরিমাণ কমেছে। খবর ব্লুমবার্গ।

গতকাল চীনের অয়েল ইকুইপমেন্ট ও সার্ভিস কোম্পানি হিলং হোল্ডিং লিমিটেড এ খেলাপির তালিকায় সর্বশেষ নাম লিখিয়েছে। কোম্পানিটি ম্যাচিউরড হয়ে পড়া বন্ডের ক্রেতাদের পাওনা ১৬ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। আগের বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দিতে কোম্পানিটি নতুন করে বন্ড ইস্যু করতে চেয়েছিল। কিন্তু প্রয়োজনীয়সংখ্যক বিনিয়োগকারী টানতে ব্যর্থ হওয়ায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ লিমিটেডের হেড অব ক্রেডিট স্ট্র্যাটেজি ওয়েন গ্যালিমোর জানান, চলতি বছর এখন পর্যন্ত চীনের ডলার বন্ড বাজারে রেকর্ড ১১টি খেলাপের ঘটনা ঘটেছে। গত বছর সংখ্যাটি ছিল ৯। এ বছর বেশির ভাগ খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে বেসরকারি কোম্পানিগুলো।

করোনার কারণে এশিয়ার জ্বালানি খাত যে মারাত্মক সংকটে পড়েছে, হিলংয়ের বন্ড খেলাপি হয়ে পড়া তারই প্রমাণ। মহামারীর কারণে চীনের অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ায় অফশোর বন্ড মার্কেটে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে ব্যর্থ ইস্যুয়ারদের সংখ্যা বাড়ার সর্বশেষ উদাহরণ হয়ে থাকল হিলং।

বণিক বার্তা